Blog

  • নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

    নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

    প্রতিনিধি স্বরূপকাঠি উপজেলা//

    “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” উপলক্ষে পিরোজপুরে নেছারাবাদ উপজেলায়
    সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার অফিসে সাংবাদিকের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক।

    এ সময় তিনি সপ্তাব্যাপি কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন। কার্যক্রমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে মতবিনিময় সভা ও মাইকিং ব্যানার, ফেস্টুন বর্ণাঢ্য সড়ক র‍্যালি, ও আলোচনা অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ।মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/ অভিযান মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান পুকুরে মাটি ও পানি পরিক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ, পুরষ্কার বিতরণের সপ্তাহব্যাপি অনুষ্ঠানের করা হবে। এ সময় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

    আনোয়ার হোসেন
    প্রতিনিধি স্বরূপকাঠি উপজেলা।।

  • নড়াইলে সাহাপাড়ায় বিএনপি প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন

    নড়াইলে সাহাপাড়ায় বিএনপি প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন

    জান্নাতুল বিশ্বাস.নড়াইল!! নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় ঘটনায় বিএনপি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির পক্ষ থেকে ৫টি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং দু’টি মন্দিরে ২০ হাজার টাকা দেয়া হয়।
    এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপূন রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলাম, সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবিসহ দলীয় নেতৃবৃন্দ।
    বিএনপি নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হলেও, সেগুলো বিচার না হওয়ায়; একই ঘটনা বারবার ঘটছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী হয়রানি করা হচ্ছে। হামলার সময় পুলিশের নিরব ভূমিকারও অভিযোগ বিএনপি নেতারা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে।
    বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার পাঁচটি বাড়ি ও দিঘলিয়া বাজারের ছয়টি দোকান ভাংচুর করেন। এর মধ্যে গোবিন্দা সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘরটি পুড়ে গেছে। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাংচুর ও মহাশ্মশান কালিবাড়ি মন্দির সামান্য ক্ষতি করে বিক্ষুদ্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। #

    মো জান্নাতুল বিশ্বাস
    নড়াইল প্রতিনিধি।

  • নাচোলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    নাচোলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল শনিবার বেলা ১১টায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীমের সভাপতিত্বে উপজেলায় কর্মরত সাংবাদিকগণের সাথে মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্পসারণ কর্মকর্তা অন্তরা ইয়াশমীনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীম সপ্তাহব্যাপি কর্মসূচির বিবরণ দেন।

  • দিনাজপুরে ৫০টি সেলাই মেশিন ও ১০টি ল্যাপটপ বিতরন

    দিনাজপুরে ৫০টি সেলাই মেশিন ও ১০টি ল্যাপটপ বিতরন

    দিনাজপুর প্রাতনিধি ঃ তথ্য প্রযুক্তি ও হস্তশিল্পে নারীদের স্বাবলম্বী গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃহত্তর দিনাজপুরের মহিলা সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই অসহায়, দরিদ্র নারী ও বিভিন্ন নারী সংগঠনকে ৫০টি সেলাই মেশিন ও ১০টি ল্যাপটপ অনুদান প্রদান করেন।
    ২৩ জুলাই শনিবার দিনাজপুর শহরের নিজস্ব অফিস কার্যালয়ে এ অনুদান বিতরন অনুষ্ঠানে এমপি জুঁই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে নারীদের গুরুত্ব দেয়ায় নারীরা আজ বিভিণœ সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করছে এবং বিভিন্ন নারী সংগঠনে যুক্ত হয়ে হস্তশিল্প, কারুশিল্প, তথ্য প্রযুক্তি সহ নানা কর্মকান্ডে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। নারীরা আজ স্বাবলম্বী হয়েছে।
    এ সময় হরিহরপুর মহিলা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সহিদা খাতুন বলেন, দীর্ঘদিন পর আজ আমার স্বপ্ন পুরন হয়েছে। আমার এই সংগঠন থেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহিলাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি।

