Blog

  • সুন্দরগঞ্জে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    সুন্দরগঞ্জে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিহাব মিয়া (১৪) এর লাশ উদ্ধার করা হয়।

    জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার সময় বেলকা চৌরাস্তা মোড়ের আনিছুর রহমানের ছেলে সিহাব তার ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ির দুরত্ব মাত্র ৫০০ মিটার। রাত ১১টার সময় আনিছুর বাড়িতে গিয়ে দেখতে পায় ছেলে বাড়িতে ফেরেনি।

    এসময় তার কাছে থাকা মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর থেকে খোঁজাখুজি শুরু হয়। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় থানায় জিডি করে আনিছুর। ইতোমধ্যে সিহাব নিখোঁজের খবরটি গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে।

    এরই এক পর্যায় দুপুরে লালচামার তিস্তার খেয়াঘাটে একটি শিশুর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে সিহাবের লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
    থানা পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানান, লাশের গলায় জামা দিয়ে পেচাঁনো ছিল। এছাড়া আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথামিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত করার পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

  • পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে এক বর্ণাঢ়্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান
    সড়ক প্রদক্ষিণ করে। পরে ফোরামের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দীন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সাবেক সভাপতি
    মোস্তফা কামাল জাহাঙ্গীর, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, সহ-সভাপতি আলাউদ্দীন রাজা, বি সরকার, সাংবাদিক প্রমথ রঞ্জন সানা, স্নেহেন্দু বিকাশ, এম আর মন্টু, আসাদুল ইসলাম, পুর্ণচন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম শফিউল ইসলাম, আবুল হাসেম, অমল মন্ডল, এফএম বদিউজ্জামান, ফসিয়ার রহমান ও জিয়াউদ্দীন নায়েব।
    প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে
    যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি
    প্রদান সহ বিএমএসএফ এর ১৪দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি বাড়ছে

    বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি বাড়ছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে এ্যাপ্রোস সড়ক ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টিতে বালি ধ্বসে গর্তটি আরো বড় হয়ে পড়বে, এতে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে এ্যাপ্রোস সড়কের পাশ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধ্বসে যাওয়ায় রাস্তা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
    দিন দিন গর্ত বড় হচ্ছে। এ কারণে গর্ত পড়ে যাববাহন দূর্ঘটনার শিকার হতে পারে। উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন কার, মাইক্রো, পিকআপ,ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার পাশের বালি ধ্বসে রাস্তায় বিশাল খাদের সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যে কোন সময় গর্তে পড়ে যানবাহন দূর্ঘটার কবলে পড়তে পারে। এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার মো:হাফিজু রহমান খান জানান, কয়েক দিন আগে রাস্তা সংস্কার করা হয়েছে। রাস্তার পাশের বালি ধ্বসে যাওয়ায় গর্ত হয়েছে।গর্তটি পরিদর্শন করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙ্গা গর্তটি সংস্কার করা হবে।

  • বিএনপি নিজের আন্দোলন নিজেই খেয়ে ফেলে ঘরে মধ্যে ঢুকে বসে আছে।  এএইচএম খায়রুজ্জামান লিটন

    বিএনপি নিজের আন্দোলন নিজেই খেয়ে ফেলে ঘরে মধ্যে ঢুকে বসে আছে। এএইচএম খায়রুজ্জামান লিটন

    তানোর থেকে ফিরে মোঃ হায়দার আলীঃ
    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি বলছে, তাদের কথামতো তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা না দিলে তারা নির্বাচনে আসবে না। আমরা বলি, তত্ত্ববধায়ক সরকার ফর্মুলাই কোন নির্বাচন হবে না। যেভাবে সারা বিশ্বে ইংল্যান্ডে, ভারতে, যে দল ক্ষমতায় থাকে, সেই দল থাকা অবস্থাতেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
    শুক্রবার সকালে রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তানোরের গোল্লাপাড়া বাজার মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, দেশের এখনো অনেক উন্নয়ন কাজ বাকি আছে। সেই কাজটি আওয়ামী লীগ করছে, আগামীতেও করতে চায়। শেখ হাসিনা আগামীতেও ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এটি আপনারা-আমরা সকলে চাই। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো, নিরাপদে ও শান্তিতে আছে। সেই কারণে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগের মতো অপরিহার্য দল বাংলাদেশ আর নেই।

