Blog

  • রেলওয়ে স্টেশনে বিনোদনপ্রেমীদের ভিড়

    রেলওয়ে স্টেশনে বিনোদনপ্রেমীদের ভিড়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি এবার নজর কেড়েছে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    দিনভর তেমন ভিড় না থাকলেও রাতের বেলা শুরু হয় সমাগম ট্রেন বা প্ল্যাটফর্ম দেখার জন্য নয় বিনোদনপ্রেমীদের কাছে নবনির্মিত দৃষ্টিনন্দন গেট অ্যাপ্রোচ এরিয়া রোড এবং কার পার্কিং এরিয়া গতরাতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় কেউবা স্বামী স্ত্রী নিয়ে এসেছে কেউবা বন্ধু কেউবা পরিবার নিয়ে এসেছে।

    এ সময় অনেকে সেলফি তুলতে দেখা যাচ্ছিল এবং তীব্র গরমে মুক্ত বাতাসের খোঁজে স্টেশন এরিয়া অনেকে ঘোরাঘুরি করতে দেখা যায়।

    পরিবার নিয়ে ঘুরে আসা জেলা শহরের কলেজ রোডের কায়সার আলম এর সাথে কথা হয় তিনি বলেন পরিবার নিয়ে ঘুরে বেড়ায় তেমন কোনো পঞ্চগড়ে বিনোদন কেন্দ্র নেই কিন্তু স্টেশন এরিয়া এই চমৎকার গেট ও ল্যাম্পপোস্টের আলোকসজ্জা বেশ উপভোগ করছি।

    মাইনুল নামের আরেক দর্শনার্থী শহরের পাশে একমাত্র বিনোদন পার্ক হিমালয় কিন্তু সেখানে যাওয়া আসা ঝামেলার কাজ সারাদিন কাজের ব্যস্ততার মাঝে রেল স্টেশন এরিয়া এই গেটটি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে তাই সময় কাটানোর জন্য পরিবার নিয়ে এসেছে।

    নির্ঝর বন্ধুদের নিয়ে সময় কাটানো সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু তেমন ভাল লাগেনি এখানে এসে বেশ ভালো লাগতেছে কর্তৃপক্ষ যদি এটি দেখভাল করে এটি হবে পঞ্চগড় জেলার অন্যতম বিনোদন কেন্দ্র।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সম্প্রতি দৃষ্টিনন্দন গেট অ্যাপ্রোচ রোড কার পারকিং এরিয়ার উদ্বোধন করেন রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। ৩৮ ফুট উচ্চতা ৫৬ ফুট চওড়া দৃষ্টিনন্দন গেট ৭৫ হাজার বর্গফুট কার পারকিং এরিয়া এবং বারো টি ল্যাম্পপোস্ট সহ ৫০০ ফুট দৈর্ঘ্য ২০ ফুট করে ৪০ ফুট প্রস্থ অ্যাপ্রচ রোডের নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি ৭৫ লক্ষ টাকা।

    টুরিস্ট পুলিশ জনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম জানান এবারের ঈদে আর আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ পঞ্চগড় জন কাজ করে চলছে।
    বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো তো আমাদের নজরদারি টহল অব্যাহত রয়েছে বিশেষ করে কোন আগত পর্যটক হয়রানি বা ইভটিজিংয়ের শিকার না হয় সে জন্য সর্বদা সজাগ হয়েছেন ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড়

  • পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

    শামসুল আলম মাস্টার আজ দুপুরে চট্টগ্রামের স্হানীয় এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

    বুধবার (১৩জুলাই)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, পল্লীবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ছিলেন শামসুল আলম মাস্টার। জাতীয় পার্টির প্রতি তাঁর নিখাদ প্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক পদচারণা জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

    বিরোধীদলীয় নেতা আরও বলেন,রাজনীতি ও সংগঠনে গুণগত পরিবর্তনে কাজ করে যাওয়া শামসুল হক মাস্টার বেঁচে থাকবেন তাঁর মেধা,কর্ম ও দক্ষতার মাঝে।তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হবার নয়।
    মৃত্যুকালে মরহুম শামসুল আলম মাস্টার স্ত্রী,দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • পটিয়ায় মাদ্রাসার ভবন নির্মাণে বাঁধা, ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ

    পটিয়ায় মাদ্রাসার ভবন নির্মাণে বাঁধা, ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া ছনহরা ইউনিয়নের ছিকন খলিফা দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবি ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল (বুধবার) বিকেলে এক প্রতিবাদ সমাবেশ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, কাজী আবু জাফর, আনোয়ার উদ্দিন,মাওলানা শরীফ উল−াহ, মাওলানা ইউছুপ জিলানী, মাষ্টার হারুনুর রশিদ, মাষ্টার রাসেল বড়ুয়া, মাওলানা নুরুল আবছার, মাওলানা ফখরুল আলম, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা হেলাল উদ্দিন, মাষ্টার মামুনুর রশীদ, আবদুল করিম, মাওলানা আছহাব নুর, আঃলীগ নেতা আনোয়ার উদ্দিন, ইউপি সদস্য জাহিদুল হক, ইকবাল হোসেন, মহিলা সদস্য ফাতেমা বেগম, শাহিন আকতার, নুরুল আবছার খোকন, ছাএলীগ নেতা হান্নান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার একটি সন্ত্রাসী কুচক্রী মহল মাদ্রাসার ভূমিতে হানা দিয়ে জায়গা দখলের চেষ্টা করে। এছাড়া মাদ্রাসার জায়গায় একটি অবৈধ পাকা দেয়াল নির্মাণ করে ভবনের ঠিকাদার থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা প্রতিবাদ করলে তাদের উপর গত মঙ্গলবার বিকাল ৪ টায় ইট,পাটকেল নিক্ষেপ করলে ২ জন এলাকার নিরীহ লোক আহত হয়। এ ঘটনার নেতৃত্বদানকারী দিদার আলমসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

  • বরগুনা তালতলীর সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ নিখোঁজদের মরদেহ উদ্ধার

    বরগুনা তালতলীর সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ নিখোঁজদের মরদেহ উদ্ধার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী শুভ সন্ধ‍্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুই জন নিখোঁজ হয়। চার ঘন্টা পর এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ের জুইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

    বুধবার (১৩ জুলাই ) বিকাল চারটার দিকে শুভ সন্ধ‍্যা সমুদ্র সৈকতের পূর্ব পশ্চিম কোন থেকে স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ দুটি উদ্ধার করেন।

    ঘটনাস্থলে থাকা সেলিনা শিকদার উদ্ধার কৃত লাশ স্বামী ও তার বোনের মেয়ে জুই বলে শনাক্ত করেছেন। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত ।

    এর আগে উদ্ধার কৃতরা হলো মোস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার(৩৫),ছেলে মাহাতির মোহাম্মাদ(০৯),ও আরেক ছেলে আবদুল করিম(১৬)। এঘটনায় এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে জুই আক্তার নিখোঁজ ছিলেন।

    নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী,দুই ছেলে তার স্ত্রীর বোনের জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভ সন্ধ‍্যা সমুদ্র সৈকতে ঘুড়তে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে যায়। ঢেউ তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে ।পরে খোঁজাখুঁজির পর তিন জনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ ছিলো। নিখোঁজের চার ঘন্টা পরে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

    স্থানীয়রা বলেন, নিখোঁজদের উদ্ধার অভিযান চলাকালে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও জুই আক্তারের মরদেহ ভাসমান অবস্থায় শুভসন্ধা সমুদ্র সৈকতের পূর্ব পশ্চিম কোনে দেখা যায়। পরে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, এনএসআই কর্মকর্তা ও জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুইটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • বিরামপুরে প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক

    বিরামপুরে প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক

    দিনাজপুর, প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুরে ভিজিএফ চাল বিতরন না করিয়ে আত্নসাতের অভিযোগ এনে উপজেলার ৪ নং- দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকএঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সন্দেহাতিত ভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলার বড় বালশিরা গ্রামের মৃত আব্দুস ছাদেকের ছেলে মিনহাজুল ইসলাম।

    ঘটনার বিষয়ে দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, কোরবানী ঈদে গরীব ও দুঃস্থদের ঈদ উদযানের লক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১০ কেজি করে ভিজিএফ’র চাল ৪ হাজার ২’শ ৫ জন ব্যক্তির নামে বিতরণের জন্য বরাদ্ব ছিল। উক্ত চাল আমি ৭ জুলাই সকাল থেকে ওয়ার্ড অনুযায়ী বিতরণ শুরু করি।
    একইদিনে আমার ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ চলছিল। সময় স্বপ্লতার কারনেই ৮ জুলাই ভিজিএফ এর ৫০ বস্তাচাল বিতরণ করা সম্ভব না হওয়ায় ইউনিয়ন পরিষদের কক্ষেই রাখাছিল। যা পরের দিন ৯ জুলাই সকালে প্রাপ্ত ব্যক্তিদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। পূর্ব পরিকল্পিত ভাবে
    আমাকে সমাজে হেয় করতে পরাজিত পক্ষরা তাঁদের সমর্থনের লোকজনদের দিয়ে মিথ্যা চাল আত্নসাতের গুজব রটিয়ে মিথ্যা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।।

