Blog

  • রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ ত্রিপুরার ৯ম মৃ-ত্যুবার্ষিকী পালিত

    রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ ত্রিপুরার ৯ম মৃ-ত্যুবার্ষিকী পালিত

    রামগড় প্রতিনিধি

    রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ সেপ্টেম্বর) রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শনিবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স¥রণসভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু। এতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় রির্পোটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সহ সভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ। বক্তারা চারণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্মৃতি চারণ করেন। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

  • কুমিল্লাতে ভূমি অফিসের নথিপত্র জা-লিয়াতি, বি-চারহীনতায় বে-পরোয়া চ-ক্র

    কুমিল্লাতে ভূমি অফিসের নথিপত্র জা-লিয়াতি, বি-চারহীনতায় বে-পরোয়া চ-ক্র

    তরিকুল ইসলাম তরুণ,

    কুমিল্লার মুরাদনগর উপজেলা ভূমি অফিসের খতিয়ান বহির সূচিপত্র জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

    জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
    শুধু তাই নয়, বিচারহীনতার সুযোগে চক্রটি এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং বিরোধীয় ভুমিটি গ্রাস করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
    এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা
    কোম্পানি গঞ্জ বাস স্টেশনের ১ কিঃমিঃ পশ্চিমে কুলুবাড়ি মৌজার ৪৬৬ ও ৪৭০ দাগের (বর্তমানে বিএস ১০২০) ৯০ শতক জমির মধ্যে ৪৮ শতক জমি ফারুক
    আহমেদ খোকনসহ ৩ জনের কাছে বিক্রি করেন,
    মোবারক আলী সরকারের বড় মেয়ে মিসেস সেজেদা খানম
    একইসাথে, ৪৬৭ ও ৪৭০ দাগের (বর্তমানে ১০২০) বাকি ৪২ শতক ভুমি মোবারক আলী সরকারের স্ত্রী মনজুমা খানমের নামে রেকর্ডভুক্ত হয়।
    যার খতিয়ান নম্বর ৪৪৪, ডিপি ৩৪৭।
    অভিযোগ উঠেছে, ৪৮ শতক জমি বাদদিয়ে বর্তমানে ৪২ শতক জমির ওপর কুনজর দেয় ফারুক আহমেদ খোকন গংরা।
    তারা ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা ভুমি অফিসের মাধ্যমে বি-এস খতিয়ান বহির সূচিপত্র পরিবর্তন করে। জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ৪২ শতক জমির ৪৪৪ নম্বর খতিয়ানের (ডিপি ৩৪৭) ৪৬৬ ও ৪৭০ দাগ পরিবর্তন করে ৪৬৭ ও ৪৭০ দাগে ৪৫৬/২০২২-২০২৩ নম্বর জমা খারিজ করে নেয়।
    বিষয়টি জানাজানি হলে মোবারক আলী সরকারের মেয়ে পাপিয়া সরকার ভুয়া মাঠপর্চা সৃজন করে ৪৫৬/২০২২-২০২৩ জমা খারিজ বাতিলের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করেন।
    আবেদনের প্রেক্ষিতে ইউএনও, কানুনগো এবং সার্ভেয়ারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
    দীর্ঘ তদন্ত শেষে জমা খারিজটি ভুয়া মাঠপর্চার ওপর ভিত্তি করে করা হয়েছে বলে প্রমাণিত হয়।

    এ নিয়ে একাধিক শুনানি শেষে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাকিব হাসান খান গত ২৪
    জুলাই, ৯৫ নং কুলুবাড়ি মৌজার দাগসূচিতে বি-এস ৫০১ নম্বর খতিয়ানের ১০২০ হাল দাগের বিপরীতে সাবেক ৪৬৬ ও ৪৭০ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। একই সাথে কাগজপত্র জালিয়াতি করে নেওয়া ৪৫৬/২০২২-২০২৩ নম্বর জমা খারিজটি বাতিল করেন।
    এ সময় অভিযুক্ত ফারুক আহমেদ খোকন তার জালিয়াতির স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকাও নেন।প্রশাসনিক তদন্তে জালিয়াতি প্রমাণিত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমানে ওই চক্রটি জাল মাঠপর্চা ব্যবহার করে করা ৪৫৬/২০২২-২০২৩ জমা খারিজ বহাল রাখার জন্য কুমিল্লার আদালতে মামলা করে প্রতিপক্ষকে হয়রানি করছে।
    স্থানীয়দের অভিযোগ, বিরোধীয় ভুমিটি গ্রাস করতে চক্রটি নানাভাবে ফন্দি-ফিকির চালাচ্ছে।
    প্রশাসনিক তদন্তে জালিয়াতি প্রমাণিত হওয়ার পরও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এই চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
    এ বিষয়ে অভিযুক্ত ফারুক আহম্মেদ জানান বিষয় টি আমাদের পারিবারিক, আমি আমার দলিল অনুযায়ী আছি,।
    তার স্বজন দের সাথে কথা বললে ভুমি নিয়ে তার কোন সৎ উত্তর দেয়নি।
    মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাকিব হাসান খান বলেন, কাগজপত্র জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ার পর সে স্বীকার করে ফারুক আহমে খোকন মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছে। বিশেষ বিবেচনায় তাকে ক্ষমা করা হয়ে ছিল।

