Blog

  • বানারীপাড়া থেকে  কুড়িয়ানার  আমড়া-পেয়ারা সহজেই পৌঁছাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায়

    বানারীপাড়া থেকে কুড়িয়ানার আমড়া-পেয়ারা সহজেই পৌঁছাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায়

    আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    কুড়িয়ানা থেকে ফিরেঃ

    বরিশালের বানারীপাড়া ঘেষা আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানে বেড়েছে বেপারীদের আনাগোনা। স্বপ্নের পদ্মা সেতু চালুর পর থেকেই পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার দূরের জেলায় পেয়ারা পাঠাতে এখন আর পথে পঁচার ভয় নেই খুব কম সময়ে পৌছে যাচ্ছে ঢাকায়। খুব সকালে পেয়ারার হাট বসে বানারীপাড়ার রায়ের হাট থেকে ট্রাকে করে নেয়া হচ্ছে পেয়ারা ও আমড়া বিভিন্ন স্থানে। উপজেলার আটঘর-কুড়িয়ানার পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। আগে পিরোজপুরের বাসিন্দাদের ঢাকা যেতে সড়ক পথে সময় লাগতো ৭ থেকে ৮ ঘণ্টা, এখন তিন থেকে চার ঘণ্টায় পৌঁছানো যাচ্ছে। আর পেয়ারা, আমড়া, কলাসহ অন্যান্য পণ্য পরিবহনেও সাড়ে ৪ থেকে সাড়ে ৫ ঘণ্টার বেশি লাগছে না। পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৬ লাখ কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবেন পেয়ারা চাষে। জেলার প্রধান অর্থকরী ফসলের তালিকায় ধানের পরে রয়েছে পেয়ারা, আমড়া, কলা। পেয়ারা চাষ হয় শুধু স্বরূপকাঠিতে আর এরপরেই রয়েছে আমড়া। স্বরূপকাঠি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রক্তিম কুমার ঘরামী বলেন, স্বরূপকাঠির ২ হাজার পরিবার পেয়ারা চাষে জড়িত। এছাড়া বরিশালের বানারীপাড়া ও ঝালকাঠির বেশ কিছু এলাকার লোক পেয়ারা চাষে জড়িত।উপজেলা কৃষি বিভাগের সূত্র মতে, বর্তমানে স্বরূপকাঠি উপজেলার প্রায় ৬ শ ৫০ হেক্টর জমিতে ২ হাজার ২৫টির মতো বাগান রয়েছে। এ বাগানে প্রতি বছরই পাঁচ থেকে ছয় কোটি টাকার পেয়ারা উৎপাদিত হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় এতোদিন প্রতিমণ পেয়ারা দেড় শ থেকে দুই শ টাকায় বিক্রি করতে হয়েছে চাষিদের। চাষিরা মধ্যসত্ত¡ভোগীদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চে বা ট্রলারে করে পেয়ারা ঢাকা পাঠাতেন। এতে যেমন সময় লাগতো ১২ থেকে ১৬ ঘণ্টা, তেমনি তরতাজা ফলটিও অনেক সময় পেকে যেতো বা পচে যেতো। এখন পদ্মা সেতুর কারণে সড়ক পথেই চাষিরা সরাসরি দ্রুত পচনশীল এ পণ্যটি ঢাকাসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন। সড়ক পথে তাদের খরচও কম হচ্ছে। স্বরূপকাঠির কুড়িয়ানা এলাকার কালীপদ হালদার জানান, বাগান করার তিন বছরের মধ্যে আমড়ার ফলন পাওয়া যায়। একনাগারে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত আমড়ার উৎপাদন হয়। প্রতিমণ আমড়া ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। যাত্রীবাহী লঞ্চ অথবা সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় পণ্যটি। এতে চাষিরা বেশি লাভবান হতে পারতেন না। এখন পদ্মা সেতু হওয়ায় আমড়া অল্প সময়ের মধ্যেই পাঠানো যাবে ঢাকায়। চাষিরা নিজেরাই আমড়া ঢাকা ও চট্টগ্রামে বড় বাজারগুলোতে বিক্রি করতে পারবেন। এতে মধ্যসত্ত¡ভোগীদের সহযোগিতার প্রয়োজন হবে না। লাভও বেশি হবে বলে জানিয়েছেন চাষিরা। বর্ষা মৌসুমে এখানকার উৎপাদিত পেয়ারা, আমড়া, লেবু ও কলা ট্রাক বা ট্রলারযোগে ঢাকা পৌঁছাতে ১৬ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতো। এ সময়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ারা পেকে যেতো, অনেক সময় পচেও যেতো। আর আমড়াও পেকে যেতো। ফলে পাইকারি এবং খুচরা বিক্রেতা উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হত। পদ্মা সেতু চালুর ফলে এখন আর আমড়া ও পেয়ারাসহ কৃষিপণ্য পঁচার আশংকা নেই। কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠী এলাকার পেয়ারা চাষি দিলীপ মজুমদার জানান, তিনি ৯ বিঘা জমিতে পেয়ারার চাষ করেছেন। গত বারের চেয়ে এবারের ফলন ভালো কিন্তু সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে পেয়ারার সাইজ ছোটো হয়েছে।স্থানীয় ফল ব্যবসায়ী তাপস বড়ালের বাড়ি উপজেলার মাহামুদকাঠী এলাকায়। বাগান থেকে পেয়ারা কিনে ঢাকায় পাঠান তিনি। প্রায় ২০ বছর ধরে পেয়ারা, আমড়ার মৌসুমে এ কাজটি করছেন তিনি। ‘পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। প্রতিবছর এই মৌসুমে ঢাকায় পেয়ারা পাঠাতে গিয়ে পদ্মার এপারে ঘাটে ট্রাক বোঝাই পেয়ারা আটকা পড়ে পচে যায়।গত মৌসুমে ৭ থেকে ৮ ট্রাক পেয়ারা আটকা পড়ে পচে গেছে। একারণে লোকসান গুনতে হয়েছে’— জানান তাপস বড়াল। এরপর তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত ৭ ট্রাক পেয়ারা ঢাকায় পাঠিয়েছি। সব পেয়ারাই তাজা অবস্থায় পাঠানো গেছে। এখন আর পচার ভয় নেই।লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্জ ইউনিয়নের শহীদনগর এলাকার আলাউদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, তিনি ১২ বছর ধরে এখান থেকে পেয়ারা কিনছেন। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে বেপারী বাড়ছে আর পেয়ারার দামও বাড়ছে। বর্তমানে পেয়ারা মণপ্রতি ৫ শ ৫০ টাকা দরে কিনছেন। গেলো বছর এই সময় পেয়ারার মণ ছিল ২ শ থেকে ৩ শ পঞ্চাশ টাকা।আটঘর বাজারে থাকা আড়ৎদার মোশারেফ মলি­ক জানান, পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেয়ারা পাঠানো সহজ হয়েছে।স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, এখন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ টাটকা পেয়ারা খেতে পারবে। মানুষজন ঝক্কি-ঝামেলা ছাড়া সহজেই পেয়ারা বাগানে ঘুরতে আসতে পারবে। তিনি বলেন, পেয়ারার মৌসুমে পদ্মা থাকে উত্তাল। অনেকেই ভয়ে আসতে চাইতেন না। সরাসরি সড়ক পথে আসার সুযোগ হওয়ায় পর্যটকদের সেই ভয় এখন আর নেই। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে পেয়ারা বাগানে ঘুরতে এসেছেন আমেরিকার রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ দেশি-বিদেশি পর্যটকরা।স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম বলেন, পেয়ারা বাগানকে কেন্দ্র করে প্রতিবছর জমে ওঠে ভাসমান পেয়ারার হাট। শুধু পেয়ারা নয় ভাসমান হাটে বিক্রি হয় নানা ধরনের কৃষিপণ্য । এ হাট দেখতে বর্ষা মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। পদ্মা সেতুর কারণে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এরপর তিনি বলেন, পেয়ারা ছাড়াও সুস্বাদু ও পুষ্টিকর ফলের তালিকায় রয়েছে আমড়া। ফরমালিনমুক্ত ফলটি সবাইরই প্রিয়। চাষ লাভজনক হওয়ায় পেয়ারার পাশাপাশি কৃষকরাও ঝুঁকছেন আমড়া চাষে। জেলার চাহিদা মিটিয়ে আমড়া পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি বছর আমড়া বিক্রি করে চাষিরা কয়েক কোটি টাকা আয় করছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • শেরপুরে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    শেরপুরে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগষ্ট শুক্রবার সংস্থার ধুনটমোড়স্থ প্রধান কার্যালয়ে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আবু সাঈদ, অর্থ সচিব আতাব্বর রহমান, প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যান সচিব আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম, তরিকুল ইসলাম, শাহ জামাল কামাল, শেরপুর শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত, ফিল্ড অফিসার শামীম রেজা, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, চাঁন মিয়া, আল হেলাল প্রমুখ।

  • শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু সাধারণ সম্পাদক জুয়েল নির্বাচিত

    শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু সাধারণ সম্পাদক জুয়েল নির্বাচিত

    মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়ার শেরপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোটে সভাপতি পদে শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল সহ প্যানেলের ৪টি পদের মধ্যে ৩টি তে নির্বাচিত হয়েছে। ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ভোট অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলরদের গোপন ব্যালটের সভাপতি পদে স্বাধীন কুমার কুন্ড (দেওয়াল ঘড়ি) পান ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ভিপি মজনুর রহমান মজনু (আনারস) পান ২০৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ জুয়েল (মোরগ) ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি ভিপি মোস্তাফিজার রহমান নিলু (ফুটবল) পান ২৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ আপেল (রিক্সা) ৩০১ ভোট এবং এ্যাড.আমিনুল ইসলাম শাহীন (আম) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।

  • হবিগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন

    হবিগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবাষিকী উদযাপন” করা হয়েছে।
    শুক্রবার (০৫ আগস্ট) বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।

    আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, জনাব এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলার সরকারি/বেসরকারি কর্মকর্তা/কর্মচারীগণ।

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।

  • শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক পরীক্ষার্থী

    শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক পরীক্ষার্থী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক স্বপন সেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার কমলাকান্ত সেনের ছেলে।

    পুলিশ ও নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে ৩০ হাজার টাকায় ভাড়া করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় স্বপন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে হাতের লেখায় মিল না থাকায় ধরা পড়েন তিনি।

    জিজ্ঞাসাবাদে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

  • র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

    র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন আজিজ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন আজিজ জয়পুুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

    আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

    পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

  • আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

    আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

    রিদয় হোসেন( সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কমসুচি পালন করা হয়েছে।

    শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মৌসুমি হক,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি,আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ আক্কেলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ।

    অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মোট ৭৩ টি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

  • প্রশংসা ও ভালবাসায় বিদায় নিলেন আরআই”পুলিশ লাইন্স”জয়পুরহাট

    প্রশংসা ও ভালবাসায় বিদায় নিলেন আরআই”পুলিশ লাইন্স”জয়পুরহাট

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জয়পুরহাট জেলায় কর্মরত জনাব মোঃ খলিলুর রহমান, আরআই, পুলিশ লাইন্স, জয়পুরহাট এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    তিনি ২৫-০৯-১৯৮৩ খি. তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৮-০৮-২০২১ খ্রি. জয়পুরহাট জেলার পুলিশ লাইন্সের আরআই হিসেবে যোগদানের পর থেকে নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),ফারজানা হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণরা।

  • খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

    খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।

    উক্ত এ আজ ৫আগস্ট রোজ শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা।

    এসময়ে সম্মানিত অতিথি খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিশেষ অতিথি হিসেবে সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী।

    এছাড়া আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোছাম্মদ বিলকিছ বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, অঞ্জলী ত্রিপুরা, লেখি চাকমা, নেন্সী মারমা, টুনটুনি ত্রিপুরা, নুরী আক্তার, বিনা ত্রিপুরা ও প্রতিটি ইউনিট হতে আগত মহিলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

    উক্ত আয়োজন বিউটি রানী ত্রিপুরা’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ যুব মহিলা লীগ এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক চন্দন দে, উপদপ্তর সম্পাদক মোঃ নুরুল আযম, সদস্য মোঃ শামীম চৌধুরী,সদস্য মোঃ নুরুল্লাহ হিরু অ্যাডভোকেট,খাপাজেপ সদস্য আশুতোষ চাকমা, খাপাজেপ সদস্য নীলোৎপল খীসা,ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ইকবাল বাহার, সাবেক ছাত্রলীগ সভাপতি দক্ষ সংগঠক টিকো চাকমা, বর্তমান জেলা ছাত্রলীগের আহ্বায়ক অভিকমোহন ত্রিপুরা, জেলা সেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা, জেলার জাতীয় শ্রমিক লীগসহ সাবেক সকল নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

  • রংপুরে অভিযাত্রিকের ২২৪৭তম সাহিত্যে আসর অনুষ্ঠিত

    রংপুরে অভিযাত্রিকের ২২৪৭তম সাহিত্যে আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আজ ৫ আগষ্ট ২০২২ শুক্রবার বিকেল ৫ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে ২২৪৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    সাহিতং আসরের শুরুতে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে ১৫ আগষ্ট নিহত সকলের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।
    আসরে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০০ ফল,কাঠ ও ঔষধি গাছের চারা ‘আমরা স্বপ্ন ছুঁই’ সংগঠনের সদস্যদের প্রদান করা হয়। তারা বিভিন্ন স্থানে নিজ দায়িত্বে তা রোপণ করবেন।
    সাহিত্য আসরে মুখ্য আলোচক ছিলেন, শিক্ষাবিদ সুন্দরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ও লেখক নাসরিন সুলতানা রেখা এবং লেখক, গবেষক লুৎফর রহমান।
    প্রবন্ধ পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা ও সাঈদ সাহেদুল ইসলাম।
    স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হক সাগর, শাহনেওয়াজ, শরীফ সমুন, কবি ও সংগঠক নাসরিন নাজ, শাহজাহান আলী মিলন, প্রিতম, সংগীত পরিবেশন করেন, সাহিল ফারহান লিওন ও জনাব সাইফুল ইসলাম।
    পুরো আসরটি সঞ্চালনা করেন কবি মাসুম মোরশেদ।