Blog

  • মহেশপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার পরিত্যা-ক্ত অবস্থায় উ-দ্ধার

    মহেশপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার পরিত্যা-ক্ত অবস্থায় উ-দ্ধার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বনের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনারবার উদ্ধার করা হয়।

    মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

    পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

    এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে ই-য়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রে-ফতার

    নড়াইলে ই-য়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন শেখ (২৭) ও মোঃ সাকিব হোসেন (২০) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত (২৪) নড়াইল সদর থানাধীন আলাদতপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে, মোহাইমিন শেখ (২৭) লোহাগড়া থানাধীন কাশিপুর গ্রামের হৃদয় শেখ মাতব্বরের ছেলে ও মোঃ সাকিব হোসেন (২০) লোহাগাড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের জাফর মন্ডলের ছেলে। গত
    শুরুবার (২৫ জুলাই) বিকাল নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ রাসেল ব্রিজের পূর্ব পাশে থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন শেখ(২৭) ও মোঃ সাকিব হোসেন (২০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পাইকগাছার চাঞ্চল্যকর দ-স্যুতা,গণধ-র্ষন,হ-ত্যা মাম-লার আ-সামি আরমান আ-টক

    পাইকগাছার চাঞ্চল্যকর দ-স্যুতা,গণধ-র্ষন,হ-ত্যা মাম-লার আ-সামি আরমান আ-টক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর রাড়ুলী দস্যুতা মামলার ১৬৪ ধারা জবানবন্দিতে প্রাপ্ত আসামি আরমান মোড়লকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাঁক গ্রামের মোঃ আবু বকর সিদ্দিক এর ছেলে আরমান মোড়ল(২৬), কে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় হেফাজতে নেয় হয়।
    আরমান এর বিরুদ্ধে পাইকগাছা থানায় দায়েরকৃত মামলা নং ০৯, তারিখ ১৬/০৬/২০২৫, ধারা ৫০৬/৩৪১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী দস্যুতা মামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।
    এছাড়া, তিনি একটি মুলতবি গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি। পাশাপাশি হত্যা এবং অন্যান্য একাধিক গুরুতর মামলারও আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
    এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
    তিনি আরো বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় “জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান

    পাইকগাছায় “জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই শহীদ পরিবারের’ সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন।
    শপথ অনুষ্ঠান শেষে একই স্থানে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা ও সমাজে নারীর ভূমিকা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাবেশটি আরও অর্থবহ হয়ে ওঠে
    এই অনুষ্ঠান সমাজের সর্বস্তরে দেশপ্রেম, সচেতনতা ও সামাজিক ঐক্য গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

  • পাইকগাছায় শহী-দ জুলাই আহ-তদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছায় শহী-দ জুলাই আহ-তদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    নাগরিক কমিটির খুলনা জেলা সমন্বয়ক হাফেজ মোঃ ফয়জুল্লাহ বলেন, জুলাই আগষ্টে যারা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে বুকের রক্ত অকাতরে ঢেলে দিয়েছে জাতি তাদের নাম ইতিহাসের পাতায় লিখে রাখবে । আমরা লাল সবুজের পতাকার মূল্যদিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদেশে আবারও স্বৈচারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে ছাত্র-জনতা একসাথে মিলে তাদেরকে প্রতিহত করা হবে।
    শনিবার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জুলাই আহতদের স্মরনে দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টীর উপজেলা প্রধান সমন্বয়ক হাফিজ বিন আমিন (তারিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় নাগরিক পার্টীর প্রধান সমন্বকারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। উপজেলা যুগ্ম সমন্বয়ক মিসবাহ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির সদস্য সৈয়দ আবু ওয়াহিদ অলি, জেলা নাগরিক পার্টীর সদস্য সমন্বয়কারী মামুন হোসেন, জেলা নারী শক্তির সংগঠক ফারজানা জামান। পৌর জামায়াতের আমীর জি এম আসাদুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, জুলাই শহিদ রাকিবুল ইসলাম এর মাতা নাজমা বেগম।
    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।