  • ক্ষেতলালে নি-খোঁজের পর শিশু শিক্ষার্থীর ব-স্তাবন্দি লা-শ উ-দ্ধার, দুই নারী আ-টক

    ক্ষেতলালে নি-খোঁজের পর শিশু শিক্ষার্থীর ব-স্তাবন্দি লা-শ উ-দ্ধার, দুই নারী আ-টক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া (১০) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় প্রতিবেশী একরামুল হকের স্ত্রীসহ দু’নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন তাসনিয়ার বাবা এরশাদ৷

    মুহূর্তে গ্রামবাসীরা অভিযুক্ত একরামুলের বাড়িটি ঘিরে রাখে। পরে লাশ ও আটক ব্যক্তিদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতাকে দ্রুত বিচারের আশ্বাস দিয়ে তারা লাশ ও আটক ব্যক্তিদের উদ্ধার করেন৷

    নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ হোসেনের মেয়ে ও স্থানীয় বটতলী বাজারের সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানাগেছে।

    আটককৃতরা হলেন, উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ার একরামুল হকের স্ত্রী হাবিবা আক্তার কুমকুম( ৩০) (২৫) ও একই এলাকার রাজ্জাকের স্ত্রী আজুয়ারা (৬০) খোকন (২৫) নািম (২৪)

    পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৬টা ২০ মিনিটে বসতবাড়ীর সামনে খেলাধুলা করাকালীন সময়ে বাড়ীতে না আসিয়া নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। তিনদিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ী থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজতে থাকেন। পরে ওই বাড়ীর গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় কৌশলে পালিয়ে যায় একরামুল হক। তবে স্থানীয়রা একরামুল হকের স্ত্রী হাবিবাকে অবরুদ্ধ করে রাখে। পরে সেখান থেকে পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে একরামুলের স্ত্রীর তথ্যমতে অপর এক প্রতিবেশী এক নারীকেও আটক করে পুলিশ।

    এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নৃশংসভাবে হত্যার ঘটনায় আজ ভোরে বিক্ষুব্ধ জনতা খুনি একরামুলের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন৷

    এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এঘটনায় দু’জন নারীকে আটক করা হয়েছে। তবে এখনও তদন্ত অব্যাহত রয়েছে।

  • দেশ বিরো-ধী চ-ক্র এখনও সক্রিয় এবং নানা কু-টচালে নিয়োজিত রয়েছে- সেলিম রেজা হাবিব

    দেশ বিরো-ধী চ-ক্র এখনও সক্রিয় এবং নানা কু-টচালে নিয়োজিত রয়েছে- সেলিম রেজা হাবিব

    এম এ আলিম রিপন,সুজানগর: বিএনপির তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে সুজানগর পৌর এবং ভায়না ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও বিএনপি নেতা হারুন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও অ্যাডভোকেট আব্দুস সোবাহান।অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, ভায়না ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম ও কামরুজ্জামান সান্টু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ।কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন, গণতন্ত্র আর স্বাধীনতা রক্ষার কঠিন শপথে বলিয়ান হয়ে বিএনপি নেতাকর্মীদের একাতবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশ বিরোধী চক্র এখনও সক্রিয় এবং নানা কুটচালে নিয়োজিত রয়েছে।বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে শৃঙ্খলা ও ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়ে তিনি বলেন আরো বলেন,বিএনপি এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার অতন্দ্র প্রহরী। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মামলা হামলা, গুম-খুন উপেক্ষা করে বিএনপি মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার যে আন্দোলন চালিয়ে এসেছে তার সফল পরিসমাপ্তি জুলাইয়ের গণঅভ্যুত্থান। সুতরাং বিএনপিকে আর কোনো আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আমরা চাঁ-দাবাজি ও টে-ন্ডারবাজি করি না,একবার ক্ষ-মতায় বসান প্রমাণ করবো-মাওলানা এমরুল

