ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মা-ছেলে সহ ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে সংশ্লিষ্ট প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ের স‚ত্রে জানাযায়: সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত সর্বশেষ তথ্যমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি’র) দলীয় প্রার্থী হিসাবে আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, খেলাফত মজলিস মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ ন‚রে আলম সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মা অধ্যক্ষ আখতার সুলতানা, ছেলে তানভীর আহমেদ রানা, অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম। পর্যায়ক্রমে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ৮জন মনোনয়ন ফরম দাখিল করেন।
Blog
-

ফুলবাড়িয়া মা-ছেলেসহ ৮ জনের ম-নোনয়ন দাখিল
-

সুনামগঞ্জ পৌর শহরে সাংবাদিকের বাসায় থেকে দিন দুপুরে মোবাইল চু-রি
কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরে সাংবাদিকের বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সকাল আনুমানিক ১০ টা হতে ১ ঘটিকা সময়ে, যে কোন এক ফাঁকে হাছন নগর ময়নার পয়েন্ট নিসর্গ ২০ আবাসিক এলাকায় অবস্থিত জাতীয় দৈনিক সকালের সময় এবং দি গুড মর্নিং পত্রিকার জেলা প্রতিনিধি সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কেএম শহীদুল ইসলামের নিজ বাসা হইতে। জানা যায় সাংবাদিক শহীদুল তার বসত ঘরে কম্পিউটার টেবিলের উপর ২টি মোবাইল চার্জে লাগিয়ে ঘুমে ছিল। এসময় তার স্ত্রী বাসার চাদের উপর রান্নার কাজে ব্যস্থ ছিল এবং শহীদুলের ছোট বাচ্চারা পার্শবর্তী শহীদুলের ভাইয়ের বাসায় ছিল। এই সুযোগে চুরেরা ঘরে প্রবেশ করে কম্পিউটারের টেবিলের উপর থেকে চার্জে লাগানো অবস্থায় দুটি এন্ মোবাইল চুরি করে নিয়ে যায়। যার মধ্যে একটি হল কিস্থিতে নেওয়া মোবাইল যার মডেল হলCAMON 40 Pro অপারেটিং সিস্টেম এন্ড্রুয়েড, আই এম আই নম্বর 352160160568925,352160168499421,
টেকনো,অন্যটি হল vivo y21এন্ড্রুয়েড মোবাইল। দুটি মোবাইলে সাংবাদিক শহীদুলের গুরুত্বপূর্ণ ভিডিও ডকুমেন্ট এবং ৩টি জিমেইল আইডিসহ ২টি ফেইসবুক আইডি,লগিং করা ছিল। ধারনা করা হচ্ছে সাড়ে ১১টা থেকে ১২ টার ভিতরে এলাকার চিন্হিত চুরেরা এঘটনা ঘটায়। এছাড়াও পার্শবর্তী বাসার সিসি ক্যামেরা সন্দেহ বাজন দুইজনকে দেখা গেছে এতে ধারনা করা হচ্ছে ছেনাজানা লোকেরা এই চুরি করেছে।এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করা হয়েছে। পুলিশের অনুসন্ধানে মোবািল দুটি উদ্ধার হবে এমনটি আশাবাদ ব্যক্তকরেন ভূক্তভোগী সাংবাদিক শহীদুল।এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ জানান ডিজিটাল সিস্টেমের মাধ্যমে চুরদের খুজে বের করার জন্য আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।### -

রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের মনো-নয়নপত্র দাখিল
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলার নায়েবে আমির মোঃ রুস্তম আলী,তারাগঞ্জ উপজেলার আমির এসএম আলমগীর হোসেন,সেক্রেটারি, ইয়াকুব আলী, ব্যবসায়ী সংগঠন(আইবিডব্লিউএফ) এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন লেবুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তারা আশা প্রকাশ করেন,রংপুর-২ আসনের ভোটাররা এটিএম আজহারুল ইসলামের পক্ষে রায় দেবেন।
মনোনয়নপত্র দাখিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
-

মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।
সোমবার (২৯ডিসেম্বর ) দুপুর ১ টায় টঙ্গীবাড়ী উপজেলা কার্যালয়ে প্রস্তাবক এবং সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের
কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা শেষে হাতপাখা মার্কার প্রার্থী
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন-এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান করেছেন ।উক্ত সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা সেক্রেটারি
গাজী রফিকুল ইসলাম বাদল ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা প্রিন্সিপাল শেখ হাবীবুর রহমান বিক্রমপুরী
, ইসলামি আন্দোলন বাংলাদেশ টংগিবাড়ি উপজেলা শাখা সভাপতি মোঃ ওবায়দুল্লাহ সরদার ,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা সভাপতি মাওলানা আবুল কালাম খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল আমিন বেপারি ,দিনকায়েম সংগঠন মাওলানা ইয়াসিন ফকির, মোঃ দেলোয়ার শিকদার সহ মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের নেতাকর্মী উক্ত সময় উপস্থিত ছিলেন । -

বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র মনোনয়নপত্র দা-খিল
এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হয়ে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাবিবুল্লাহর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় বাবু সোমনাথ দে’র সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা মো:আফজাল জমাদ্দার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল হক সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ছাত্রনেতা মাসুম হোসেন কচি এবং শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান।
এ ছাড়া বাগেরহাট-৪ আসনের অন্তর্ভুক্ত মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির স্থানীয় নেতারা বলেন, সোমনাথ দে দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁদের ভাষ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি এ আসনে সংগঠিত ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
নেতারা আরও বলেন, মোরেলগঞ্জ–শরণখোলা এলাকায় কৃষক, জেলে, শ্রমজীবী ও সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, স্লোগান ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও দৃশ্যমান হলো। আগামী দিনগুলোতে প্রচার–প্রচারণা জোরদার হলে এ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা। -

গোদাগাড়ী বিএনপি ও জামাতয়ের প্রার্থীর মনোনায়ন দাখিল
হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- রাজশাহী ১ (গোদাগাড়ী-–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজশাহী–১ নির্বাচনী (গোদাগাড়ী–তানোর) গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুস সাদাত রত্নের নিকট জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সোমবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় নায়েবী আমির এ মনোনায়ন পত্র জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ তাইফুর রহমান ও মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরীয়া জ্ঞাপন করেন ও উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের প্রতি ধন্যবাদ জানান।
এদিকে গত রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুস সাদাত রত্নের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।তিনি আরো বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে গোদাগাড়ী -তানোর আসনের জন্য তাঁর দেয়া নির্বাচনী মেনুফেষ্টু অনুযায়ী উন্নয়ন করবেন। তিনি বলেন, গোদাগাড়ী তানোর কৃষি নির্ভর এলাকা। কৃষককে বাঁচাতে
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন ও মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, গোদাগাড়ী পৌরসভা সাবেক মেয়র বিএনপি নেতা আনারুল ইসলাম, বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মাহাবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার প্রমূখ।
সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

