Blog

  • ঝালকাঠিতে বাস-পিকআপ মু-খোমুখি সং-ঘর্ষে নি-হত ২

    ঝালকাঠিতে বাস-পিকআপ মু-খোমুখি সং-ঘর্ষে নি-হত ২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুর হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

    শনিবারবার (১৪ জুন) দুপুর ২ টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইসমাইল হোসেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

    খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৫ জনকে ঠে-লে দিয়েছে বিএসএফ 

    তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৫ জনকে ঠে-লে দিয়েছে বিএসএফ 

    পঞ্চগড় প্রতিনিধি ।।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৫ বাংলাদেশীকে ঠেলে দিয়েছে।  আজ শনিবার  ভোরে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।  

    বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ তেঁতুলিয়া উপজেলার শালবাহান পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার  ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা ৫ জনকে পুশইন করে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। 

    আটককৃতরা হলেন,নড়াইল জেলার নড়াইল থানার গোবরা পোস্ট এলাকার বিরগ্রাম গ্রামের মৃত ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে কল্পনা রানী  বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর থানার শ্যামনগর গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মো.তরিকুল ইসলাম (৪২), যশোর জেলার শারশা থানার বড় কলোনী গ্রামের মো.মারফত আলী গাজীর ছেলে মো.কোরবান আলী (২৭), একই এলাকার মারফত আলী গাজীর মেয়ে ফারজানা মারফত আলী গাজী (২৩) ও একই এলাকার মো.কোরবান আলীর স্ত্রী  নাজমা আক্তার (২৭)। তাদের ৫ জনের বাড়ি যশোর জেলায় বলে জানিয়েছে। তাদের মধ্যে এক নারী গর্ভবতীয় থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল ৯ টায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে জিডিমূলে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। 

    তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু’র জানান, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের নিরাপত্তায় আমার তত্বাবধানে তেঁতুলিয়া নতুন ডাকবাংলো ২টি কক্ষে তাদের হেফাজতে রাখা হয়েছে । তাঁদের পরিচয় নিশ্চিতের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা কাছে হস্তান্তর করা হবে।

  • যশোরের শার্শার রঘুনাথপুরে স্বামী স্ত্রীর মৃ-তদেহ উদ্ধার , রহস্যের গ-ন্ধ 

    যশোরের শার্শার রঘুনাথপুরে স্বামী স্ত্রীর মৃ-তদেহ উদ্ধার , রহস্যের গ-ন্ধ 

    আজিজুল ইসলাম, যশোরঃ  যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্য ঘেরা এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান (৫২) তার স্ত্রী রেহানা খাতুন (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। বাড়ির পাশে ফাঁকা মাঠে পড়ে ছিলো স্ত্রীর মরদেহ, আর বাড়ির সামনে গাছে ঝুলছিলো স্বামী।  তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 

    মৃত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম রেহেনা খাতুন। তারা রঘুনাথপুর গ্রামে বসবাস করতেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলাচিপে হত্যা করে এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে বিষয়টি নিয়ে নানান গুঞ্জন চলছে এলাকায়। 

    ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

    এই মৃত্যু নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, তাদের হত্যা করা হতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আশুলিয়ার রূপায়ন মাঠে প্রকাশ্যে জু-য়া ও মা-দক বেচাকেনা

    আশুলিয়ার রূপায়ন মাঠে প্রকাশ্যে জু-য়া ও মা-দক বেচাকেনা

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের সীমানায় অবস্থিত রূপায়ন আবাসন-১ এর খোলা মাঠে গত ঈদুল আজহার দিন (শনিবার, ৭ জুন ২০২৫) থেকে শুক্রবার (১৩ জুন) গভীর রাত পর্যন্ত একটি অবৈধ মেলা বসে। স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি এই মেলার আয়োজন করেন।

    মেলার আড়ালে সেখানে প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক বেচাকেনা চলে বলে অভিযোগ উঠেছে। নাইম নামের এক ব্যক্তি ‘তিন তাস’ ও ‘চরকি জুয়া’র মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান এলাকাবাসী।

    অবাক করার বিষয় হলো, এত বড় অপরাধ কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাদের এই নিরবতা নিয়ে সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মেলা। জুয়ার পাশাপাশি মাদকের বেচাকেনাও চলে খোলাখুলিভাবে। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। এই মেলা ও বিভিন্ন জুয়া এবং মাদকের কারবার পুরো আশুলিয়াজুড়ে বেশ কয়েকটি স্থানে চলছে।

    এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

  • আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মাওলানা কামরুল আহসান এমরুল

    আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মাওলানা কামরুল আহসান এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    শুক্রবার (১৩ জুন) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানার আয়োজনে ৭ নং ওয়ার্ড, আজমতপুর নয়াবাজারে ঈদুল আজহা পরবর্তী ঈদ পুণর্মিলনী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি ১১নং ঘাগড়া ইউনিয়নের গণসংযোগ করেন এবং ইউনিয়নের সুহিলা পশ্চিম পাড়া জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লীদের উদ্দেশ্যে নসিহা মূলক বক্তব্য রাখেন।

    সুন্দর, বৈষম্যহীন একটি সমাজ ও সদর গড়তে সকলের সহায়তা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ময়মনসিংহ-৪ সদর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে, আমি আপনাদের সহায়তা নিয়ে একটি সুন্দর সদর গড়তে চাই। জামায়াত কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, নির্যাতন নিজে করে না, কখনো সমর্থন করেনা। সবসময় ন্যায় ও সত্যের পথে কাজ করে। তাই এই সত্য সমাজে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

    দাপুনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানার ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রওফ মাস্টারের
    সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ওলিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার আমীর দেলোয়ার হোসেনসহ উপজেলা,মহানগর ও দাপুনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানার নেতৃবৃন্দ।

    তিনি আরও বলেন এবার ইসলাম পন্থি যারা আছেন সকলে এক হয়েছে, দেশের মানুষ বিগত ৫৩ বছর অনেক দলের শাসন দেখেছে, কিন্তু কোন ইসলামি দলের শাসন দেখেনি, এবার সবাই চায় ইসলাম পন্থিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে, তাই যারা ইসলামের পক্ষে কাজ করে,কথা বলে তাদেরকে সর্বাত্মক সহায়তা করার জন্য আহবান জনিয়ে মওলানা এমরুল সকলকে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই কুরআনের আইন চালু করার প্রচেষ্টা চালানো এবং সে অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করার আহবান জানান এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে রাজপথে আপোষহীন থাকার পরামর্শ দেন।

    তিনি বলেন, “সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা দেশকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শাসকগোষ্ঠী দেশকে লুটেপুটে খাচ্ছে। অবলীলায় বিদেশে রাষ্ট্রীয় অর্থ পাচার করা হচ্ছে। অথচ আমাদের দেশের মানুষ না খেয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন। তাই একটি আদর্শবাদী সংগঠনের জনশক্তি হিসাবে জামায়াতে ইসলামীর কর্মীদেরকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করতে হবে। মূলত; জামায়াত মানুষকে জান্নাতের দিকে ডাকে। তাই জুলম-নির্যাতন চালিয়ে বা কোন ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা কোনভাবেই রোধ করা যাবে না। সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীনের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে ময়দানে সকলকে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানান।

    মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “জামায়াত ইসলামী এদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে বদ্ধপরিকর। তাই আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এদেশে ইসলাম কায়েম করতে চাই। এক্ষেত্রে সহযোগী ভাই ও বোনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে বাইয়াত গ্রহণের আহবান জানান।”

  • শাজাহানপুরে অর্থা-ভাবে থমকে আছে শিশু শাফায়াতের চিকিৎসা

    শাজাহানপুরে অর্থা-ভাবে থমকে আছে শিশু শাফায়াতের চিকিৎসা

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে ফুটফুটে শিশু শাফায়াত (৫)। সে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাজাপুর পশ্চিম পাড়া গ্রামের মামুনুর রশীদ (৩৫) ও সারমিন আক্তার (২৬) দম্পতির একমাত্র ছেলে । অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যু প্রহর গুনছে এ অসহায় শিশুটি।
    বেসরকারি একটি এনজিও তে চাকরি করতেন শিশুটির পিতা মামুনুর রশীদ , শাফায়াতের চিকিৎসা করাতে গিয়ে ছুটি না পাওয়ার জন্য শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে হয় তাকে।কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে চিকিৎসা করানোর পর শেষ পর্যন্ত একমাত্র ছেলের চিকিৎসার জন্য মটর সাইকেল, গরু, এবং স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করতে হয় তাকে সে এখন অসহায়। শিশুটির বয়স যখন সাড়ে ৩ বছর তখন তার জ্বর হয়, তারপর মাথা ব্যাথা প্রথমে বগুড়া স্হানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা করানো হয় সেখানে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এ খবর মাথায় যেন বাজ পড়ল,বিশ্বাসই হচ্ছিল না যে, তার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে । একটি মাএ ছেলেকে বাঁচানোর জন্য রাজশাহী সহ ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি ।
    ফুটফুটে শিশুটি আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে।

