Blog

  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সদস্য কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন : সন্তুষ্টি প্রকাশ

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সদস্য কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন : সন্তুষ্টি প্রকাশ

    জি এম রাঙ্গা :

    বগুড়া, ৩০ জুলাই ২০২৫-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাধারণ পর্ষদের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম শাহেদ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এর কার্যক্রম পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল গাক’র বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি ও সেবাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা। পরিদর্শন শেষে তিনি গাক’র কার্যক্রমে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরিদর্শনন কালে শফিকুল ইসলাম শাহেদ গাক’র মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এর সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি গাক’র কর্মপরিধি, স্বচ্ছতা এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

    পরিদর্শন শেষে গাক’র বগুড়ার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গাক’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোঃ রাফিউল ইসলাম ও মোঃ খোরশেদ আলম, এবং উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    সভায় গাক’র কার্যক্রমের বিভিন্ন দিক, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শফিকুল ইসলাম শাহেদ গাক’র নিরলস প্রচেষ্টা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গাক পিকেএসএফ-এর লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে। গাক’র পক্ষ থেকে জানানো হয়, তারা পিকেএসএফ-এর নির্দেশনা ও সহযোগিতায় তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিদর্শন গাক’র কার্যক্রমে নতুন গতি আনবে এবং ভবিষ্যতে পিকেএসএফ ও গাক-এর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

  • পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বি-রোধকে কেন্দ্র করে  আপন মামা’র বি-রুদ্ধে মা-মলা করেন ভাগিনার পরিবার

    পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বি-রোধকে কেন্দ্র করে আপন মামা’র বি-রুদ্ধে মা-মলা করেন ভাগিনার পরিবার

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামার নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী ও একজন গৃহবধূ গুরুত্বর আহত করায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
    গতকাল বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে গত ১৬ জুলাই উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের ভাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রইসুল আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
    সংবাদ সম্মেলনে রইসুল আলম নামে এক ভূক্তভোগী বলেন, তার আপন মামা উপজেলার ভাকুড়া গ্রামের আবুল কালাম আজাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের সাথে পারিবারিক বিরোধ ছিলো। গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে তার দুই ছেলে ফাহিম শাহরিয়ার ও সাইদ হাসান কোচিং শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে তার মামা আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর চড়াও হয় এবং হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তার ছেলে সাইদ হাসানের মাথায় কোপ মারেন, ফলে মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় এবং মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। মেহেরুন নেছা ও খতেজা বেগম নামে দুই নারী সাইদকে এলোপাতাড়ি মারধর করে এবং একই সময় ফাহিম শাহরিয়ারের গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালানো হয়। মা লাবনী আক্তার ছেলেদের উপর হামলার কথা শুনে ঘটনাস্থলে সন্তানদের রক্ষা করতে গেলে তাকেও বিবাদীরা বেধড়ক মারপিট করে, পরিধেয় কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগ করেন রইসুল আলম।
    স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করলে আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। তবে পরিবারটি মামলা করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
    এ বিষয়ে অভিযুক্তকারী আবুল কালাম আজাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • তারাগঞ্জে আইনশৃ-ঙ্খলার চ-রম অব-নতি “বেড়েই চলছে চু-রি ডা-কাতি”

    তারাগঞ্জে আইনশৃ-ঙ্খলার চ-রম অব-নতি “বেড়েই চলছে চু-রি ডা-কাতি”

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল গভীর রাতে একযোগে তিনটি বাড়িতে হানা দিয়ে মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়।
    ময়েজ উদ্দিনের ছেলে ছফিল উদ্দিন (নিন্দালু) এর বাড়ি থেকে একটি গাভী ও একটি বাছুর,
    কবির উদ্দিনের ছেলে মিঠুর বাড়ি থেকে একটি গাভী এবং টেবরা মাহমুদের ছেলে আব্দুস সামাদের বাড়ি থেকে আরেকটি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা ।

    চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা পরিবার।

    চুরির বিষয়ে কথা বলতে গেলে স্থানীয়রা জানান, গত এক দেড় মাস থেকে তারাগঞ্জের আইন-শৃঙ্খলার অনেকটাই অবনতি হয়েছে, যার ফলে এই এক- দেড় মাসে কয়েকটি চুরি, ডাকাতি ও খুনের ঘটনা ঘটে, তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উদ্দেশ্য করে আরো বলেন পুলিশ যদি এমন করে আমাদেরকে নিরাপত্তা দেয় তাহলে হয়তো অল্প কিছুদিনের ভিতরে, তারাগঞ্জের মানুষ চোর ও লুটেরাদের হাতে সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • কোটি টাকার চা কারখানা নিয়ে টা-নাপোড়েন, দুই পরিচালক ব-ঞ্চিত