    আমরা চাঁ-দাবাজি ও টে-ন্ডারবাজি করি না,একবার ক্ষ-মতায় বসান প্রমাণ করবো-মাওলানা এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী কামরুল আহসান এমরুল বলেছেন-রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে।
    তিনি বলেন, ‘জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না। জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে। উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি। আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না। জনগণ পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে যদি জামায়াতের হাতে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়-তা আমরা ইনশাআল্লাহ দেখাবো।

    শনিবার (২০ সেপ্টেম্বর) দিনভর তিনি তার নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদর-৪ আসন এলাকার পরাণগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার ও তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ কালে ভোটারদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।

    এসময় তার সাথে ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, গাঙ্গিনাপার সাংগঠনিক থানার আমীর এমদাদুল ইসলাম সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী।

    এসময় জামায়াতের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে লাখ লাখ লোকের কর্মসংস্থান করেছি। বেকার সমস্যার সমাধান করেছি। বাংলাদেশে যে রেমিট্যান্স আসে, তার একটা বড় অংশ আমাদের উদ্যোগের কারণে, আমাদের চেষ্টার কারণে আসে।তিনি বলেন, আমরা ক্ষমতায় না গিয়েও অনেক বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করে প্রমাণ করেছি। আমরা সেই পরীক্ষায় ইতোমধ্যে সফল হয়েছি। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কামরুল আহসান এমরুল।

    ময়মনসিংহ সদর উপজেলার জনগণকে সবধরণের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা একটি সমৃদ্ধ নগরী চাই। আমরা একটি মানবিক নগরী চাই। আমরা একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত নগরী চাই। নগরীকে গড়ে তুলতে দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

    কামরুল আহসান এমরুল আশা প্রকাশ করেন, ময়মনসিংহ সদরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণ সদরের অভিভাবক হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে গ্রহণ করবে। শুধু ময়মনসিংহ সদর এলাকা নয় দেশের অন্যান্য অঞ্চলে সকল নির্বাচনে জামায়াতের নেতৃত্বকে জনগণ গ্রহণ করবে।

    তিনি বলেন, পতিত স্বৈরাচার যাওয়ার তিনদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আর আল্লাহ তায়ালা এই জাতির মাধ্যমে তাদেরকে দেশছাড়া করেছেন। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে।

    তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর নির্দেশ বাস্তবায়নে কাজ করছে। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। ভালো কাজের আদেশ দেবে ও অসৎ কাজে বাধা দেবে। আর এরাই সফলকাম হবে।’

