Blog

  • গোপালগঞ্জে অ-বৈধ অ-স্ত্র সহ এক ব্যক্তিকে গ্রে-প্তার করেছে পুলিশ

    গোপালগঞ্জে অ-বৈধ অ-স্ত্র সহ এক ব্যক্তিকে গ্রে-প্তার করেছে পুলিশ

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।

    গোপালগঞ্জ ডিবি শাখার একটি টিম এসআই (নিঃ)/মোঃ ফারুক আলম এর নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মেরী গোপীনাথপুর শরীফপাড়া সাকিনস্থ শরীফ তৌহিদুল হকের নিকট হতে ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। যার বাট ও ব্যারেল সহ দৈর্ঘ অনুমান ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি, ওজন অনুমান ৬.১৮ গ্রাম, অবৈধ বাজার মূল্য ৫০,০০০/- টাকা। আসামী শরীফ তৌহিদুল হক (৪৮), পিতা-মৃত শরীফ আঃ হক, মাতা-মৃত জাহানারা বেগম, সাং – মেরী গোপীনাথপুর (শরীফপাড়া), থানা ও জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার পূর্বক গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা (মামলা) প্রক্রিয়াধীন রয়েছে বলে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

  • জনগনের জান-মালের নিরাপ-ত্তায় গোপালগঞ্জে সেনা বাহিনীর অ-ভিযান চলমান

    জনগনের জান-মালের নিরাপ-ত্তায় গোপালগঞ্জে সেনা বাহিনীর অ-ভিযান চলমান

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

    এই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।
    এসব চেক পোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকেই গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

    জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে।

    বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

  • বেগম খালেদা জিয়ার মৃ-ত্যুতে গোবিপ্রবি ট্রেজারারের শো-ক প্রকাশ

    বেগম খালেদা জিয়ার মৃ-ত্যুতে গোবিপ্রবি ট্রেজারারের শো-ক প্রকাশ

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

    আজ মঙ্গলবার সকালে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বিশ্বাস ও চর্চা করে গিয়েছেন উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি। এ জাতি আজীবন ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

  • পাবনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দা-খিল

    পাবনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দা-খিল

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রুবেল মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সুজানগর উপজেলা জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম দায়েন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রুবেল জানান, আমরা আশাকরছি আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ । দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক নাঙ্গল মার্কায় ভোট দিয়ে ভোটারেরা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশআল্লাহ।

    সুজানগর উপজেলা প্রতিনিধি।।

  • পাবনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর ম-নোনয়নপত্র দাখিল

    পাবনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর ম-নোনয়নপত্র দাখিল

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা সোলাইমান জাহাঙ্গীর ও সেক্রেটারী মোহাম্মদ রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী জানান, আমরা আশাকরছি আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ । দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলা দেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে ভোটারেরা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশআল্লাহ।

    সুজানগর উপজেলা প্রতিনিধি।।

  • খুলনা -৬ পাইকগাছা-কয়রা আসনে ৬ প্রার্থীর ম-নোনয়ন জমা

    খুলনা -৬ পাইকগাছা-কয়রা আসনে ৬ প্রার্থীর ম-নোনয়ন জমা

    ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসন একেবারেই নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকেই দলগুলো সরাসরি নির্বাচনী মাঠে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক সূচনা করেছে।

    বিএনপি মনোনীত এস এম মনিরুল হাসান (বাপ্পী) জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। দলের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন, যা নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করেছে।

    একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আবুল কালাম আজাদও মনোনয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয় জমা দেন। দলের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত থেকে প্রার্থীর পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছেন।

    জাতীয় পার্টি (জাপা) শেষ মুহূর্তে নির্বাচনী মাঠে হাজির হয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়। মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর পাইকগাছা উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রার্থিতা ঘোষণা করেন। দলের নেতাকর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা নির্বাচনী উত্তাপকে নতুন মাত্রা দিয়েছে।

    অন্যদিকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল উপজেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন কমরেড শেখ আব্দুল হান্নানসহ পাইকগাছা ও কয়রা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

    এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই ) মনোনীত হাফেজ মাওলানা আছাদুল্লাহ আল গালীব এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসও জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা সরাসরি ভোটার ও নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের প্রার্থী হিসেবে পরিচয় দিয়েছেন, যা ভোটারদের মধ্যে প্রত্যাশা ও উত্তেজনা বাড়িয়েছে।

    বিশ্লেষকরা মনে করছেন, খুলনা-৬-এর এই প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের কাছে বিকল্প সৃষ্টি করছে এবং নির্বাচনী উত্তাপকে তীব্র করছে। দলের সক্রিয়তা, প্রার্থীর উপস্থিতি এবং ভোটারের আগ্রহ প্রতিদিনের নির্বাচনী চিত্রকে আরও জমিয়ে তুলেছে।

    বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।

    ফলশ্রুতিতে, খুলনা-৬ শুধু প্রতিদ্বন্দ্বিতার ময়দান নয়, এটি নির্বাচনী উত্তাপ, রাজনৈতিক চমক এবং জনমত যাচাইয়ের কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, প্রার্থীদের প্রস্তুতি এবং নির্বাচনের আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন হওয়া আসনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রেরক,

    ইমদাদুল হক

    পাইকগাছা,খুলনা

  • আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ‘শ্যু-টার’ রাজু আহমেদ গ্রে-ফতার, জলিল ধ-রাছোঁয়ার বাইরে

    আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ‘শ্যু-টার’ রাজু আহমেদ গ্রে-ফতার, জলিল ধ-রাছোঁয়ার বাইরে

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু আহমেদকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ, ভুয়ার মামলার ভুয়া বাদী সায়েব আলী জলিল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে, ৫ আগষ্ট ২০২৪ থেকে ১৬ মাসেও তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ এই সিন্ডিকেট কোটি কোটি টাকা মামলা বাণিজ্য করছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর২০২৫ইং) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার।