    কোটি টাকার চা কারখানা নিয়ে টা-নাপোড়েন, দুই পরিচালক ব-ঞ্চিত

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড় সদর উপজেলার কেচেরাপাড়া এলাকায় স্থাপিত কোটি টাকার ‘উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ চা কারখানাকে কেন্দ্র করে মালিকানা জটিলতা চরমে পৌঁছেছে। কারখানাটির দুই পরিচালক আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম অভিযোগ করেছেন, একটি মহল তাদের জোরপূর্বক সরিয়ে দিয়ে পুরো কারখানার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

    এই ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসন, বাংলাদেশ চা বোর্ডসহ একাধিক দপ্তরে। অভিযোগকারীরা জানান, তাদেরকে না জানিয়ে কারখানাটি অন্যদের কাছে লিজ দেওয়া হয়েছে। আর জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে মালিকানা হস্তান্তরের নামে প্রতারণা করা হয়েছে।

    স্থানীয়দের শঙ্কা, মালিকানা বিরোধের কারণে দীর্ঘদিন চা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।

    ২০১৮ সালে তৎকালীন জেলা শিক্ষা কর্মকর্তা কাজী বোরহান উদ্দিনের উদ্যোগে কেচেরাপাড়ায় ৭ বিঘা জমির উপর কারখানাটি স্থাপিত হয়। সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি নিজ নামে নয়, বরং তার আস্থাভাজন কাজী এ এন এম আমিনুল হকের নামে জয়েন্ট স্টক কোম্পানিতে কারখানাটি ৬৫% শেয়ারসহ নিবন্ধন করান। বাকি শেয়ার ৩০% ছিল আব্দুর রাজ্জাক এবং ৫% তারিকুল ইসলামের নামে।

    পরবর্তীতে কাজী আমিনুল হক তার মালিকানার কিছু অংশ হস্তান্তর করেন স্ত্রী আইরিন পারভিন (১০%), ছেলে শায়মান সাদিক (৩৫%) এবং ভায়রা শাহ আলমের (১০%) নামে। কাজী আমিনুল হকের মৃত্যুর পর বাকি ১৫% শেয়ারের মালিকানা অনির্ধারিত থাকে।

    পরবর্তীতে আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম পুনঃবণ্টনের মাধ্যমে যথাক্রমে ২০% ও ১০% শেয়ারের মালিক হন। এরপর ঢাকার রূপালী ব্যাংক, দিলকুশা শাখা থেকে মর্টগেজের মাধ্যমে ২৬ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নিয়ে কারখানাটি চালু করা হয়। প্রতিদিন ২০-৩০ হাজার কেজি চা উৎপাদিত হতো।

    অভিযোগকারীদের দাবি, কিছুদিন পর হিসাব-নিকাশে অস্পষ্টতার অভিযোগ তুলে কাজী বোরহান উদ্দিন, তৎকালীন আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত সম্রাটের ছত্রছায়ায়, দুই পরিচালককে কারখানা থেকে জোরপূর্বক বের করে দেন।

    ২০২২ সালের ২৪ মার্চ রাজনৈতিক চাপ ও হুমকির মুখে আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলামকে ১ কোটি ৪৫ লাখ টাকার বিনিময়ে শেয়ার হস্তান্তরের একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। শর্ত ছিল তিন মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। কিন্তু প্রায় তিন বছর কেটে গেলেও ৫০ লাখ টাকা দেওয়ার পর আর কোনো অর্থ দেওয়া হয়নি।

    পরবর্তীতে বোরহান উদ্দিন ও তাঁর পরিবার স্থানীয় কিছু চা ব্যবসায়ীর কাছে কারখানাটি তিন বছরের জন্য লিজ দিয়ে দেন। অভিযোগকারীদের দাবি, জয়েন্ট স্টক রেজিস্ট্রেশনে তারা এখনও বৈধ পরিচালক, অথচ তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তারা ব্যাংক ঋণের বোঝা বইছেন, অথচ কারখানায় প্রবেশেরও সুযোগ পাচ্ছেন না।

    অভিযোগ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন চন্দ্র দাশ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বিষয়টি চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।”

    তবে পঞ্চগড় চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে কাজী বোরহান উদ্দিন বলেন, “তারা শেয়ার আমাদের কাছে হস্তান্তর করেছে। কোনো রাজনৈতিক নেতার শেল্টার নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

  • নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজার তৎপ-রতায় আইনশৃঙ্খলার উন্নতি

    নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজার তৎপ-রতায় আইনশৃঙ্খলার উন্নতি

    এম এস সাগর,

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান, জমি-জমা সংক্রান্তে ঘটেনি হত্যা দুর্ঘটনা, রাজনৈতিক দলে নেই কোন কোন্দল ও নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানার পুলিশ সদস্যদের নিয়ে সর্বদা নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বিট-পুলিশিং, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে মতবিনিময় করে অপরাধ দমনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা)।

    ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করণসহ বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। বর্তমানে সার্বিক নিরাপত্তা ও সু-শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন নাগেশ্বরী থানার বিভিন্ন পেশাজিবী মানুষ এবং রাজনৈতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতারা।

    কুড়িগ্রামের নাগেশ্বরী থানার শহর, ইউনিয়ন ও গ্রামসমূহে জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজা কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনা ও তার জোর মনিটরিংয়ের কারনে মানবিক কাজে ব্যস্ত থেকে নাগেশ্বরী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান করাসহ সচেতনতা মূলক কার্যক্রম সৃষ্টি করছেন।

    আন্তরিকতার সাথে মানুষকে ন্যায় আইনি সহায়তা প্রদান করাসহ অসীম সাহসিকতার সাথে অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন। থানার সেবা নিতে আসা সাধারন মানুষের সাথে সরাসরি কথা বলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা)।

    পাশাপাশি প্রতিটি ইউনিয়নে বিট-পুলিশিং কার্যক্রম চলমান থাকার কারণে অপরাধ নিয়ন্ত্রনসহ সাধারন মানুষের সাথে পুলিশের সমন্বয় বেড়েছে বন্ধু-সুলভ বহুগুন। নাগেশ্বরী থানার চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে সঠিকভাবে সব-সময় জনসাধারণের নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানসহ নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।

    অনুসন্ধানে জানা গেছে, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) গত-৬জানুয়ারি ২০২৫খ্রি. যোগদান করে জনসেবার মাধ্যমে থানার সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠছেন। বিশেষ অভিযানে অনেক অপরাধী তাদের পেশা পরিবর্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। অফিসার ইনচার্জ আন্তরিকতার সাথে মানুষকে আইনি সহায়তা প্রদানে আত্মবিশ্বাস অর্জন করে জননন্দিত হয়ে উঠছেন।

    নাগেশ্বরী থানার বাবু মিয়া, ফারুক হোসেন, মাইদুল ইসলাম, আব্দুল জলিলসহ অনেকে বলেন, অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) থানায় যোগদান করার পর থেকে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আন্তরিকতার সাথে আইনি সহায়তা প্রদান ও জমি-জমা সংক্রান্তে হত্যা দুর্ঘটনা নেই। জমি-জমা বিরোধ সাময়িকভাবে আপোষ হওয়ায় আইন-শৃঙ্খলা অনুকূলে রয়েছে। রাজনৈতিক দলে নেই কোন কোন্দল ও নিয়মিতভাবে সহ মাদক, জুয়াখেলা এবং বিভিন্ন অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন।

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) বলেন, পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।

  • বরগুনার তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মা-নববন্ধন

    বরগুনার তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মা-নববন্ধন

    মংচিন থান
    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    ‘খাল কেটে কৃষক বাচাঁও, ফসল বাড়াও’-শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

    বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবাগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

    এ সময় বক্তারা বলেন, গোপের খালটি পায়রা নদীর শাখা খাল হিসেবে রেকর্ডভুক্ত হয়ে আছে। খালটির পানি প্রবাহ সচল থাকাকালীন সময়ে বেতিপাড়া, জাকিরতবক, সুন্দরীয়া, চরপাড়া এলাকার কয়েক হাজার কৃষক ফসল উৎপাদন করতেন। কিন্তু খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ এলাকার জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছেনা। তাই খালটি খনন না হলে এই এলাকার কৃষকরা মাঠে মারা যাবে। খালটি ভরে যাওয়ায় শুকনো মৌসুমে এলাকার মাঠে পানি উঠতে পারে না, আর বৃষ্টি মৌসুমে পানি নামতে পারে না। খালটি খনন হলে এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মুখে হাসি ফুটবে। তাই অতিদ্রুত খাল খননের দাবি জানান কৃষকরা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য এনায়েদ প্যাদা, সমাজ সেবক মো. শাহ-আলম, কৃষক পরিমল বাবু, হারুন প্যাদা, মোঃ ইসাহাক প্যাদা, আব্দুল কাদের, মোঃ সুলতান মিয়া প্রমুখ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • ত্রিশালে প্রাকৃতিক দু-র্যোগে ক্ষ-তিগ্রস্ত দু-স্থ, অস-হায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ত্রিশালে প্রাকৃতিক দু-র্যোগে ক্ষ-তিগ্রস্ত দু-স্থ, অস-হায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

    এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ৩০বান্ডেল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিন এর সাথে ৩ হাজার টাকার নগদ চেক সর্বমোট ৯০,০০০ ( নব্বই হাজার) টাকার চেক প্রদান করা হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ জানান, আমরা ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ত্রিশাল উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে; যাচাই–বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