  • পাইকগাছায় মিনহাজ নদীর নাব্যতা দুরীকরন, ইজারা বাতি-লের দাবিতে মানববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    পাইকগাছায় মিনহাজ নদীর নাব্যতা দুরীকরন, ইজারা বাতি-লের দাবিতে মানববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছার আলোচিত মিনহাজ নদীর মুখে পলি পড়ে ভরাট হওয়ার কারনে পানি প্রবাহ বাঁধা সৃষ্টি হওয়ায় চার ইউনিয়নের হাজার হাজার বিঘা জমিতে আমন ধানের আবাদে বাঁধা সৃষ্টি হচ্ছে।

    জানাগেছে, পাইকগাছার ২৫১.২৫ একর মিনহাজ নদী (বদ্ধ) জলাশয়। উপজেলার লস্কর, গড়ইখালী, চাঁদখালী এবং কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কয়েকটি বিলের পানি নিষ্কাসন একমাত্র মাধ্যম মিনহাজ নদী। আষাঢ়ের অতি বৃষ্টিতে চার ইউনিয়নের কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাসনের একমাত্র পথ মিনহাজ নদী। এ নদীর মুখ ভরাট হওয়ায় পর্যপ্ত পানি ভাটায় শিবসা নদীতে যেতে পারছেনা। ফলে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু এলাকার মৎস লিজ ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার জন্য কৃষকরা আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা।

    শনিবার (২৬ জুলাই) সকালে লস্কর ইউনিয়নের মিনহাজ নদীর পাড়ে খড়িয়া গোড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান। শত শত এলাকাবাসী নদীর ইজারা বাতিল এবং নদী খননের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

    বক্তব্য রাখেন, জেলা জামায়ত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মোজাফফর হোসেন, আসমত শিকারী, মাওলানা আবুল কালাম, সজল সানা ও আরও অনেকে।

    বক্তারা বলেন, ভুমি মন্ত্রণালয়ের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক স্থানীয় সুন্দরবন মৎস্যজীবী সমিতিকে ১৪৩১ থেকে ১৪৩৬ সাল পর্যন্ত ইজারা প্রদান করেছে। যার বছরে ইজার মুল্য ৩৬ লাখ ২৫ হাজার টাকা ও ভ্যাট ৯ লাখ টাকা। ইজারা নেয়ার পর থেকে উক্ত জলাশয়ে মাছ চাষ করে আসছে। ফলে পানি সরবরাহ কম হচ্ছে।

    এবিষয়ে সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমরা সরকারকে ইজারা মুল্য পরিশোধ করে নীতিমালা অনুসরণ করে জলাশয় ব্যবহার করছি। তিনি আরও বলেন, ৪ টি ইউনিয়নে অবস্থিত ৮ টি স্লুইজ গেটের মধ্যে ৭ টি বন্ধ করে রাখায় পানি সরবরাহ বাঁধাগ্রস্থ হচ্ছে। একটি গেট দিয়ে বিপুল পরিমান পানি সরে পারছেনা। তাছাড়া মিনহাজ নদীর মুখ ভরাট হওয়ায় পানি প্রবাহ বাঁধা সৃষ্টি হচ্ছে। সরকার যদি ইজারা বাতিল করেন তাহলে আমাদের কিছু করার নেই।

  • শিশু হুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত

    শিশু হুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত

    বিশেষ সংবাদদাতাঃ

    কানাডা থেকে ফিরেই হৃদয়বিদারক এক ঘটনা শুনে স্থির থাকতে পারলেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে গেলেন হালিশহরের আনন্দিপুর এলাকায়, খোলা নালায় পড়ে মৃত্যুবরণ করা শিশু হুমায়রা আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে।

    গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মেয়র স্ব-শরীরে হাজির হন ওই পরিবারে, ছোট্ট হুমায়রার বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাতে। মেয়রের চোখেও ছিল বিষাদ ও আবেগ। তিনি বলেন,“এই মর্মান্তিক ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছি। চসিকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে।”

    তিনি আরও বলেন, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর যেন না ঘটে, সে লক্ষ্যে নগর পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সংস্থার পরামর্শ নিয়ে সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” মেয়রের মতে, এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরবাসীর জীবন অনেকটাই নিরাপদ হবে।

