Blog

  • চতুর্থ দেশীয় স্থল বন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আট দিন

    চতুর্থ দেশীয় স্থল বন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আট দিন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

    বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ সহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

    এবং শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হবে। বিষয়টি বুধবার (৬ জুলাই) আমদানি-রপ্তানি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হবে।
    এদিকে বাংলাবান্ধ স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম বলেন, এই সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

  • তানোর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

    তানোর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামি ১৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সার্থক ও সফল করতে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়েছে। কমিটির সদস্যগণ কমিটি গঠনে সংশ্লিষ্ট সাংসদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি দিতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন।
    জানা গেছে, ৭ জুলাই বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী শহরে স্থানীয় সাংসদের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্ত্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফ খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রামকমল সাহা, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান,
    মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আহসান হাবিব রওশন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, সরনজাই ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ ও উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের তোপের মুখে পড়ার ভয়ে সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সভায় উপস্থিত হতে পারেননি। রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক জৈষ্ঠ নেতা বলেন, যারা আওয়ামী লীগের পদপদবী ব্যবহার করে মোটাতাজা ও সমাজে সম্মানিত হয়েছেন, অথচ ভোটের মাঠে আওয়ামী লীগের বিপক্ষে ভোট করেছেন, অন্যদের উৎসাহিত ও মদদ দিয়েছেন, তাদের পদে আশা তো পরের কথা, সম্মেলনে প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বপদে ফিরে আশার কোনো সুযোগ নাই। তিনি বলেন, তাদের বিরুদ্ধে এখানো কেনো কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তা জানতে চেয়ে তৃণমুল তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, এবার কমিটি গঠনে সংশ্লিষ্ট সাংসদের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। কারণ জাতীয় রাজনীতিতে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যারা আস্থাশীল, বিশস্ত, আদর্শিক নিবেদিতপ্রাণ, যাদের নিয়ে রাজনীতি করতে সাচ্ছন্নবোধ করেন তাদের সাধারণ নির্বাচনে দলের টিকিট দেন। একইভাবে তৃণমুলের রাজনীতি করেন সাংসদরা। ফলে সংশ্লিষ্ট সাংসদগণ যাদের প্রতি আস্থাশীল, বিশ্বাসী ও নিবেদিতপ্রাণ কমিটি গঠনে তাদের সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিবেন সেটাই স্বাভাবিক। সংশ্লিষ্ট সাংসদদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা না হলে, আগামি নির্বাচনে তার বিরুপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

  • দেশবাসীকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-ইউপি সদস্য হাজী হালিম মৃধা

    দেশবাসীকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-ইউপি সদস্য হাজী হালিম মৃধা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী মোঃ হালিম মৃধা দেশবাসী সকল শ্রেণী পেশার মানুষকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, “ঈদ মোবারক”।
    হাজী মোঃ হালিম মৃধা বলেন, সময় ও পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে, পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দের বার্তা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-সবাইকে ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক। তিনি বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীসহ আশুলিয়ার সকল ব্যবসায়ী ও শ্রমিক ভাই বোনসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আমার প্রাণঢালা ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। সেই সাথে আমাদের ওয়ার্ডবাসী ও এলাকাবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি এই ঈদুল আযহার ঈদের আনন্দ সবাই ভালো ভাবে উপভোগ করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা রইলো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

    আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার “আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লুুৎফর রহমান ব্যবসায়ী ও সাংবাদিকসহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
    বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ লুৎফর রহমান বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা সবাই সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবো। তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়, এর কারণে বিভিন্ন সময় শক্র পক্ষের হামলা, মামলার শিকার হয়ে থাকেন সাংবাদিকরা, এর জন্য সাংবাদিকরাই দায়ী-কারণ, সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই সাংবাদিকদের উপর হামলা মামলা করতে পারতো না। আমি আবারও পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা

    বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রুবেল আহমেদ এর পক্ষ থেকে ব্যবসায়ী-শ্রমিক ভাই বোনসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান (দিব্য ফ্যাশন লিঃ) এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রুবেল আহমেদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, পবিত্র ঈদ বয়ে আনবে সবার জীবনে সুখ শান্তির বার্তা এই কামনা করি। তিনি আরও বলেন, সাভার আশুলিয়ার সকল ব্যবসায়ী-শ্রমিক ভাই বোন যেন ভালো ভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এই দোয়া করি। তিনি আরও বলেন, দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, “ঈদ মোবারক” “ঈদ মোবারক”। তিনি সবার কাছে তাঁর পরিবারের জন্য দোয়া ও শান্তি কামনা করেন, আমিন। আবারও ঈদুল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • সুজানগরে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    সুজানগরে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরের পদ্মা নদী হতে মস্তকবিহীন অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭জুলাই) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর সাতবাড়িয়া ইউনিয়নের নারুহাটি পক্কীর মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জেলেরা এদিন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। সুজানগর থানার(ওসি) আব্দুল হাননান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ৩২ বছরের কোনো যুবকের হবে। ধারণা করা হচ্ছে গত প্রায় ২০-২৫ দিন পূর্বে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি পানিতে ফেলে দেওয়া হয় ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর পৌরসভার উদ্যোগে ভিজিএফের  চাল বিতরণ

    সুজানগর পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার হতদরিদ্র ও অতিদরিদ্র মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সুজানগর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, মুশফিকুর রহমান সাচ্চু,পাশু সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সুজানগর পৌরসভার ৪৬২১ জন হতদরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নতুন ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা দাবীতে আন্দোলন