    এর আগে সোমবার রাতে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার মীরের চানগাঁও এলাকার শহিদুল ইসলামরে ছেলে।

    তিনি নিজেকে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর আগেও তিনি বিভিন্ন মামলায় কয়েকবার পুলিশ ও র‍্যাব-৪ অভিযান গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেফতারর রাজু আহমেদ আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যান, ভুয়া বাদী সায়েব আলী জলিল মিয়া গ্যাং লিডার, সাভার ও আশুলিয়ায় মামলা বাণিজ্যের সাথে জড়িত, কখনও আওয়ামী লীগ নেতা, কখনও যুবলীগ নেতা, আবার কখনও শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্ত্য বিস্তার করতেন। এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন মানুষের জমি দখল, সরকারী খাস পুকুর ভরাট করে বিক্রিসহ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলাও রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রিমান্ড আবেদন করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

  • সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ ২জন আ-টক

    সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ ২জন আ-টক

    কেএম শহীদুল সুনামগঞ্জ :
    সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ ২জন আটক করা হয়েছে। ৩০ ডিসেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, সদর থানাধীন দিরাই রোড সংলঘ্ন চৌরাস্তা মোড়ে কালো রঙ্গের একটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ২লক্ষ ১০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ দুই জনকে আটক করেন। আটককৃতরা হলেন চাতক থানাধীন কালারুকা ইউনিয়নের, জামরুয়াইল গ্রামের বাসিন্দা, তারেক ইসলাম(১৯), তার পিতার নাম:আনসার আলী। আরও একজন হল চাতক থানাধীন দিগলী চাকলপাড়া গ্রামের বাসিন্দা, আব্দুল করিম(২০),তার পিতার নাম: জফির আলী।
    এব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক ও চোরা চালান বিরোধী অভিযানে পুলিশ জিরো ট্রলারেন্স বাস্তবায়নে অঙ্গিকারে আবধ্য। আমাদের মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

  • দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাবু সোমনাথ দে’র গভীর শো-ক

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাবু সোমনাথ দে’র গভীর শো-ক

    এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
    বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের অমর প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। দেশের রাজনীতি, গণতন্ত্র এবং সাধারণ মানুষের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ক্রান্তিকালে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষ যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে, অনুভব করছে একজন অদম্য নেত্রীকে হারানোর বেদনাদায়ক শূন্যতা।
    বাগেরহাটে শোকের ছোঁয়া
    বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
    শোক সভায় প্রধান অতিথি বাবু সোমনাথ দে বলেন:
    “দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা। তার নেতৃত্ব, সাহস ও ত্যাগ চিরকাল জাতির মনে থাকবে। আজকের এই শোক শুধুমাত্র বিএনপির নয়, এটি পুরো দেশের শোক। দেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষ তার মৃত্যুতে ব্যথিত।”
    শোক সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, নেতা মোঃ আফজাল হোসেন জমাদ্দার, নেতা মতিউর রহমান বাচ্ছু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেন।
    বাবু সোমনাথ দে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন:
    “আজ আমরা শুধু এক নেত্রীকে হারাইনি; হারালাম একটি আদর্শ, হারালাম দেশের গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য প্রতীককে। তার দৃষ্টান্ত ও সংগ্রাম নতুন প্রজন্মকে পথ দেখাবে। আমরা সবাই মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করি।”
    বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
    বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমর নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব প্রদান, কঠোর ও আপসহীন নীতি-নৈতিকতা, এবং গণতন্ত্রের রক্ষায় তার অবদান দেশের মানুষের মনে অম্লান। তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অদম্য নেতা, যার সাহস ও দৃঢ়তার জন্য তিনি সমালোচনা ও সমর্থন উভয়েই সমানভাবে সম্মানিত ছিলেন।
    তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি নারী নেতৃত্বের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে। শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, তিনি ছিলেন দেশের মানুষের জন্য এক আদর্শ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব।
    দেশজুড়ে শোকের আবহ
    বাগেরহাটসহ সারাদেশে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন, শোক পতাকা উত্তোলন, প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতৃত্ব, সাহস এবং দেশের জন্য দেওয়া ত্যাগ স্মরণ করছেন।
    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এই ক্ষতি একটি শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার অবদান শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি গণতন্ত্র, নারী নেতৃত্ব এবং দেশপ্রেমের এক জীবন্ত দৃষ্টান্ত।
    আহ্বান ও সম্মিলিত শোক
    বাগেরহাটে অনুষ্ঠিত শোক সভায় সকল স্তরের নেতা-কর্মীরা দেশের নাগরিকদের একজোট হয়ে মরহুমার আত্মার শান্তি কামনা করতে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় সংকল্পী হওয়ার আহ্বান জানিয়েছেন।
    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তি নির্দেশ করছে, কিন্তু তার ত্যাগ, সাহস ও নেতৃত্ব চিরকাল দেশের মানুষের মনে অম্লান থেকে যাবে।

  • গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রম‘র উদ্বোধন

    গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রম‘র উদ্বোধন

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।।
    বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প কর্তৃক সংগৃহীত বরিশাল জেলার (নির্মান) বিএডিসি বরিশালের বাস্তবায়নে গৌরনদী সেচ ইউনিটের তত্ত্বাবধানে মঙ্গলবার সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রম এর উদ্বোধন করা হয়। বিএডিসি সেচ গৌরনদী ইউনিটের সহকারী প্রকৌশলী মোঃ শাহেদ আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, ক্ষুদ্র ঋন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। আলোচনা শেষে সুবিধাভোগীদের মাঝে সেচ যন্ত্র বিতরন করা হয়।