পাইকগাছায় মধু বি-ক্রি করে সংসারের খরচ যোগান বারিক
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
প্রাকৃতিক মৌমাছির চাক থেকে মধু আহরণ করেন আব্দুল বারিক। মধু বিক্রি করে সংসার চালাচ্ছেন। তবে প্রতিদিনই মধু সংগ্রহ হয় না। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে বেশি মধু সংগ্রহ করা যায়।গ্রামে বিভিন্ন গাছে মৌমাছি চাক তৈরি করে বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে জমা করে। সে চাক কেটে প্রাকৃতিক মধু সংগ্রহ করা হয়।
সবাই খাটি ভালো মধু চায়। ভেজাল মুক্ত মধু পেতে ক্রেতার বিড়ম্বানার শেষ নেয়। তাই ভেজাল মুক্ত খাটি মধু পেতে সবাই বারিকের উপর আস্থা।বারিক চাক কেটে বাগানে বসে ক্রেতাকে মধু দিচ্ছে। কেহ চাইলে চাক সহ মধু নিতে পারে। তাই খাটি মধু পেতে বারিকের উপর ভরসা।
খুলনা জেলার পাইকগাছার মটবাটি গ্রামে আব্দুল বারিকের বাড়ি। এলাকায় সে মধু বারিক নামে পরিচিত। তিনি এলাকার বিভিন্ন গাছ বা বাসা বাড়িতে মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে যে অর্থ আয় করেন তাই দিয়েই চলে তার সংসার। মধু আহরণের পাশাপাশি সংসার চালাতে বিভিন্ন কাজ করেন। বারিক বলেন, আমি প্রায় ২০ -২৫ বছর যাবৎ মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। মৌচাক কেটে মালিকদের অর্ধেক আমি অর্ধেক নিয়ে থাকি। মৌমাছি চাকের প্রতি কেজি মধু ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করি।
কোথাও মৌচাকের সন্ধান পেলেই মৌয়াল বারিককে ডাকা হয়। অত্যন্ত যত্নসহকারে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। বারিক মৌচাক থেকে কীভাবে মধু সংগ্রহ করেতে হয় তার কৌশল আয়ত্ত করেছেন । মৌচাক থেকে মধু সংগ্রহের পেশাদার মৌয়াল হয়ে ওঠেছেন তিনি। কয়েক বছর সুন্দরবনের মধু আহরণে মৌয়ালদের সাথে মধু আহরণ করেছেন। সুন্দরবনের পার্শবর্তি উপকূল এলাকায় বড় বা দাশ মৌমাছির চাক বেশী পাওয়া যায়।
চাক থেকে মধু সংগ্রহের আগে কয়েকটি ধাপ রয়েছে। শুরুতে মৌয়াল বা মধু সংগ্রহকারীরা বেশ কিছু খড় জড়ো করে শুকনা কাচা পাতা পেচিয়ে মশালের মতন তৈরি করা হয়। একে কোনো কোনো এলাকায় বোলেন বা বুন্দা বলা হয়। এ মশাল জ্বালিয়ে ধোয়া তৈরি করে মূলত মৌমাছি তাড়ানো হয়। আগুনে সৃষ্ট ধোঁয়া একেবারে কাছাকাছিতে নিয়ে গেলে মৌমাছিগুলো চাক ছেড়ে আশপাশে উড়তে থাকে। এ সময় চাকের কিছু অংশ রেখে মৌয়াল দা বা কাঁচি দিয়ে চাক কেটে বালতিতে রাখেন। এরপর সে চাক থেকে মধু হাত দিয়ে চিপে আলাদা করা হয়। চাক কাটা হয়ে গেলে কিছুক্ষণ পর মৌমাছি আবার চাক বানাতে তৈরি শুরু করে। চাক মধুতে পূর্ণ হয়েছে কি না, সেটা বোঝার বিষয়ে বারিক তার ভাষ্য বলেন, বেশিরভাগ মৌচাকে মধু থাকে উপরের অংশে। যখন মৌচাকটির উপরের দিক বেশ ভারী এবং নিচের দিক সরু হয়ে যায় তখনই সেটি মধুতে পূর্ণ হয়ে যায়। নিয়মিত যারা মধু সংগ্রহ করেন, তারা সেটি বোঝেন।
মৌয়াল বারিক আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে-গ্রামে ঘুরে মধু সংগ্রহ করতে হয়। জলবায়ুর পরিবর্তনজনিত কারণ ও তাপমাত্রা বেশী হওয়ায় চাকের সংখ্যাও কম হয়েছ। তাছাড়া এ বছর এই অঞ্চলে সে রকম বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ায় ফুল শুকিয়ে ঝরে যায়, তাই মধু জমে কম। বর্তমানে পর্যাপ্ত মৌচাক না পাওয়ার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফাল্গুন মাস থেকে আষাড় মাস পর্যন্ত চাকে মধু বেশী পাওয়া যায়। এসময় প্রায় সকল গাছে ফুল ফোটে। আর বাকী মাস গুলোতে চাকে তেমন মধু পাওয়া যায় না।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা
-

খুলনা ৬ আসনে জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর মনোনয়নপত্র দাখিল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য ও কয়রা উপজেলা আহবায়ক মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা সভাপতি গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা যুগ্ম-সম্পাদক ও সদস্য সচিব সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা সদস্য সচিব এম রফিক সিরাজ, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, মোঃ ওয়াহিদুজ্জামান, মাষ্টার অজিয়ার রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, গাজী মুজিবর রহমান, শেখ মাসুদুর রহমান, মোঃ আব্দুর রহিম, অমিত বিশ্বাস, সরদার আব্দুল মজিদ, আবু রায়হান, মোঃ আমজাদ আলী সানা, মোঃ শহিদুজ্জামান, ডাঃ আবুল বাশার, মোঃ শাহ আলম, মোঃ শহিদুল্লাহ মিস্ত্রী, মোঃ জিনারুল ইসলাম।
পরবর্তীতে তিনি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা
-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ এ ১১জন প্রার্থীর মনোন-য়ন ফরম সংগ্রহ
সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ পর্যন্ত মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিভিন্ন দলের ১০ জান ও ১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল পর্যন্ত ১১জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসেন, এনসিপির ফয়সাল মাহমুদ,গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ. কে. এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম নিজামী। সাভার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। বিপুলসংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সোমবার আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপি নেতা আইয়ুব খান মাঠে থাকলেও তিনি এখনো ফরম তোলেননি।
-

