Blog

  • সহকারী জজের বি-রুদ্ধে জমি দখ-লের অভি-যোগ, কৃষকের সংবাদ সম্মেলন

    সহকারী জজের বি-রুদ্ধে জমি দখ-লের অভি-যোগ, কৃষকের সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের মহেশপুরে সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক।
    রোববার (২৩ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নেপা ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মদের ছেলে আব্দুস সোবহান (৫০)।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ছেলে সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সোবহানের ছোট ছেলে সাঈম ও ভাতিজা হাসানুল।

    লিখিত বক্তব্যে আব্দুস সোবহান দাবি করেন, তিনি বাঘড়াঙ্গা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ধানী জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সেখানে ৩৫ বছর আগে স্থাপিত একটি বোরিং রয়েছে, যা দিয়ে নিজের চার বিঘা জমিসহ পার্শ্ববর্তী কৃষকদের জমিতে সেচ সরবরাহ করা হয়। এই বোরিংয়ের ওপর তার পরিবারের আয়ের একটি বড় অংশ নির্ভর করে।
    তিনি অভিযোগ করেন, সহকারী জজ সালাহউদ্দিন (বর্তমানে কর্মরত গোপালগঞ্জে) বিচারিক ক্ষমতার অপব্যবহার করে উক্ত জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই সহকারী জজ বোরিংয়ের মোটর ভেঙে ফেলেন এবং আশপাশের গাছ কেটে দেন। পরে তার বিরুদ্ধে মিথ্যা ভূমি অপরাধ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।
    অভিযোগে আরও বলা হয়, এসব মামলায় পবিত্র রমজান মাসে একবার এবং ঈদুল আজহার আগে আরেকবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন পেলেও এতে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে আবারও গ্রেপ্তারের হুমকিতে রয়েছেন বলে দাবি করেন তিনি।
    আব্দুস সোবহান জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ১৭ জুন মামলার নির্ধারিত হাজিরার দিন আদালতে যেতে পারেননি।
    সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে সহকারী জজ সালাউদ্দিন কে একাধিকবার মুঠোফোন চেষ্টা করে পাওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১ জেলে নি-খোঁজ

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১ জেলে নি-খোঁজ

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলার থেকে অসাবধানতাবসত নদীতে পরে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোজ হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাটের বুড়াগৌড়াঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ আল-আমিন পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের শিরাজ খানের ছেলে।
    চরমোন্তাজ নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ দিন সমুদ্রে মাছ শিকার শেষে এমবি আসাদুল নামের ওই ট্রলারটি ১১ জেলে সহ ওই লঞ্চঘাটে এসে পৌছায়। ট্রলারটি নোঙ্গর করতে আল-আমিন রশি নিয়ে ঘাটে ওঠার চেষ্টা করে। এসময় সময় সে পা পিছলে পন্টুনের সঙ্গে মাথায় আঘাত লেগে নদীতে পরে নিখোজ হয়। বর্তমানে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় জেলেরা। এদিকে তাকে উদ্ধারের অপেক্ষায় নদীর দুপারে ভীড় করেছে তার স্বজন সহ স্থানীয় হাজারো মানুষ।
    রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোরালোভাবে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
    ##

  • জলবায়ু ও দু-র্যোগজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় ক্লাইমেট ভালনারেবল ফোরাম দেশগুলোর জন্য রূপরেখা উদ্বোধন

    জলবায়ু ও দু-র্যোগজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় ক্লাইমেট ভালনারেবল ফোরাম দেশগুলোর জন্য রূপরেখা উদ্বোধন

