Blog

  • সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ  একটি শান্তিপূর্ণ ও  নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সভায় চুরি, মাদক, পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ দমন, যৌন হয়রানি, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

    সভাপতি মাসুদ রানা বলেন, “এই আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা নিয়ে বকশিগঞ্জ উপজেলাকে একটি আদর্শ নগরে রূপান্তর করা সম্ভব।তিনি ধর্ষণ প্রতিরোধে সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উপজেলার মসজিদগুলোর ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

    সভায় ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

    সভাপতি বলেন, আমরা আশান্বিত, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাসযোগ্য উপজেলা হিসেবে তার ঐতিহ্য ধরে রাখতে পারবে।

    এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জন (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,,সাংবাদিকসহ আরও অনেকে।

    সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।

  • শাল্লা থানা পুলিশের অভি-যানে  গাঁ-জাসহ মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    শাল্লা থানা পুলিশের অভি-যানে গাঁ-জাসহ মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৬)। তিনি শাল্লা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা।
    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জহিরুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশের একটি দল। অভিযানে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স।
    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

  • আগামি জাতীয় সংসদ নির্বাচন বান-চালের প্রতি-বাদে   গৌরনদীতে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

    আগামি জাতীয় সংসদ নির্বাচন বান-চালের প্রতি-বাদে গৌরনদীতে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

    কে এম সোয়াব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।।
    বরিশালের গৌরনদীতে বিএনপি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীন শ্লোগান, বক্তব্য এবং আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছে শেষ হয়। বিক্ষোভ মিছিলের শুরুতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্কব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। এর পরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম সাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, আবুল হোসেন লাল্টু, মাসুদ হাসান মিটু। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    ‎কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎‎ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে এডিএইচ (Aktion Deutschland Hilft) জার্মান এর অর্থায়নে, ১ জুন ২০২৫ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে Haor Resilience ‎and Preparedness Initiatives (HaRPI) Project বাস্তবায়ন করছে।
    এরই ধারাবাহিকতায় ২৩জুলাই রোজ বুধবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয় । প্রকল্পটি ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ জুন ২০২৫ সাল হতে নভেম্বর ২০২৬ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমনটিই আলোচনা করা হয়। ২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইখতিয়ার আলমের সঞ্চালনায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ সাজেদুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার কাজল এ ড্রং প্রমূখ।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
    ‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম , যুগ্ম পরিচালক ঢাকা ,মো: জাহাঙ্গীর আলম, ছানোয়ার হোসেন খান পাঠান প্রমুখ।

  • গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

    গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিচারপ্রার্থী জনগণের জন্য আদালত সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চীফ মেট্রোপলিটন আদালতের ন্যায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আজ থেকে এই সেবা চালু হলো। গোপালগঞ্জের বিচারপ্রার্থী সকল জনগণ এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এ সেবা প্রদান করা হবে।

    এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের নীচ তলায় প্রধান ফটকের পাশেই
    আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে তিনি ফিতা কেটে, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাড. আলহাজ্ব আজগর আলী খান।

    এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর ও মোঃ এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, মো: সালমান আহমেদ শুভ,
    সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস, রুবাইয়া ইয়াসমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, লাবনী খাতুন, জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাড. এম এ সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. তৌফিকুল ইসলাম, সিনিয়র এ্যাড. আহমেদ নওশের আলী, আলহাজ্ব এস এম নাহাজ পাশা, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, শেখ মাসুদ আলী, আওলাদ আলী মোল্লা, গোলাম মেহেদী খান, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম সিকদার, নাজির হোসেন সমাদ্দার, সহ-সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক এস এম আমজাদ হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হান্নান মোল্লা, ভারপ্রাপ্ত নাজির খোন্দকার আবু সাইদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কা-টা পড়ে মা-নসিক প্র-তিবন্ধী নারীর মৃ-ত্যু

    ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কা-টা পড়ে মা-নসিক প্র-তিবন্ধী নারীর মৃ-ত্যু

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। মৃত নারীর নাম আনচি খাতুন। জানাগেছে, বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জের বাবরা রেলগেট সংলগ্ন খামারমুন্দিয়া মাঠ এলাকায় চলন্ত সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, আনচি খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • জাতির উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা

    জাতির উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন যা নিচে হুবুহু তুলে ধরা হলো।

    ” শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি।

    বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।

    নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।

    এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।

    প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।”

  • ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পাবে

    ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পাবে

    হেলাল শেখঃ রাজধানী- উত্তরা, মিরপুর ও ঢাকার আশপাশের এলাকার নাগরিক জীবনে সবচেয়ে বড় অস্বস্তির নাম হলো যানজট। বিশেষ করে এই যানজট থেকে মানুষকে মুক্তি দিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে যে, জনগণের চরম ভোগান্তি-এই কাজ কবে শেষ হবে তা অনিশ্চিত।
    মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ইং) ঢাকার আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সড়ক ও জনপদে বিভিন্ন প্রান্তে নির্মিত হচ্ছে ফ্লাইওভার। বিশেষ করে দেশে অনেক আগেই চালু হয়েছে মানুষের স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল। তবে ঢাকার মানুষের জন্য স্থায়ী সুখবর নিয়ে আসতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যেখানে একযোগে দুটি এক্সপ্রেসওয়ের কাজ চলমান। এর মধ্যে একটির একাংশ চালু হয়েছে। এসব প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে ঢাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দ্রুতসময়ে রপ্তানিপণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বাড়বে উৎপাদন বা জিডিপি কিন্তু সড়কের দুই পাশের জমি, বাড়ি, মার্কেটের মালিকরা দিশেহারা, তাদের অনেকেই কোনো নোটিশ পাননি বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন।
    ঢাকার যানজট নিরসনে সম্প্রতি বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ঢাকা উড়াল সড়কের একাংশে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের এ উড়াল সড়ক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উড়াল সড়কটি বিমানবন্দর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। যার মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। যেখানে প্রথম পর্বে চালু হয়েছে ১১ দশমিক ৫ কিলোমিটার। এখন পর্যন্ত প্রকল্পটির ৬০-৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাঙ্ক্ষিত সুফল পেতে এখন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে চোখ বর্তমান সরকারের। এর কারণে সব বাধা কাটিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে এ প্রকল্পের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্পের বাস্তবায়ন ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল মিলবে না। কারণ নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। সেটি হলে সাভার উপজেলার আশুলিয়া ডিইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল ও ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সরাসরি সংযুক্ত হবে। তখন ঢাকা থেকে চট্রগ্রাম রপ্তানিপণ্য পরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী হবে।
    বাংলাদেশ সেতু কতর্ৃপক্ষ মনে করেন, এ দুটি প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে এসব অঞ্চলে রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। সময়ের পাশাপাশি পরিবহন খরচও হবে সাশ্রয়ী। উন্নত ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা আশুলিয়া শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ করবে। এতে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকার গাবতলী, সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা সেসব এলাকায় শিল্প বিকাশে আরো সহায়ক হবে। এ এক্সপ্রেসওয়েটি ডিইপিজেড থেকে আশুলিয়া- বাইপাইল-আব্দুল্লাহপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রন্তে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এতে দেশের ৩০ জেলার অন্তত ৫কোটি মানুষ উপকৃত হবে।
    ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। দুটি এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ৪৩ দশমিক ৭৩ কিলোমিটার। রাজধানী ও ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ১৬ হাজার ৯০১ কোটি টাকা। যার ৬৫ শতাংশ অর্থাৎ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৯৪৯ কোটি টাকা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৫ থেকে ৬টি জেলার মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে সহজে দ্রুত ঢাকায় প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে প্রায় ৩০ জেলার আনুমানিক ৫ কোটি মানুষ এ প্রকল্পের সুবিধাভোগী হবে। কিন্তু সামান্য বৃষ্টি হলে এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় আর এই সড়কে চলাচলকারী লাখ লাখ শ্রমিক, হাজার হাজার ছাত্র-ছাত্রিসহ এলাকাবাসীর চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে সরকার আসে যায় কিন্তু এ এলাকাবাসীর রাস্তায় চলাচলের সমস্যার শেষ নাই।
    প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এভাবে পরিকল্পনা করেই দুটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ দুটি এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ইপিজেড থেকে সরাসরি পণ্যবাহী যানবাহন ঢাকার ওপর দিয়ে চট্রগ্রাম চলে যাবে। এখন ঢাকার ভেতরে যানজটের কারণে দিনে পণ্যবাহী যানবাহন চলে না। দুটি এক্সপ্রেসওয়ে চালু হলে তা থাকবে না। তখন রাজধানী ও ঢাকা শহরে কোনো ধরণের যানজট বা প্রতিবন্ধকতা তৈরি না করেই পণ্যবাহী যানবাহণ চলাচল করবে। এতে আমাদের রপ্তানি খাতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, বর্তমানে ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ কাজে কোনো সমস্যা নেই। সব বাধা কাটিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ ছিলো। মেয়াদ চার বছর বাড়িয়ে এখন ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। সূত্র জানায়, উক্ত ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ দেখিয়ে আশুলিয়ার ড্রেনেজ ব্যবস্থা ও শাখা রোডগুলোর কাজ তেমন করছেন না সংশ্লিষ্টরা। এদিকে সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, যা শত বছরেও উদ্ধার হয়নি। এই খালটি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করা হলে আশুলিয়ার ড্রেন সচল রাখা যাবে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে।##

  • রংপুর আদালতে ১৫ টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    রংপুর আদালতে ১৫ টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি

    রংপুর আদালতে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২২ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ মোস্তাফিজার (৩৬), মেসার্স মাহি মায়ের দোয়া বেকারী, লাহিরীরহাট, সদর, রংপুর; পণ্য- ব্রেড ও কেক;
    ০২। বিপ্লব কুন্ডু (৫১), মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, উপজেলা রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি
    ০৩। মোঃ সোহেল মিয়া (৪২), মেসার্স নিউ ঈগলু আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০৪। মোঃ জমশেদ আলী জুয়েল (৪২), মেসার্স ফুজি আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০৫। পুলক কুন্ডু (৫৫), মেসার্স শান্তি মিষ্টান্ন ভান্ডার, বড় মসজিদের বিপরীতে, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৬। মোঃ মামুনুর রশীদ, মেসার্স মামুন সুইটস, মীর মার্কেট, হাসপাতল রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৭। মোঃ গোলাম রব্বানী (৫০), মেসার্স সাগর দইঘর, উত্তর শেখপাড়া, মডার্ন মোড়, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৮। মাহাফুজ (৩৫), মেসার্স মেহনাজ ফুডস প্রোডাক্টস, শেখপাড়া, আলামীন বাজার, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৯। মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৮), মেসার্স প্রাইড কসমেটিকস এন্ড কোম্পানী, আরাজী তামপাট, নগরমীরগঞ্জ, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য- লাচ্ছা সেমাই, সরিষার তেল ও লন্ড্রিসোপ
    ১০। মোছাঃ মাহমুদা খাতুন (৩৭), মেসার্স এংরি বার্ডস, মন্ডলপাড়া, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১১। রবিউল ইসলাম (৫৫), মেসার্স ভাই বোন আইসক্রীম ফ্যাক্টরী, জিএলরায় রোড, আঙ্গুরমিয়ার ব্রীজ সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১২। আসিফ মাহমুদ (৪৩), মেসার্স নিউ বনফুল আইসক্রীম কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৩। মোঃ তৌহিদুল হক (৩৫), মেসার্স এংরি বার্ডস-১ আইসক্রীম ফ্যাক্টরী, রবার্টসনগঞ্জ, মন্ডলপাড়া, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৪। মোঃ মোরশেদুল হক (৫০), মেসার্স নিউ পপি আইসক্রীম ফ্যাক্টরী, ডাঙ্গীপাড়, মাস্টারপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৫। তোফায়েল আহমেদ (৭০), মেসার্স ফুজি আইসক্রীম, কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ

    আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ

    হেলাল শেখ ঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ফকির বাড়ি বটতলা) এলাকার জাকির হোসেনের মেয়ে প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী মোছাঃ নিলুফা বেগম বাড়িতে একা থাকার সুযোগে এলাকার মাদক সন্ত্রাসী মোঃ সুজন (৩০) বিভিন্ন সময় তাকে বিরক্ত করে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আর সেই দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বাড়ি ঘর ভাংচুর করে সুজনসহ তার লোকজন।
    মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ইং) জানা গেছে, ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া ছাত্র জনতা হত্যা মামলার আসামী হয়ে ভারতে পালিয়ে আছেন, তার বাহিনীর সদস্য থেমে নেই মোঃ সুজন (৩০), পিতা মৃতঃ হাবিব স্থানীয় (ফকির বাড়ি বটতলা), জামগড়া, আশুলিয়া ঢাকাগং আরো ৪-৫জন মাদক সন্ত্রাসী চাঁদাবাজ মাদকের টাকার জন্য বিভিন্ন সময় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। এসবের টাকা না পেয়ে মানুষের বাড়ি ঘর ভাংচুর করে। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ করলে তাদেরকে হত্যা করে গুম করার হুমকি প্রদান করে সন্ত্রাসীরা।
    এ ব্যাপারে প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী ভুক্তভোগী মোছাঃ নিলুফা বেগম আশুলিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগে নিলুফা বেগম জানান, আমি গৃহিনী, আমার স্বামী প্রবাসী মোঃ বাবুল হোসেন (৪৫) এর আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন জামগড়া ফকির বাড়ি বটতলা এলাকায় ক্রয় করা ৫ শতাংশ জমি আছে। উক্ত জমি সম্পত্তির উপর ৮টি রুম আছে, সেখানে আমিসহ আমার পরিবার সুখে শান্তিতে বসবাস করে আসছি। উক্ত বিবাদী মোঃ সুজন এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা সুমন ভুঁইয়ার বাহিনীর সদস্য সুজন প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সে কোনো অপরাধ করলেও তার ভয়ে মানুষ কেউ মুখ খুলে না। সুজন আমার অতিরিক্ত বিরক্ত করে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে, তার দাবিকৃত টাকা দিলে সে আর বিরক্ত করবে না বলে। আমি একজন প্রবাসীর স্ত্রী বাড়িতে একা থাকি এখন নিরাপত্তাহীনতায়। আমি তাকে টাকা না দেয়ায় আমার বাড়ি ঘর ভাংচুর করেছে, আমি এ ঘটনার সঠিক বিচার চাই। বিবাদী সুজন এর কাছে এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
    আশুলিয়া থানার (এসআই) আকরাম বলেন, নিলুফা বেগমের অভিযোগ পেয়েছি, তদন্ত করে চাঁদাবাজদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।##