Blog

  • ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে উপজেলার ইউনিয়ন কমিটিগুলোকে শক্তিশালী সংগঠনে তরান্বিত করার লক্ষে ময়মনসিংহ সদর জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯শে আগষ্ট) বেলা ১২টায় নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

    সদর উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ইদ্রিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয়পাটির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা ডা: কে আর ইসলাম, সাধারন সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, মহানগর জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন,সহ উপজেলার ১১ টা ইউনিয়ন কমিটির নেতাকর্মী বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

    জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াত জোটের দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও হাওয়া ভবনে তারেক রহমানের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, কিন্তু আওয়ামী লীগ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলার প্রতিটা ইউনিয়নে দলকে সুসংগঠিত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি একক ভাবেই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি ভালো বন্ধু পায় তবেই তাদের সাথে জোট করবে।

    সভায় আগামী ১৫ দিনের মধ্যে যেসব ইউনিয়ন কমিটি এখনো হয়নি তা দ্রুত করার জন্য সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় সংদের বিরোধীদলীয় নেতার আশু রোগমুক্তি কামনা ও জাতীয়পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
    বর্ধিত সভায় অন্যান্যদের মাঝে মহানগর জাপা নেতা আফজাল হোসেন হারুন,জাতীয় ছাত্র সমাজ ময়মনিসংহ জেলার সভাপতি সাব্বির হোসেন বিল্লাল,জাতীয় তরুণ পার্টির সভাপতি কাউসার আহমেদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর আগে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পাটির বর্ধিত সভায় জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা কে আর ইসলাম ও সাধারন সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর জাতীয পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ইদ্রীছ আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • বরিশালের গৌরনদীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    বরিশালের গৌরনদীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষে ২৯ আগস্ট সোমবার সকাল ১১টায় গৌরনদী হাইওয়ে থানা কম্পাউন্ডে এক সভার আয়োজন করা হয়।
    গৌরনদী হাইওয়ে থানার(ওসি) শেখ বেল্লাল’র সভাপতিত্বে অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
    (মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ) এডিশনাল ডিআইজি মোঃ হামিদুল আলম। আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, বার্থী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মামুন মোল্লা, মাই টিভি গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া,, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল, কাউন্সিলর মো. খোকন সিকদার।সার্জেন্ট মাহাবুব ইসলাম’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ,
    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বরিশাল বাসমালিক সমিতির সাধারন সম্পাদক কিষোর কুমার,
    সাংবাদিক আমিন মোল্লা, গৌরনদী পিক-আপ মালিক সমিতির সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলাম, গাউছিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবদুর রব হাওলাদার, মো. সোহেল ভূইয়া।
    এডিশনাল ডিআইজি মো.হামিদুল আলম তার বক্তব্যে বলেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে
    তাই হাইওয়েতে গাড়ির সংখ্যাও বেড়ে গেছে, এমতাবস্থায় সকলকে হাইওয়েতে গাড়ি চালনা ও চলাচলের সচেতনতার সাথে রাস্তা পাড়ি দিতে হবে।

  • আগৈলঝাড়ায় পশ্চিম সাজুরিয়া চেংঙ্গুটিয়া গ্রামে মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন

    আগৈলঝাড়ায় পশ্চিম সাজুরিয়া চেংঙ্গুটিয়া গ্রামে মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওর্য়াড পশ্চিম সাজুরিয়া চেংঙ্গুটিয়া গ্রামে নতুন একটি মসজিদ নির্মাণের স্থান নির্বাচন ও মাটি ভরাটের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
    ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ তালুকদারের পিতা মরহুম হাজ্বী মোঃ হোসেন তালুকদারের ইচ্ছানুযায়ী ২৯ শে আগস্ট সোমবার সকালে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, এসময় এলাকাবাসী সহ স্থানীয় ইউপি মেম্বার, বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওই এলাকায় কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের নামাজ আদায় করতে দুভোর্গ পোহাতে হয়। একপর্যায়ে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা মসজিদ নির্মাণের জন্য চেয়ারম্যান ইলিয়াছ তালুদারদের কাছে দাবী জানালে তিনি তার বাবার ইচ্ছের কথাও ব্যক্ত করেন এবং মসজিদের জন্য যতটুকু যায়গা প্রয়োজন হবে তিনি তা মসজিদের নামে ওয়াফহ করার প্রতিশ্রুতি দেন। প্রাথমিক ভাবে পাঞ্জেগানা ও মক্তব চালু হবে এবং পরবর্তীতে মসজিদের সম্পূর্ণ নির্মান কাজ শেষ হলে জুম্মার নামাজ আদায় করা হবে। শেষে দোয়া ও মোনাজাত করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