    প্রেস বিজ্ঞপ্তি।

    জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ফলে সৃষ্ট অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি আজ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। এই সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা অনুধাবন করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সদস্য দেশসমূহের জন্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার জন্য কৌশলগত নমুনা রূপরেখা প্রণয়ন করে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।
    আজ ২৩ জুন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই নমুনা রূপরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,“বাস্তুচ্যুতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, ৬৯টি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সদস্য দেশসমূহ কোন না কোনভাবে বাস্তুচ্যুতি সমস্যা মোকাবিলা করছে। বস্তুতই জলবায়ু পরিবর্তনে একক বৃহত্তম চ্যালেঞ্জ হচ্ছে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন নিশ্চিত করা।”
    তিনি আরও বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের রাষ্ট্রসমূহের বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশের জাতীয় কৌশলপত্রের আলোকে সৃষ্ট এই নমুনা রূপরেখা কপ৩০-এ উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। অন্যান্য দেশগুলি বাংলাদেশের মডেল অনুসরণ করে তাঁদের নিজ নিজ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নিলে আমাদের জন্য এটি হবে ভীষণ সম্মানের।”
    বিশেষ অতিথি উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোঃ ফারুক-ই-আজম তার মর্মস্পর্শী অভিজ্ঞতা তুলে ধরে জানান যে, কীভাবে ‘শিকস্তি পয়স্তি’ আইনে বাস্তুচ্যুতদের জমি পুনরায় জেগে উঠলে দুষ্টচক্র জোরপূর্বক ভুক্তভোগীদের কাছ থেকে দলিলাদি নামমাত্র মূল্যে কিনে নেয় এবং জমির মালিক হয়ে দাঁড়ায়।
    তিনি আরও বলেন,“অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা সংক্রান্ত বাংলাদেশের জাতীয় কৌশলপত্রটি সরকারের বিভিন্ন বিভাগকে বাস্তুচ্যুতদের অধিকার আদায়ে পথ দেখাবে।”
    বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র, কর্মপরিকল্পনা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের বাস্তুচ্যুতি টেম্পলেট রচনায় নেতৃত্ব দানকারী রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক প্রফেসর তাসনিম সিদ্দিকী বলেন, “শুধু ২০২৪ সালেই বাংলাদেশে ২.৪ মিলিয়ন মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে মোট ১৭ মিলিয়ন বাংলাদেশী। এডিবি ও আইডিএমসি বাংলাদেশের কৌশলপত্রটিকে সেরা চর্চা হিসেবে ২০২৪ সালের বাস্তুচ্যুতি অর্থায়ন রিপোর্টে তুলে ধরেছে।”
    তিনি যোগ করেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জাতীয় কৌশলপত্রটি সমাদৃত হয়েছে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশের নেতৃত্ব স্বীকৃতি পেয়েছে — জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস জিপি ২০১৯ ও ২০২০, ম্যানিলায় অনুষ্ঠিত ২০২৪ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া-প্যাসিফিক মিনিস্ট্রেরিয়াল দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্মেলনগুলোতে।”
    প্রধান প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মি. ল্যান্স বোনো বলেন,“আন্তর্জাতিক ও বাংলাদেশী বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় আইওএম ভূমিকা রাখবে।”
    সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান বলেন,
    “এই ধরনের টেমপ্লেটগুলো ভাইটাল ফ্রেমওয়ার্ক। আন্তর্জাতিক ফলাফল সৃষ্টিকারী গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাধুবাদ জানাই এবং এই ধরনের কার্যক্রম চালু রাখায় আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
    ড. তৈয়েবুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ বক্তব্য প্রদান করেন।
    দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি এবং গবেষকগণ অংশগ্রহণ করেন এবং টেমপ্লেটটি নিয়ে তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

  • নড়াইলে তিল খেত থেকে মানুষের ক-ঙ্কাল উ-দ্ধার করেছে থানা পুলিশ

    নড়াইলে তিল খেত থেকে মানুষের ক-ঙ্কাল উ-দ্ধার করেছে থানা পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কংকল উদ্ধার। নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মৌজা কোলা এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কঙ্কালটি নারী নাকি পুরুষ, এবং এর পরিচয় জানা যায়নি।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • গোদাগাড়ীতে র-ক্ষাগোলা সমন্বয় কমিটি,প্রশাসন, জনপ্রতিনিধি শিক্ষক,সাংবাদিকদের মতবিনিময়