    প্রতিনিধি, দিনাজপুর।

  • আক্কেলপুরে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ

    আক্কেলপুরে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের আক্কেলপুরে এক পীরকে আটকে রেখে মারধর করে চুল-দাড়ি কেটে সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    আহত পীর সৈয়দ তানসেন আহম্মেদ ইউসুফ আল জাহাঙ্গীর (২৮) পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়য়ের গন্ধবপুর গ্রামের পাগলিনীর দরবার শরীফের পীর। তিনি ওই এলাকার আব্দুল বারির ছেলে। আহত পীর বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

    আহত পীর, পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন (সোমবার) দুপুর আনুমানিক ১টায় দরবার শরীফের অনুষ্ঠান উপলক্ষে পীর ও একই এলাকার তার এক সহযোগী হেলাল (২৭) মোটরসাইকেল যোগে বাজার করতে আসে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে।

    পথিমধ্যে জামালগঞ্জ রেল স্টেশনের কাছে পূর্ব থেকে অবস্থান করা কয়েকজন তাদের পথরোধ করে মারধর করে চুল দাড়ি কেটে দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে গেলে পীরকে তারা রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদাতের ব্যক্তিগত অফিসে আহত অবস্থায় পায়। সেখানে ইউপি সদস্য জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে আহত পীর, তার পিতা সহ আরও এক ব্যক্তির কাছ থেকে সাদা কাগজে সই নেয় ও আনুমানিক বিকেল ৫ টায় তাদের ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

    এ ঘটনায় আহত পীরের বাবা ২ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত করে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।

    পীরের বাবা আব্দুল বারি বলেন,’আমার ছেলেকে মারধর করে মাথার চুল দাড়ি কেটে দিয়েছে। আমাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে সাদা কাগজে সই নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

    আহত পীর জানান,‘বাজার যাওয়ার পথে কিছু উগ্রবাদী ছেলে আমাদের হামলা করে মারধর করে। আমার চুল দাড়ি কেটে দেয়। এক মেম্বার তার বাজরের এক অফিসে আটকে রেখে ভয় দেখিয়ে জোর করে স্বাক্ষর নেয়।

    মারধরের কারণ জানতে চাললে পীর বলেন, ‘যারা তাদের মারধর করেছে তারা মাদকসেবী ছিল। তারা আমার দরবারে গিয়ে মাদক সেবন করে দরবারের পরিবেশ নষ্ট করত। আমি তাদের নিষেধ করায় তারা আমাকে মারধর করেছে।’

    এ বিষয়ে রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদাতের সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এখানে সাধারণ মানুষের উপস্থিতিতে আপোষ করা হয়েছে।

    আক্কেলপুর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে মারধরের বিষয়টির সত্যতা মিলেছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

  • নড়াইলে ধর্ষণের দুই দিন পর  থানায় মামলা আসামিকে ধরতে পুলিশের অভিযান

    নড়াইলে ধর্ষণের দুই দিন পর থানায় মামলা আসামিকে ধরতে পুলিশের অভিযান

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নড়াগাতি
    থানা মামলা আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতিতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঈদের দিন রোববার দুপুরে নিজ বাড়িতে কেউ না থাকায় মোবাইলে গেম খেলার সময় তাকে গলা চেপে ধরে ধর্ষণ করে এক যুবক। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, ওই ঘটনায় দুই দিন পর মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে।
    পুলিশ জানায়, ওই শিশুকে বাড়িতে রেখে ঈদের দিন বেলা ১১টার দিকে তার বাবা-মাতাসহ পরিবারের অন্যরা পাশের গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শিশুটি নিজ বসত ঘরের বারান্দায় বসে মোবাইলে গেম খেলায় মগ্ন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে একা পেয়ে প্রতিবেশী কুদ্দুস শিকদারের ছেলে আনিচ শিকদার গলা চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক আনিচ পালিয়ে যায়।
    ঘটনার দুই দিন পর মঙ্গলবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ১ জনকে আসামি করে উপজেলার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আনিচ পলাতক রয়েছে।
    নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনার খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    এম এ আলিম রিপন ঃ পাবনার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রাম থেকে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এবং এ গ্রাম থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার’ উদ্যোগে মঙ্গলবার স্থানীয় আবু বকর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সিনিয়র সহকারী জজ,কুড়িগ্রাম ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উপদেষ্টা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাফর ইমাম অলিভের স ালনায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) শারমিন আখতার(সিমা)। বিশেষ অতিথির বক্তব্য দেন চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দের, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সাইদুর রহমান বাদশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (অবসরপ্রাপ্ত) প্রধান হিসাবরক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রব জোর্য়াদ্দার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার উপ বিভাগীয় প্রকৌশলী ও তারাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান সাখাওয়াত হোসেন সজিব, মাদ্রাসার সিনিয়র প্রভাষক আব্দুর রাজ্জাক খান ও তারাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সাইফুল্লাহ সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ইসহান আজাদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সাজিদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী জাকির হোসেন, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল নাইমা নিয়ন ও এস এম শিবলী প্রমুখ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আব্দুল আলিম, রইজ উদ্দিন,আকবর আলী, আলাউদ্দিন,আনোয়ার হোসেন এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) শারমিন আখতার(সিমা) বলেন, আলোকিত মানুষ হতে হলে মুখস্থ, মাদক ও মিথ্যাকে না বলতে হবে। পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির শিক্ষা গ্রহণ এবং এর ইতিবাচক ব্যবহার করতে হবে। এই প্রজন্মকে জ্ঞান-গড়িমায় এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে,সময় এবং ¯্রােত কারো জন্য অপেক্ষা করে না। তাই জীবনের প্রতিটি মুহুর্তকে মূল্যায়ন করতে হবে। তবেই কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব । সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ,কুড়িগ্রাম ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উপদেষ্টা মো.রবিউল ইসলাম বলেন, জাতি হিসেবে কে কতটা উন্নত তার মাপকাঠি হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদন্ড গড়ে দেয়। আবার শিক্ষাহীন জাতি ক্রমশই বিলুপ্তির দিকে অগ্রসর হয়। সমাজকে আলোকিত করার জন্য এবং দেশকে উন্নত বিশ্বের সূচকে এগিয়ে নেবার জন্য মেধাবীদের অগ্রসর হওয়ার বিকল্প নেই। উল্লেখ্য ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়া নামক এই সংগঠনটি ২০১৯ সাল থেকে স্থানীয় এলাকার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি অসহায় মানুষদের কল্যাণে কাজ করা সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • যশোর জেলা যুবদলের নেতা বদিউজ্জামান ধনি খুন

    যশোর জেলা যুবদলের নেতা বদিউজ্জামান ধনি খুন

    জেলা সংবাদদাতা(যশোর) :

    যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ধনি চোপদারপাড়া মৃত আব্দুল লতিফের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে নাজির শংকরপুরের আকবরের মোড়ে। ধনি যুবলীগ কর্মী ইয়াসিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় কয়েকদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন।
    নিহত ধনীর ভাই মনি জানান, ধনি বাড়ি থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় অজ্ঞাত ৮/১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে ধনির উপর আতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।এদিকে একটি সূত্র জানায়, নিহত ইয়াসিনের এক নিকট আত্মীয়ের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়েছে। ওই আত্মীয়ের বাবার সাথে ধনির ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিলো। এর জেরেই হত্যা করা হয়েছে তাকে।এদিকে ধনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ। তারা দ্রুত হত্যার সাথে জড়িতদের আটকের দাবি জানান।

    এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা সাংবাদিকদের বলেন, এঘটনায় কারা জড়িত তা কারো অজানা নয়। তিনি জড়িতদের আটকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার সাংবাদিকদের জানান, খবর শুনে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।

    এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান সাংবাদিকদের জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাবের পক্ষ থেকে ছায়া তদন্ত চলছে।

  • পটিয়ার বড়লিয়ায় তিন ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

    পটিয়ার বড়লিয়ায় তিন ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তিন ওযার্ডের সম্মেলন মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বড়লিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের এ সম্মেল ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম শামশুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইকবাল চৌধুরী, শাহাজাহান চৌধুরানী উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সাধারন সম্পাদক লায়ন ইউনুচ তালুকদার, বড়লিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল মনসুর,. ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইপি সদস্য মোঃ মুফিজুর রহমান, মামুনুর রশিদ মামুন,মহিউদ্দন চৌধুরী, মহিউদ্দিন জাবেদ, মোরশেদ,দিদারুল আলম দিদার। ১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,সাধারন সম্পাদক,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ সভা সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আক্কাছ।
    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী বলেন, পটিয়াসহ সারা দেশে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলছে। তার ধারাবাহিকতায় পটিয়ায় ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দৃশ্যমান উন্নয়ন হুইপ সামশুল হক চৌধুরীর নেতৃত্বে সম্ভব হয়েছে৷ আগামীতে হুইপ সামশুল হক চৌধুরীর বিকল্প পটিয়ায় কেউ নেই। সুতরাং সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করার আহবান জানান।