    নতুন ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা দাবীতে আন্দোলন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন কর্মকর্তা কর্মচারী ২০১৮ সালে ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা পাচ্ছেন না। এ ঘটনায় ক্ষুদ্ধ ও হতাশ তারা। বৃহস্পতিবার বকেয়া পাওয়ানার দাবীতে চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা হৈচৈ শুরু করেন। খবর পেয়ে সাধারণ সম্পাদক এড আজিজুর রহমান এসে তাদের জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করার কথা জানান। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন কর্মকর্তা কর্মচারীরা ২০০৮ সালের পুরানো পেস্কেল অনুযায়ী মেডিকেল ও বাড়ি ভাড়া পাচ্ছেন। আর বেতন পাচ্ছেন ২০১৮ সালে ঘোষিত পেস্কেল অনুযায়ী। এই বৈষম্য দুরীকরণে বৃহস্পতিবার হাসপাতালের প্যারা মেডিক আবু দাউদের নেতৃত্বে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেন। কিন্তু তাদের কথা হাসপাতাল কর্তৃপক্ষ শোনেন না বলে অভিযোগ। এ ব্যাপারে তারা বহুবার লিখিত দিয়েছেন, কিন্তু কোন কাজ হয়নি। হাসপাতালে চাকরীরত তরিকুল ইসলাম জানান, ১৫ বছর ধরে তাদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। এই র্দুমুল্যের বাজারে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী দায়দেনায় জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বিকালে জেলা প্রশাসকের সাথে তাদের বসার কথা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেন জানান, হাসপাতালের জনবল কাঠামো একটি আইনে চলে। আগে ফান্ডের অবস্থা খারাপ ছিল, এখন ভালো। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দাবী সঠিক আছে। তিনি বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আমাদের বিকালে বৈঠক রয়েছে। তিনি দাবী মেনে নিলে কর্মকর্তা কর্মচারীরা নতুন পেস্কেলে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা পাবেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নড়াইলে কোরবানির জন্য প্রস্তুত  ৬৪ হাজার ৭৪৮টি পশু

    নড়াইলে কোরবানির জন্য প্রস্তুত ৬৪ হাজার ৭৪৮টি পশু

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে কোরবানির জন্য প্রস্তুত ৬৪ হাজার ৭৪৮টি পশু। কোরবানির চাহিদার চেয়ে ৩৭ হাজার ৪৬৬টি পশু উদ্বৃত্ত রয়েছে। জেলার ৩ উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৬৪ হাজার ৭৪৮টি পশু। এ জেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ২৭ হাজার ২৮২টি পশুর। আসন্ন কোরবানির ঈদে জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত কোরবানির পশু বাইরের জেলায় বিক্রি করা হচ্ছে বলে জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে।
    জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, জেলায় খামারির সংখ্যা ৪ হাজার ৯৭২জন।এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৮২৯ জন খামারি, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৬৬২ জন ও কালিয়া উপজেলায় ১ হাজার ৩০১ জন খামারি রয়েছেন। কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে নড়াইল সদর উপজেলায় ষাঁড়, বলদ, গাভি, ছাগল ও ভেড়া পালন হয়েছে ২৪ হাজার ৭৬০টি। কোরবানির জন্য চাহিদা রয়েছে ৯ হাজার ২৬৬টির। এ উপজেলায় উদ্বৃত্ত পশুর সংখ্যা ১৫ হাজার ৪৯৪টি। লোহাগড়া উপজেলায় ষাঁড়, বলদ, গাভি, ছাগল ও ভেড়া পালন হয়েছে ২৩ হাজার ২৩৫টি। কোরবাানির জন্য চাহিদা রয়েছে ১০ হাজার ১২৪টির। এ উপজেলায় উদ্বৃত্ত পশুর সংখ্যা ১৩হাজার ১১১টি ও কালিয়া উপজেলায় ষাঁড়, বলদ, গাভি, ছাগল ও ভেড়া পালন হয়েছে ১৬ হাজার ৭৫৩টি। কোরবানির জন্য চাহিদা রয়েছে ৭ হাজার ৮৯২টির। এ উপজেলায় উদ্বৃত্ত পশুর সংখ্যা ৮ হাজার ৮৬১টি।
    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান জানান, নড়াইলে কোরবানিতে যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত রয়েছে। এ জেলা থেকে বাইরের জেলায় ৩৭ হাজার কোরবানির পশু বিক্রি করা যাবে। বর্তমানে বাজারে মাংসের যে দাম সে তুলনায় কোরবানির পশুর দাম কম হবে না। ফলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানান এ কর্মকর্তা।
    সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানি সামনে রেখে মাইজপাড়া, লোহাগড়া, পহরডাঙ্গা, নাকশী-মাদ্রাসার হাটসহ জেলার ৯টি হাটে কোরবানির পশু বেচাকেনা জমে ওঠেছে। কোভিড-১৯-এর বিধিনিষেধ মেনে পশুর হাটে বেচাকেনা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হ্টা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ক্রেতা-বিক্রেতাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন পশুহাটে জালনোট চক্রের অপতৎপরতা রুখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৩৪৫ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৩৪৫ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৬/০৭/২০২২ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গাথানাধীন ০১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত ভেংড়ী গ্রামস্থ মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশন এর পূর্ব পার্শ্বে মোঃ আলাউদ্দিনের মুদি দোকানের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জসিম উদ্দিন (৩৪),পিতা-মোঃ ফয়জুর রহমান,সাং-অনুপনগর,পোষ্টঃ বাসুদেবপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ পিয়ারুল ইসলাম (২৮), পিতা- মোঃ তাহসান আলী, সাং-চর আলাতলী, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২