    গোদাগাড়ীতে র-ক্ষাগোলা সমন্বয় কমিটি,প্রশাসন, জনপ্রতিনিধি শিক্ষক,সাংবাদিকদের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অডিটরিয়ামে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ ২৩ জুন, ২০২৫ তারিখ রোজ সোমবার এ মতবিনিময় সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহা: আব্দুল মানিক।

    সিসিবিভিও’র শাখা কার্যালয় ইনচার্জ নিরাবুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন।

    সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।
    মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, লুইস কিস্কু, সজনী হাঁসদা, রুবেল মুর্মু, শ্রী রনজিত রাই; বাপ্পী মার্ডী ও প্রিন্স মিঞ্জ। এছাড়াও নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের মধ্য হতে বক্তব্য রাখেন ইএসডিও প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দীন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সাংবাদিক প্রতিনিধি গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এম.বি.এম কামরুজ্জামান, সম্পাদক মোঃ আব্দুল বাতেন ।

    মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন এবং ভুক্তভোগীদের পাশে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ সকল সামাজিক দ্বন্দ্বসমূহ নিরসনে প্রশাসনের সহযোগিতার প্রত্যয় জানান এবং বলেন, “আপনারা অবিচল হবেন না বরং নিশ্চিন্ত থাকবেন। কেউ যদি কোন জোর জবরদস্তি করতে চায় বা আপনাদের সাথে নির্যাতন করে তাহলে তার নাম আমার কাছে জমা দিয়ে যাবেন।” বিষয়গুলি আমি আন্তরিকতার সাথে দেখবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,
    রাজশাহী।

  • আম রপ্তানিতে গতি নেই – রপ্তানিযোগ্য উৎপাদন ৪০ হাজার টন  ২৫ দিনে গেছে ৭৮০ টন

    আম রপ্তানিতে গতি নেই – রপ্তানিযোগ্য উৎপাদন ৪০ হাজার টন ২৫ দিনে গেছে ৭৮০ টন

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ আম উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাম্প্রতিক বছরগুলোতে দেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন বাড়লেও সে তুলনায় বাড়ছে না রপ্তানি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও সাতক্ষীরাসহ আরও কয়েকটি জেলায় বিভিন্ন জাতের ৪০ হাজার টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে। কিন্তু নানান জটিলতায় গন্তব্য দেশগুলোতে আম রপ্তানিতে বড় সাফল্য নেই।

    চলতি মৌসুমে চীনসহ বিশ্বের ৩৮টি দেশে পাঁচ হাজার টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছর বিভিন্ন দেশে এক হাজার ৩২১ টন আম রপ্তানি হয়েছিল। ২০২৩ সালে রপ্তানি হয় সাড়ে তিন হাজার টন আম। এবারে আম রপ্তানির সংশোধিত লক্ষ্যমাত্রা রয়েছে চার হাজার টন। কিন্তু এ বছর মৌসুম শেষ হতে চললেও এখন পর্যন্ত ৭৮০ টন আম রপ্তানি হয়েছে। এ নিয়ে হতাশ রাজশাহী অঞ্চলের আমপ্রধান বিভিন্ন জেলায় বাণিজ্যিক চাষিরা, যারা বাড়তি বিনিয়োগ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন। আম চাষিরা বলছেন, আম রপ্তানি প্রসার, প্রণোদনা ও রপ্তানিযোগ্য আম উৎপাদনকে উৎসাহিত করতে সরকারি একটি প্রকল্প রয়েছে। কিন্তু এই প্রকল্পের কোনো সুফল রাজশাহী অঞ্চলের আম চাষিরা পাচ্ছেন না।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে দেশের বিভিন্ন জেলায় দুই লাখ ২৫ হাজার ৩৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ বছর ২৭ লাখ ৩৫ হাজার টন আম উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে। তবে চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে দেশে আম উৎপাদনের পরিমাণ ২৮ লাখ টন ছাড়িয়ে যাবে। দেশে মোট উৎপাদনের মধ্যে রাজশাহী অঞ্চলের চার জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় অর্ধেকের বেশি প্রায় ১৩ লাখ ৫৫ হাজার টন আম উৎপাদন হবে।

