Blog

  • পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন

    কে এম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আনিসুর রহমান, সহকারি পরিচালক মাহবুবুর রহমান, মেডিসিন বিশেষঞ্চ বিষ্নু প্রসাদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ মাহমুদুর রহমান রকি,ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু,ডাঃ সনজিত রঞ্জন তালুকদার,নাসিং সুপার ভাইজার নিভা সুতার,রুপালী রায়, অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, স্টোর কিপার সোলেমান আহমেদ, বাবুর্চি মইনুল হক, আলমগীর, আনোয়ার,রাজিব আহমদ প্রমুখ।

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবগঠিত মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধশতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (৯ জুলাই) সকাল ১১ টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মনিতা ত্রিপুরা,মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠন এর উপদেষ্টা রফিকুল ইসলাম।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা ।

    এই সময় উপস্থিত ছিলেন মানবসেবা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আলী আকবর,সহ সভাপতি হারুনর রশীদ,অরুণ কুমার শীল, যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,মহিলা কলেজের প্রভাষক ও যুগ্ন সাধারণ সম্পাদক অনিক সাহা, প্রচার সম্পাদক নিখিল চাকমা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,

    এইছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন,কাখারাং ত্রিপুরা,কাজী ইসমাইল,মানিক সাঁওতাল, খোকন সাঁওতাল,কামরুজ্জামান সুমন,হিরণ দাশ,ইমরান খান,ফারুক মিয়া,হেলাল উদ্দিন, ফাল্গুনী সাঁওতাল, অন্তু সাহা রিমি,ফরহাদ মিয়া।এইছাড়াও বন্ধু অমল রায়ও উপস্থিত ছিলেন।

    ঈদ সামগ্রীর মধ্যে ছিলো মুরগী, সেমাই,চিনি,দুধ পাওডার, কিসমিস,বাদাম,পিঁয়াজ, মাংসের মুসল্লা,,তেল, আটা।

  • হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

    হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মমতাজ আলী (মাস্টার) সৎ যোগ্য নির্ভীক পরীক্ষিত জননেতা গরীব মেহনতী সহ সর্ব স্তরের মানুষের অতি আপনজন তারুণ্যের অহংকার এই সেই ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মমতাজ আলী মাস্টার আসন্ন ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের নির্বাচন ২০২২ উপলক্ষে ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এবং ইউনিয়নের প্রতি পাড়া মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করে ব্যাপক জন সমর্থন পেয়েছেন।

    তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি কে বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৩ নং হোসেন গাঁও ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে পরিনত করব,ইউনিয়নে দূর্নীতি জিরো টলারেন্স রাখবো।

  • কুসিকে তত্ত্বাবধানে চারশত শ্রমিকের নিরলস পরিশ্রমে কুরবানির বর্জ্য অপসারণ

    কুসিকে তত্ত্বাবধানে চারশত শ্রমিকের নিরলস পরিশ্রমে কুরবানির বর্জ্য অপসারণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুরবানীর বর্জ্য ব্যবস্থাপানায় কুমিল্লা সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কতৃপক্ষ । মেয়র আরফানুল হক রিফাত ও কাউন্সিলবৃন্দের প্রথম সভাতে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এরই প্রেক্ষিতে প্রস্তুতি গ্রহণ করে কাজ সম্পাদন করা হয়েছে।
    মেয়রের সুদৃঢ় নেতৃত্বে ২৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ সার্বিক সমন্বয়ে কর্মকর্তারা, কর্মচারীরা, ও শ্রমিকরা এক যোগে চার জন কাজ করেছেন।
    এসময় ১২ হাজার পলিবস্তা ও ৯ হাজার সাধারণ বস্তা প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
    ৫০ কেজি করে ব্লিচিংপাউডার প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
    ২৭ ওয়ার্ডে ২৭ ট্রাক সার্বক্ষণিক চলমান থেকে কাজ করেছে। এছাড়াও প্রধান প্রধান সড়কে আরও ৬টি ট্রাক চলমান ছিলো,
    প্রায় ৪০০ জন শ্রমিক কুরবানির বর্জ্য সংগ্রহে ও ট্রাকগুলোতে কাজ করেছেন।
    দুপুর ২টা থেকে শ্রমিক ও ট্রাক ড্রাইভাররা কাজ শুরু করে রাত ৯ টা নাগাদ কাজ করেছেন। যেখানে যেখানে রক্ত জমাট পেয়েছে এবং যেখানে চামড়া সংগ্রহ করেছে।সেখানে সেখানে ব্লিচিং দিয়ে কুসিক শ্রমিকরা পরিস্কার পরিচ্ছন্ন করেছে।
    পরের দুদিনও মোবাইল টিম ট্রাক ও শ্রমিকসহ মাঠে থাকবেন বলে মেয়র ও নির্বাহী সূত্রে জানাজায়।
    প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড সচিবগণ দায়িত্ব পালন করেছেন ট্যাগ অফিসার হিসেবে।
    তারা সম্মানিত কাউন্সিলরের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করেছেন। কাউন্সিলরগণ নির্ধারিত স্থান ঠিক করে দিয়েছেন যেখানে নাগরিকরা কুরবানির বর্জ্য ফেলবে। সেখান থেকে কুসিকে ট্রাক ড্রাইভার ও শ্রমিক বর্জ্য সংগ্রহ করেছেন।
    নাগরিকরা কেউকেউ নিজেরাই পলিবস্তা কিনে ব্যবহার করেছেন বলে একাধিক সূত্রে জানাজায়। নাগরিকগণকে যে কোনো সমস্যায় কিংবা বা বর্জ্য ফেলার স্থান জানতে বা কোথাও বর্জ্য জমে থাকলে তা ওয়ার্ড সচিবকে জানাবেন বা সম্মানিত কাউন্সিলরে সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নির্বাহী প্রধা ড, সফিকুল ইসলাম,
    এছাড়াও সিটি কর্পোরেশনের ৯ জন কর্মকর্তা সুপারভিশন ও মনিটরিং করেছেন যাতে ট্রাক ড্রাইভার ও শ্রমিক যথাযথভাবে কাজ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে।
    . প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সার্বিক ব্যবস্থাপনা করেছেন। এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট সময়ে সময়ে হালনাগাদ প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ রয়েছে। নির্বাহী কর্মকর্তা বলেন
    নাগরিকদের সহযোগিতা কাম্য। নির্ধারিত স্থানে নির্ধারিত পলিব্যাগে কুরবানির বর্জ্য ফেলা।
    মেয়রের বিশ্বাস তার নির্দেশনা মোতাবেক কুসিক টিম সকল বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন করতে সর্বোত চেষ্টা করবে ও সফল হবে বলে আশা প্রকাশ করেন।

  • নড়াইলে বাসচাপায় ভাড়ায়চালিত মোটর সাইকেল চালকের মৃত্যু

    নড়াইলে বাসচাপায় ভাড়ায়চালিত মোটর সাইকেল চালকের মৃত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে বাসচাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু। নড়াইলে সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৯ জুলাই) দুপুরে নড়াইল মাইজপাড়া আঞ্চলিক সড়কের শাহাবাদ বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মোল্লা শাহাবাদ ইউনিয়নের তুজোরডাঙ্গা গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মোল্লা ভাড়ায় মোটরসাইকেল চালায়। দুপুরে শাহাবাদ বাজার থেকে মাইজপাড়া যাচ্ছিলেন তিনি। এ সময় শাহাবাদের সরোষপুর বেলতলা এলাকায় বিপরীতদিক থেকে আসা নড়াইল-বুনোগাতী রুটের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রিপনের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
    নড়াইল সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বাসচাপায় রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সন্ধান চাই! হারিয়েছে

    সন্ধান চাই! হারিয়েছে

    সন্ধান চাই! হারিয়েছে

    নামঃ সুজন মিয়া (৩৮)
    ঠিকানা: জেলা শেরপুর, থানা শেরপুর, পোস্ট অফিস রৈহা/ গ্রাম হালগরা।

    নামের লোকটি গত ৮ জুলাই সকাল ৮ ঘটিকায়, ঢাকার উত্তরা কোটবাড়ি এলাকা হতে হারিয়ে গিয়েছে। তার মাথায় সমস্যা আছে। যদি কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান নিন্মক্তো ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

    মোঃ নূরুল ইসলাম 01822551043 সিয়াম 01625740171 অথবা 01770363346.