  • গোদাগাড়ীর সাংবাদিকদের সাথে ইউএনওর ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীর সাংবাদিকদের সাথে ইউএনওর ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সাথে গোদাগাড়ীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসে এ মতবিনিময় সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক কলামিস্ট মোঃ হায়দার আলী, দৈনিক দিনকালের সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ, আলোকিত সকালের সাংবাদিক সারোয়ার সবুজ, নতুন প্রভাতের সাংবাদিক আহসান হাবীব, দৈনিক সোনালী সংবাদের সাংবাদিক জামিল আহমেদ প্রমূখ। স্থানীয়, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা, নানা ধরনের প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে উপজেলা নির্বাহী অফিসার সুন্দরভাবে উত্তর দেন। উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন। সংবাদপত্রকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অনিবার্য এক উপাদান হিসাবে বিবেচনা করা হয়। সাংবাদিকদের জাতীর বিবেকও বলা হয়। সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। সংবাদপত্রের যাত্রা যথেষ্ট প্রচীন হলেও বিংশ শতাব্দিতে সংবাদপত্র বিভিন্ন দেশীয় আন্তজাতিক পরিমন্ডলে বেশ কিছু তাৎপর্যপূর্ন ভূমিকা পালন করেছিল, বর্তমানেও করছে, ভবিষ্যৎও করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ওয়াটার গেট কেলেংকারী সংশ্লিষ্ট সাংবাদিকতার গভীর তাৎপর্যপূর্ন নিয়ামকের ভূমিকা পালন করেছিল। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সচেতেনতা সৃষ্টি, খেলাধুলায় অংশ নিয়ে গোদাগাড়ীবাসী মাদকমুক্ত হবেন,
    গোদাগাড়ীর উন্নয়নে সাংবাদিকসহ সকল পেশার মানুষকে নিয়ে কাজ করতে চাই। উপজেলাকে মডেল উপজেলা করতে চাই। বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার দুস্থদের মাঝে ভিজিটি কার্ড প্রদান করা হয়েছে। ৯ টি ইউনিয়নে একটি করে মিনি পার্ক, কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে সেভজোন নির্মান করা হবে, ৯ টি ইউনিয়নে আদিবাসীদের জন্য আদিবাসী কুঞ্জ নির্মান করা হবে। আগামী মঙ্গলবার গোদাগাড়ী পৌরসভার এসএসসি পরীক্ষায় ৬৭ জন জিপিএ -৫ প্রাপ্ত প্রত্যেককে ১৫শ টাকার প্রাইজবন্ড, ৫শ টাকার বই, ২ করে গাছ প্রদান করা হবে। পৌরসভার মাষ্টার প্লান করে উন্নয়ন প্রকল্পগুলি হাতে নেয়া হচ্ছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেরা খেলোয়াড় বাছাই করা জন্য স্কুল, মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে আন্ত:স্কুল বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। গোদাগাড়ীর দুটি হাসপাতালে সাপে কাঁটা রোগিদের সুচিকিৎসার জন্য এন্টিভেনম প্রদান করা হয়েছে। সাংবাদিকেদর প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ আরও বলেন, গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালের অব্যবস্থাপনা, ডাক্তারগণ সময়মত উপস্থিত না হওয়া, রোগিদের সুচিকিৎসা সেবা বঞ্চিত করা, আশেপাশের পরিবেশ নোংরা, ডাক্তার কর্মচারীরা কোয়ার্টার না থাকা, ওই মাদকের আখড়ায় পরিণত করা সবগুলি দ্রুত সমাধানের ব্যপারে সাংবাদিকদের আশ্বস্ত করে আরও বলেন, এখানে ২৪ জন নার্স আছেন তাদেরকে কাজে লাগাতে হবে। প্রয়োজনে ইসিজি মেশিনসহ গুরুত্বপূর্ণ মেশিনের ব্যবস্থা করা হবে। আউট সোর্সিং এর মাধ্যমে দক্ষ টেকনিশিয়ানের ব্যবস্থা করা হবে। যেন রোগিরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে
    গোদাগাড়ী ২ টি পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়নে ৯৯ ক্লাব তৈরী করা হয়েছে এবং প্রতিটি ক্লাবে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে খেলাধূলা চলছে। এ খেলায় ব্যাপক জনসমাগম হচ্ছে।

    তিনি আরো বলেন, উচ্চতর দক্ষতা সম্পূর্ণ সেলাই প্রশিক্ষণ চলছে। এখানে প্রথম ব্যাচে ৩৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহন করেছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় ব্যাচ শুরু হবে। মাষ্টার ট্রেনার শাহানাজ খাতুন খুবই দক্ষ, খুব ভালভাবে শিখাচ্ছেন। শিক্ষাগ্রহন শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে মেয়েদের পাশাপাশি ছেলেদের পায়জামা, টি শার্ট, প্যান্ট, জামা প্রভূতি তৈরী করতে সক্ষম হবেন। একটি মিনি গার্মেন্টস তৈরী করার সামগ্রী প্রদান করা হবে বলে জানাই এ কর্মকর্তা।

    আদিবাসীদের নিজস্ব ভাষা শিক্ষার জন্য দুটি স্কুল ছিল সেগুলিকে আবার চালু করার আশ্বাস দেন। চর আষাড়িয়াদহ ইউনিয়নে দ্রুত পৌঁছানোর জন্য একটি স্পিডবোট এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের রেগি, গরীব, দুঃস্থ মানুষ বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।