    আম চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতাসহ নানা কারণে আম রপ্তানিতে গতি নেই। বিশেষ করে রাজশাহী অঞ্চলে প্যাকিং হাউজ না থাকায় প্রথমে আম নিয়ে যেতে হয় ঢাকায়। এতে অন্তত ১০ শতাংশ আম নষ্ট হয়। এছাড়া আম পরিবহণের খরচ বাড়ে। এসব বাড়তি ঝামেলার কারণে চাষি ও আম ব্যবসায়ীরা রপ্তানিতে আগ্রহ পাচ্ছেন না। রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জে প্যাকিং হাউজ তৈরির দাবি চাষিদের অনেক দিনের। চলতি বছর রাজশাহী অঞ্চলের রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ছয় হাজার ৭২০ টন। এর মধ্যে রাজশাহীতে ২০০ টন, চাঁপাইনবাবগঞ্জে ছয় হাজার টন, নওগাঁয় ৫০৫ টন ও নাটোরে উৎপাদন হয়েছে ১৫ টন আম। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমি মৌসুমে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৮০ টন আম রপ্তানি হয়েছে ১৪ দেশে। এর মধ্যে ২৮ মে ৩ টন আম চীনে রপ্তানির মধ্য দিয়ে চলতি বছর আম রপ্তানি শুরু হয়।

    চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, গুড এগ্রিকালচারাল প্রোডাক্ট (গ্যাপ) প্রেটোকলে আম উৎপাদন করতে হয় রপ্তানি জন্য। এজন্য বাড়তি খরচ হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন ১০৭ জন বাণিজ্যিক চাষি।

    রাজশাহীর বিপন এগ্রোর মালিক হাফিজুর রহমান খান বলেন, আম রফতানির জন্য নিরাপদ স্থান, প্যাকিং, গ্রেডিং, কার্গো বিমান ইত্যাদি সমস্যার কারণেই আমরা আম রপ্তানিতে পিছিয়ে আছি।

    রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এগ্রো ফুড সমিতির সভাপতি আনোয়ারুল হক বলেন, রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেন শতাধিক বাণিজ্যিক চাষি। কিন্তু সরকারের জটিল রপ্তানি নীতিমালা ও অবকাঠামোর অভাবে আম রপ্তানিতে গতি আসছে না।

    কৃষি বিভাগ ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আম রপ্তানি উৎসাহিত করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন নামের সরকারি একটি প্রকল্প রয়েছে। প্রকল্পের অধীনে রফতানিযোগ্য আম উৎপাদনে সহায়তা করা হয় চাষিদের। কৃষি বিভাগ ও চাষিদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, রাজশাহী অঞ্চলের আম রপ্তানির প্রধান সমস্যা হলো ফিটোস্যানিটারি সনদ জটিলতা। কোয়ারেন্টাইন জটিলতাও আছে। আম রপ্তানির জন্য ফিটোস্যানিটারি সনদ প্রয়োজন হয় যে প্রক্রিয়া বেশ জটিল। দেশে পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। ইউরোপসহ অনেক দেশ আমদানির আগে হট ওয়াটার ট্রিটমেন্ট চায়, যা বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতেই রয়েছে। আম রপ্তানিতে বিমান ভাড়াও বেশি। নীতি সহায়তার অভাবও আম রপ্তানির প্রধান অন্তরায়।

    রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলেন, চলতি বছর পাঁচ হাজার টন আম রপ্তানির প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল। তবে আমরা আশা করছি এবার চার হাজার টন রপ্তানি করা সম্ভব হবে। এখনো আরও দুই মাস সময় আছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • আশুলিয়ায় কা-ফনের কাপড় পড়ে চাঁদাবা-জি বন্ধে শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

    আশুলিয়ায় কা-ফনের কাপড় পড়ে চাঁদাবা-জি বন্ধে শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা। এ সময় চাঁদাবাজি বন্ধের জন্য টিপু সুলতানসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনকারীরা।