    শিশুটির চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ টাকা ব্যায় হয়েছে । শিশুটির চিকিৎসা বাবদ প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন । যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। একমাত্র ছেলের জীবন বাঁচাতে এখন দিশেহারা পিতা মামুনুর রশীদ ।
    তাই তার ছেলের সু-চিকিৎসার জন্য দেশের সরকার সহ সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন । এবং সকলের দোয়া চেয়েছেন । যদি আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি,
    তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটি স্বাভাবিক জীবনের।
    সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ মামুনুর রশীদ , বিকাশ নাম্বার-০১৭৩৭৭৭৮৫৮৮

  • তেঁতুলিয়ায় প্রতিষ্ঠানের অস্তি-ত্ব নেই তবুও অনুদানভুক্ত এরপর তথ্য প্রেরণ

    তেঁতুলিয়ায় প্রতিষ্ঠানের অস্তি-ত্ব নেই তবুও অনুদানভুক্ত এরপর তথ্য প্রেরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নামমাত্র দুই স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নেই কোনো অস্তিত্ব খুজেও পাওয়া যায়নি গোটা ইউনিয়নে অথচ ওই প্রতিষ্ঠানের এবতেদায়ী প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিন বছরের বাস্তবতার তথ্য ছক তৈরি করে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে। নামমাত্র ওই স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা দুটি হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও ভজনপুর ইউনিয়নের নাজির উদ্দিন আঃ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা।

    সরেজমিনে খোঁজখবর নেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গেলে মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, “স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা আমাদের এখানে এক্টিভিটিস সেভাবে দেখিনি কখনো সঠিকতা তবে কয়েকদিন আগে গত এক সপ্তাহের মধ্যে সম্ভবত ঢাকা থেকে আসছিলেন বিভাগীয় দায়িত্বে এর মাঝে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ৪টা নাকি ৫টা, পাঁচটা মনে হয় আমার কাছে জানামতে এই পাঁচটার তথ্য ওরা ঠিকঠাক করে ঢাকা থেকে যারা অথরিটি আসছিলেন এসিস্টেন্ট ডাইরেক্টর আামার সাথে দেখাও করেনি মোবাইলে জাস্ট হ্যালো হইছে, আমাকে যাইতেও বলেনি তাঁরা প্রতিনিধি নিয়ে আসছে মাদ্রাসা চার পাঁচটা দেখে শুনে গেছে রিপোর্ট তো তাই। আমি তো ওখানে জাস্ট স্বাক্ষরটা হইতো করে দিছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে একটা স্বাক্ষর চাইছে স্বাক্ষরটা দিয়ে দিছি। আমি চাইছিলাম যে, আমি নিজেই ওখানে থাকবো। এটুকুই বক্তব্য এখন লিখেন আপনি, যদি সমস্যা হয় হবে, ফেস করবো আমরা”

    জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাদ্রাসা শাখা-৩ এর বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে গত মাসের ৫ তারিখ অনুদানভুক্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার চাহিত তথ্যাদি পত্রে বর্ণিত ওই মাসের ১৫ তারিখের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে নামমাত্র ওই প্রতিষ্ঠান দুটির প্রধান ও সহকারী শিক্ষকরা অন্য কোনো প্রতিষ্ঠান দেখিয়ে এমন জালজালিয়াতির মাধ্যমে তথ্য ছক জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছেন।