    এ ছাড়া তিনি গোদাগাড়ী বাসী কে বিনয়ের সাথে অনুরোধ করেন , জনদূ্র্ভোগ সৃষ্টি করে এমন যেকোন কাজের তথ্য উপজেলা প্রশাসনকে সরাসরি অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছেন।
    প্রয়োজনে ০১৭৬১৪৯১২২১ (ইউএনও গোদাগাড়ী অফিসিয়াল নম্বরে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছেন। ইতোমধ্যে চর আষাড়িয়াদহ ইউনিয়নে স্কুল সংলগ্ন মাঠে পাশ থেকে মাটি উত্তোলনের তথ্য উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহন করে মাটি ভরাট করা হয়েছে বলে জানান।

    উপজেলাট সার্বিক উন্নয়ন কার্যক্রমের একান্ত সহযোগিতা চেয়েছেন এ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • আশুলিয়ায় ছাত্র-জনতা হ-ত্যা মা-মলায় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন গ্রে-ফতার

    আশুলিয়ায় ছাত্র-জনতা হ-ত্যা মা-মলায় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তাকে সকালেই আদালতে পাঠানো হয়।

    গ্রেফতারকৃত আফজাল হোসেন সাবেক মেম্বার আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত ২০২৪ইং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

    পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন, আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান অপরাধী যেইহোক তাদেরকে গ্রেফতার করা হবে।

  • জনগণের ঐ-ক্যবদ্ধতা বিএনপি’র মূল শ-ক্তি-আশুলিয়ায় মোহাম্মদ আইয়ুব খান

    জনগণের ঐ-ক্যবদ্ধতা বিএনপি’র মূল শ-ক্তি-আশুলিয়ায় মোহাম্মদ আইয়ুব খান

    হেলাল শেখঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বলে দাবি করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়াও তিনি আরো বলেন, বাংলার জনগণের ঐক্যবদ্ধতা বিএনপির মূল শক্তি, এই শক্তি আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে।

    শুক্রবার ( ১৯/০৯/২০২৫ ইং) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন আইয়ুব খান।

    এ সময় মোহাম্মদ আইয়ুব খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১দফার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

    শিমুলিয়া ইউনিউন বিএনপি ৭নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শবদের আলি খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, ঢাকা জেলার যুবদলের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শওকত হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সামছুদ্দোহা খান এরশাদ, আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন ব্যাপারী, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক লিটন আহমেদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ধ/র্ষণের শিকা/র শিশুর বাবার সঙ্গে দু/র্ব্যবহার পঞ্চগড়ের চিকিৎসকের কু/রুচিপূর্ণ ভাষা

    ধ/র্ষণের শিকা/র শিশুর বাবার সঙ্গে দু/র্ব্যবহার পঞ্চগড়ের চিকিৎসকের কু/রুচিপূর্ণ ভাষা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি;

    পঞ্চগড়ের চিকিৎসকের কুরুচিপূর্ণ ভাষা ভিডিও ভাইরাল
    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে তিনি কুরুচিপূর্ণ, অপমানজনক, কটূক্তিমূলক ও হুমকিসূচক ভাষায় কথা বলছেন।

    ভিডিওতে চিকিৎসকের মুখে শোনা যায়, এই ব্যাটা থানা যায় পরে রহিবো। বুঝিন নাই। কাগজ খান নিয়ে থানা যায় পরে রহিস। কি বালটা করবি করিস। হাসপাতালটা তোমরা চিড়িয়াখানা পাইছো। চিড়িয়াখানার মতো ভর্তি হবা। বেলেট কিনে নিয়ে যায় বাল কামাবা। মান-সম্মান তোমাদের কিছু নাই রে। একবারে নাক ফাটায় দিবো। থতমা উড়াই দেবো। নিজে মারামারি করার চিকিৎসাও করো। মুই মাইরা দিবা পারো। একদম থতমা উল্টায় দিম।

    এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে। শত শত মানুষ ভিডিওটি শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান। অনেকে বলেন, এ ধরনের অমানবিক আচরণের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। শাহজাহান সোহেল নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

    রফিকুল ইসলাম মন্তব্য করেন, ইনি তো ডাক্তার নামে পঞ্চগড় জেলার একটা বেয়াদব মানুষ। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আমার মা হাসপাতালে সারারাত ভর্তি ছিল, কিন্তু সকালে রোগী দেখার সময় তিনি আমার মাকে চিকিৎসা দেননি। আমি বলতেই উনি চড়াও হয়ে বলেন, ‘আপনার মা তো পালাতক রুগি, রাতে নাকি পালিয়েছে’। এরপর তিনি নোংরা ভাষায় কথা বলেন ও মাস্তানির মতো আচরণ করেন।

