Blog

  • আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

    আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
    এ উপলক্ষে গৈলা শিশু নিকেতন হলরুমে শনিবার দুপুরে আলোচনাসভা, বাদ যোহর দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
    এর আগে জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ করা হয়।
    গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জান হালিমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ ছাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, ইউপি সদস্য সৌরভ মোল্লা। গৈলায় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।

  • সাতক্ষীরায় সংখ্যালঘু মুন্ডা সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা: নিহত ১ জন

    সাতক্ষীরায় সংখ্যালঘু মুন্ডা সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা: নিহত ১ জন

    আজিজুল ইসলাম।
    সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
    সাতক্ষীরার শ্যামনগরে মুন্ড সম্প্রদায়ের উপর স্থানীয় সাবেক যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার অভিযোগ। অভিযোগ সুত্রে জানা গেছে (more…)

  • সারাদেশে বিএনপির ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে  কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা।

    সারাদেশে বিএনপির ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা।

    নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। ২০ আগষ্ট ২০২২
    আগামীকাল থেকে উপজেলা/থানা,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে
    শনিবার (২০আগষ্ট) বিকেলে কুমিল্লার জমজম হোটেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।
    কুমিল্লা বিভাগের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম), বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণ বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম ,কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক এমপি আবদুল গফুর ভুইঁয়া ।
    উপস্থিত ছিলেন-,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) শওকত হোসেন বকুল,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ কুমিল্লা বিভাগের নেতৃবৃন্দরা অংশ নেন।

  • কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

    কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির `সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    কেন্দ্র গুলো হলঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৫৭ জন।

    পরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন মানব
    কন্ঠকে বলেন, আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি। কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ ভাল ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও জালিয়াতি প্রতিরোধে আমরা সতর্ক ছিলাম। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই `সি’-ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

    উল্লেখ্য,শনিবার সি
    ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

  • কুমিল্লার বাঙ্গরায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের মা ছেলে, নাতী সহ তিনজন নিহত

    কুমিল্লার বাঙ্গরায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের মা ছেলে, নাতী সহ তিনজন নিহত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হোসনেয়া বেগম(৬০),তারা মিয়া(৩০), রিফাত হোসেন (৮)। স্থানীয় ইউ সদস্য জসিম উদ্দিন ও যুবলীগ নেতা লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের মোল্লা বাড়িতে তারা মিয়ার সহ তার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনেআরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

    এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি রিপোর্ট লেখা পর্যন্ত।

  • পানছড়িতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও অপতৎপরতার অভিযোগে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

    পানছড়িতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও অপতৎপরতার অভিযোগে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়িতে আবদুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সুবিচার পাওয়ার আশায় স্মারক লিপি দিয়েছে বাজার ব্যবসায়ীবৃন্দ।

    শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টার সময় পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।এবং এই সময় ব্যবসায়ীরা দুই ঘন্টা দোকানপাঠ বন্ধ রাখেন।

    স্মারক লিপি ও মানববন্ধন এর বক্তব্য সূত্রে জানা যায়,পানছড়ি উপজেলার আবদুল করিম -পিতা মৃত আবদুল হাকিম একজন মামলাবাজ,
    ভূমিদস্যু,চাঁদাবাজ আত্মীয় স্বজনদের সম্পদ লুন্ঠনকারী। তিনি বিভিন্ন সময় হুমকি-ধমকিসহ ব্যবসায়ীদের হয়রানি করে আসছে মাসের পর মাস।

    স্মারক লিপি সূত্রে আরও জানা যায়, পানছড়ি বাজারের বন্দোবস্তী মামলা নং-০১ (ডি) ৮৭-৮৮ (পানছড়ি) এর ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৪৩ ধারা মতে জমির বিক্রেতা হিসেবে জেলা প্রশাসক খাগড়াছড়ি কর্তৃক ক্রেতা বাজার ফান্ড প্রশাসক (পানছড়ি বাজার সম্প্রসারণ প্রকল্প) এর নামে ১.১৩ একর ভূমি রেকর্ড সংশোধন আদেশ পাওয়ার প্রেক্ষিতে রেকর্ড সংশোধন করা হয়। ১৯৯৫৩৮ নং খতিয়ান সৃজন করা হয়।উক্ত প্লট দীর্ঘ দিন যাবত ব্যবসায়ীরা ভোগ-দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে।এবং নিয়মিত বিভিন্ন সরকারী রাজস্ব করও পরিশোধ করে আসছে ব্যবসায়ীরা।

    আয়োজিত মানববন্ধনে সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নাজির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী উত্তম দেব,সাবেক মেম্বার জয় প্রসাদ দেব,সাবেক মেম্বার মনির হোসেন,অভিযুক্ত আব্দুল করিমের ভাই দুলাল মিয়া,ওবায়দুল হক আবাদ,সমীর সাহা সহ ব্যবসায়ীব্রন্দ।

    সমাবেশে বক্তারা বলেন উল্লেখিত ব্যক্তি একজন মামলাবাজ এবং দুর্নিতীবাজ। তিনি বিভিন্ন সময় অহেতুক আমাদের ভোগ দখলকৃত জায়গা তার বলে দাবী করেন। এবং একেক সময় তিনি একেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেন ।এই সময় বক্তারা আরও অভিযোগ করেন মোঃআব্দুল করিম প্রকাশ্যে দোকানে আগুন লাগিয়ে দেবে বলে হুমকি দিয়ে আসছে।অবিলম্বে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।

  • জন্মাষ্টমীর আলোচনা সভায় এমপি বাবু; অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন

    জন্মাষ্টমীর আলোচনা সভায় এমপি বাবু; অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর আলোচনা সভায় খুলনা-৬’র এমপি আক্তারুজ্জামান বাবু বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা ও পৌরসভা পূজাউদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রাপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, ৭১’র এ লাখো শহীদ ও মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের হিন্দু-মুসলিম সহ সব সম্প্রদায়ের মুক্তিকামী মানুষ যুদ্ধে অংশ গ্রহন করে হানাদার মুক্ত করেন। তাই এ দেশ তোমার, আমার সকলের। যুগে-যুগে কংসদের মতো অপশক্তি মাথাচাড়া দিয়ে ভাংচুর,সহায় সম্পদের ক্ষতি করে দেশ ও জাতিকে অস্থিতিশীল করে তোলেন। এমপি বাবু বলেন, জীবন যুদ্ধের লড়াই শেষ হয়নি, তাই প্রতিবেশিকে ফেলে রেখে অন্য দেশে চলে যাওয়া সমাধান নয় বলে তিনি মন্তব্য করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার পুর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি মোঃ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা এ সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,কাউন্সিল তৈয়বের রহমান সহ জেলা,উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,সাবেক ভাইস কৃষ্ণপদ মন্ডল,মুরারী মোহন সরকার,উত্তম সাধু,শংকর দেবনাথ,হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদ সাধারন সম্পাদক তৃপ্তিরঞ্জন সেন, হেমেশ মন্ডল,বি,সরকার,স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ বিধান,পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায,দেবব্রত রায দেবু,অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার,কালীপদ বিশ্বাস, বিপুল বিশ্বাস,জগন্নাথ দেবনাথ, সুভাষ রায়,কবিন সানা,বিজন বাউয়ালী,দীপঙ্কর সরকার,অপুর্ব রায় সহ যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,প্রভাঃ বাবলুর রহমান,আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, ত্রিনাথ বাছাড়,সাবেক ইউপি সদস্য নাজমা কামাল,সিপিপির টিম লিডার আব্দুল্লাহ আল মামুন,রামপ্রসাদ,দীপঙ্কর মন্ডল,ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী,পৌর কমিটির সাবেক সভাপতি রাযহান পারভেজ রনি সহ অনেকে। দুদিন ব্যাপি অনুষ্ঠানে পুর্জা অর্চনা,ভাগবত পাঠ,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরন,শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ শনিবারে আনন্দোৎসব।

  • ঝড় হাওয়া, বৃষ্টিতে  গোদাগাড়ীর মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ ঘরবাড়ীর ব্যপক ক্ষতি

    ঝড় হাওয়া, বৃষ্টিতে গোদাগাড়ীর মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ ঘরবাড়ীর ব্যপক ক্ষতি

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রবল ঝড় বৃষ্টিতে মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনের চালা, মাটির ওয়াল পড়ে গেছে। দমকা হাওয়া ভারী বৃষ্টিতে ৩ নং পাকড়ী ইউনিয়ন পরিষদ এলাকার অনেক ঘর বাড়ি ক্ষতি হয়েছে। অধাপাঁকা, সবজিরও ব্যপক ক্ষতি হয়েছে।
    গত বৃহস্পতিবার রাত ৯ টার সময় পাকড়ী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড় বৃষ্টি। ফলে ওই এলাকায় মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। বাতাসের গতি বেগ আস্তে আস্তে বাড়তে থাকয় একপর্যায়ে স্কুলের চাল উড়ে যায়।

    জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায়
    মোশড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ২০০০ সালে স্থাপিত হয়ে ২০০৫ সালে পাঠদানের প্রাথমিক অনুমোদন লাভ করে এবং ২০০৮ সালে একাডেমিক স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানটি এখনো এমপিও ভুক্ত হয় নি।
    চারতলা একাডেমিক ভবন বরাদ্ধ পেয়েও জটিলতার করাণে সেটা নির্মান করা সম্ভাব হয় নি।
    বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৭০ জন।২০০৭ সাল হতে এ শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষর্থীরা দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করছে এবং ফলাফল সন্তোষজনক। ২০২২ সালে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা পরীক্ষায় অংশ গ্রহন করবে বালে জানা গেছে।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে বয়ে যাওয়া ঝড়ে টিন-শেড ঘরের চাল উড়ে গেছে। এতে চারটি শ্রেণিকক্ষ, অফিসকক্ষের টিনের চালা উড়ে যাওয়ায়় পাঠদানের পরিবেশ একেবারে নষ্ট হয়ে যায়। উপজেলা পিআইও আবু বাশির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে আমাকে আবেদন দিলে আমি সেটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠাবো। তারা কিছু অনুদান পেতে পারেন।

    শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির টিন-শেডের তৈরি ঘরের চালা নেই। টিনের চালা ও বেড়ার অংশ পাশের ফাঁকা জায়গায় পড়ে় আছে। ফলে কোনভাবে শ্রেণী কার্যক্রম চালু রাখা সম্ভাব নয় বলে এলাকাবাসি জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রাজশাহীর গোদাগাড়ীসহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পথে দিয়ে আসছে মাদক বিনিময়ে  যাচ্ছে সোনা।

    রাজশাহীর গোদাগাড়ীসহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পথে দিয়ে আসছে মাদক বিনিময়ে যাচ্ছে সোনা।

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ বিভন্ন অঞ্চলের সীমান্ত পথে ব্যাপক হারে আসছে মাদক, বিনিময়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে স্বর্ণ। তবে সুনির্দিষ্ট তথ্যের অভাবে পাচারে লাগাম দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে রাজশাহী সীমান্তে স্বর্ণের একটি বড় একটি চালান আটক হলেও মূলহোতাদের
    এখনো ধরতে পারেনি পুলিশ।

    অভিযোগ উঠেছে, আলোচিত স্বর্ণ পাচার মামলায় পলাতক দুই আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। একইভাবে সম্প্রতি সীমান্তে মাদকের কয়েকটি বড় চালান র‌্যাব উদ্ধার করলেও এসব মাদকের মূল মালিকরা ধরা পড়েনি। ফলে সীমান্ত পথে বন্ধ হচ্ছে না মাদক ও স্বর্ণ পাচার। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা মাদক পাচার বন্ধে যেমন তৎপরতা চালাচ্ছে তেমনি সীমান্ত পথে স্বর্ণ পাচার প্রতিরোধেও কাজ করছেন।
    ওই সব মাদক ও সোনা পাচারকারীদের নদীর ওপারে এবং এপারে দুপারে বাড়ী থাকার সুবাধে এপারে অভিযান শুরু হলে ওপারে গিয়ে আত্নগোপন করে ওপারে অভিযান শুরু হলে তারা এপারে পালিয়ে আসেন। ফলে আইন শৃঙ্খলা বাহনীর অভিযান খুব একটা সফল হয় না। মাদক পাচারের সাথে যুক্ত কয়েক শ লোক স্বল্প সময়ে শূন্য থেকে কোটিপতি হয়েছেন। কেউ কেউ নির্বাচনে কালো টাকার প্রভাব খাটিয়ে হয়েছেন মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা পাতি নেতা, স্কুল কলেজ মাদ্রাসার কমিটির সভাপতি, সদস্য সঙ্গত কারণে তারা আইন প্রয়োগকারি সংস্থার সদস্যদের ধরাছোঁয়ার বাইরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সদস্যর তালিকভুক্ত মাদকব্যবসায়ীরা বীরদাপটে ঘুরে বেড়াচ্ছে দেখার যেন কেউ নেই। কিছুদিন পূর্বে মাদকবিরোধী অভিযান চলার সময় যেসব তালিকাভুক্ত মাদকব্যবসায়ীরা পালিয়ে গিয়েছিল ওইসব মাদকব্যবসায়ীরা এখন প্রশাসনের সাথে সুস্পর্ক রেখে চলেছেন বলে ব্যপক অভিযোগ রয়েছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ীর হাটপাড়া ঘাট দিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবির মহিষালবাড়ি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা সাতটি স্বর্ণের বারসহ মুক্তার হোসেন নামের একজনকে গ্রেফতার করেন।
    অভিযান পরিচালনাকারী বিজিবির সুবেদার আইনুদ্দীন জানান, মুক্তার হোসেন লুঙ্গির খুঁটের ভেতরে লুকিয়ে ৫৫ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণর বার নিয়ে খেয়া নৌকায় চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মুক্তার হোসেনের বাড়ি গোদাগাড়ী সংলগ্ন আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামে। বিজিবি বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেন।

    এদিকে, মামলার নথিপত্রে দেখা গেছে, মুক্তার হোসেন স্বর্ণসহ আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, এই ৭টি স্বর্ণের মালিক চাঁপাইনবাগঞ্জের চরবাগডাঙ্গার জহির (৪৭) ও হরিশপুর গ্রামের জমির আলী। মুক্তার আলীর জবানবন্দি মোতাবেক জহির ও জমিরকেও এ মামলায় আসামি করা হয়।
    এই মামলাটি তদন্ত করছেন রাজশাহীর এলআই বিজিবির এসআই তাজুল ইসলাম। তবে পুলিশ বিভিন্ন মহলের তদবিরের ফলে আলোচিত মামলাটির চার্জশিট দাখিল করতে পারেনি গত ৬ মাসেও। মামলাটির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গত মঙ্গলবার রাজশাহীর এলআই বিজিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক সৌমিক কুণ্ডু এ প্রতিবেদকে বলেন, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে আছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশমতো দ্রুত সময়ে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

    অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পথে ভারতে স্বর্ণ পাচার অব্যাহত রয়েছে। দুবাই ও চট্টগ্রামভিত্তিক একাধিক পাচার চক্রের সহযোগীরা রাজশাহী অঞ্চলেও সক্রিয় রয়েছে স্বর্ণ পাচারে। স্বর্ণ পাচারের টাকায় মাদক আসছে বাংলাদেশে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। স্বর্ণ ও মাদক সেইফ মাল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে সহজে ফাঁকি দিয়েই পাচার কাজ চালাচ্ছে সংঘবদ্ধ পাচারকারীরা।

    গভীর অনসন্ধানে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর রাজশাহী মহানগরীর ভদ্রায় ১৭ টি স্বর্ণর বার ছিনতাই হয়। এসব স্বর্ণ পাচারের জন্য চট্টগ্রাম থেকে রাজশাহীতে আনেন জেলার পুঠিয়ার দুই ভাই দ্বিজেন ধর ও জিতেন ধর। পরে পুলিশ ছিনতাই হওয়া স্বর্ণের ১৭টি বার উদ্ধার করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে- চট্টগ্রামের দুবাই পার্টির কাছ থেকে স্বর্ণের বারগুলো কিনে রাজশাহীতে আনা হয় ভারতে পাচারের জন্য। তার আগেই পথিমধ্যে ছিনতাই হয়। এই ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। গ্রেফতার করা হয় স্বর্ণ পাচারকারী জিতেন ধরকে।

