Blog

  • সুন্দরগঞ্জে কোন সারের সংকট নেই- কৃষি অফিসার রাশিদুল কবির

    সুন্দরগঞ্জে কোন সারের সংকট নেই- কৃষি অফিসার রাশিদুল কবির

    গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুনঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কোন প্রকার সারের সংকট নেই বলে জানান কৃষি অফিসার।
    এবছর উপজেলায় আমন মৌসুমে ২৯ হাজার ৩০০ হেক্টর জমির বিপরীতে ১২১০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেন সরকার। তন্মধ্যে ১ হাজার ৮৪ মেট্রিক টন সার ইতোমধ্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এখনও মজুদ রয়েছে ১২৬ মেট্রিক টন সার। আবার আগামী মাসে বরাদ্দের আনুমানিক ৭৫০ মেট্রিক টন সার আসছে। এছাড়া উপজেলা কৃষি অফিস ৭৫০ মেট্রিক টন ইউরিয়া সারের অতিরিক্ত চাহিদা পত্র উপরে পাঠিয়েছেন বলে জানা গেছে। কিন্তু তারপরও কিছু অসাধু ব্যবসায়ী মহল বিভিন্ন অপকৌশল ব্যবহার করে কৃত্রিম সার সংকট সৃষ্টির পায়তারা করছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির বলেন, আমাদের সারের কোন প্রকার সংকট নেই। কৃষকেরা যেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিসিআইসি ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে সার সংগ্রহ করে। তাছাড়া বর্তমানে বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাশাপাশি তারা যে কোনো সমস্যায় পড়লে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সাদেক হোসেনসহ সকল উপ-সহকারী কষি অফিসার নিজ নিজ দায়ীত্ব প্রাপ্ত এলাকায় সার্বক্ষণিক তদারকি করছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফের সাথে কথা হলে তিনি জানান, যাতে করে কালোবাজারির মাধ্যমে কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এজন্য আমরা বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

  • মোংলার পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে শোক দিবস পালন

    মোংলার পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে শোক দিবস পালন

    মোংলা প্রতিনিধিঃ
    মোংলা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩০ অগষ্ট) বিকেল ৫ টায় কুমারখালী খানজাহান আলী বাজার চত্বরে অনুষ্টিত হয়। আয়োজিত শোক সভায়
    পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাবেক সভাপতি, মো. বিল্লাল হোসেন’র সভাপতিত্বে এবং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি শাহ আলম শিকদার’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত শোক সভায় বক্তৃতা রাখেন, মোংলা পৌর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ এর সহ-সভাপতি হাবিবুর রহমান, মোংলা উপজেলা যুবলীগ এর সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ইজারাদার জালাল আহাম্মেদ বুলবুল, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিবুর রহমান,
    পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ, এম শরিফুল হাওলাদার,
    মোংলা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দরিয়া, মোংলা পৌর যুবলীগের সহ-সভাপতি হুমাউন কবির মনি, মোংলা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিল শিউলী আক্তার, মোংলা টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাইদ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি রেজাউল ইসলাম, মোংলা পৌর কৃষক লীগ সভাপতি মো. আসলাম, মোংলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-সানি প্রমূখ।
    এ সময় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮ সালের নির্বাচনের আগেও করেছে। আগামী নির্বাচন যতই এগিয়ে আসছে, শেখ হাসিনাকে সরানোর লক্ষ্যে ষড়যন্ত্র ততই বাড়ছে। এতে তাদের কী লাভ হবে জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে। বক্তারা বলেন, যেখানে রাসেলকে পর্যন্ত খুন করল, সেই পরিবার থেকে বেঁচে ফেরে বঙ্গবন্ধু কণ্যা। ভবিষ্যতের কথা বিবেচনা করে জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়য়ে বক্তারা বলেন সরকার প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছে। কিন্তু জ্বালানিসহ সবকিছুর দাম এত বেড়ে গেছে। এ কারণে সাশ্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়।
    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা অদক্ষ্য মাওলানা রুহুল আমিন। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

  • আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত

    আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৭তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রত্নপুর ইউনিয়নে শোক দিবস পালনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি সম্পন্ন হলো। এ উপলক্ষে ৩০ আগস্ট
    মঙ্গলবার মোহনকাঠী আদর্শ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল এগারোটায় জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনাসভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
    রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
    উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকতদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার,
    রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা রেমন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
    আলোচনাসভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    আলোচনাসভা শেষে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরণিযাবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন বারপাইকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামরুজ্জামান।

  • মোংলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সড়কে আওয়ামীলীগ

    মোংলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সড়কে আওয়ামীলীগ

    মোংলা প্রতিনিধি
    দেশব্যাপী বিএনপির কর্মসূচির প্রতিবাদে মোংলায় ভোর থেকেই মাঠে ছিলো আওয়ামী লীগ ও সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে ছাত্রলীগের ভূমিকা ছিলো চোখে পড়ার মত, মোংলা উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ সকাল থেকেই মোংলা শহরে মোটরসাইকেল বহর, এবং প্রতিবাদ মিছিল করে, মোংলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবস্থান নেয়, ভোর থেকে রাজপথে উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ নেতা মো. জলিল শিকদার, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, পৌর সেস্বাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজিব খান, পৌর ছাত্র লীগের সভাপতি কাজী রানা সাধারণ সম্পাদক শেখ বাপ্পি,কৃষক লীগের সভাপতি শাহাজাহান সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।
    এক প্রস্নের জবাবে নেতারা বলেন, বিএনপি যদি এ ধরনের অপচেষ্টা চালায়, জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিরোধ করবো। আসলে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা বলেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না। বিশ্বব্যাংকসহ পৃথিবীর অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করে, সেজন্য নানা ষড়যন্ত্র, অপচেষ্টা, বহুকিছু করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছে। এ নিয়ে জনগণ যখন তাদের ধিক্কার দিচ্ছে, তখন তাদের মাথাটা খারাপ হয়ে গেছে এবং সেকারণেই তারা নানা ধরনের আবোল-তাবোল কথা বলছেন। বিএনপি এই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এ বিষয়ে প্রশ্ন করলে নেতারা বলেন, ‘আমাদের বিদায় ঘণ্টা তো তারা ২০০৯ সাল থেকেই বাজাচ্ছে। যতই ঘণ্টা বাজাচ্ছে, ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং নিজেদের বিদায় ঘণ্টাই বাজিয়ে দিয়েছে। আর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্ন দেখতে কোনো দোষ আমি দেখি না। কিন্তু দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়, তা কঠোর হস্তে দমন করা হবে। এ সময় সড়কে কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।

  • স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচিত সভা ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

    শনিবার (২৬আগষ্ট)সকাল ১১টায় ২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে নবগঠিত কমিটির ১১জন সদস্যদের সাথে সাবেক কমিটির পরিচয় করিয়ে দেন বর্তমান কমিটির সভাপতি ।পরে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সদস্যরা হলেন, ওয়াহিদুজ্জামান মানিক( সভাপতি) ,ফুয়াদ হোসেন( সহ-সভাপতি), অন্যান্য সদস্যরা হলেন, মিঠুন আচার্য্য অনুজ, মোঃ শামসুলহক, দেবব্রত সমদ্দার, আনোয়ার হোসেন , মনিন্দ্রনাথ চক্রবর্তী , মারজান ফেরদৌস, শারমিন সুলতানা, মাহিনুর বেগম, ও সুজন সমদ্দার।

    ২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত সভাপতি ওয়াহিদুজ্জামান মানিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সঞ্চয় দত্ত রতন, সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন সাবেক কমিটির সহ-সভাপতি অসিম কর্মকার, সাবেক সদস্য সইটি,আজাদ সরদার, এবং অত্র স্কলের, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ৷এ সময় স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।

    আনোয়ার হোসেন

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।।

  • স্বরূপকাঠি সড়কের পাশে তালের বীজ রোপন

    স্বরূপকাঠি সড়কের পাশে তালের বীজ রোপন

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি :

    স্বরূপকাঠিতে বজ্রপাত ও পরিবেশের সুরক্ষায় জগন্নাথকাঠি টু চাঁদকাঠি সড়কের পাশে তালের বীজ রোপন করছে কেপি ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ময়নুল হক রাসেল।