  • গৌরনদী বার্থী ইউনিয়ন  আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শোকদিবসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

    গৌরনদী বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শোকদিবসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সকল শহীদের স্মরনে তাদের আত্নার সান্তি কামনা করে
    গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে
    সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সোমবার বিকাল ৪টা আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
    বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আবদুর রাজ্জাক হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায়
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবনি নিয়ে স্মৃতিচারন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান।
    উপজেলা ছাত্রলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. স্বপন হাওলাদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু,এইচএম হারুন,
    যুগ্ম সাধারন সম্পাদক, ফরহাদ হোসেন মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম,
    চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম,
    কৃষক লীগের সভাপতি মো.ফারুক হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ, জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন,
    উপজেলা আওয়ামী লীগ নেতা, মো.নান্টু হাওলাদার, সৈয়দ নকিবুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান,
    কাউন্সিলর মো. খোকন সিকদার, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ,
    সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. সুমন মাহামুদ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
    কাউন্সিলর মো.মিলন খলিফা, মো.সাখাওয়াত হোসেন সূজন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রেনাল্ড বেপারী,
    উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া-প্রমূখ।
    শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সকল শহীদের স্মরনে তাদের আত্নার সান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন
    গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান। শেষে গনোভোজের আয়োজন করা হয়।

  • আগৈলঝাড়ায় সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন পালিত

    আগৈলঝাড়ায় সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নতুন প্রজন্মের প্রাণ পুরুষ যুবরত্ন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভ জন্মদিন তাঁর জন্মস্থান আগৈলঝাড়ায় উদযাপন করা হয়েছে।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্ম দিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রিয় নেতার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
    সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ সাবেক সফল চীফ হুইফ, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি ও শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাহান আরা বেগম এর কনিষ্ঠ পুত্র। ৭৫ এর ১৫ আগষ্ট শহীদ সুকান্ত আবদুল্লাহর ছোট ভাই আশিক আবদুল্লাহ বরিশাল সিটির নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও এফবিসিসিআইর অন্যতম পরিচালক, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ’র ভাই।
    তারুন্যের অহংকার প্রিয় নেতার জন্মদিনে দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও শুভাকাঙ্খিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগনিত শুভানুধ্যায়ী ও দলীয় নেতা কর্মীরা। আশিক আবদুল্লাহর জন্মদিনে তাঁর জন্য এবং মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। দোয়া-মোনাজাত পূর্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    বিশেষ দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মোঃ সাইদুল সরদার, মোঃ ইলিয়াস তালুকদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ শফিকুল হোসেন টিটু, মোঃ মিন্টু সেরনিয়াবাত, মোঃ জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংহঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়াড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • তারাকান্দায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

    তারাকান্দায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় তুলে ধরে সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার জনাব রাকিব আল রানা।

    তারাকান্দা উপজেলা প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত
    সভায় উপজেলার সার যেনো বাইরে না যায়, প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পান,বিক্রেতারা যেনো সার চড়া দামে বা ক্যাশ মেমো এবং উপযুক্ত ঠিকানা উল্লেখ ছাড়া বিক্রয় করতে না পারে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

    উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, বাংলাদেশ আওয়ামী লীগ, তারাকান্দা শাখার সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, অফিসার ইনচার্জ আবুল খাঁয়ের,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যানবৃন্দ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছার গদাইপুরের বিভিন্ন নার্সারি থেকে একাধিক টিউওয়েল চুরি;থানায় জিডি