কুড়িগ্রামের কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ঝুঁ-কিপূর্ণ গাছ নি-লামে বিক্রয়
এম এস সাগর, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭টি ঝুঁকিপূর্ণ গাছ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলামে গাছ বিক্রয় সম্পুর্ন হয়েছে।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঐতিহ্যবাহী কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্বের ঘর সংস্কার ও স্কুলের আসবাবপত্র তৈরির লক্ষে গত ২৫জুলাই ২০২৫খ্রি. স্কুল পরিচালনা কমিটির রেজুলেশনে গাছ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৯আগষ্ট ২০২৫খ্রি. প্রধান শিক্ষক নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা কে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উক্ত নির্দেশনার আলোকে গত ৪সেপ্টেম্বর ২০২৫খ্রি. উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহিন সরেজমিনে তদন্তপূর্বক পরিদর্শন ও মূল্য নির্ধারণ পূর্বক রংপুর সামাজিক বনায়ন ও বন বিভাগ কর্মকর্তা কে অনুমোদনের জন্য প্রতিবেদন প্রেরণ করেন। অতঃপর রংপুর সামাজিক বনায়ন ও বন বিভাগ কর্মকর্তা গত ৭সেপ্টেম্বর ২০২৫খ্রি. প্রতিবেদন মোতাবেক প্রশাসনিক অনুমোদনের জন্য নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার কে পত্র প্রেরণ করেন। নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গত ২৬অক্টোবর ২০২৫খ্রি. নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ৪সদস্য বিশিষ্ট নিলাম উপ-কমিটির মাধ্যমে ৭দিনের মধ্যে গাছ নিলাম পূর্বক কর্তন সম্পূর্ণ করে নিলামকৃত অর্থ বিদ্যালয়ের হিসাব নম্বরে জমাদান পূর্বক সরকারি ভ্যাট এবং ট্যাক্স প্রদানের আদেশ দেন। উক্ত আদেশের প্রেক্ষিতে নিলাম ও বিক্রয় উপ-কমিটি গত ৩০অক্টোবর ২০২৫খ্রি. বিধি মোতাবেক ৭টি গাছের মধ্যে ৩টি মেহগুনি, ২টি রেইন্ট্রি কড়াই ও ১টি অর্জুন গাছ (৬টি গাছ) নিলাম কার্যক্রম সম্পন্ন করেন এবং নিলামকৃত অর্থ গত ২নভেম্বর ২০২৫খ্রি. বিদ্যালয়ের হিসাব নম্বরে জমা করেন এবং গত ৪নভেম্বর ২০২৫খ্রি. সরকারি কোষাগারে ভ্যাট এবং ট্যাক্স জমা দান করেন।
স্থানীয় মফিজুল ইসলাম, নবিকুল ইসলাম ও মোঃ আলম মিয়া বলেন, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছ নিলামে অপসারণ করে বিদ্যালয়ের উন্নয়নে আসবাবপত্র তৈরি লক্ষ্যে বিধি মোতাবেক নিলাম কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেসুর রহমান ও বিশ্বজিৎ সাহা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ৪সদস্য বিশিষ্ট উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিলামকৃত গাছের মাধ্যমে স্কুলের আসবাবপত্র তৈরি করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম বলেন, সঠিকভাবে নিলাম কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও একটি কুচক্রী মহল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও অপ-প্রচার চালিয়ে আসছে।
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ৪সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলাম সম্পন্ন হয়েছে।
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ হানিফ উদ্দিন বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং বিদ্যালয়ের আসবাবপত্র উন্নয়নে ৭টি ঝুঁকিপূর্ণ গাছ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলামে গাছ বিক্রয় সম্পুর্ন হয়েছে। একটি মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে পায়তারা করে আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা মো. সাদিকুর রহমান শাহিন বলেন, সরেজমিনে তদন্তপূর্বক পরিদর্শন ও মূল্য নির্ধারণ করে এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটি দরপত্র আহ্বান করেন এবং স্কুলের ৩টি মেহগুনি, ২টি রেইন্ট্রি কড়াই ও ২টি অর্জুন গাছ নিলামে বিক্রি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা পল্লী উন্নন অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন, বাজার মূল্য নির্ধারণের পর প্রকাশ্যে নিলামের মাধ্যমে গাছ বিক্রয় করা হয়েছে।