  • বিদ্যূতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

    বিদ্যূতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

    দিনাজপুর প্রতিনিধি ঃ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামাতের আমলে একদিন বিদ্যূত গেলে ৩/৪ দিনেও বিদ্যুত ফিরে আসতো না। বিদ্যূতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে। রাজনীতিতে তারা এখন দেউলিয়ায় পরিনত হয়েছে।
    তিনি আরো বলেন, রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারনেই জ্বালানীর মজুদের অপ্রতুল্য হওয়ায় বিদূত্যেও সাময়িক সমস্যা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে সমগ্র পৃথিবী ঝুকির মধ্যে আছে। এই যুদ্ধ থামাতে আমেরিকাকেই এগিয়ে আসতে হবে।
    ২৩ জুলাই শনিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর এলাকায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাস্তবায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত বিরল-২, ৩৩/১১ কেভি, ২০/২৮ এমভি ইনডোর উপকেন্দ্রের শুভ উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলি বলেন।
    বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম, পিপি, সাংগঠনিক সম্পাদক বিভুতি ভুষন সরকার, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আজম প্রমুখ।

  • বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    দিনাজপুর প্রাতনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা কমিশনার ভূমি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মাছে ভাতে বাঙ্গালী এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারা দেশে মৎস্য উৎপাদনের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওসমান গণি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়।
    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান, নাজমুল ইসলাম মিলন, সিদ্দিক হোসেন, নিতাই সাহা লেলিন, তৌফিক মোঃ রেজা, দশরথ রায় বাবুল তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, মোঃ আব্দুল জলিল। সাংবাদিকদের জানান গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ অনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

  • পানছড়িতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    পানছড়িতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    কৃষক বাঁচাও,দেশ বাঁচাও এই স্লোগানে বাংলাদেশ কৃষকলীগ পানছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৩ জুন) সকাল ১১ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য এর মাধ্যমে উদ্ভোধন করা মধ্য দিয়ে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয়ার্ধ সম্মেলনে শাজাহান কবির শাজুকে সভাপতি, ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক ও টিকলু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

    এই সময় পানছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ কাবির ফয়সাল এর সঞ্চালনায় ও পানছড়ি উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাজাহান কবির শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    এই সময় আরও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা,জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,বাংলাদেশ কৃষক লীগ এর দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সদস্য মোতাহের হোসেন বাবুল,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আরমান চৌধুরী, জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক টারজেন বড়ুয়া,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দে,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।

  • গোদাগাড়ীতে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম।

    মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমদিন (২৩ জুলাই) মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা। দ্বিতীয়দিন (২৪ জুলাই) প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়। তৃতীয়দিন (২৫ জুলাই) সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান। চতুর্থদিন (২৬ জুলাই) অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চমদিন (২৭) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা। ৬ষ্ঠদিন (২৮ জুলাই) মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ এবং সপ্তমদিন (২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান।
    মতবিনিময় সভায় জানানো হয়, উপজেলায় মাছের মোট উৎপাদন ৮ হাজার ৭ শত ১৪.০২ মে.টন । মাছের বার্ষিক চাহিদা ৬ হাজার ৫ শত ২২ মে.টন। উদ্বৃত হচ্ছে ২ হাজার ১ শত ৯২.০২ মে.টন।

    এছাড়াও মৎস্য উৎপাদন উপলক্ষে মাছ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ সহ মাছ উৎপাদনের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমেদ, মানিক, আসরাফ বাবু, ইসাহাক আলীসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,রাজশাহী।

  • মধুপুরে  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন।
    উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
    মতবিনিময় সভায়, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, বিলুপ্তপ্রায় জাতের মৎস্য চাষে গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এসময় তিনি এক সপ্তাহ ব্যাপি
    জাতীয় মৎস্য সপ্তাহে সকল দিবসে গনম্যাধম কর্মিগনকে উপস্থিত থাকার আহবান করেন।
    উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, এ বছর উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং ,ব্যানার, পোষ্টার,ফেসটুন ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, উদ্বোধনী র‍্যালী ও আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন ,প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা সহ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা হলরুম পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার, উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত মোছা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্য মেলার সম্পাদক সুজিত বসাক, উপজেলা শিক্ষা অফিসার নজমুল হক, মহিলা বিষয়ক অফিসার সুবীর পাল, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতির দীপক কুমার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্যনির্বাহী সদস্য অশোক কুমার সরকার, শেরপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের, শেরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কর্মকার কৃষ্ণ, সাংবাদিক নাহিদ আল মালেক, শাকিল আহমেদ, এরশাদ হোসেন, বাদশা, সৌরভ অধিকারী শুভ, যোবায়ের হোসেন, আব্দুল মমিন, মাহফুজ আহমেদ প্রমুখ