    শিশু হুমায়রার মৃত্যু যে নগরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে, তার প্রমাণ মিলল মেয়রের এই সহমর্মীতা-ভরা উদ্যোগে। পুরো আনন্দিপুর এলাকায় এক অনির্বচনীয় নীরবতা, যেন সকলে হুমায়রার শোক ভাগ করে নিচ্ছে।

    সাক্ষাৎকালে মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

    উল্লেখ্য, গত ৯ জুলাই বিকেলে হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকায় খোলা নালায় পড়ে মৃত্যু হয় শিশু হুমায়রা আক্তারের। এ ঘটনা চট্টগ্রামবাসীর মনে গভীর দুঃখ ও ক্ষোভের জন্ম দেয়।

    ছবির ক্যাপশন:
    নালায় পড়ে নিহত শিশু হুমায়রার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

  • তালতলীতে  নারী মৎস্যজীবীদের নিয়ে  উন্নয়ন ফেডারেশন গঠন

    তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’। ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

    ২৬ জুলাই শনিবার সকাল ১০টায় বড়আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের আওতাধীন ২৫টি প্রাথমিক মৎস্যজীবী দলের নির্বাচিত নারী প্রতিনিধিরা।সভায় সর্ব সম্মতিক্রমে শ্যামলী রানীকে সভাপতি ও মিনারা বেগমকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
    কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সভাপত্বিতে ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন গঠন করা হয়।
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম, ফাইন্যান্স অফিসার নিলুফার বি আম্মান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাব্বির মাহমুদ আবির প্রমূখ।
    সিবিডিপির এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এই ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি নারী মৎস্যজীবীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হয়ে উঠবে। আমরা চাই, নারীরা যেন এই ফেডারেশনের মাধ্যমে নিজেদের নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে।”
    এই ফেডারেশন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
    প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), সহযোগিতায় উত্তরণ, অর্থায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রা-সী হা-মলা ,  গাড়ী ভাংচু-র ও প্রাণ না-শের চেষ্টা

    চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রা-সী হা-মলা , গাড়ী ভাংচু-র ও প্রাণ না-শের চেষ্টা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদারের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

    এই নিয়ে গতকাল রাতে আবুল কালাম মজুমদার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনা, চৌদ্দগ্রাম বিজয়করা শাহাজান মার্কেট নামক স্থানে রাতের অন্ধকারে
    কয়েকজন সন্ত্রাসী এসে গাড়ির গতিরোধ করে এরমধ্যে সন্ত্রাসী জাকারিয়া রাসেল লাঠিশোটা দিয়ে গাড়ি ভাংচুর করেন এবং আতংক সৃষ্টি করেন। এবং জোর চিৎকার দিয়ে বলে প্রাণে শেষ করে দিবে।

    পরবর্তী তে রকি চৌধুরী নামে এক সন্ত্রাসী সাংবাদিক আবুল কালাম মজুমদার কে টেনে ব্যবহারকৃত ট্রেচারে দিয়ে মারধর করেন। এসময় ট্রেচার বিহীন হয়ে পড়লে সাংবাদিক আবুল কালাম মজুমদার মাটিতে লুটিয়ে পড়ে।
    সূত্রে আরো জানা যায় অভিযোগকারী সাংবাদিক আবুল কালাম মজুমদার গত ২০২২ সালের ৩১শে ডিসেম্বর ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়ে আহত হয়ে ঢাকা পংগু হাসপাতালে অপারেশন করে চিকিৎসাধীন তিনি।
    যিনি বর্তমান স্বাভাবিক চলাচলে অক্ষম, হাঁটা-চলা করতে ট্রেচারে সহায়তা নিতে হয়। বর্তমানে সাংবাদিক আবুল কালাম মজুমদারের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে।

    ৩নং অভিযুক্ত আসামী জাহাঙ্গীর হোসেন তার মদদেই ঘটনা ঘটে।
    অভিযোগকারী সাংবাদিকতার শুরু থেকে বিভিন্ন অপরাধ অপকর্ম, চাঁদাবাজি, মব, চোরাচালান, মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন এসব কারণে অনেক দিন থেকে আলোচনায়।

    দেখা যায় বিভিন্ন সময় সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে তর্ক বির্তক চলে আসছে।

    এইদিন রাতে সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্তরা যৌথ ভাবে ভিডিও টি ফেসবুকে পোস্ট করলে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রচারিত ভিডিও তে ১নং অভিযুক্ত জাকারিয়া রাসেলের স্পষ্ট বক্তব্য বলে স্থানীয় সূত্রে জানা যায়। কাউকে জিম্মি করে বক্তব্য দিতে বাধ্য করে সোস্যাল মিডিয়া প্রচার যাহা ডিজিটাল নিরাপদ আইন বা সাইবার ক্রাইম আইনের পরিপন্থী। এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা যায় এই ঘটনার আগে নোয়াগ্রাম, গাংরা, পদুয়া থেকে কিছু ভাড়াটিয়া মাস্তান প্রকৃতির লোকের মাগরিবের পর থেকে আনাগোনা দেখা গিয়েছে।

    এই নিয়ে মামলার বাদী আবুল কালাম মজুমদার বলেন এরা দীর্ঘদিন থেকে আমাকে সোস্যাল মিডিয়া ফেসবুকে আক্রমণ করে আচরণ করে আসছেন। প্রয়োজনে নিয়মিত এজাহার করতে বাধ্য হব।

  • পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম

    পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    “সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে”
    বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম, বিপিএম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে।

    আইজিপি আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের ”বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিনিস্ট্রেশন) আবু নাছের মোঃ খালেদ, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন। কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহাজাদা মোঃ আসাদুজ্জামান এবং ডিএমপির কনস্টেবল মোঃ হযরত আলী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মোঃ নওরোজ ইসলাম যুবরাজ এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব লাভকারী ইয়ানা আঞ্জুম বক্তব্য রাখেন।

    মেধাবী সন্তানদের উদ্দেশ্যে আইজিপি বাহারুল আলম বলেন, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ় চিত্তে এগিয়ে চলবে। মনে রাখবে, তোমাদের অদম্য মেধা, আকাশ ছোঁয়ার স্বপ্ন, পাহাড় সমান দৃঢ়তা একদিন পৌঁছে দিবে সাফল্যের সর্বোচ্চ শিখরে যেখানে দাঁড়িয়ে পুরো পৃথিবী তাকাবে অবাক বিস্ময়ে।

    তিনি বলেন, আমি মনে করি, আমাদের সন্তানেরা বড় হবে, তারা আরো কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।

    তিনি বলেন, আমি চাই এ শিশুরা, এ তরুণরা হোক আগামী দিনের আদর্শ দেশপ্রেমিক, মানবিক ও কর্মনিষ্ঠ নাগরিক। তারা হোক নৈতিক নেতৃত্বের প্রতীক, হোক সাহস ও সম্ভাবনার আলোকবর্তিকা।

    অভিভাবকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনাদের সন্তানদের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। দায়িত্বের প্রয়োজনে পরিবারের পুলিশ সদস্যটি অনেক সময় সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও আপনারা সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন এটা সত্যিকারের এক বিরল বিপ্লব বলে আমি মনে করি। আমার বিশ্বাস, বাংলাদেশ পুলিশের এ মেধাবৃত্তি কর্মসূচি কেবল পুরস্কার নয়, এটি একটি দৃষ্টান্ত।

    তিনি বলেন, পুলিশে চাকরি করে আপনারা আপনাদের সন্তানগুলোকে যেভাবে যত্ন করেছেন, খেয়াল করেছেন, স্কুলে পাঠিয়েছেন এবং তারা কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করেছে, এটা আমাদের জন্য গর্বের।

    সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিনিস্ট্রেশন) আবু নাছের মোঃ খালেদ বিপিএম বলেন, বাংলাদেশ পুলিশের মেধাবী সন্তানদের আজকের এ স্বীকৃতির মূল উদ্দেশ্য হল তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে।

    পরে প্রধান অতিথি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

    অনুষ্ঠানের শুরুতে গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উল্লেখ্য, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩৬ জন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৫৩ জনসহ মোট ৮৯৩ জন মেধাবৃত্তি পেয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৪৮ জন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০ জনসহ মোট ২৯৮ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। অন্যান্যদের সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।