  • মুন্সীগঞ্জ‌ে নগর কসবায় পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জ‌ে নগর কসবায় পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত

    মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

    করোনা ভাইরাস সংক্রামক থেকে নিরাপদে থাকতে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার নগর কসবার মিজান ঈদগাঁ‌য়ে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

    র‌বিবার সকাল ৭ টায় নগর কসবা মিজান ঈদগাঁ মা‌ঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    এ সময় ঈদের জামাতে ইমামতি করেন নগর কসবা জামে মসজিদের পেশ ইমাম হা‌ফেজ
    মাওলানা মোঃ জা‌কির হো‌সেন ।

    এ সময় ঈদের জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন নগর কসবা মিজান ঈদগাঁ‌ মা‌ঠের সভাপ‌তি র‌কিব দেওয়ান , এলাকা প্রবীন শিক্ষক হো‌সেন মাষ্টার ,স্হানীয় সাংবাদিক মোঃ‌লিটন মাহমুদ ,হা‌জি মোঃমহ‌সিন ,মোঃ‌হো‌সেন সহ এলাকার প্রায় ২‌ থে‌কে ৩ হাজার ধর্মপ্রান মুসলমান গন এই ঈদুল আযহার নামাজ আদায় ক‌রেন ।

    নামাজ শেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

  • “মায়ের চিঠি” লিখেছেন কানু ঘোষ

    “মায়ের চিঠি” লিখেছেন কানু ঘোষ

    “মায়ের চিঠি”
    কানু ঘোষ

    মায়ের চিঠি পেলাম হাতে
    মা আমায় লিখেছে চিঠি।
    যেতে হবে আজই বাড়ি
    মায়ের শরীর নেইকো ভালো।
    মা ছাড়া যে কেহ নাইতো বাড়ি
    আছে মা একাই ঘরে।
    কিছু হলে কি যে হবে
    বুঝে নিলাম দূরে থেকে।
    যানবাহন নাইতো ঘাটে
    দুটি নৌকা আছে পরে।
    তুফান দেখে যাবেনা তারা
    ভাবতে থাকি দাড়িয়ে একা।
    কোন পথ নাইবা পেলাম
    মায়ের দোয়া নিয়ে আমি,
    দিলাম ঝাঁপ জলের মাঝে।
    সাতার কেটে যাব বাড়ি,
    ঘরে কাছে এসে পড়ি।
    মা বলে ডাকটি দিলাম
    মা ছিলো ঘুমের ঘরে।
    জরে শরীর যাচ্ছে পুড়ে,
    আমার ডাক শুনতে পেয়ে
    ঘুমের ঘরে জেগে ওঠে।
    খোকা তুই আসছ নাকি?
    দুয়ার খুলে দেখে আমায়
    খোকা আমার আসছে দেখি!
    জড়িয়ে ধরি মাকে পেয়ে
    খোকা তুই আসবি জানি।
    যাচ্ছে বয়ে ঝড় বাহিরে
    সাতার কেটে আসছি আমি
    তোমার চিঠি পেয়ে হাতে।

  • পঞ্চগড়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়

    পঞ্চগড়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :সারা বাংলাদেশের নেয় মুসলিম উম্মার পবিত্র ঈদুল আযহার নামাজ পঞ্চগড় জেলা জুড়ে সকাল ৮ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

    ঈদুল আযহার মুসলিম উম্মাহর পশু কুরবানি ঈদ আজ সকাল ৮ ঘটিকার সময় পঞ্চগড় পৌরসভা আঠারোটি ঈদগাহ ময়দানে একযোগে নামাজ আদায় হয় পঞ্চগড় জমিয়তে আহলে হাদীস কনফারেন্স পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন।

    ত্যাগ-তিতিক্ষার এই কুরবানীর ঈদ মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় উৎসব।মহিলাদের নামাজের জন্য আলাদা প্যান্ডেল সম্পূর্ণ পদ্মার মাধ্যমে প্রতিবারের ন্যায় এবারও

    খুতবা ও দোয়ায় পঞ্চগড় বাসী সহ দেশ-জাতির কল্যাণ এর জন্য নামাজ শেষে আখেরী মোনাজাত করেন প্রিন্সিপাল হযরত মাওলানা শাফি আহমেদ।

  • ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা

    ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা

    আরিফ রব্বানী।।
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক আল মিনার পত্রিকার বার্তা সম্পাদক ওয়াহিদুজ্জামান খান আরজু ও সাধারণ সম্পাদক ৭৫ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এর
    সম্পাদক ও প্রকাশক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।

    এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ জানান, ত্যাগের মহিমায় পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন।

    মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয় সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চিরসমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য।পবিত্র ঈদ-উল-আযহা মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। ঈদ-উল-আযহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।

    নেতৃবৃন্দ আরোও বলেন, পবিত্র ঈদুল আযহা ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল আজহা সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

    নেতৃবৃন্দ করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং যতদূর সম্ভব সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহা উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।