    এ বিষয়ে শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রাসার এবতেদায়ী ক্বারী শিক্ষক গোলজার হোসেন (পূর্বে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন) বলেন, তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত শিলাইকুঠি বালাবাড়ী ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পরে মাদ্রাসাটি ১৯৮৪/১৯৮৫ সালের দিকে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা হিসেবে রেজিস্ট্রেশন হয় এবং স্বতন্ত্র এবতেদায়ীর নামে জমির কাগজপত্র আছে। ওই সময় পাঁচ জন শিক্ষক দিয়ে মাদ্রাসাটির পাঠদান চলতো। রেজিষ্ট্রেশনের পর পাঁচজন শিক্ষকের মধ্যে তিন জনের বেতন হওয়ায় অপর দু’জনের বেতন না হওয়ায় স্বতন্ত্র এবতেদায়ীর সকল কার্যক্রম বন্ধ করে সেটি দাখিল মাদ্রাসায় সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসা করা হয়েছে। বর্তমানে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী কোনো মাদ্রাসা নেই। একই কথা বলেন ওই প্রতিষ্ঠানের এবতেদায়ী প্রধান মাহফুজার রহমান তিনি বলেন, বর্তমানে যেটি শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রাসার এবতেদায়ী সংযুক্ত শাখা সেটিই ১৯৮৪/১৯৮৫ সালে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ছিল। যার নামে এই মাদ্রাসায় দলিল রয়েছে। তিনি আরও বলেন, শিলাইকুঠি দাখিল মাদ্রাসার এরিয়াভুক্ত সরকারপাড়া মৌজার ৩৮৪৩ ও ৩৮৪৪ নং দাগে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি রেজিস্ট্রেশন করা হয়েছে। পরে ১৯৯৪ সালে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সকল কার্যক্রম স্থগিত করে দাখিল মাদ্রাসায় রুপান্তর করা হয়। অত্র এলাকায় শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই।
    এছাড়া শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রসার সহকারী মৌলভী শিক্ষক আলমগীর হোসেন (পূর্বে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন) বলেন, তিনি শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় এবতেদায়ী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন ৫০০ টাকা বেতন পেতেন। পরে শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে দাখিল মাদ্রাসায় সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসা করা হয়েছে। এ ব্যাপারে শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রসার সুপারিনটেনডেন্ট বদিরুল আলম সরকার বলেন, শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ১৯৯৪ সালের দিকে উর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দাখিল মাদ্রাসা করা হয়েছে।

    এদিকে নাজির উদ্দিন আঃ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বিষয়ে ভজনপুর ইউনিয়নের কুরানুগছ গ্রামের লিয়াকত আলীর ছেলে হুমাউন কবির, প্রভাষক ইয়াছিন আলীসহ এলাকাবাসী জানান, অনেক আগে এখানে একটি মাদ্রাসাটি ছিল পরে ওই জমিটি নিয়ে মামলা হয়। ইতোপূর্বে যেখানে মাদ্রাসা ছিলেন সেখানে এখন চায়ের বাগান গড়ে তোলা হয়েছে। অস্তিত্ব নেই ভেঙে ফেলা মাদ্রাসার ঘরের আংশিক ইটের ওয়াল দেখা গেলেও সেটিও এখন ব্যক্তি মালিকানার দখলে। এ বিষয়ে মাগুরমারী চৌরাস্তা পমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ (পূর্বে নাজির উদ্দিন আঃ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন) বলেন, তিনি নাজির উদ্দিন আঃ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় তৎকালীন এবতেদায়ী প্রধান শিক্ষক ছিলেন। ১৯৯৪/১৯৯৫ সালের পর মাদ্রাসাটি ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার পর এখন শুনছেন সেটি চালু করার প্রক্রিয়া চলছে।

    শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা পরিচালনাকারী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার ও খয়খাটপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক আবু তাহের আনসারী বলেন, ‘শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বিষয়ে তিনি দেখেন এবং ওই মাদ্রাসায় তার মেয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। অন্যান্য গুলো যার যার মাদ্রাসা তারাই দেখেন এমনটি জানিয়েছেন তিনি। শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা বাস্তবে নেই কিন্তু সেখানে আপনার(আবু তাহের আসসারী) মেয়ে আছেন কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এখনো তো কোনো খবর নাই, চালাচ্ছি কাজ, ভবিষ্যতে যদি করা যায় কাজ।’ এদিকে খাতা-কলমে থাকা শিলাইকুঠি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুল কুদ্দুস মুঠোফোনে বলেন, এই মাদ্রাসার কোনো প্রাতিষ্ঠানিক ঘর নেই এবং কোনো পাঠদান চলেনি এখন মাদ্রাসার প্রাতিষ্ঠানিক ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। তবে এই মাদ্রাসার প্রধান হলেন আবু তাহের আনসারীর মেয়ে এবং মাদ্রাসার দেখভালের অল ইন অল হলেন আবু তাহের আনসারী।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার একটি রিপোর্ট জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠানোর জন্য অনুরোধ করলে রিপোর্টটি আমাদের অফিস থেকে ফরওয়ার্ড করে পাঠানো হয়েছে।

  • নড়াইলে গৃহবধূর ম-রদেহ উ-দ্ধার স্বামী শহিদুল পলা-তক

    নড়াইলে গৃহবধূর ম-রদেহ উ-দ্ধার স্বামী শহিদুল পলা-তক

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘরের পাশ থেকে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে ঘটনার পর ওই গৃহবধূর স্বামী শহিদুল পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাবাড়িয়া এলাকার গৃহবধূর বাপের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
    অভিযুক্ত শহিদুল লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে। নিহত সালমা আক্তার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সালমা আক্তারের বাপের বাড়ি উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়াতে আসেন গৃহবধূর স্বামী শহিদুল। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের পাশে সালমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ও স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলদী পুলিশ ফাঁড়ি ও লোহাগড়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
    নিহতের স্বজনদের দাবি সালমা আক্তারকে তার স্বামী শহিদুল হত্যা করেছে ফেলে রেখে গেছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • অরুনি পাঠাগারের ২ সদস্য পেল আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতায় সেরা দশের পুরস্কার

