Blog

  • আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দা-বীতে মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দা-বীতে বিক্ষো-ভ

    আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দা-বীতে মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দা-বীতে বিক্ষো-ভ

    ইমদাদুল হক,,পাইকগাছা (খুলনা) ।।

    খুলনার ( পাইকগাছা-কয়রা ) সড়কের আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত ভেঙে পড়া অংশ দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে কপিলমুনির ফকিরবাসা মোড় সংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এই অঞ্চলের শত শত জনগন।

    মানববন্ধনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে স্থানীয় প্রার্থী চাই দাবিও প্রবলভাবে তুলে ধরা হয়।

    বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান এর সভাপতিত্বে ও

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের খুলনা জেলা টিম প্রধান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। সড়ক সংস্কারের দাবীতে বক্তব্য রাখেন কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক এইচ এম সফিউল ইসলাম, অ্যাডভোকেট দীপংকর সাহা, শেখ আবু তালেব, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, আলমগীর হোসেন ও মাসুদ সানা।

    উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আক্তার সরদার, মিজানুর রহমান মসলিশ, নাজমুল, হাবিবুর রহমান হাবিব, মোঃ জাহিদুল ইসলাম ও আক্তারুল ইসলাম।

    বক্তারা বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা আরোও বলেন, জনগণের মর্যাদা রক্ষায় ও স্থানীয় উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। একইসঙ্গে তারা বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বাক সরলীকরণের নামে রাস্তার যে বেহাল দশা হয়েছে, তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। তানাহলে সারা দেশের সাথে পাইকগাছা-কয়রার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্রুত সময়ে মধ্যে সংস্কার না হলে অচিরেই কঠোর কর্মসূচি দেয়া হবে।

  • বাগেরহাট-৪ আসন ফি-রিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছি-ন্ন করে দেওয়ার হুম-কি বিএনপির

    বাগেরহাট-৪ আসন ফি-রিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছি-ন্ন করে দেওয়ার হুম-কি বিএনপির

    এস.এম. সাইফুল ইসলাম কবির :সংসদীয় আসন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রতিবাদে ও আগেরহাট-৩ আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪ টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামরে সড়কে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।

    সমাবেশের কারনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টানা এক ঘন্টা যানবাহন চলাচল ও পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

    অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম ও শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।

    সভায় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারে সমালোচনা করে বলেন, বাগেরহাটের আসন কমানো গভীর ষড়যন্ত্রের অংশ। অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন বহাল না করলে সড়ক অবরোধ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করে রাখা হবে।

  • কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়েরপাড় এলাকায় বিএনপির সভা

    কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়েরপাড় এলাকায় বিএনপির সভা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

    কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়তলী

     ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নীজ বানাসুয়া মৌজার কোড়েরপাড় এলাকায় বিএনপির সভা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন 

    লালমাই ফুট অয়ার কোম্পানীর 

    ব্যাবস্থাপনা পরিচালক মোঃজসিম উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন

     আমরাতলী ইউনিয়নের বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ কামাল, 

    সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, মহানগর ৩ নংওয়ার্ড বিএনপি   সভাপতি এনামুল হক ভুইয়া, কুমিল্লা দঃ জেলা  সেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক,দৈনিক বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক  তরিকুল ইসলাম 

    সিঃসহসভাপতি খান ই আলম,সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর মাষ্টার, এছাড়া উপস্থিত ছিলেন আমড়াতলী ইউনিয়নের কোরেরপাড় এলাকার ফারক,সুনীল,রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।আগামী সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন সাহেব কে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানানো হয়।

  • জাতীয় সংসদ নির্বাচন বি-লম্বিত করার লক্ষ্যেই আসন বিভা-জন – শামীম

    জাতীয় সংসদ নির্বাচন বি-লম্বিত করার লক্ষ্যেই আসন বিভা-জন – শামীম

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকায় ইসি ভবন ঘেরাও করা হবে।
    শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ হুঁশিয়ারি দেন।
    এ ছাড়াও বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এ নেতা।

    কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, ১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি আসন রয়েছে। এটি শুধু ঐতিহাসিক নয়, সাংবিধানিক গুরুত্বপূর্ণও। ইসির এই প্রস্তাব পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মোংলা বন্দর, সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদের মতো বিশ্বঐতিহ্যের জেলা বাগেরহাট। এখানে আসন কমিয়ে দুর্বল করার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও জেলার চারটি আসন রক্ষা করা হবে।
    শামীমুর রহমান অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত ও জনবিচ্ছিন্ন করা হচ্ছে। এ ছাড়াও বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিদ্ধান্ত বাতিল না হলে বন্দরসহ পুরো শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদলনেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদলনেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলনেতা নুর উদ্দিন টুটুল সহ সহযোগী সংগঠনের নেতারা।
    এর আগে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

