Blog

  • যশোরে রীতি-মতো নাটকের জন্ম দিয়েছেন এক না-রী ও তার দুই স্বা-মী

    যশোরে রীতি-মতো নাটকের জন্ম দিয়েছেন এক না-রী ও তার দুই স্বা-মী

    আজিজুল ইসলাম।

    যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্যে এই টানাহেঁচড়া দেখতে সেখানে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, এ যেন বিখ্যাত গানের সেই লাইন, বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের দাবিদার।মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে।

    জানা যায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী, যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। এই সংসারে তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। কিন্তু সেই সাজানো সংসার ছেড়ে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পালিয়ে পলাশের হাত ধরে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়েও করেন। এরপর গতকাল রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে বিকাশের সন্দেহ হয় এবং তিনি সেই হোটেলে হানা দেন। এরপরই ত্রিমুখী এই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত। আইনি সহায়তা নিতে বিকাশ, সীমা ও পলাশ তিনজনই কোতোয়ালি থানায় হাজির হন। আর সেখানেই শুরু হয় চরম উত্তেজনা। হাতাহাতি থেকে তিনজনের মধ্যে মারামারিতেও রুপ নেয়।

    এসময় দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু জানান, সীমার সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। তাঁরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসাথে থাকতে চান। কিন্তু তাদের পথের কাটা হয়ে দাড়িয়েছেন বিকাশ।

    যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। । ছবি : শিমুল ভূইয়া

    স্ত্রী সীমা অধিকারী বলেন, বিকাশের সংসারে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর বিকাশের সঙ্গে সংসার করবেন না।

    প্রথম স্বামী বিকাশ অধিকারী দাবি করেন, সীমার পরকীয়ায় কারণে তাঁদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে। সীমা শুধু বাড়ি ছাড়েননি, বরং পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তিনি সীমাকে যেকোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চান।

    এই বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

  • তারাগঞ্জে কলেজ ছাত্রীকে যৌ-ন হ-য়রানির অ-পরাধে যুবকের দুই বছর কা-রাদণ্ড

    তারাগঞ্জে কলেজ ছাত্রীকে যৌ-ন হ-য়রানির অ-পরাধে যুবকের দুই বছর কা-রাদণ্ড

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে নয়ন মিয়া (২১) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়ন মিয়াকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। নয়ন মিয়া উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের দারগাপাড়া নেকিরহাট এলাকার নয়া মিয়ার ছেলে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া ওই ছাত্রীকে যৌন হারানি করে। এলাকার লোকজন তাকে আটকে রেখে মুঠোফোনে আমাকে জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থ দন্ড দেওয়া হয়।

    নয়ন মিয়ার মানসিক সমস্যা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক মনে হয়েছে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নয়ন মাদকাসক্ত।

  • তারাগঞ্জে লটারির টিকিট বিক্রির অ-পরাধে এক ব্যক্তিকে সাত দিনের কা-রাদণ্ড

    তারাগঞ্জে লটারির টিকিট বিক্রির অ-পরাধে এক ব্যক্তিকে সাত দিনের কা-রাদণ্ড

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলার লটারির টিকিট বিক্রির অপরাধে মেহেদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার বিকেল ৪টার সময় মেহেদুল ইসলাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। মেহেদুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার টিকিট গোপনে বিক্রি সময় বালাবাড়ি এলাকার লোকজন তাকে আটকে রেখে মুঠোফোনে আমাকে জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থ দন্ড দেওয়া হয়।

  • দুর্গোৎসবকে ঘিরে গু-জব রটানোর চেষ্টা করলে ক-ঠোর ব্য-বস্থা নেয়া হবে, রংপুরে  র‌্যাব-এর মহাপরিচালক

    দুর্গোৎসবকে ঘিরে গু-জব রটানোর চেষ্টা করলে ক-ঠোর ব্য-বস্থা নেয়া হবে, রংপুরে র‌্যাব-এর মহাপরিচালক

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘যারা পূজা মণ্ডপে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর শহরের জাহাজ কম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সারা দেশে ৩৫ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপসহ দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’

    র‍্যাব প্রধান বলেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

    পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার ওপর জোর দেন তিনি। তার মতে, প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
    এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মখলিছুর রহমানের গ-ণসংযোগ  ‎

    হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মখলিছুর রহমানের গ-ণসংযোগ ‎

    হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ- ১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মখলিছুর রহমানের পক্ষে শো-ডাউন  মানুষের মাঝে ব্যাপক সাড়া জেগেছে। হবিগঞ্জ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মখলিছুর রহমানের গণসংযোগ, মতবিনিময় ও পথসভা গুলো রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এই নেতা দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে আসার পর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সহ দলীয় কর্মসূচী বাস্তবায়নে তার সক্রিয় প্রচেষ্টা আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
    ‎বিশেষ করে ১৩ জুলাই ২০২৩ সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগের ফলে উজ্জীবিত হয়ে উঠছেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদী সরকার কর্তৃক গুমের শিকার বৃহত্তর সিলেটের নন্দিত বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহচর মখলিছুর রহমান প্রতিদিন এলাকায় দলীয় কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে নিষ্ক্রিয় নেতাকর্মীদেরকেও জাগিয়ে তুলছেন। তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন বাহুবল নবীগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)
    ‎বিকেলে বাহুবল উপজেলা সদরে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশ গ্রহণের ফলে গনসংযোগ কর্মসূচী শোডাউনে পরিণত হয় এবং গনমিছিলের দৃশ্য সাধারণ মানুষকে বিএনপির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারির মাধ্যমে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

  • গাক-এর সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানাকে সং-বর্ধনা প্রদান

    গাক-এর সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানাকে সং-বর্ধনা প্রদান

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :

    দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫” অর্জনের গৌরবপূর্ণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গাক। বগুড়ার বনানীস্থ গাক টাওয়ারে ২২ সেপ্টেম্বর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাক-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি বলেন, সুরাইয়ার এ অর্জন কেবল তার একার নয়, বরং এটি ক্ষুদ্র উদ্যোগ ও তরুণ প্রজন্মের অসীম সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন। গাক সবসময় এমন উদ্যোগকে উৎসাহ দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুরাইয়া ফারহানা রেশমাকে গাক-এর পক্ষ থেকে দশ হাজার টাকার একটি সম্মানী চেক এবং জি-গ্যালোর এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আরমান হোসেন সহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

    উল্লেখ্য, সুরাইয়া ফারহানা রেশমা আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ অবদান রেখেছেন, যা দেশের স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • ধর্ষ-ণ মামলায় গ্রে-প্তার যুবক জামায়াতকর্মী- দাবিতে প্র-কাশিত সংবাদ ভি-ত্তিহীন

    ধর্ষ-ণ মামলায় গ্রে-প্তার যুবক জামায়াতকর্মী- দাবিতে প্র-কাশিত সংবাদ ভি-ত্তিহীন

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী দাবি করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা জামায়াত। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন- দাবি করেছে সংগঠনটি।
    সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দীনকে গতকাল ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে বাংলা ট্রিবিউনসহ কয়েকটি মিডিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে বলা হয়েছে যা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। অভিযুক্ত জামাল উদ্দীনের সাথে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন রকম সম্পর্ক নেই। তিনি গত বছরের ৩ নভেম্বর জামায়াতের করমী হয়েছিলেন, পরবর্তীতে বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে তাকে এই বছরের ২২ জুন সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া মাদ্রাসা ছাত্রী দাবি করা মেয়েটি জামাল উদ্দীনের বিবাহিত স্ত্রী। স্থানীয় মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় নোটারী পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিড করে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয়। মূলত গত এক বছর যাবত ভরণ-পোষণ না দেওয়ার কারণে মেয়েটির নানি পরিকল্পিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে।
    মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, জামালকে গ্রেপ্তারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী। যা সবৈর্ব মিথ্যা ও বানোয়াট। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী। আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদ প্রচার করবেন। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোন সংবাদ প্রচারের আগে প্রকৃত বিষয়টি যাঁচাই-বাছাই করে তা প্রচার করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি।
    এ সময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
    এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাট্রিবিউন ও দেশ রূান্তরসহ কয়েকটি গণমাধ্যমে ‘ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে স্থানীয়দের বরাতে উল্লেখ করা হয়, জামাল উদ্দীন আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীতে যোগ দেয়।

  • সাংবাদিক বাদলকে মা-রধরের মা-মলায় রতন গ্রে-প্তার

    সাংবাদিক বাদলকে মা-রধরের মা-মলায় রতন গ্রে-প্তার

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি :
    রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুরে জ্যৈষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আদর্শপাড়া গলি থেকে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তার রতন মিয়া রংপুর নগরের শাপলা চত্বর আদর্শ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাইফুল ইসলাম। পুলিশ জানায়, বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

    এদিকে সোমবার সকালে সাড়ে ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক সমাজ আসামিদের দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিল। একই সঙ্গে আগামী বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষণা আসে।

    জানা যায়, গতকাল রোববার বেলা ১২টার দিকে লিয়াকত আলী বাদল নগরীর কাচারী বাজার থেকে মব তৈরি করে তুলে নিয়ে মারধর ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কক্ষে আটকে রেখে ক্ষমা চাওয়ার অপচেষ্টার ঘটনা ঘটে। লিয়াকত আলী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। তাকে মারধর ও আটকে রাখার ঘটনার প্রতিবাদ জানাতে ওই দিন দুপুর ১টার দিকে প্রতিবাদ জানাতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান এবং সিটি করপোরেশন থেকে বের করে দেন।

    এ ঘটনায় গতকাল রোববার রাতে বাদী হয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় ১৪ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

    পুলিশের দ্রুত গ্রেপ্তারকে সাংবাদিকরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে তারা বলছেন, শুধু একজনকে গ্রেপ্তার করলেই হবে না, হামলার সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনতে হবে।

    রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন , সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে লাঞ্ছিত করার ঘটনায় রংপুর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় গলি থেকে গ্রেপ্তার করেছি। মামলার এজাহারভুক্ত ৫ নাম্বার আসামি। রতনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

  • রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপ-র হা-মলার প্র-তিবাদে মা-নববন্ধন

    রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপ-র হা-মলার প্র-তিবাদে মা-নববন্ধন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুর সিটি কর্পোরেশনের সংবাদ প্রকাশের জেরে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য অশুভ সংকেত। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এ সময় সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হামলাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার করা না হলে রংপুর মেট্রোপলিটন কমিশনার অফিস ঘেরাও করা হবে সেই সাথে মানববন্ধন থেকে রংপুর সিটি করপোরেশনের ইতিবাচক সংবাদ বর্জন করার ঘোষণা দেয়া হয় ।

  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি-ৎসা অবহেলায় এক নারীর মৃ-ত্যুর অভি-যোগ উঠেছে

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি-ৎসা অবহেলায় এক নারীর মৃ-ত্যুর অভি-যোগ উঠেছে

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ

    নিহতের স্বজনদের অভিযোগ, সকাল ১১টা থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসক ছিলেন না। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় চিকিৎসা না পেয়ে মারা যান ওই রোগী। অভিযোগ জানতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে চিকিৎসকেরা পালিয়ে যান। বিস্তারিত

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড। আহাজারিতে ভেঙে পড়েছেন আয়েশা সিদ্দিকার স্বজনেরা। মাত্র ২০ বছর বয়সী এই তরুণীকে গত বুধবার ভর্তি করা হয়েছিলো। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ডাক্তার ডাকার পরও কেউ আসেননি। অক্সিজেন ও রক্তের ব্যবস্থা করা হলেও সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসা না পেয়ে মারা যান আয়েশা।

    নিহতের ভাই রাজু মিয়া বলেন :
    “আমরা ডাক্তার ডাকছি সকাল থেকে, কেউ আসে নাই। রক্ত-অক্সিজেন সব ছিল, তাও দেয় নাই। টেস্ট করাইতে করাইতে ৫০ হাজার টাকা গেছে। আমার বোন বিনা চিকিৎসায় মরে গেল।”

    ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে চারজন চিকিৎসক দৌড়ে পালিয়ে যান।

    হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন :
    “ওদের ধরে আপনার সামনে আনতে হবে নাকি? কালকে অফিসে আসেন, কথা বলব।”

    রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসা সেবার ঘাটতি ও অবহেলায় প্রাণহানি ঘটছে রংপুর মেডিকেলে। তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।