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন আরো বলেন, একটি সুযোগ পেলে এবং একটু সুযোগ না পেলেও যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, সেই খালেদা জিয়া, মির্জা ফখরুল গংরা বলেছিল পদ্মা সেতু হবে না, বৈদেশিক মুদ্রা রির্জাভ হঠাৎ করে নাই হয়ে যাবে। তাদের মুখে ছাই দিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এ বছর ঈদের আগ পর্যন্ত প্রবাসী ভাইয়েরা ৫২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এটিই শেখ হাসিনার বাংলাদেশ। এই টাকা তো আগেও আসার কথা ছিল। কিন্তু বিএনপি সরকারের সময়ে আসেনি। কারণ তখন ব্যাংকিং চ্যানেল ছিল না। এখন ব্যাংকিং চ্যানেল এতো সোজা করে দিয়েছেন আমাদের নেত্রী, প্রবাসীরা নিশ্চয়তার জন্য ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা বাংলাদেশে পরিবারের কাছে পাঠায়।
    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আজ থেকে প্রায় ৭ বছর আগে খালেদা জিয়া বলেছিল, ‘ঈদের পরে আন্দোলন হবে।’ আজ ৭ বছরেও সেই আন্দোলনের শেষ হয়নি, শুরুও হয়নি, সেই আন্দোলনের কোন খবরই নাই। বিএনপি নিজের আন্দোলন নিজেই খেয়ে ফেলে ঘরে মধ্যে ঢুকে বসে আছে। যে দলের নেতারা ঢাকায় চমৎকার বাড়ি ছেড়ে, এসি গাড়ি ছেড়ে রাজপথে সূর্যের মধ্যে দাঁড়িয়ে, পথে-প্রান্তরে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলার মানসিকতা রাখে না। সেই দলের কথায় বাংলার মানুষ কান দেবে, সেটি হবে না।

    তিনি আরো বলেন, উপমহাদেশে আওয়ামী লীগের মতো এতো প্রাচীন ও বিশাল দল একটিও নেই। আওয়ামী লীগ বটগাছের মতো দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে ছায়া দিচ্ছে। আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ টিকে আছে।
    সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন। তিনি আছেন বলেই রাজশাহীকে আমরা উন্নয়নে বদলে দিতে পেরেছি। আগামী মে মাসের মধ্যে রাজশাহী আরো অনেক বদলে যাবে, আরো নতুন হবে, আরো আধুনিক হবে, আরো সুন্দর হবে, আরো কর্মমুখর হবে।

    সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাদের বিনয়ী হতে হবে, ভালো আচরণ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের পরিহার করে ভালো মানুষকে দলে টানতে হবে। শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন। উন্নয়নের কথাগুলো মানুষের কাছে পৌছে দিতে হবে। শেখ হাসিনা নিজের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী হননি। তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী হয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন।

    সম্মেলনের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সদস্য বেগম আকতার জাহান, সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য আব্দুল আওয়াল শামীম ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা। সঞ্চালনা করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সম্মেলনের ১ম অধিবেশনে তানোর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • নড়াইলের কালিয়ায় সমকাল প্রতিনিধির মায়ের ইন্তেকাল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ শোক

    নড়াইলের কালিয়ায় সমকাল প্রতিনিধির মায়ের ইন্তেকাল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ শোক

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    দৈনিক সমকাল পত্রিকার কালিয়া (নড়াইল) প্রতিনিধি মশিউল হক মিটুর মা হুরিয়া বেগম (৭১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে কালিয়ার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। দুই ছেলে ও চার মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
    দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    সমকাল পত্রিকার সাংবাদিক ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটুর মায়ের মৃত্যুতে নড়াইল ও কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ শোক-সমবেদনা জানিয়েছেন। #