  • জামালপুর সদরে ইউএনও’র মানবিক উপহার অটোরিকশা পেয়ে খুশী প্রতিব-ন্ধী শাহিন

    জামালপুর সদরে ইউএনও’র মানবিক উপহার অটোরিকশা পেয়ে খুশী প্রতিব-ন্ধী শাহিন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামালপুর সদরে শারীরিক প্রতিবন্ধী শাহিন মিয়াকে অটো রিকশা উপহার দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জিন্নাত শহীদ পিংকি।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি প্রতিবন্ধী শাহিন মিয়ার হাতে তার মানবিক উপহার হিসাবে অটোরিক্সার চাবি তুলে দেন। ইউএনও’র মানবিক উপহার পেয়ে খুশী হন ছোট বেলা থেকেই হামাগুড়ি দিয়ে বেড়ে ওঠা শাহিন ।

    সুত্র মতে-প্রতিবন্ধী শাহিন তার বাকা পায়ের কারনে রিকশার প্যাডেল চেপে রিকশা চালাতে পারতেন না। রিকশার চাকা থেমে যাওয়ার পাশাপাশি বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে সংসারের চাকাও বন্ধ হয়ে যায় তার। কোন কূল-কিনারা পাচ্ছিলেন না রিকশা চালক শাহিন। অপরদিকে মাথা গোঁজার নেই ঠাঁই। এলাকার ধন্যাঢ্য দের দ্বারে দ্বারে ঘুরেও উপার্জনের কোন পথ মেলেনি।শারীরিক প্রতিবন্ধী শাহিন মিয়াকে রিকশা উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, শারীরিক প্রতিবন্ধী রিকশা চালক শাহিন মিয়া অন্যের তুলনায় যাত্রী কম পায়। যাত্রী ডেকে তুলতে পারে না। ঠিকমত চলাফেরা করতে পারে না। অন্যের কাছে হাত না পেতে জীবিকা নির্বাহ করে আসছেন। সে প্রকৃত ভ‚মি ও গৃহহীন। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে তার কর্মসংস্থানের জন্য একটি অটো রিকশা উপহার হিসাবে দিয়েছি। প্রতিবন্ধী শাহিন মিয়া ছোট থেকেই পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষাবৃত্তির মানসিকতা না থাকায় তার পেশাকে আরও একটু সহজ করতে মানবিক দৃষ্টিকোন থেকে তাকে অটো রিক্সাটি উপহার দেওয়া হয়েছে। উপহার পেয়ে আনন্দিত শাহিন মিয়া উচ্ছাসিত হয়ে বলেন, ইউএনও স্যার আমাকে থাকার জন্য ঘর ও রোজগারের জন্য অটো রিক্সা দিয়েছেন আমি পরিবার পরিজন নিয়ে এই রিক্সার উপার্জন করা টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারবো। আমি যতবারই উপজেলায় এসেছি তিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন। তিনি একজন মানবিক ইউএনও। তার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

    অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মো: এনামুল হক প্রমুখ।

  • ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পু-নর্জাগরণ অনুষ্ঠিত

    ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পু-নর্জাগরণ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিশু শহীদদের স্মরণে ময়মনসিংহ সদরের ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

    এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। একই দিনে বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণির শিশুদের বরণ উৎসব উদযাপন করা হয়েছে।

    শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, আশীষ কুমার তরফদার।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। এমনকি শিশুদের অংশগ্রহন এবং তাদের প্রাণ বিসর্জন আলোড়ন সৃষ্টি করে। এই অর্জনকে শিক্ষনীয় হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে হবে, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তিনি জানান-মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের প্রাণহানীর প্রেক্ষাপটে ২৪ জুলাই নির্ধারিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

    সদর উপজেলার ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান জানান, বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক শিক্ষার্থী আজ স্কুলে উপস্থিত হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন ও উপভোগ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় ছা-ত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হা-সান গ্রে-প্তার

    কুমিল্লায় ছা-ত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হা-সান গ্রে-প্তার

    কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের জাকির হোসেনের ছেলে বাকশীমুল ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাকশীমুল গ্রামের তার বাসা থেকে বুড়িচং থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