    ডা. মোজাম্মেল হক নাহিদ লিখেছেন, মেডিকেল সাইন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘কাউন্সেলিং’। রোগী ও স্বজনদের সঙ্গে ভালো আচরণ করে ৭০-৭৫ শতাংশ রোগী ম্যানেজ করা সম্ভব। একজন বিসিএস সিনিয়র চিকিৎসক হয়ে এমন ভাষায় কথা বলা অনুচিত। এরকম কিছু ডাক্তারের জন্য গোটা চিকিৎসক সমাজকে অপমান সহ্য করতে হয়। সংশোধন হোন, সম্মান এমনি আসবে।
    এ বিষয়ে সিভিল সার্জন পঞ্চগড় সাথে কথা হলে তিনি বলেন আমি ভিডিও দেখেই তাকে শোকজ করেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • দীর্ঘ ৫০ বছরের দুঃ/খ লা/ঘব হতে চলেছে শার্শার দক্ষিনাঞ্চলের মানুষের, উপকৃত হবে ৫০ হাজার পরিবার

    দীর্ঘ ৫০ বছরের দুঃ/খ লা/ঘব হতে চলেছে শার্শার দক্ষিনাঞ্চলের মানুষের, উপকৃত হবে ৫০ হাজার পরিবার

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার প্রস্তাবিত মাখলার খাল সংস্কার প্রকল্প বাস্তবে রুপ দিতে চলেছে। স্বাধীনতার পর থেকে ভারতীয় ইছামতী নদীর জোয়ারের পানিতে শার্শা উপজেলার দক্ষিণাঞ্চলের ৫২ টি বিল বরাবরই নিমজ্জিত থাকে। প্লাবিত হয় হাজার হাজার বিঘা আমন ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয় হাজারো পরিবার। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এবছরও ভারত থেকে আসা জোয়ারের পানি ইছামতী নদীর দু’কুল ছাপিয়ে রুদ্রপুর দাউদখালী খাল দিয়ে মাখলা বিলে প্রবেশ করে হাজার হাজার বিঘা ফসলের জমি ভাষিয়ে দেয়। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এ নিয়ে লোকসমাজ পত্রিকায় ছবিসহ বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করেন। এবং এর সমাধানের আশ্বাস দেন। পানি প্রবেশের পথ রুদ্রপুর দাউদখালী খালমুখে হওয়ার কারনে কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে খালের নকশা প্রনয়ন পুর্বক খাল সংস্কার ও কার্যকর স্লুইসগেট নির্মানের প্রস্তাবনা পেশ করার আহবান জানানো হয়। কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন এবিষয়ে লোক সমাজকে বলেন, নকশা তৈরী করে যশোর পানি উন্নয়ন বোর্ডে জমা দেয়া হয়েছে। খুব শীঘ্রই এটি বাস্তয়ন হবে। তিনি বলেন এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান যাবতীয় সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, মাখলা খাল পুণঃ সংস্কারসহ রুদ্রপুর দাউদখালী খালমুখে উন্নত প্রযুক্তি সম্পন্ন স্লুইসগেট নির্মান এবং সাহেবের খালমুখ থেকে নতুন খাল খনন করে কলারোয়া উপজেলার সোনাই নদীর সাথে সংযোগ স্থাপনের নকশা এরই মধ্য জমা দেয়া হয়েছে। এটা বাস্তবায়ন হলো ভারতীয় পানি ইছামতী নদী দিয়ে আর শার্শার ভিতরে প্রবেশ করতে পারবেনা। উপরন্তু শার্শা উপজেলার উত্তর ও দক্ষিনাঞ্চলের বর্ষার পানি মাখলা খাল দিয়ে সোনাই নদীতে প্রবাহিত হয়ে সুন্দরবন অঞ্চলে প্রবেশ করবে। ফলে শার্শা উপজেলার বিলগুলি আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন আমন, ইরি ও তরকারি চাষ আগের মতই সম্ভব হবে। এতে করে উপজেলার ৫০ হাজারেরও অধিক চাষি উপকৃত হবেন। এতে করে দীর্ঘ ৫০ বছরের দুঃখের অবসান ঘটবে। শার্শা উপজেলার দক্ষিনাঞ্চলের সকল চাষিদের ভাগ্যেরও পরিবর্তন হবে ।