সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে বিভিন্ন পোশাক কারখানা রঙিন ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে। নববর্ষের আনন্দ ঘিরে কারখানাগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ, যা শ্রমিক ও কর্তৃপক্ষের মাঝে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে বেলুন, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। অনেক কারখানায় শ্রমিকদের জন্য ছিল বিশেষ খাবার ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন।
কারখানা কর্তৃপক্ষ জানান, নতুন বছরের শুরুতে শ্রমিকদের মাঝে আনন্দ ও ইতিবাচক মনোভাব তৈরি করতেই এই ব্যতিক্রমী আয়োজন। শ্রমিকরাও জানান, কাজের ব্যস্ততার মাঝেও এমন উৎসব আয়োজন তাদের মানসিক প্রশান্তি ও কাজের প্রতি আগ্রহ বাড়ায়।
নববর্ষ উপলক্ষে আশুলিয়ার শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। সব মিলিয়ে ২০২৬ সালের প্রথম দিনটি আশুলিয়ার পোশাক শিল্প এলাকায় উৎসব ও আনন্দঘন পরিবেশে অতিবাহিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।