  • ঝিনাইদহ চলছে শেষ আষাড়ে চৈত্রের খরা কৃষকেরকপালে চিন্তার ভাজ

    ঝিনাইদহ চলছে শেষ আষাড়ে চৈত্রের খরা কৃষকেরকপালে চিন্তার ভাজ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আষাড় মাস শেষ, অথচ বৃষ্টি নেই। এবার ভরা আষাড়ের দেখো মেলেনি বৃষ্টির। ফলে কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে। বীজতলা দিতে না পেরে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। আষাড় মাসের এই শেষ দিকে আগে দিনভর টিপটপ বৃষ্টি আর মাঠঘাট থৈথৈ করতো পানিতে। আর এখন ভরা আষাড়ে চৈত্রের খরায় পুড়ছে ঝিনাইদহ। গোটা জেলার কোথাও ভারি বর্ষনের দেখা মেলেনি। এ নিয়ে ঝিনাইদহ কৃষি বিভাগও শংকায় পড়েছে। মাঠঘাট পানি শুন্য। উচ্চমুল্যের ডিজেল কিনে বীজতলা তৈরী করতে হচ্ছে কৃষকদের। ফলে কাংখিত বৃষ্টি না হলে একদিকে যেমন কৃষকের সেচ খরচ বৃদ্ধি পেয়ে ধানের উৎপাদন খরচ বেড়ে যাবে, অন্যদিকে আমন ও আউস উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিতে পারে। সাধুহাটীর বংকিরা গ্রামের কৃষক আব্দুল হান্নান জানান, বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে বীজতলা তৈরী করেেত হয়েছে। এতে ব্যয় বেড়ে যাচ্ছে। কৃষক বাবলুর রহমান জানান, আউস আবাদে সম্পুরক সেচ দিতে হচ্ছে, অথচ আগে সেচ লাগতো না। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ভরা আষাড়ে বৃষি না হওয়ায় কৃষকদের হেক্টর প্রতি খরচ বেড়ে যাবে। তাছাড়া অনেক কৃষক এখনো বীজতলা দিতে পারেনি। করণ আমন আবাদ পুরো আষাড়ের বৃষ্টির উপর নির্ভরশীল। কৃষিবিদ আজগর আলী আরো জানান, চলতি আবাদ মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় এক লাখ ছয় হাজার ৮৩৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নিধর্অরণ করা হয়েছে। এছাড়া ৩৬ হাজার ৬৮০ হেক্টর জমিতে আউসের আবাদ হয়েছে। বৃষ্টি না হওয়ায় উভয় আবাদ ঝুকির মুখে পড়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • পঞ্চগড়ে মায়া ক্লিনিকে বন্ধের নির্দেশ  ও জরিমানা আদায়

    পঞ্চগড়ে মায়া ক্লিনিকে বন্ধের নির্দেশ ও জরিমানা আদায়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন চালু রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন।

    বৃহস্পতিবার রাত ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. স্বপূর্ণ সাহা এবং দেবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ধারা ৮ অমান্য এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।

  • নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি

    নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। নড়াইলের মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হচ্ছে শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৮৮ ভাগ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২০০ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতা দূরত্ব।
    পুরোদমে এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর বহুল কাঙ্ক্ষিত কালনা সেতুর নির্মাণকাজ। ২০২০ সালের ১৫ মে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় শুরু হয় সেতুর নির্মাণকাজ।
    দেশের প্রথম ৬ লেনের এ সেতুর কাজ ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে। ৬৯০ মিটার দীর্ঘ ও ২৭ দশমিক ১ মিটার প্রস্থের এ সেতুকে দৃষ্টিনন্দন করে তুলেছে ১৫০ মিটার স্টিলের নেলসন লসি আর্চ। সেতুর সংযোগ সড়কের কাজও শেষ। এতে স্প্যান রয়েছে ১৩টি ও গার্ডার ১৬০টি। এর মধ্যে বাকি ৮টি গার্ডার ইরাকসান এবং ৪টি স্প্যানের ডেক্সস্লাবের কাজ। এ সেতু চালু হলে কমবে দূরত্ব, সাশ্রয় হবে জ্বালানির। কালনা সেতু নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান জানান, পদ্মার এ পারে যতগুলো জেলা আছে, কালনা সেতু চালু হলে সবচেয়ে যে সুযোগ-সুবিধা আসবে তার মধ্যে নড়াইল জেলা অন্যতম। নড়াইলের ওপর দিয়েই প্রত্যেক দিন বিপুলসংখ্যক গাড়ি চলাচল করবে। কালনা সেতু প্রকল্পের ব্যবস্থাপক মো. আশরাফুজ্জমান বলেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন আমরা কালনা সেতু চালু করতে পারি। যাতে ঢাকার সঙ্গে আমাদের যশোর, নড়াইল থেকে শুরু করে কোলকাতা বা ভারতের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এবং এশিয়ান হাইওয়ে যে আমাদের এই কালনা নদীর দ্বারা বিচ্ছিন্ন ছিল এর মাধ্যমে যাতে সেই বিচ্ছিন্নতার অবসান ঘটে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কালনা সেতু।

  • সভাপতি স্বপন, সম্পাদক প্রদীপ তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    সভাপতি স্বপন, সম্পাদক প্রদীপ তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
    জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার সকালে তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, বিএমডিএ”র চেয়ারম্যান বেগম আকতার জাহান ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, ডা, রোকেয়া ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ,তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আবুল বাসার সুজন প্রমুখ। এছাড়াও কেন্দ্র, জেলা,উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন। এদিকে জেলার ভারপ্রাপ্ত সভাাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে
    দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

  • মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

    মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যাকারী ছেলে মফিজুল ইসলাম (৪০) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ১৫ই জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মফিজুল ইসলাম নেপা ইউপির সেজিয়া হলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেজেছেলে।
    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, পিতা হত্যাকারী পলাতক আসামী মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে হত্যা মামলায় মফিজুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
    উল্লেখ্যঃ জমা-জমি নিয়ে সংক্রান্ত বিরোধে নিজ বাড়ীতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে লাঠির আঘাতে খুন হয়। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।