Blog

  • মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকেঃ
    কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    বুধবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
    উপজেলা শিক্ষা অফিসার ফজিয়া খানমের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা গ্রহন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
    সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থান সভাপতি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী সুস্মিতা দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সহকারি শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সেলিমঙ্গীর হোসেন, সায়মা সাভরিন, উপজেলা ইউআরসি কর্মকর্তা শহিদুল আমিন ভূইয়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার আহ্বায়ক বশিরুল ইসলাম।
    এ সময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু কাওছার ভূইয়া, রেবেকা শুলতানা, জাকির হোসেন মাঝি, গৌতম আশ্চার্য, ফয়জুর রহমান, ভুজনা রানি, আব্দুল করিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারি শিক্ষক জাকির হোসেন, সহকারি শিক্ষক সৗকত জামান ভুইয়া দোলন, মারিয়া জামান মৌরি, ফওজি আক্তার প্রমূখ।

  • মোংলায় কোডেক’র আয়োজনে জাতীয় শোক দিবস পালন

    মোংলায় কোডেক’র আয়োজনে জাতীয় শোক দিবস পালন

    মোংলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
    ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (১৭ আগষ্ট) সকাল ১০টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক নূর আলম শেখ, মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক হাছিব সরদার, কোডেক স্বপ্নযাত্রা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও শিশু কিশোরদের মাঝে পুরষ্কার বিতরনের পরে শোক র‍্যালী বের হয়।

  • যৌতুকের জন্য মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ পাষণ্ড স্বামী

    যৌতুকের জন্য মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ পাষণ্ড স্বামী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ
    পঞ্চগড়ে মারপিট করে মুখে বিষ ঢেলে আর্নিকা (২৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের ওপর এ অভিযোগ করেছেন মৃত গৃহবধূর বাবা-মা। বুধবার (১৭ আগস্ট) ভোরে পঞ্চগড় সদর উপজেলার ১০ নং গরিনা বাড়ি ইউনিয়নে মানুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত আর্নিকা ওই এলাকার রাহিরুল ইসলামের স্ত্রী। তার ২টি সন্তান রয়েছে। একটি ১২ বছর এবং অপরটি ৬ বছরের। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শ্বশুর-শাশুড়ি ও তার স্বামী দীর্ঘদিন ধরে আর্নিকার ওপরে অত্যাচার করে থাকে। এর আগে, বিচার-সালিশ হয়েছিল গত মঙ্গলবার দিবাগত ভোর রাতে আনিকাকে মেরে ঘাড় মটকে দিয়ে বলে বিষ খাইয়ে দেয় এমনই অভিযোগ মৃত আনিকার বাবা-মায়ের। এ সময় আর্নিকার চেঁচামেচিতে এলাকাবাসী আসলে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আর্নিকার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর নিয়ে যাওয়ার পথে মারা যান। পরে বাসায় নিয়ে আসলে এবং পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

    সূত্র আরো জানায়, নিহত গৃহবধূ ওই ইউনিয়নের যোদার পাড়া গ্রামের আনছারুল ইসলামের মেয়ে। নিহত গৃহবধূর মা রাইকা বেগম বলেন, মানুপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. রাহিরুল ইসলামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। সংসারজীবন তাদের সুখের ছিল না। যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে উঠতে বসতে মারত। তার ছেলেমেয়ের দিকে তাকিয়ে নির্মম অত্যাচার সহ্য করে সংসার করত আমার মেয়ে। কিন্তু তারা আমার মেয়েকে মেরে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। আমি এর সঠিক বিচার চাই।

    এ বিষয়ে নিহত আর্নিকার শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বললে তিনি আত্মহত্যা করেছেন বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ বলেন, আমরা খবর পেয়ে ওইদিন দুপুরে আর্নিকার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাই। এর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই তা বোঝা যাবে।

  • তারাগঞ্জে অবৈধ  শিশুখাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    তারাগঞ্জে অবৈধ শিশুখাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    খলিলুর রহমান খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    তারাগঞ্জ উপজেলার বাজার ও পুরাতন চৌপথি এলাকার ডাঙ্গাপাড়ায় অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাদ্য আইসলোলি , তেতুল চাটনি, রোবট আইসবার, চমক সেভেন আপ ড্রিংকস, হাই স্পিড ড্রিংকস,লিচি ড্রিংকস , রয়াল টাইগার ড্রিংকস, ম্যাংগো ড্রিংকস উৎপাদনকারী বিএসটিআই ও পরিবেশের অনুমোদনবিহীন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদাল।

    বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অখাদ্য রং ও মিথ্যা তথ্যবিশিষ্ট প্যাকেটজাত খাদ্য পাওয়া যায়। এছাড়া কোন ধরণের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন ।

    এ সময় তিনি নিবন্ধন না থাকায়, মিথ্যা তথ্য খাদ্যের প্যাকেটের গায়ে প্রচারের জন্য , বিএসটিআই অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাদ্য উৎপাদনের জন্য খলিলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধরা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন এবং পুলিশের একটি টিম সাথে ছিলেন।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, ভেজাল পণ্য বিক্রি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাপারে যথারীতি অভিযান অব্যহত আছে। ভেজাল ও অনুমোদনহীন খাবারের ফ্যাক্টরী বা কারখানার সত্যতা মিললে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসন বদ্ধপরিকর।

  • বঙ্গবন্ধুর নাম কোন অপশক্তি বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবেনা, এম এ সালাম।

    বঙ্গবন্ধুর নাম কোন অপশক্তি বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবেনা, এম এ সালাম।

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার নাম মুছে দেয়ার চেষ্টা করেছিলো কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে,বাংলাদেশ এবং বাঙালি জাতির অস্তিত্ব যতোদিন থাকবে বাঙালি হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে দিতে পারবে না।জাতীয় শোক দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত উত্তর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সোমবার ( ১৭ আগষ্ট) সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান, উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো আবুল কালাম আজাদ,আবুল কাশেম চিশতি,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,
    দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,শিক্ষা ও মানব সম্পাদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু,কোষাধ্যক্ষ আফতাব খান অমি,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ,মো সেলিম,মহিউদ্দিন আহমেদ মঞ্জু, ডা নুর উদ্দিন জাহেদ,বখতেয়ার সাঈদ ইরান,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত,সৈয়দা রিফাত আখতার নিশু,যুবলীগ নেতা রাশেদ খান মেনন,যুব মহিলা লীগের এড জুবাঈদা সরোয়ার নিপা,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

    ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনর্মিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং দোস্ত বিল্ডিং চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মঞ্চে জাতি জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৫০০ পথশিশু ও দূঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কাস পাটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কাস পাটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ওয়ার্কাস পাটি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় দাঁড়িয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এমপি,বিশেষ বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক মোঃফয়জুল ইসলাম,সম্পাদক মন্ডলীর সদস্য তাজুল ইসলাম, জেলা ওয়ার্কাস পাটির সদস্য গোলাম সারোয়ার সম্রাট,পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাহেদ জুয়েল প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন,১৭ই আগষ্ট রাশেদ খান মেনন হত্যা চেষ্টা ৩০ তম বার্ষিকী ও সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে মেনন হত্যা চেষ্টা সহ সকল রাজনৈতিক নেতা হত্যাকারীদের বিচারের দাবী জনান।এবং সার জ্বালানির মূল্য প্রত্যাহার,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সহনীয় পর্যায়ে আনতে, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি উপস্থাপন করেন।

    সে সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল টি পানি উন্নয়ন বোর্ডে গিয়ে সমাপ্তি হয়।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা

    লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

    কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।

    বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর । প্রশিক্ষণ সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাকিয়া জাহান।অনুষ্ঠানটি পরিচালনা করেন লেলিন বসুনিয়া।

    প্রশিক্ষণ উদ্বোধনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,কালীগঞ্জ উপজেলার আইসিটি বিভাগ এর সহকারী প্রোগ্রামার মোস্তফা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ও সরকারি কর্মকর্তা,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩মাস ব্যাপী ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ
    লালমনিরহাট

  • বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধার রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন

    বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধার রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন বাশাইলের(লখার মাটিয়া)র সন্তান বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী মৃধা(৭৫)অসুস্থ হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় ১৬/০৮/২২ তারিখ মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
    ১৭/০৮/২২ বুধবার বাদ জোহর বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল(লখার মাটিয়া) তার নিজ বাড়িতে
    জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আগৈলঝাড়া থানার এস আই মোঃ শফিউদ্দিন, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, বিশিষ্ট সমাজ সেবক শোভনুর রহমান মনির, আগৈলঝাড়া থানার পুলিশ সদস্য সহ স্থানিয় গন্য মান্য গন।

  • আগৈলঝাড়ায় গৈলা বিজয় গুপ্ত’র মনসা মন্দিরে বার্ষিক পুঁজা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় গৈলা বিজয় গুপ্ত’র মনসা মন্দিরে বার্ষিক পুঁজা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে বরিশালের আগৈলঝাড়ায় “মনসা মঙ্গল” রচয়িতা কবি বিজয় গুপ্ত’র বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত, ৫শ ২৮ বছরের পুরোনো গৈলা ঐতিহ্যবাহী মনসা মন্দিরে বার্ষিক মনসা পুজা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল ৮টা থেকে পুজার্চণা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সকাল ১০টায় এবং দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে ছাগল বলিদান। পুন্য লাভের আশায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত তাদের মানত পুজা দিতে দুধ, কলা, ফল, মিষ্টি, ধুপ, ধুনো, ছাগল বলিদান, সম্পন্ন করেন। আগত ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আগৈলঝাড়া
    থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন জানান, দেশের ঐতিহ্যবাহী মনসা মন্দিরের পুজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করায় সুষ্ঠ ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন হয়েছে।
    কবি বিজয় গুপ্ত’র স্মৃতি রা মনসা মন্দির সংরণ ও উন্নয়ন কমিটির উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত জানান, গত দুই বছর করোনার প্রভাবে ভক্তরা কম আসলেও এবছর পুজায় উল্লেখযোগ্য সংখ্যক লোক সমাগম হয়েছে।

  • দেশব্যাপি সিরিজ বোমা হামলা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল জামাত বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে

    দেশব্যাপি সিরিজ বোমা হামলা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল জামাত বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে

    বি এম মনির হোসেনঃ-

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারোটায় উপজেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বার বার শোকের মাস আগস্টকে তাদের টার্গেট হিসেবে বেছে নেয়। তাই দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ওই বোমা হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কামনা করেন।
    প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
    উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান, ইলিয়াস তালুকদার, বিপুল দাস,
    আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,
    গোলাম মোস্তফা সরদার,
    শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত,
    যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামী লীগের পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।