    অরুনি পাঠাগারের ২ সদস্য পেল আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতায় সেরা দশের পুরস্কার

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে নির্ধারিত বই পাঠ ও লিখন প্রতিযোগিতায় স্বরূপকাঠি থেকে বাংলাদেশের মধ্যে সেরা ১০ এ স্থান পেয়েছে ২জন। এরা হলেন, ঝুমা এবং নাঈম। সরকারি স্বরূপকাঠি কলেজ এর শিক্ষার্থী ঝুমা এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম। এরা দু’জনে পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার বই পুরস্কার পেয়েছেন। এ বছর অরণী পাঠাগার স্বরূপকাঠি থেকে ১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    শুক্রবার ১২ই জুন সকালে অরনী পাঠাগার এর কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঐ বিজয়ী দুই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং অন্যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকলকে সার্টিফিকেট দেয়া হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষর্থীরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

    আরনী পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার বলেন, আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতাটি মুলত গত ২৩সে মে ঢাকার আগারগাঁও এ মুক্তি যুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের নির্ধারিত বই যেমন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ‘খুজেফিরি’, কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা “অবরুদ্ধ অশ্রুর দিন” এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে “রাইঠেল রুপি আওরাধ”এই তিনটি পড়ে এবং তার উপর প্রবন্ধ লিখে পুরস্কার পেয়েছে। এবছর
    সারা বাংলাদেশে থেকে মোট ৫০টি পাঠাগার এখানে অংশগ্রহণ করেছিলো। সেরা ১০জনকে ৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকার বই পুরস্কার দেয়া হয়। আমার অরনী পাঠাগার এর পক্ষ থেকে মোট ১৬জন শিক্ষর্থী অংশ গ্রহন করেছিলো তাদের মধ্যে সেরা ১০ এ দুইজন শিক্ষর্থী চান্স পেয়েছিলো।

    আমি অসুস্থ থাকার কারনে ওদেরকে নিয়ে ঢাকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে পারিনি। তাই ওদের সেই পুরস্কার এবং সার্টিফিকেট গতকাল কামারকাঠি নবকুমার ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমাদের অরনী পাঠাগার এর অফিসে বসে পুরস্কার দিয়েছি।

    উল্লেখ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকেরের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা।

  • পাইকগাছা – কয়রা প্রধান সড়কে খা-নাখ-ন্দ, জন দুর্ভো-গ চর-মে

    পাইকগাছা – কয়রা প্রধান সড়কে খা-নাখ-ন্দ, জন দুর্ভো-গ চর-মে

    ইমদাদুল হক ,পাইকগাছা ( খুলনা )।।

    খুলনার ( পাইকগাছা-কয়রা ) প্রধান সড়কে দেবদুয়ার থেকে বড়দল ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ পিচের রাস্তা খানা খন্দ সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। যেমন তেমন বৃষ্টিতে রাস্তার খানা খন্দে হাটু পানি জমায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।

    উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ৬কিঃ মিঃ মধ্যে ৩ কিঃ মিঃ সড়কের পিচ, পাথর, ইট, খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানা খন্দে ময়লা যুক্ত পানি জমে থাকে। প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত যান্ত্রিক বাহন এ সড়কে চলাচল করে। যাতয়াত করে অসংখ্য পথচারী। খানা খন্দে নোংরা পানি জমে থাকায় পথচারীদের জামা-কাপড় নোংরা হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, ভ্যানসহ যানবাহনে দূর্ঘটনা লেগেই আছে।

    সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, এক দিন বৃষ্টি হলে রাস্তায় ময়লাযুক্ত হাটু পানি জমে য়ায়। যা শুকাতে মাসের পর মাস লেগে যায়। একারনে দূর্ঘটনাটা লেগেই থাকে।

    স্থানীয় তোরাব আলী খান জানান, রাস্তার এতোই দুরাবস্থা যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বলতে গেলে কোন সন্তান সম্ভাবা মহিলাকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে আসতে চাইলে রাস্তায় সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাভনা সৃষ্টি হয়।

    নির্বাহী প্রকৌশলী, সওজ, খুলনা মোঃ তানিমুল হক জানান, সড়কের বেহাল দশার খবরটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা