Blog

  • পাইকগাছায় বাইশারাবাদ স্লুইস গেটের সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদের দাবী

    পাইকগাছায় বাইশারাবাদ স্লুইস গেটের সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদের দাবী

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার বাইশারাবাদ নদীর মুখে অবুস্থিত স্লুইসগেট খালাসির পরিত্যাক্ত ঘর ও জায়গা জবর দখল করে রাস্তাসহ বাড়ী ও দোকান নির্মান করায় উচ্ছেদের দাবীতে এলাকাবাসী গণস্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন।

    অভিযোগে জানাগেছে, পাইকগাছার ১৬নং পোল্ডারে অবস্থিত বাইশারাবাদ স্লুইস গেট। গেটটি সচল রয়েছে এবং প্রয়োজনে জোয়ার ভাটার পানি উঠানামা করছে। কয়েক বছর আগে পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন থেকে আবুবক্কার ও তার পুত্র সেলিম এবং মোঃ ইউসুফ মোড়ল বাইশারাবাদ স্লুইসগেটের পরিত্যাক্ত পাঁকা ঘর ও জমি দখল করে পাঁকা বাড়ী ও দোকান ঘর নির্মান করে বসবাস ও ব্যবসা পরিচালনা করছে। দোকান ঘরটি ওয়াপদার রাস্তা হেজিং সংলগ্ন করায় যানবাহন ও জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এলাকার জনসাধারণ তার দোকান ঘরটি রাস্তা থেকে সরাতে বললে সেলিম অকথ্য ভাষায় গালিগালাজসহ মামলার ভয়ভীতি প্রদর্শন করে। আরও জানা গেছে, উক্ত দোকনটি নিরিবিলি এলাকায় হওয়ায় গভীর রাত পর্যন্ত সেখানে জুয়াড়ী ও মাদকাসক্তদের আড্ডা বসে। যার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অতিষ্ঠ এলাকাবাসী সরকারি সম্পত্তি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, পাইকগাছা পাউবি উপ-সহকারী প্রকৌশলীকে সরকারি সম্পত্তি অবৈধ দখল উদ্ধার এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এ ব্যাপারে ১৬নং পোল্ডারের দায়িত্ব প্রাপ্ত এসও রমিত হোসেন মনি জানান, স্লুইসগেট তদারকি করার জন্য খালাসি নিয়োগ হয়েছে। খুব তাড়াতাড়ি
    বাইশারাবাদ স্লুইসগেটের খালাসির ঘর ও সরকারি সম্পত্তি জবর দখলকারীদের উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের কাজ শুরু

    পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের কাজ শুরু

    পাইকগাছা ( খুলন ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার বাইনবাড়ীয়া স্কুলবাড়ী (পুলিশ ক্যাম্প) খেয়াঘাটস্থ ঘোষখালী নদীর উপর ৭২ মিঃ দৈর্ঘ্য ব্রীজের কাজ শুরু হয়েছে।
    রোববার সকালে পাইলিংএর জন্য বালিভরাট ও লেভেল পয়েন্ট যাচাই করেছেন এল,জি,ই,ডি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, এল,জি,ই,ডি’র কলসালটে›
    ট সামসুল হুদা মগবুল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস সালাম কেরু,উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, সার্ভেয়ার ইমরান হোসেন সহ আসাদুজ্জামান খান। ৬ কোটি ৯৮ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে খুলনার ঝ,অ,তঞ(ঔঠ) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এছাড়া ব্রীজের দু’পারে প্রায় সাড়ে ৩শ মিটার কানের্টিং রোড করা হবে।
    স্থানীয়রা খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুলত এমপির নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী এ ব্রীজটি নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে এ অ লের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন সহ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে।

  • সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

    সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় খন্দকার বিজনেস পয়েন্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল। রবিবার দুপুর ১২টার দিকে সুজানগর পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার একটি আভিযানিক দল এ অভিযান চালায় । এ সময় ১২ কেজি ওমেরা গ্যাস সিলিন্ডার যেখানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত ১২১৯ টাকায় বিক্রি করার কথা,সেখানে পাইকারি পর্যায়েই ওমেরা গ্যাস সিলিন্ডারের ডিলার খন্দকার বিজনেস পয়েন্টের কর্ণধার তপন ১২৯০ টাকা বিক্রি করায় এ জরিমানা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.জহিরুল ইসলাম। এ সময় জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, এমন অভিযান অব্যাহত থাকবে । এদিকে খন্দকার বিজনেস পয়েন্ট এর কর্ণধার তপন জানান কোম্পানি থেকেই আমাদের বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয় । এবং সে সকল ক্রয় ভাউচার দেখানোর পরও এ জরিমানা করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে সাত বছরের শিশুকে ধর্ষণ,আটক-১

    সুজানগরে সাত বছরের শিশুকে ধর্ষণ,আটক-১

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে ধর্ষক মুসা সরদারকে(৫৭) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মুসা সরদার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের মৃত পাথারী সরদারের ছেলে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মুসা । পরে শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এলে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করলে এদিন বিকালেই অভিযান চালিয়ে ধর্ষক মুসাকে গ্রেফতার করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে- বদিউল আলম

    ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে- বদিউল আলম

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরা গাউছিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ১০দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ৫ম দিবস গতকাল ৪ঠা আগষ্ট বৃহস্পতিবার দক্ষিণ ছনহরা শাহী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বদিউল আলম বলেন,
    মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা (স.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে হিজরি বছর গণনা করা হয়। পৃথিবীর সব মুসলিম দেশ অত্যন্ত মর্যাদার সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরণ করে এ মহরমকে। এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে। এ মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। তাইতো আরবি প্রথম মাস মহরমকে আরও তাৎপর্যপূর্ণ করতে এ আয়োজন। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।

    মাহফিল পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ছাত্রনেতা আজিজুল হক মানিকের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনাম। বক্তা ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী, মাওলানা মঈনুদ্দীন কাদেরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতাহের ইসলাম, এডভোকেট খোরশেদ আলম, ডি.এম. জমির উদ্দিন, মোখতার আহমেদ আরিফ, ফেরদৌস আহমেদ, ফজল দৌলতী, কাজী মামুন, হাসান শরীফ, তৌহিদুল আলম জুয়েল, মোঃ মনির, মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ জয়নাল প্রমূখ।

  • জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক লীগ নেতার উপর সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

    জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক লীগ নেতার উপর সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল রাসেল এর উপর দেশীয় অস্ত্র রড, লাঠি দিয়ে সন্ত্রাসীদের হামলা। গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি।

    গতকাল শনিবার (৬ ই আগষ্ট) দিবাগত রাত ১০.৫০ মিনিটের সময় জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামের মরহুম ছামছদ্দিন মন্ডলের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক
    রাশেদুল ইসলাম রাসেল। জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় একটি
    ছাত্রাবাসে ভাড়া থাকেন। গতকাল শনিবার দিবাগত রাতে হেলমেট পরিহিত অজ্ঞাত এক ব্যাক্তি তার ছাত্রাবাসের ভিতর প্রবেশ করে এবং তাকে ডেকে ছাত্রাবাসের বাহিরে বের করে। রাসেল বাহিরে আসলে ৫-৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে গুরুতরভাবে আহত করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ছাত্রাবাসের অন্যান্ন ছাত্ররা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল এর উপর এই সন্ত্রাসী হামলা কে কেন্দ্র করে গতকাল রাত হতে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক মহল ও সুশীল সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্টের ঝড় লক্ষ্য করা গেছে।

    এ ব্যপারে রাশেদুল ইসলাম রাসেল বলেন, আমি গতকাল রাতে জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু এমপি মহোদয়ের বাসা থেকে বের হয়ে আমার ছাত্রাবাসে আসি এবং আমার রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করবো এমন সময় পিছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি জিজ্ঞেস করে এখানে রাসেল কে। আমি বলি আমি তারপর সেই অজ্ঞাত হেলমেট পরিহিত ব্যক্তি আমাকে বলেন তোমার এক সিনিয়র ভাই তোমাকে বাহিরে ডাকতেছে একটু জরুরি কথা বলবে। আমি তার সাথে ছাত্রাবাসের বাহিরে যাই। মেইন গেট হতে একটু সামনে যেতেই ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি আমাকে কোন কথা বলার সময় না দিয়েই রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে আমাকে মারতে থাকে। আমি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যাই, পরে জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়।

    কে বা কাহারা মেরেছে সেই ব্যপারে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি জোট সরকারের শাসন আমল থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ সময় সফলভাবে ছাত্রলীগের রাজনীতি পারি দিয়ে বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে বিভিন্ন পোগ্রামে বক্তব্য কালে আমার থেকে মাইক্রোফোন কেরে নেওয়া হয়েছে এবং আমাকে এখানে ওখানে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করা হয়েছে। কিন্তুু গতকাল রাতে কে বা কাহারা আমাকে মেরেছে তা আমি চিন্হিত করতে পারি নি, কারন সন্ত্রাসীরা কেউ মাথায় হেলমেট আবার কেউ কাপড় পরিধার করে ছিলো তাছাড়া ওই সময় শহরে লোডশেডিং ছিলো যার কারনে অন্ধকারে সন্ত্রাসীদের চিনতে পারিনি। তবে আইনের প্রতি আমার যথেষ্ট আস্থা ও বিশ্বাস আছে আশা করি দ্রুত সন্ত্রাসীদের প্রশাসন খুঁজে বের করে আইনের আওতায় আনবেন। সেই সাথে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তার উপর এই সন্ত্রাসী হামলার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন।

    এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি একে. এম আলমগীর জাহান বলেন, খবর পেয়ে
    রাতেই ওই ছাত্রাবাস এলাকায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদশর্ন করেছি । এখন পর্যন্ত
    লিখিত অভিযোগ বা মামলা আসেনি, লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।

  • বেনাপোলে আমদানি করা পণ্যের সাথে আনা ফেনসিডিল  ও ঔষধ  উদ্ধার

    বেনাপোলে আমদানি করা পণ্যের সাথে আনা ফেনসিডিল ও ঔষধ উদ্ধার

    আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোলে ভারত থেকে আমদানি করা পণ্যের আড়ালে আবারও ৫৯৯ বোতল ফেনসিডিল ও ওষুধ উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটি ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

    রবিবার (৭ আগষ্ট) বেলা ১ টার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল ও পণ্য সহ ট্রাকটি আটক করা হয়।

    বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে (WB-41E-0918) অবৈধ পণ্য ফেনসিডিল ও ঔষধ আসছে, এমন খবরে ভারতীয় ট্রাকটি আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিয়ে আসা হয়। পরে, ট্রাকটি তল্লাশি করে ২৩ প্যাকেজে ৫৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পণ্য চালানটি মাইক্রোসেল পিটি ঘোষণায় আমদানিকৃত। যার প্যাকেজ সংখ্যা ৮৪০, মেনিঃ নং- ২৭২১০/১ তাং-০৬-০৮-২২। আর আমদানি কারক স্মার্ট লাইফ ফুডওয়ার ইন্ড্রঃ, ঢাকা ও রপ্তানি কারক এস.এস ব্লো কেম প্রাঃ লিঃ, ইন্ডিয়া। পণ্য চালানটি রিসিভ করে সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ।
    এবং আটক পণ্য চালান সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

  • জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার দাবি বিরোধীদলীয় নেতার

    জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার দাবি বিরোধীদলীয় নেতার

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যৌক্তিক হলেও সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্টোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। সামগ্রিকভাব অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে আছে, কোভিড-পরবর্তী একটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল এবং জনজীবনে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ রয়েছে-এ অবস্থায় জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

    রবিবার (৭আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেকদফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখা জরুরি।

    তিনি আরও বলেন, করোনা অতিমারির বিরূপ প্রভাব এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত ইতোমধ্যে জনসাধারনের উপার্জন এবং ক্রয়ক্ষমতা হ্রাস করেছে। এর মধ্যে যদি জ্বালানির মূল্য অসহনীয় হয়ে ওঠে তাহলে জনজীবন দূর্বিষহ হয়ে উঠতে পারে। এ অবস্থায় মানুষের জীবনমানের দিক বিবেচনা করে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখবেন- এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

  • বাঁচতে চায় হীরা মিয়া

    বাঁচতে চায় হীরা মিয়া

    মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ৬৯বয়সী বৃদ্ধ হীরা মিয়া; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার অস্বচ্ছল পরিবার। হীরা মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
    চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি মিরাজ থিস ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

    তার পরিবার জানিয়েছে, হীরা মিয়ার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে আরো অনেক টাকার প্রয়োজন। তার গরিব পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

    প্রায় মাস খানেক আগে তার মরণব্যাধি মিরাজ থিস ক্যান্সার ধরা পড়ে। হীরা অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ বলে জানিয়েছেন তার এলাকাবাসী। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার অভাবের সংসার। তার পরিবারের সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রশাসনে কর্মরত চাকুরীজীবি ও সমাজ সেবকদের কাছে
    সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।

    সাহায্য পাঠানোর জন্য: বিকাশ অ্যাকাউন্ট নম্বর
    01707 31 60 70 ।।

  • তারাকান্দায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে  ইউএনও মিজাবে রহমত এর নেতৃত্বে বাজারে অভিযান।।

    তারাকান্দায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও মিজাবে রহমত এর নেতৃত্বে বাজারে অভিযান।।

    আরিফ রববানী ময়মনসিংহ।
    তারাকান্দায় বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ও মুল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

    রবিবার (৭আগষ্ট) দুপুরে তারাকান্দা বাজারের বিভিন্ন দোকানে এই মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী মিজাবে রহমত।

    এসময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শণ না করায় একাধিক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    এছাড়াও তিনি তেলের দোকান, মিষ্টির দোকান, কাঁচামালের দোকান, ঔষধের দোকান, ফল ও সব্জির দোকান পরিদর্শন করেন। এসময় তিনি তেলের পাইকারি ক্রয় মুল্য কত এবং বর্তমানে বাজারে বিক্রয় মুল্য কত এসব দেখেন। সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে বিক্রি না করতে ব্যাবসায়ী নেতাদের ও ব্যাবসায়ীদের নির্দেশনা দেন। সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।

    অভিযানকালে আলোচিত সয়াবিন ছাড়াও চাল, পেঁয়াজ, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা মনিটর করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করেন তিনি।

    মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ প্রসঙ্গে ইউএনও মিজাবে রহমত বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ও মুল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। অসাধু ও অনৈতিক ব্যবসার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে।