Blog

  • নওগাঁর আত্রাইয়ে  মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিশোধ সকল ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” সমস্যা প্রতিকার বিষয়কক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নওজেশ আরা, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মঞ্জু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন ব্যাংক কর্মকর্তা বৃন্দ ।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • পাইকগাছায় হতদরিদ্র দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবু

    পাইকগাছায় হতদরিদ্র দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনার পাইকগাছায় দলতি সম্প্রদায়ের মেধাবি ছেলে কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পুরণ করলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। কৃষ্ণ পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র শ্রীপদ রায়ের ছেলে। প্রতিবন্ধী মায়ের একমাত্র সন্তান কৃষ্ণের খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে লেখা শেষে বড় কোন অফিসার হওয়ার। কিন্তু সাধ আছে সাধ্য নেই। তার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অবশেষে সে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে সে জানায়। একারণে সে সাহায্যের জন্য দ্বারস্থ হয় খুলনা-৬ সংসদ সদস্যের। মঙ্গলবার সকালে এমপি বাবু কৃষ্ণকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাবেক ছাত্রনেতা শেখ ফরহাদুজ্জামান তুষার,যুবনেতা এমএম আজিজুল হাকিম।এব্যাপারে কৃষ্ণ জানায়, মাননীয় এমপি মহোদয়ের আর্থিক সহায়তা পেয়ে গর্বিত। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, অর্থ অভাবে কোন মেধাবি শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হতে দিতে পারিনা। এজন্য আমার দিক দিয়ে যতটুক সম্ভব সেটুকু করার চেষ্টা করব।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় নিসচা’র উদ্যোগে আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ

    পাইকগাছায় নিসচা’র উদ্যোগে আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।
    নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, নিসচা সদস্যদের আইডি কার্ড প্রদান ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কপিলমুনি বাজার ধান্য চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিসচা’র প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ফাঁড়ি ইনচার্জ ইমদাদুল হক, অধ্যক্ষ কবির আহমেদ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।
    সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র স ায়নায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা নির্মল কান্তি মজুমদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য স্মীতা মন্ডল, আলহাজ¦ রফিকুল ইসলাম, মুজিবর রহমান ও দয়াল। অনুষ্ঠানে নিসচা’র উপদেষ্টা সহ সকল সদস্যদের আইডি কার্ড এবং এলাকার দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় সমিল মালিককে জরিমানা

    পাইকগাছায় সমিল মালিককে জরিমানা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় লাইসেন্স না থাকায় করাত কল (সমিল) মালিককে জরিমানা করা হয়েছে।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সোমবার বিকালে উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন হানিফ গাজীর করাতকলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় সমিল মালিক হানিফ গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
    এ সময় উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে  নৌকা বাইচ অনুষ্ঠিত

    পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নুনিয়াপাড়া পুজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ দিনব্যাপি উৎসবের শেষ দিনে খালিয়া খালে এ প্রতিযোগিয়া হয়।
    নৌকা বাইচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী লাল,সবুজ ও হলুদ দলের হাতে ফ্রিজ,মনিটার পুরস্কার তুলেদেন।আয়োজক কমিটির সভাপতি রামপ্রসাদ বাছাড়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পবিত্র কুমার মন্ডলের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (পাইকগাছা-কয়রার) ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী,এসআই মোশারেফ হোসেন,হাফিজ।
    উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিগত ২৬ বছর ধরে পুজাপার্বন,নামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।

  • ঝিনাইদহে জ্বলানি তেলেরসহ সকল পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে  বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহে জ্বলানি তেলেরসহ সকল পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জ্বলানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পন্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শহরের মর্ডান মোড় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, এড মুন্সি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপপু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ^াস, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শেখর, এনামুল কবীর মুকুলসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যড এম এ মজিদ বলেন, ভারতের এই সেবাদাশ সরকার দেশ পরিচালনায় ব্যার্থ। সরকারের মন্ত্রী এমপিরা আউলায়ে গেছে। তাদের লাগামহীন ও দেশ বিরোধী কথায় প্রমান করে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব ভারতের কাছে ইজারা দিয়েছে। তিনি বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাবেদারী করার জন্য নয়। মজিদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে হাসিনা সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে ৩২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬

    ঝিনাইদহে ৩২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজার গাছ সহ কালু শেখকে গ্রেফতার করেছেন র‍্যাব- ৬। সোমবার গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদেন ভিত্তিতে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচারনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২ টি গাঁজার গাছ সহ কালু শেখ কে গ্রেফতার করে র‍্যাব। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • নড়াইলে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান পটুয়াখালীর মেয়ে নীলা বেগম

    নড়াইলে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান পটুয়াখালীর মেয়ে নীলা বেগম

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান পটুয়াখালীর মেয়ে নীলা বেগম নড়াইলের নড়াগাতীতে প্রতারণার শিকার হয়ে যুবকের বাড়িতে অবস্থান করছে পটুয়াখালীর মেয়ে নীলা বেগম (২৫)। ওই যুবকের নাম কবির শেখ (২৬)। স্ত্রীর স্বীকৃতি পেতে গত ২১ ও ২২ আগষ্ট দু’দিনব্যাপি নড়াগাতি থানার মুলশ্রী গ্রামে কবিরের বাড়িতে অবস্থান করছেন তিনি। তার অভিযোগ, অন্যের পরিচয়পত্রে নিজের ছবি লাগিয়ে প্রতারণা করে বিয়ে করেছে কবির শেখ। কবিরের বন্ধুর সহায়তায় এই ঠিকানায় আসে এসেছেন তিনি। তবে ঘটনার পর থেকেই কবির পলাতক রয়েছে। সে ওই গ্রামের মোহর শেখের ছেলে।
    ভুক্তভোগী ওই নারী বলেন, বিগত ৬ বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকুরীর সুবাদে কবিরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘ সম্পর্কের পর চলতি বছরের ১৫ মার্চ তারা ঢাকায় কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে কাজী অফিসের মাধমে ১ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। কিন্তু কবির শেখ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার উলামাকান্দী গ্রামের গফুর মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়ার আইডিতে নিজের ছবি লাগিয়ে ওই পরিচয়ে বিয়ে করে এবং ২ মাস ঘর সংসার করে, ৩ মাস পূর্বে স্ত্রীর রক্ষিত গাড়ী কেনার ৩ লক্ষ টাকা ও স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়ে নীলার সাথে যোগাযোগ বন্ধ রাখে।
    অবশেষে কবিরের বন্ধুর মাধ্যমে তার আসল পরিচয় পেয়ে নীলা বেগম ২১ আগষ্ট তার ভাবীসহ পরিচিত মহিলাকে নিয়ে কবিরের বাড়ীতে আসার পথে কবির তাদের বড়ীতে না নিয়ে গোপালগঞ্জ পার্কে নিয়ে বুঝিয়ে চলে যেতে বলে। কিন্তু কবিরের কথা না শুনে স্ত্রীর দাবিতে তার বাড়ীতে আসলে পরিবারের লোকজন নীলাকে মারধর করে তাড়িয়ে দিলে ওই গ্রামের একটি বাড়ীতে সে আশ্রয় নেয়। পরদিন স্ত্রীর স্বীকৃতি পেতে আবার কবিরের বাড়িতে অবস্থান করে আত্মহত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী নীলা।
    এদিকে অভিযুক্তের বাবা মোহর শেখ বলেন, কবিরের সাথে তাদের সম্পর্ক নেই। তিনি তাকে মৌখিকভাবে ত্যাজ্য করেছেন এবং ২ বছর তিনি তাকে দেখেন নাই। কবিরের মা ও পরিবারের অন্যান্যদের বক্তব্যে তার বাড়ী থাকার বিষয়ে ভিন্নতা পাওয়া যায়। অভিযুক্ত কবিরের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি বিধায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
    এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

  • আমাদের সুন্দরবন লিখেছেন মো. আমজাদ হোসেন রতন

    আমাদের সুন্দরবন লিখেছেন মো. আমজাদ হোসেন রতন

    আমাদের সুন্দরবন মো. আমজাদ হোসেন রতন

    সুন্দরবন পাহাড়ি বনজ গাছ গাছরা ভরা সমতল উঁচু-নিচু নিয়ে এর অবস্থান।

    অপরূপ সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম, তোমার মাঝে রয়েছে মানবজাতির সরল নিঃশ্বাসের আহ্বান।

    কোটি মানুষকে দিচ্ছ বিশুদ্ধ বাতাস, তোমার মাঝে রয়েছে হরেক প্রজাতির পশু আর পাখির কলতান।

    সকাল-সন্ধ্যায় সাজো তুমি অপরূপা, ছোট ছোট নদী বেষ্টিত রয়েছে ঝর্ণা ও পাখির কলতান, তুমি কি নারী! নহ নর জানি।
    তোমার মোহতে পাগল সকলে দেখে তোমার রুপ, কি যে অপরুপ।

    সারি সারি সুন্দরি, গজারি আরো না কত কি, ছায়া আর শীতল বাতাসে মন যে আমি হেরি।
    তুমিতো অপরূপ সুন্দরী।
    সুন্দরবন তোমারে তাইতো এমন করে ভালবেসে বার বার ছুটে আসি।
    সুজলা সুফলা শস্য শ্যামলা আমারি এই ভুমি খানি, তোমারি রূপে বাড়িয়েছো আরও একটু খানি।
    দেখবো তোমায় কাটাবো সময় কত না স্বপ্ন বুনি, একবার দেখলে মন ভরেনা তোমার ঐ রুপ খানি।
    তোমার মাঝে ঠাঁই দিয়েছো কত না জীব জানোয়ার, বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার।
    সুন্দরবনের সুন্দরী গাছ, রয়েছে ঔষধি গাছের সমাহার।
    সবুজ পাতায় পাতায় অক্সিজেন ভরা জোৎস্না স্নাত আমাদের সুন্দরবন, আমাদের অহংকার।

    মৌমাছির গুঞ্জন শুনি গভীর অরণ্যে ফুলে-ফলে ভরা কতনা বৃক্ষরাজি, ঝরনার জলধারা খেলছে অবিরাম।
    ধ্বংস গড়ার খেলায় মত্ত অবিরাম।
    নাগ নাগিনীর মিলন দেখো একটু খানি, হাজারো পাখির কলতান।
    বিশ্ববাসীকে যেন ডেকে ডেকে করে আহ্বান, এসো এসো হে সখা প্রকৃতিপ্রেমী এই সুন্দরবনে।

  • আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাটির তৈরী দোতলা বাড়ী।

    আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাটির তৈরী দোতলা বাড়ী।

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ পিছিয়ে নেই গ্রামাঞ্চল আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানেও। মাটির ঘর/ছনের ঘরের জায়গায় তৈরি হচ্ছে প্রাসাদসম অট্টালিকা। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করছে। মাটির ঘরের শান্তি ইট পাথরের দালান কোঠায় খুঁজে পাওয়া ভার।

    তারপরও মানুষ যুগের সাথে তাল মিলিয়ে নগরায়ণের সাথে সাথে পাকা দালান কোঠাই তৈরি করছেন। এতে করে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যবাহী মাটির ঘর কিংবা মাটির দোতলা বাড়ী। বেশিদিন আগের কথা নয়, প্রতিটি গ্রামে একসময় মানুষের নজর কাড়তো সুন্দর এ মাটির ঘর। ঝড়, বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও খুবই শীতে বসবাস উপযোগী মাটির তৈরি এসব ঘর এখন আর তেমন চোখে পড়ে না।

    আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে এ চিরচেনা মাটির ঘর বিলুপ্তির পথে বললেই চলে। অতীতে মাটির ঘর গরীবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বলে পরিচিত ছিল। এ ঘর শীত ও গরম মৌসুম আরামদায়ক তাই আরামের জন্য গ্রামের দরিদ্র মানুষের পাশাপাশি অনেক বিত্তবান ও মাটির ঘর তৈরি করতেন।
    জানা যায়, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল। এটেল বা আঠালো মাটি কাঁদায় পরিনত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হত। ১০-১৫ ফুট উচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় থড় অথবা টিনের ছাউনি দেয়া হত। মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। গৃহিনীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা একে তাদের নিজ বসত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তুলতেন।
    এক সময় উপজেলার বিভিন্ন এলাকার অনেক পরিবার মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করতো। তবে বর্ষার সময় মাটির ঘরের ক্ষতি হয় বেশি। ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির ঘর শত বছরেরও বেশি স্থায়ী হয়। কিন্তু কালের আর্বতনে দালান-কোঠা আর অট্টালিকার কাছে হার মানছে সে চিরচেনা শান্তির নিড় ‘মাটির ঘর’। গোদাগাড়ী উপজেলার কম বেশি সব গ্রামেরই দেখা যেতো শান্তির নীড় ‘মাটির ঘর’ কিন্তু সে মাটির ঘর এখন আর চোখে পড়ে না।

    গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের সৈয়দপুর, এনায়েতপুর গ্রামের দুলাল হাজির
    বাড়িতে সেই পুরোনো স্মৃতিভরা শান্তির নীড় মাটির ঘরে চোখ পড়লো, কথা হলো বাড়ির মালিকের সাথে তিনি বলেন, বাবা ও দাদাদের সেই পুরোনো স্মৃতি ধরে রাখতে এখনো মাটির ঘর রেখে দিয়েছি। তবে যুগের সাথে তাল মেলাতে এখন অনেকে ইটের ঘর তৈরি করছে, তাই ক্রমেই হারিয়ে যাচ্ছে মাটির ঘর।

    গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল গণি মাসুদ জানান, বাপ দাদার স্মৃতি এখনও ধরে রেখেছি। যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড তাপদাহে বাড়ির লোকজন শান্তির পরশ হিসেবে আমাদের মাটির ঘরকে বেঁছে নেয়। বিদ্যুৎ না থাকলেও মাটির দোতলায় আরামে বসবাস করা যায়।

    দিগরাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইফতেখার হোসেন বলেন, মাটির ঘর বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের বিবরর্তনে অধিকাংশই মানুষ মাটির ঘর ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় অনেক লোকের বসবাসের জন্য ইটের ঘরকে প্রথম প্রচন্দের তালিকা নিয়ে আসছে। তাই তো দিনে দিনে হারিয়ে যেতে বসেছে ওই সব মাটির ঘরবাড়ী।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।