  • চাটমোহরে স্কুলছাত্রী ধ-র্ষনের ঘটনায় অভিযুক্ত ধ-র্ষক গ্রে-ফতার

    চাটমোহরে স্কুলছাত্রী ধ-র্ষনের ঘটনায় অভিযুক্ত ধ-র্ষক গ্রে-ফতার

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহীন আলমকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ।

    গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ও স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘অভিযুক্ত শাহীনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৩০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।’

    জানা গেছে, গত ২২ জুলাই বড় শালিখা গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে শাহীন আলমের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানের পাশেই শাহীনের ছোট ভাইয়ের বাসায় কাঁঠাল দেখানোর নাম করে ওই স্কুলছাত্রীকে নিয়ে যায় শাহীন।

    বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত শাহীন। এরপর পরদিন (২৩ জুলাই) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

    কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক শাহীনকে আটক করতে না পারায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরপর কয়েক দফা মানববন্ধনও হয়। অবশেষে একসপ্তাহ পর মঙ্গলবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে আত্মগোপনে থাকা শাহীন আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
    #
    তোফাজ্জল হোসেন বাবু,পাবনা।।

  • সেনবাগের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবায় এক অভিশ-প্ত নাম কমিউনিটি ক্লিনিক

    সেনবাগের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবায় এক অভিশ-প্ত নাম কমিউনিটি ক্লিনিক

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    বাংলাদেশে বর্তমানে ১৪ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক গুলোর প্রধান কাজ হলো গ্রামীণ জনগণের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। এর মধ্যে রয়েছে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা এবং পরামর্শ প্রদান করা।এছাড়াও, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য গ্রহণ, রোগ প্রতিরোধে টিকা এবং ডায়রিয়া ও কৃমি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করা।কিন্তু
    নোয়াখালী সেনবাগের ৩০ টি কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্যসেবার চিত্র পুরোপুরি ভিন্ন।এখানে গ্রামীন জনপদে হতদরিদ্র মানুষগুলোর কাছে কমিউনিটি ক্লিনিক মানে স্বাস্থ্যসেবার নামে হাসি তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১(এক)জন সি এইচ সি পি(কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার)সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা বিকেল ৩ টা পর্যন্ত, ১(এক) জন এইচ এ (হেলথ এসিস্ট্যান্ট) সপ্তাহে ২ দিন, এবং ১(এক)জন এফ ডব্লিউ এ (ফ্যামেলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট) সপ্তাহে ২দিন ক্লিনিকে বসে চিকিৎসা সেবা প্রদানের সরকারী বিধি থাকলে ও এ নিয়ম মানছেনা শতকরা ৮০ ভাগ ক্লিনিকের দায়িত্বশীলরা।সরজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় সিংহভাগ সি এইচ সি পি তাদের ডিউটি টাইম ৯ টার পরিবর্তে ১১ টায় আসেন এবং ৩ টায় প্রস্থানের বিপরীতে দুপুর ১ টায় বাড়ী ফেরেন। পাশাপাশি সপ্তাহে প্রায়
    ৩ থেকে ৪ দিন তালাবদ্ধ অবস্থায় থাকে। আর এইচ এ এবং এফ ডব্লিউ এ কে তারা কখনোই দেখতে পায়না।
    বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান নিশ্চিত কল্পে সরকার ক্লিনিক গুলোতে ৩০ ধরনের ঔষধ প্রেরণ করলে ও রোগীরা ঔষধ পায়না অধিকাংশ ক্ষেত্রেই। প্রেসকিপশন দিয়ে রোগী বিদায় কিংবা ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে ঔষধ পাওয়ার অভিযোগ এখন নিত্যদিনের।এপ্রসঙ্গে জানতে চাইলে বেশ কয়েকজন সিএইচসিপি গণমাধ্যম কে জানান, রোগী স্বল্পতা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় এমন অনিয়ম।
    এপ্রসঙ্গে জানগে চাইলে
    সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাদিয়া আফরোজ জানান,ইতিমধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন অভিযোগ কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীলদের বিষয়ে আমাদের কাছে এসেছে,আমরা সঠিক নজরদারী ও তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলাকারীদের বিষয়ে খুব সহসা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

  • বানারীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরণী অনুষ্ঠান

    বানারীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান

    বানারীপাড়া প্রতিনিধি //

    বরিশালের বানারীপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই সোমবার বেলা ২ ঘটিকায় উপজেলা মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম মৃধা, ওসি তদন্ত শতদল মজুমদার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার সহ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শ্রেষ্ঠত্ব অর্জন করা আসলেই অনেক গর্বের বিষয়। একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন প্রতিটি ছেলেমেয়ের অবশ্যই লেখাপড়ায় কঠোর অধ্যাবসায়ী এরকম শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আজকে অনুষ্ঠানের তারতম্য সকলের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে শিক্ষার্থীরা আর উদ্বুদ্ধ হবে লেখাপড়ার প্রতি। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।