    কিছুদিন পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক পিয়াসের নেতৃত্বে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিমসার বাজারে নিষিদ্ধ সংগঠন নিয়ে জনগণের জান মাল ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে একটি মিছিল বের করে। ওই মিছিলে সরাসরি নেতৃত্ব দেয় অমিত হাসান। শুধু তাই নয় গত জুলাই অভ্যুত্থানে ছাত্রদের উপর সরাসরি হামলা করে । এই নিয়ে কুমিল্লা কোর্টে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল।

    উল্লেখ্য যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর ভাগিনা অমিত হাসান। মামার ক্ষমতা খাটিয়ে চাকরি নিয়েছে বাকশীমুল মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষকদের মতে কাম কম্পিউটার হিসেবে যোগদান করলেও কম্পিউটারের কোন জ্ঞান নেই তার মধ্যে। মাদ্রাসায় এসে উপস্থিত না থেকেও দীর্ঘদিন বেতন নিয়েছে।আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মাদ্রাসায় উপস্থিত থাকলেও কম্পিউটার না জানায় কোন কাজই করতে পারেনি। হতাশ প্রকাশ করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ।

    গত বৃহস্পতিবার ৩১ জুলাই আওয়ামী লীগ ছাত্রলীগ পুনর্বাসনের লক্ষ্যে এবং পলাতক জুলাই অভ্যুত্থানের একাধিক মামলা আসামি সাজ্জাদ হোসেন এর জন্য বাকশীমুল গ্রামে দোয়া মিলাদের আয়োজন করে অমিত হাসান। এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এতে করে স্থানীয়দের মনে আবারো ভয় জেগে উঠে। তার আচরণে গ্রামের লোকজন ভয়ে দিন কাটাচ্ছিল। যার কারনে পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলার আসামি অমিত হাসানকে রাতে তার বাসা থেকে গ্রেফতার করে।

    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন দেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক বাকশীমুল ইউনিয়নের অমিত হাসান অরাজকতা তৈরি করার জন্য কিছুদিন পূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াশার নেতৃত্বে মহাসড়কে অবৈধভাবে মানুষের জানমাল ক্ষতি করার লক্ষ্যে মিছিল করে। এই নিয়ে মামলা হলে অমিত হাসানকে গ্রেফতার করা হয়। এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

  • কুমিল্লার শাসনগাছা টু মিরপুর সড়ক দুসাইট বৃদ্ধিক-রণে অংশীজন ও উন্নয়ন  সভা অনুষ্ঠিত

    কুমিল্লার শাসনগাছা টু মিরপুর সড়ক দুসাইট বৃদ্ধিক-রণে অংশীজন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার শাসনগাছা হতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও রাস্তার দুপাশ বৃদ্ধিকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ লা অগাস্ট ২০২৫ ইং বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
    এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

    সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
    বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং।

    সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী, সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার।, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু,বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অহিদুর রহমান, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন দোলন, ছাত্র প্রতিনিধি ছাব্বির, আরিফ আহমদ মাহাদী, পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুদ আলম বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবহেলিত বন্যাপরবর্তী ভাঙ্গনে চলাচলে বেহাল দশা সৃস্টি হয়েছে।

    উন্নয়ন হলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।এই সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি করেন নেতৃবৃন্দ।

  • সলঙ্গা বাজার উন্নয়নে ব্যবসায়ীদের স-মাবেশ

    সলঙ্গা বাজার উন্নয়নে ব্যবসায়ীদের স-মাবেশ

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গা বাজার ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তন হলরুমে সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়।দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি,সলঙ্গা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সলঙ্গা হাট ইজারাদার জননেতা মতিয়ার রহমান সরকার।সলঙ্গা বাজার ব্যবসায়ীদের আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর,বিএনপি নেতা কে.এম আহসান হাবীব,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন,সলঙ্গা থানা যুব দলের সাবেক সদস্য সচিব,বিশিষ্ট ব্যবসায়ী শাহীন রেজা,
    বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হায়দার,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত সাধারন ব্যবসায়ীদের মধ্য হতেও উন্মুক্ত আলোচনা করেন।আলোচনা সভায় বক্তারা বলেন,প্রতি শুক্রবার সাড়ে ১২ টা হতে আধাবেলা বাজারের সকল দোকান পাট বন্ধ রাখতে হবে।
    ব্যবসায়ীদের ঘামে ভেজা,পরিশ্রমের টাকায়
    সলঙ্গা বাজারে কোন ধরনের চাঁদাবাজী চলবে না। মদ,জুয়া,নেশা মুক্ত সলঙ্গা বাজার গড়তে হবে।সলঙ্গার প্রবেশ পথ স্লুইস গেট,নতুন ব্রীজ মাদ্রাসা মোড়সহ সকল স্থানে যানজট দুর করতে হবে।নৈশ পাহাদারের বেতন ভাতা সকল দোকানীকে যথা সময়ে প্রদান করতে হবে।
    সলঙ্গা বাজারে ফেলে রাখা বর্জের দুর্গন্ধ,জলাবদ্ধতা, বাজারের গুরুত্বপুর্ণ রাস্তাগুলোতে স্যাঁতস্যাঁতে কাদামুক্ত আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।বক্তারা আরও বলেন,সলঙ্গা বাজারের সকল অব্যবস্থাপনা ও অবৈধ দখলদার মুক্ত করতে হবে। সলঙ্গা বাজারের প্রতিটি পট্রিতে আলাদা কমিটি গঠন পুর্বক সব মিলিয়ে একটি শক্তিশালী বাজার ব্যবসায়ী সমিতি গঠন করতে হবে।সংশ্লিষ্টদের সাথে
    আলোচনা সাপেক্ষে বাজারের মেইন পোলে পোলে লাইটিং ব্যবস্থা চালু করতে হবে।সম্মানিত আলোচকবৃন্দের আলোচনার সাথে একাত্বতা প্রকাশ করে প্রধান অতিথি জননেতা মতিয়ার রহমান সরকার সলঙ্গা বাজারের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করে বলেন,আমি হাট ইজারাদারের দায়িত্ব গ্রহনের পর দীর্ঘ দিনের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্দোলনের সুতিকাগার, ঐতিহাসিক সলঙ্গা হাটের দুরাবস্থা,যানজট, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দুরীকরণে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরসহ উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে নিয়ে এসে ঘুরে ঘুরে দেখিয়েছি। অচিরেই সলঙ্গা হাটের উন্নয়ন কাজ শুরু হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।স্বত:স্ফুর্ত বাজার ব্যবসায়ীদের অংশ গ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

  • পটিয়ায় বিএনপি নে-তার বি-রুদ্ধে ভি-টেমাটি ছাড়া এক পরিবারের সংবা-দ সম্মেলন

    পটিয়ায় বিএনপি নে-তার বি-রুদ্ধে ভি-টেমাটি ছাড়া এক পরিবারের সংবা-দ সম্মেলন

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া প্রতিনিধি :- চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বিএনপি নেতা মোকাম্মেল হক তালুকদার ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ এক বছর ধরে নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে রয়েছেন—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নির্যাতিত পরিবার।

    শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় পটিয়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত ও বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য লিজা আক্তার। তিনি বলেন, “প্রায় এক বছর আগে মোকাম্মেল ও তার লোকজন সশস্ত্র হামলা চালিয়ে আমাদের বাড়ি দখল করে নেয়। ঘর থেকে লুট করে নেয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র। প্রাণনাশের হুমকিতে আমরা এলাকা ছাড়তে বাধ্য হই। একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

    তিনি আরও অভিযোগ করেন, “সন্ত্রাসী মোকাম্মেল কেবল আমাদের পরিবার নয়, পুরো আশিয়া গ্রামকে জিম্মি করে রেখেছে। সে এলাকায় মাদক ও চাঁদাবাজির সিন্ডিকেট চালায়। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বা শারীরিকভাবে আক্রমণ করে। এমনকি পূর্বে মানববন্ধন করলে অংশগ্রহণকারী অনেককেই মারধর করা হয়েছে।”

    ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ত্রাসীদের ভয়ে তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতেও পারছে না। পথে বের হলেই মোকাম্মেল গংয়ের হাতে লাঞ্ছিত হচ্ছে। এতে শিশুদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মামলার আসামি মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে পটিয়া থানায় সম্প্রতি অপহরণ ও চাঁদাবাজির একটি মামলাও দায়ের হয়েছে। তবে একাধিক অভিযোগ সত্ত্বেও রহস্যজনক কারণে এখনো সে আইনের আওতার বাইরে রয়ে গেছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেজি আক্তার, শহিদুল হক, নূর নাহার বেগম, লিজা আক্তার ও রিজিয়া বেগমসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।

    তারা অবিলম্বে মোকাম্মেল হক তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নিরাপত্তা নিশ্চিত করে নিজ বসতভিটায় ফেরার সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।