Blog

  • তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন

    তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ‘ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’। ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

    ২৮ জুলাই শনিবার সকাল ১০টায় বড়আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের আওতাধীন ২৫টি প্রাথমিক মৎস্যজীবী দলের নির্বাচিত নারী প্রতিনিধিরা।সভায় সর্ব সম্মতিক্রমে শ্যামলী রানীকে সভাপতি ও মিনারা বেগমকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
    কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সভাপত্বিতে ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন গঠন করা হয়।
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম, ফাইন্যান্স অফিসার নিলুফার বি আম্মান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাব্বির মাহমুদ আবির প্রমূখ।
    সিবিডিপির এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এই ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি নারী মৎস্যজীবীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হয়ে উঠবে। আমরা চাই, নারীরা যেন এই ফেডারেশনের মাধ্যমে নিজেদের নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে।”
    এই ফেডারেশন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, মৎস্য আহরণ ও বিপণনে নারীদের ভূমিকা জোরদার এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
    প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), সহযোগিতায় উত্তরণ, অর্থায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • উত্তর ও দক্ষিণের ২০টি জেলার মানুষের প্রাণের দাবি- আরিচা-দৌলতদিয়া-কাজিরহাট ত্রিমুখী সেতু নির্মাণ

    উত্তর ও দক্ষিণের ২০টি জেলার মানুষের প্রাণের দাবি- আরিচা-দৌলতদিয়া-কাজিরহাট ত্রিমুখী সেতু নির্মাণ

    হেলাল শেখঃ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২০ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন: মানিকগঞ্জের আরিচা-রাজবাড়ীর দৌলতদিয়া- পাবনার কাজিরহাটে ত্রিমুখী সেতু নির্মাণ। এই সেতু নির্মিত হলে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের সঙ্গে দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

    এই সেতুর গুরুত্ব কেন অপরিসীম, ২০ জেলার জীবনরেখা: রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহীসহ এই জেলাগুলোর মানুষ সরাসরি উপকৃত হবে।

    যানজট ও ভোগান্তির অবসান: দৌলতদিয়া-পাটুরিয়া ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে প্রতিদিন হাজার হাজার যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা- এসব দুর্ভোগ কাটবে স্থায়ীভাবে।

    অর্থনৈতিক গতি: পণ্য পরিবহন সহজ হলে কৃষিপণ্য, শিল্পপণ্য ও মাছ রপ্তানি আরও গতিশীল হবে। এর মাধ্যমে বাড়বে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ।
    পদ্মা সেতুর বিকল্প সংযোগ: যমুনা সেতু ও পদ্মা সেতুর ওপর চাপ কমবে। জরুরি প্রয়োজনে বিকল্প সড়কপথ হিসেবে ব্যবহারযোগ্য হবে এই ত্রিমুখী সেতু।

    “মানুষ কী বলছে? প্রতিদিন লাখো মানুষ ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ঢাকা কিংবা দক্ষিণাঞ্চলে পৌঁছায়। তারা বলছে, এই সেতু শুধু আমাদের দাবী নয়, আমাদের প্রানের প্রশ্ন। উন্নয়ন হোক সকলের, বঞ্চনা যেন না থাকে উত্তর ও দক্ষিণের মানুষদের জন্য।”

    সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যেই বিভিন্ন ফোরামে উপস্থাপিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি ও রাজনৈতিক সদিচ্ছাই পারে এই ত্রিমুখী স্বপ্নের সেতুকে বাস্তবে রূপ দিতে, এতে সবার সহযোগিতা দরকার।

  • আই-নশৃঙ্খলা বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের বিশেষ বার্তা

    আই-নশৃঙ্খলা বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের বিশেষ বার্তা

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক, সন্ত্রাস, জুয়া ও অসামাজিক কার্যকলাপ দমনে থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

    শনিবার (২৬ জুলাই ২০২৫ইং) আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান মাইকে বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া একটি এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি-যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে থানা পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।”

    ওসি হান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। সকলে সচেতন হলে ও প্রশাসনকে সহযোগিতা করলে এটি বাস্তবায়ন সম্ভব।” তবে কিছু স্বল্পতা রয়েছে, কেউই থানায় কোনো বিষয়ে জরুরি ফোন করে সেবা চাইলে মুহূর্তেই ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় না কারণ, থানায় যানবাহন সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে, ভাড়া বাড়িতে আশুলিয়া থানার কার্যক্রম, অফিসারদের ভাড়া গাড়ি দিয়ে ডিউটি করাসহ বিভিন্ন সমস্যা রয়েছে বলে অনেকেই জানান।

  • চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত

    চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    আন্তর্জাতিক সহযোগিতায় নতুন দিগন্তের সম্ভাবনাময়,উন্নত, আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি চট্টগ্রাম গড়ার লক্ষ্য নিয়ে কানাডা সফর শেষে নিজ শহরে ফিরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

    বিমানবন্দরে মেয়রকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ। তারা ফুল দিয়ে মেয়রকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    এর আগে তিনি ২৮ জুন ২০২৫ তারিখে কানাডা সফরে গমন করেন। সফরকালে মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জননেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চট্টগ্রাম সিটির আধুনিক ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব নগর গড়ার রূপরেখা ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে।

    শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সংযোগ
    মেয়রের সফরের অন্যতম অর্জন হচ্ছে মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং চসিক পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ। এতে করে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ বাড়বে, যা চট্টগ্রামের তরুণদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেবে।

    টরন্টোতে আন্তর্জাতিক বৈঠক ও সহযোগিতা আলোচনা-সফরকালে টরেন্টোর বাংলা টাউনের ড্যানফোর্থ এলাকায় অন্টারিও প্রাদেশিক সংসদের এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন ও নার্সিং খাতে দক্ষ জনশক্তি তৈরিতে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

    টরন্টো সিটি হলে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে টরন্টোর মেয়র অলিভিয়া চৌ এবং এমপিপি ডলি বেগমের এক যৌথ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নগরের মধ্যে কৌশলগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত জনবল আদান-প্রদানসহ নানা বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

    জাতীয় স্বীকৃতি গ্রহণ:কানাডা সফর শেষে বুধবার রাতে ঢাকা ফিরে পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

    মেয়রের এই আন্তর্জাতিক সফর শুধু চট্টগ্রামের মর্যাদা বাড়ায়নি, বরং নগর ব্যবস্থাপনায় বিশ্বমানের সহযোগিতার নতুন দুয়ারও খুলে দিয়েছে। উন্নয়নের এই গতিধারাকে স্থায়ী রূপ দিতে মেয়র আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে যেভাবে এগিয়ে চলেছেন, তা নিঃসন্দেহে চট্টগ্রামের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

    কানাডা সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

  • বাবুগঞ্জে নদী গর্ভে বি-লীন হওয়া ৪ অ-সহায় পরিবারের মাঝে লক্ষ্যাধিক টাকার উপকরণ ত্রান বিতরণ

    বাবুগঞ্জে নদী গর্ভে বি-লীন হওয়া ৪ অ-সহায় পরিবারের মাঝে লক্ষ্যাধিক টাকার উপকরণ ত্রান বিতরণ

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরউত্তর ভুতের দিয়া গ্রামের ভাংগার মুখ এলাকায় গতকাল ২৫ জুলাই শুক্রবার গভীর রাতে নদী তীরবর্তীতে অবস্হানরত ৪ অসহায় পরিবারের বসতি স্হাপনা হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেলে তারা ছেলে সন্তান স্ত্রী পরিজন নিয়ে চরম দুর্ভোগে পরেন।

    এ ঘটনার স্বীকার অসহায় পরিবারের লোকজনকে স্হানীয়রা উদ্ধার করে নিরাপদ স্হানে সরিয়ে নেয়।

    এবং নদী ভাংগন কবলিত অসহায়দের সহয়তায় স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খাঁন হিমুর সহোযোগিতায় কামনা করেন স্হানীয়রা।

    এ খবরে স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু ঘটনা স্হানে ছুটে আসেন এবং নদী গর্ভে বিলীন হওয়া অসহায় পরিবারদের পাশে এসে দারান এবং তাদের খোঁজ খবর নিয়ে প্রাথমিক ভাবে তাদের সান্তনা দিয়ে সার্বিক সহোযোগিতার কথা তুলে ধরেন তিনি। ও তাদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু।

    তারি ধারাবাহিকতায় ২৬ জুলাই শনিবার দুপুর ১২ টায় নদী গর্ভে বিলীন হওয়া ৪ অসহায় পরিবারের মাঝে টিন নগদ টাকা খাদ্য সামগ্রী সহ প্রায় লক্ষাধি টাকার মালামাল বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু সহ অন্যান্যরা।