    সোমবার (২৩ জুন ২০২৫ইং) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এই মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ার বাইপাইলে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ টিপু সুলতানের বাহিনীর আতঙ্কে থাকে। ঈদের আগ থেকে টিপুর সন্ত্রাসী বাহিনী বাইপাইলে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও কোনো মামলা বা চাঁদাবাজি বন্ধের কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

    আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন বলেন, ‘হাতকাটা টিপু সুলতানের লোকজন প্রতিনিয়ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। বিভিন্ন সময়ে তাদেরকে ৫২ হাজার টাকা দিয়েছি। গত ৭ জুন তারা আমাকে না পেয়ে আমার ম্যানেজারকে ভয়ভীতি দেখায়। ক্যাশ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি।’

    নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিকদলের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাষান, আমির আলী ভুইয়াসহ ওই এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরাসহ এলাকাবাসী।

  • পাবনা জেলা নির্বাচন অফিসে অভি-যান চালিয়েছেন দুদক

    পাবনা জেলা নির্বাচন অফিসে অভি-যান চালিয়েছেন দুদক

    হেলাল শেখঃ অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল।

    সোমবার (২৩ জুন) দুপুরে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে দুদকের একটি অভিযানিক দল জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়।

    একজন সেবা গ্রহীতার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অনলাইনে নাম বয়স সংশোধনের ক্ষেত্রে কিছু হয়রানির অভিযোগ পাওয়া যায়।

    সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন পরিষদের অফিসে অনলাইনে নাম বয়স সংশোধনের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে।

  • আশুলিয়ায় অ-বৈধ ব্যাটারি কারখানারকে দুই লাখ টাকা জরি-মানা করেছেন ভ্রাম্যমান আদালত

    আশুলিয়ায় অ-বৈধ ব্যাটারি কারখানারকে দুই লাখ টাকা জরি-মানা করেছেন ভ্রাম্যমান আদালত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে পরিচালিত ব্যাটারি ও টায়ার তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২৩ জুন ২০২৫ইং) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিকে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং লাইসেন্সবিহীন হওয়ার অভিযোগে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সময় অবৈধভাবে সংযুক্ত পল্লী বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিলো।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস গণমাধ্যমকে বলেন, “অবৈধ ও লাইসেন্স ছাড়া এসব ব্যাটারি ও কেমিক্যালজাত পণ্যের উৎপাদন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ”অভিযানে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
    স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এ এলাকায় এমন একাধিক অবৈধ কারখানা ছিলো, এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে তারা জানান।

  • ময়মনসিংহ সদরে আ-ইন শৃ-ঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদরে আ-ইন শৃ-ঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৩জুন) সকালে সদর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর ইসলাম প্রিন্স।
    সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, উপজেলার বাজারগুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করণ, উপজেলা সদরে যানজট দুরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করণের প্রক্রিয়া চলছে বলে জানান।
    এছাড়া, মাদক, জুয়া,বাল্যবিবাহ সন্ত্রাস,চাঁদাবাজ,
    কিশোরগ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রসারমূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্তও নেয়া হয়। সকল দপ্তর এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে ময়মনসিংহ নগরী তথা সদর উপজেলায় অপরাধ প্রবণতা কমে যায়। সভায় উপস্থিত কর্মকর্তাগণ এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল
    তার বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ময়মনসিংহবাসীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান। সেই সাথে তিনি শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের বিস্তার এখন বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন এবং তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কে এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান। তিনি তার বক্তব্যে আরও বলেন সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে কিছু বাজারে এখন বেশ যানজট লক্ষ্য করা যাচ্ছে, রাস্তাঘাট দখল এবং যত্রতত্র পার্কিং এর জন্য দায়ী বলে মনে করেন তিনি, এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান।
    এসময় বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন,
    সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ড.ফারজানা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালি ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক
    আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আইসিটি কর্মকর্তা ও কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হাবিবুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন,জেলা বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া ,মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান ইমরুল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার রিনা খাতুন প্রমুখ।