    পাইকগাছার গদাইপুরের বিভিন্ন নার্সারি থেকে একাধিক টিউওয়েল চুরি;থানায় জিডি

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।পাইকগাছার গদাইপুর এলাকার বিভিন্ন নার্সারি থেকে পর্যায়ক্রমে একাধিক টিউওয়েল চুরি হয়েছে। ফলে নার্সারি মালিকরা চাঁরা গাছে সেচ দিতে বিপাকে পড়েছে। এ বিষয়ে পাইকগাছা থানায় জিডি হয়েছে।
    জিডি ও নার্সারি মালিক সমিতি সুত্রে জানাযায়, উপজেলার গদাইপুর ইউনিয়নে কয়েক শো নার্সারি রয়েছে। এসব নার্সারি থেকে গত ২৪ ও ২৫ আগষ্ট রাতে লেয়াকত, গপ্ফার, রাজীব, আকবার, ইনসাফ, মনিরুল, সাহেব আলীসহ বিভিন্ন নার্সারি থেকে টিউবওয়েল, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোরেরা। হঠাৎ করে রাতে নার্সারিতে চুরি বৃদ্ধি পাওয়ায় মালিকরা বিপকে পড়েছে। চুরি বন্ধে ও সচেতনতা বৃদ্ধির জন্য নার্সারি মালিক সমিতি এলাকায় পাইকে প্রচার করেছে। চুরি বিষয়ে নার্সারি মালিক মনিরুল মোড়ল পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছে।
    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, চোরদের ধরার জোর চেষ্টা চলছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা জাতিরন পিতাকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্রকে হত্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল-খাদ্যমন্ত্রী

    নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা জাতিরন পিতাকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্রকে হত্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল-খাদ্যমন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁরই নির্দেশে ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তির জন্য এ দেশের আপামর জনগন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন সার্বভোম বাংলাদেশ গঠিত হওয়ার পর সেই আলোকে পবিত্র সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে একদিকে যেমন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। দেশে উগ্রবাদী সন্ত্রাসী শক্তির প্রকাশ ঘটতে শুরু হয়েছে। পরবর্তীতে ২০০৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে পুনরায় বাংলাদেশে সরকার গঠিত হলে দেশ থেকে উগ্রবাদী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হয়। তারপরও দেশে মাঝে মাঝে উগ্রবাদি শক্তি ম্থাাচারা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

    খাদ্যমন্ত্রী শনিবার বিকাল ৫টায় নওগাঁ শহরের কালিতলা এলাকায় শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্ডপ প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নওগাঁ জেলা আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন সরকারের উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় । অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন, নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক পিযুষ কুমার সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক সাথী মজুমদ্রা, নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগবিজয়ানন্দজী মহারাজ এবং শ্রী শ্রী বুড়া কালিমাতা পূজা মন্ডপ কমিটির সভাপতি নিরোদবরন সাহা চন্দন।

    খাদ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে এখনও দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাঁদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারছেন। তিনি আছেন বলেই এখনও দেশের সর্বত্রই খোলা মাঠে খোলা জায়গায় স্বারম্ভরে সারাদেশে দূর্গা উৎসব উদযাপিত হয়ে আসছে। অথচ এক সময় এমন অবস্থা ছিলনা।

    দেশে চরম উগ্রবাদ, বাংলাভাই জেএমবি’র মত উগ্র সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কংসদের হত্যা করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক তেমনই প্রধথানমন্ত্রী শেখ হাসিনা এসব উগ্রবাদ এবং বাংলাভাইদের কঠোরহাতে দমন করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করেছেন।

    মন্ত্রী বলেন বর্তমানে একটি মহল সরকারের বিরুদ্ধে নানামুখি গুজব রটিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারন মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালাচ্ছে। তিনি সর্বক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে দেশের মানুষকে ঐসব কুচক্রীমহল থেকে সচেতন থাকার আহবান জানান। #
    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • সুজানগরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

    সুজানগরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মহিলা দলের উদ্যোগে স্থানীয় মানিকদীরে অনুষ্ঠিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম। উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক নাসরিন পারভিন মুক্তি,সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক লাভলী আক্তার,সদস্য কোহিনূর হাজারী, সুর্বণা হালিম ,আসমা খাতুন, শিমু ,আয়শা খাতুন, লিপি খাতুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা ও সদস্য সচিব বিপুল প্রাং প্রমুখ। সভায় বক্তারা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। এছাড়া আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে মহিলা দলের নেতাকর্মীদের শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। সভায় উপজেলা,পৌর ও ইউনিয়ন মহিলা দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আশুলিয়ায় নুর মোহাম্মদ নামের এই ছেলেটি হারিয়েছে!

    আশুলিয়ায় নুর মোহাম্মদ নামের এই ছেলেটি হারিয়েছে!

    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকার মধুপুর ২য় তলা মসজিদের পাশের বাসা থেকে গত ২৭ আগস্ট ২০২২ইং সকাল ১১টার দিকে নুর মোহাম্মদ (০৯) হারিয়েছে। কোনো ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেলে দয়া করে তার বাবা মোঃ সোহাগ হোসেন ও মা এবং মামার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। মামা ০১৭৪৩১৭৬১৯২, বাবা-০১৮৯৩৪৪৯৯৫২, মা-০১৮৭০২৪৯৯৩৪।