  • গৌরনদীতে জুলাই পূ-নর্জাগরণে সমাজ গঠনের শপথ অনুষ্ঠান

    গৌরনদীতে জুলাই পূ-নর্জাগরণে সমাজ গঠনের শপথ অনুষ্ঠান

    কে এম সোয়েব জুয়েল।।
    গৌরনদী প্রতিনিধি।।
    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহ “ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকতৃা আফসানা সাখি। বক্তব্য রাখেন শহীদ জুলাই যোদ্ধার পরিবারের প্রতিনিধি মোঃ শামীম খলিফা, জুলাই যোদ্ধা মোঃ রিয়াদ হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ প্রমূখ। ‎অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা ও সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে গৌরনদী শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর আয়োজন অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সিরাজগঞ্জ প্রতিনিধি : আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হল রুমে সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের উপদেষ্টা,জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,”প্রিয় সলঙ্গার
    গল্প”র চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক,কবি সৈয়দ শামীম সিরাজী,সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব জলিল কিরন,মানবতার ফেরিওয়ালা,শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান,সংগঠনের উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন,লাইফ লাইন ফাূমেসীর স্বত্বাধিকারী মিলনসহ অনেকে।বক্তারা বলেন,১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করছে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন। সমাজ সেবায় অনন্য ভুমিকা রেখে চলেছেন তারা। সকলের সহযোগীতায় তারা সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলস ভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন।কিছু পেতে নয়,কিছু দিয়ে নি:স্বার্থভাবে কাজ করে চলেছেন এ সংগঠনের এক ঝাঁক তরুণের দল।বক্তারা বলেন,এলাকার সুবিধাবঞ্চিতদের মানবিক সাহায্য,সহায়ানুভুতি ও সামাজিক সচেতনতায় সৃষ্টি থেকেই উল্লেখযোগ্য পরিমান ভুমিকা রেখেই চলেছেন।মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগীতা,হুইল চেয়ার বিতরণ,টিউবওয়েলের ব্যবস্থা,পিপাসার্তদের শরবতপান,মসজিদ মাদ্রাসায় কোরান, হাদীস বিতরণ,
    করোনাকালীন সময়ে প্রচারণা,সাবান,হ্যান্ড ওয়াস,মাক্স বিতরণ,সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি মানব সেবার জলন্ত প্রমান।সংগঠনটির মানবতাবোধ ইতিমধ্যেই সলঙ্গাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন।পরিশেষে “প্রিয় সলঙ্গার গল্প” অন্যায়,দুর্নীতি,সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরবে।আজকের এ মহৎ কাজে তারা আন্তরিক,শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।আগামীতে সমাজের অসহায়,দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগীতায় দেশ ও দেশের বাইরের দানবীর, বিত্তশালী,বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়।পরে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।

  • শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ 

    শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ 

    মাগুরা প্রতিনিধি ।।

    মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নারী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। 

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, জুলাই যোদ্ধা মোঃ এনামুল হক প্রমুখ।  

    আলোচনা সভা শেষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • রামগড়ে চিকিৎসক সংক-ট, স্বাস্থ্যসেবা বঞ্চি-ত ল-ক্ষাধিক মানুষ

    রামগড়ে চিকিৎসক সংক-ট, স্বাস্থ্যসেবা বঞ্চি-ত ল-ক্ষাধিক মানুষ

    এমদাদ খান রামগড় প্রতিনিধি

    খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বছর বছর জনসংখ্যা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। ফলে রামগড় পৌরসভা, পার্শ্ববর্তী এলাকা এবং ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকার প্রায় লক্ষাধিক মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।
    ২০১৮ সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায়। বর্তমানে চিকিৎসকের ১৩টি পদের বিপরীতে স্থায়ীভাবে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন চিকিৎসক, যার মধ্যে একজন নারী চিকিৎসক। ফলে নারী রোগীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ এখন অনেকটা দুরূহ হয়ে উঠেছে।
    হাসপাতালের মেডিসিন, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে সাধারণ চিকিৎসা সেবা তো দূরের কথা, জটিল রোগের চিকিৎসার কোনো সুযোগও এখানে নেই। জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশেহারা হতে হয়।
    স্থানীয় বাসিন্দারা বলেন, “জরুরি সেবা নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনও কখনও চিকিৎসকই পাওয়া যায় না। বাধ্য হয়ে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয়।”
    শুধু রামগড় নয়, পাশের ফটিকছড়ির বাগানবাজার এলাকার কয়েক হাজার মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। তাঁদের ভোগান্তির চিত্রও একই রকম।
    চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুণ। জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে ভুল চিকিৎসার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
    নার্স, টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট সার্বিক সেবাকে আরও দুর্বল করে তুলেছে। হাতে গোনা কয়েকজন নার্স ও কর্মচারী দিয়ে পুরো হাসপাতাল চালাতে গিয়ে সময়মতো রোগীদের সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
    রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, “চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি আমরা স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছি। নতুন চিকিৎসক নিয়োগের আশ্বাস পেয়েছি।
    চিকিৎসক সংকটের এই পরিস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা জরুরি বিভাগ ও বহির্বিভাগে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের নিরলস প্রচেষ্টায় অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রের জরুরি ও প্রাথমিক সেবা সচল রাখা সম্ভব হচ্ছে।
    এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে কেবল আশ্বাস মিলছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেক রোগী চট্টগ্রাম, ফেনী এমনকি ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এতে চিকিৎসা ব্যয়, যাতায়াত খরচ এবং সময়ের অপচয় যেমন বাড়ছে, তেমনি জীবন ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এ চাপ ভয়াবহ আকার ধারণ করেছে।
    রামগড়বাসীর বহুদিনের দাবি — একটি কার্যকর, পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে চিকিৎসা সংকট আরও প্রকট হয়ে উঠবে, যা মানুষের জীবন ও জীবিকায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

  • ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    শনিবার (২৬জুলাই) সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে। পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে যেন ভালো রাখেন সেই দোয়া কামনা করি। বক্তব্যে প্রধান অতিথি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

    অনুষ্ঠানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।