    এদিকে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী সুলতানগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাইক্রোবাস থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার জানপুর গ্রামের লিটন আলী শেখকে (৩০) গ্রেফতার করা হয়।
    লিটন শেখ অভিযানিক দলকে জানায়, এসব স্বর্ণ সীমান্ত পথে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এসব স্বর্ণের মালিক আনারুল ও আমিনুল নামের দুই ভাই। তবে বাহক আটক হলেও মালিকরা কেউ আজও ধরা পড়েনি।
    অন্যদিকে, ২০২০ সালের ১৪ অক্টোবর ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর চেকপোস্টে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসযাত্রীর স্যান্ডেলের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক হওয়া ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের আলাল আলীকে (৪৫) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নয়নশুকা কামারপাড়া গ্রামের শুভ্র কর্মকার (২৭) ও বারঘরিয়ার মিলন হালদারকে গ্রেফতার করা হয়।
    ২০২০ সালের ৪ অক্টোবর নগরীর বর্ণালী মোড়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের যাত্রী আজিজুল ও ফারুককে আটক করে তাদের কাছ থেকে ৪টি স্বর্ণর বার উদ্ধার করে পুলিশ। আসামিরা কাতার থেকে এসব স্বর্ণ আনেন। তারা এসব স্বর্ণ সীমান্ত পথে ভারতে পাচার করতেন বলে পুলিশকে জানায়।
    এদিকে, গত ১৩ আগস্ট রাতে রাজশাহী র‌্যাবের একটি দল গোদাগাড়ীর সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের আলাতুলির জেলেপাড়া চরের জিয়ারুলের বাড়ি থেকে সাড়ে ৪ কেজি বাউন সুগার বা উন্নতমানের হেরোইন জব্দ করে। গ্রেফতার করা হয় জিয়ারুলকে।
    জিয়ারুল র‌্যাবকে জানায়, এসব হেরোইন ভারতের লালগোলা থেকে তার কাছে আসে। গোদাগাড়ী হয়ে দেশের অন্যত্র পাচারের জন্য রাখা হয়েছিল। এসব হেরোইনের মালিকদের নাম পেলেও র‌্যাব গ্রেফতারের স্বার্থে তাদের নাম বলেনি।
    এদিকে, পুলিশ ও র‌্যাবের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী ও গোদাগাড়ী সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি এলাকাটি পদ্মার চরবেষ্টিত। এসব চরে ছোটবড় ১০টি গ্রাম রয়েছে সীমান্ত ঘেঁষে। এসব পথে একদিকে যেমন মাদকের চালান আসছে তেমনি বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে স্বর্ণ। আগে স্বর্ণ পাচারের বিনিময়ে গরু ও মাদক আসত। এখন গরু পাচার পুরোপুরি বন্ধ। ফলে স্বর্ণর বিনিময়ে আসছে মাদকের চালান।

    গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত কাজের সাথে মাদক ও সোনা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরা যতই শক্তিশালি হউক না কেন তারা ছাড় পাবে না।

    রাজশাহীস্থ র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ভারত থেকে মাদক পাচারের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে বলেও আমরা খবর পাচ্ছি। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে র‌্যাব-৫ বেশ কয়েকটি বড় অভিযান করে বিপুল মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। কারা সীমান্ত পথে মাদক ও স্বর্ণ পাচারে জড়িত, তাদের শনাক্তে র‌্যাবের গোয়েন্দা দল মাঠে কাজ করছে। যুবসমাজ ও দেশের অর্থনীতির কথা বিবেচনা করে জরুরী ভিক্তিতে মাদক ও স্বর্ণ চোরাচালান বন্ধ হওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • আহম্মদপুরে আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন

    আহম্মদপুরে আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় চব্বিশ মাইল এলাকায় আওয়ামীলীগের নতুন এ কার্যালয় উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল। প্রধান বক্তা ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম শফি, আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা টুটুল কাজী, আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।