    আজ সোমবার অসিত বড়াল সহকারী কৃষি কর্মকর্তা এর সঞ্চালনায় গুয়ারেখা ১১ গ্রাম ইউনিয়ন পরিষদ এর পুরাতন ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    হালিম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সঞ্জয় হালদার, আওয়ামীলীগ নেতা বিমল মিস্ত্রি, মো. সেলিম ফকির, মিলন ফকির, আরিফ ফকির, রিয়াজ ফকির, বনি ফকির প্রমুখ।

  • সেনবাগে গ্রাহকের ৪০ লক্ষাধিক টাকা নিয়ে মতিমিয়ারহাট সমিতির দায়িত্বশীলরা উধাও

    সেনবাগে গ্রাহকের ৪০ লক্ষাধিক টাকা নিয়ে মতিমিয়ারহাট সমিতির দায়িত্বশীলরা উধাও

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে শতাধিক গ্রাহকের সাধারণ সঞ্চয় ও বিভিন্ন মেয়াদী ডিপিএস এর জমানো প্রায় ৪০ লক্ষাধিক টাকা নিয়ে সমিতির দায়িত্বশীলরা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে অর্ধশতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার মতিমিয়ার হাট বাজারে অবস্থিত “মতিমিয়ার হাট বহুমুখী সমবায় সমিতি লিঃ ( রেজিঃ নং ঃ নোয়া -১৫৮) নামে একটি সমিতি বিগত ৮ -১০ বছর যাবত ঐ এলাকার মানুষদের আকর্ষণীয় লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে সাপ্তাহিক ও মাসিক সাধারণ সঞ্চয় এবং বিভিন্ন মেয়াদী ডিপিএস এর অর্থ আদায় করে আসছিলো। কিন্তু বিগত ২ বছরের ও অধিক সময় যাবত সমিতির অফিস বন্ধ করে দিয়ে গ্রাহকদের নিকট হতে অর্থ আদায় কার্যক্রম স্থগিত করে দিয়েছে সমিতির দায়িত্বশীলরা।এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন প্রায় শতাধিক গরীব ও হতদরিদ্র গ্রাহক।এমন পরিস্থিতিতে সমিতির সদস্যরা, সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ স্বপন ও আদায়কারী শহিদুল্লাহর নিকট বার বার তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা উত্তোলন করার আবেদন করে ও অদ্যবধি পর্যন্ত পাননি।
    উপরন্তুু আদায়কারী শহিদুল্লাহর অনেকের টাকা ফেরৎ দিবে বলে তাদের হিসাব বই নিয়ে জব্দ করে বর্তমানে গা ঢাকা দিয়েছেন।গ্রাহকদের অভিযোগ প্রায় শতাধিক গ্রাহকের ৪০ লক্ষাধিক টাকা নিয়ে বর্তমানে সমিতির দায়িত্বশীলরা পলাতক রয়েছেন এবং টাকা আত্মসাৎ এর বিষয়ে একে অপরকে দুষছেন।

    এবিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ফোন দিলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বার বার ফোন কেটে দেন এবং একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।সমিতির আদায়কারী শহিদুল্লাহকে ফোন দিলে তিনি তার স্ত্রী ও মেয়েকে দিয়ে ফোন রিসিভ করান এবং তারা বলেন শহিদুল্লাহ বাড়ীতে নেই। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ মুঠোফোনে গণমাধ্যমকে জানান, গত ২ বছর ধরে এই এলাকার বিভিন্ন বাড়ীতে গেলেই নারী – পুরুষদের এই অভিযোগ শুনতে হয়। সমিতির দায়িত্বশীলরা এলাকায় থাকেন না। তাই এ ব্যাপারে আমরা কিছুই করার নেই।

    সমিতির ভুক্তভোগী সদস্যরা সাংবাদিকদের জানান, তাদের কষ্টার্জিত সঞ্চিত টাকা ফেরৎ পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এবং এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করার প্রক্রিয়া চলছে।

  • ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে মানববন্ধন

    ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে মানববন্ধন

    মোঃ‌লিটন মাহমুদঃ

    সাংবাদিকদের কণ্ঠরোধে শাস্তি, জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার আইন রোধ করার এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন নামের একটি সাংবাদিক সংগঠন।

    সোমবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

    মানববন্ধনে অর্গানাইজেশনের মহাসচিব এস এম হানিফ আলী বলেন, ২০০৫ সালে প্রেস কাউন্সিল প্রস্তাবিত আইন যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৯ জানুয়ারি তথ্য সচিবের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হয়। সর্বশেষ ২০২২ সালের ২০ জুন মন্ত্রী পরিষদ বৈঠকে নীতিগত ভাবে অনুমোদন দেওয়া হয়।

    তিনি বলেন, বর্তমানে আইনটি সরকারের কাছে প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের প্রস্তাবনা, এই আইনে সাংবাদিকদের ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও জেল প্রদানের বিষয় রাখা হয়েছে। এই আইন আরও যাচাই-বাছাই করার জন্য সময় না নিয়ে, তড়িগড়ি করে পাস না করার জন্য দাবি জানাচ্ছি। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের ক্ষেত্রে মুক্ত গণমাধ্যমের বৈশ্বিক দাবি বাস্তবায়নে সংবাদপত্র সংশ্লিষ্ট ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে হবে এবং বর্তমানে যে মামলাগুলো হয়েছে তা প্রেস কাউন্সিলে হস্তান্তর করতে হবে এবং প্রেস কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না।

    এস এম হানিফ আলী বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী ও শক্তিশালী করে অভিন্ন নীতিমালা প্রণয়ন করে সাংবাদিক সংগঠনগুলোকে প্রেস কাউন্সিলের অধীনে নিবন্ধন করতে হবে। একটি উপজেলায় একটি সংগঠনের মাধ্যমে সব সাংবাদিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি মাত্র কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমেই এর বাস্তবায়নে আইন প্রণয়ন করতে হবে এবং কল্যাণ ট্রাস্টের কালো আইন বাতিল করে দেশের সব সাংবাদিককে এর সদস্য করে সুযোগ-সুবিধা দিতে হবে।

    মানববন্ধনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সভাপতি এস এম মোর্শেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপজেলা পর্যায়ের সাংবাদিক সহ মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ রুবেল, কার্যকরী সদস্য কাজী বিপ্লব হাসান, আনিচুর রহমান রলিন, লিটন মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা সুলতানা রিতা ও মোঃ শামীম উক্ত ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে মানববন্ধনে উপস্হিত ছি‌লেন ।

  • লালমনিরহাটে ফেনসিডিলসহ ৩জন গ্রেফতার

    লালমনিরহাটে ফেনসিডিলসহ ৩জন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিন গোতামারী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলসহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন দক্ষিন গোতামারী মৌজাস্থ জণৈক মোশারফ (৩২), পিতা- মৃতঃ আতোর আলী এর বসত বাড়ী সংলগ্ন পূর্ব পার্শ্বে অনুমান ০৫ গজ দূরে গলিপথে পায়ে হাটা কাচা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪(চৌষট্টি) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ মোঃ রফিকুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ হাবিবুর ইসলাম,সহ তিন জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ রফিকুল ইসলাম(২৬), পিতা-উকিল মামুদ, মোঃ লিটন মিয়া(২৩), পিতা-মোঃ মোকছেদ আলী, মোঃ হাবিবুর ইসলাম(২২), পিতা-মোঃ জয়নাল আবেদিন ,সর্ব সাং- দক্ষিন গোতামারী (২ নং ওয়ার্ড), থানা- হাতীবান্ধা, জেলা লালমনিরহাট।
    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ৪৪, ধারা – ৩৬(১) সারণির ১৩(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার দক্ষিন দক্ষিন গোতামারী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ তিনজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • কমিউনিটি ক্লিনিক অব্যবস্থাপনায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে

    কমিউনিটি ক্লিনিক অব্যবস্থাপনায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় , :
    পঞ্চগড় জেলার তেতুলিয়ায় কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডাররা সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা মানছেন না এমন কি দায়িত্বরত চিকিৎসকও স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত বসেন না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ক্লিনিকগুলোর পরিবেশ অপরিছন্ন ও অস্বাস্থ্যকর।

    সেবাগ্রহীতারা জানান, কমিনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামীন সাধারন মানুষ। তারা বাধ্য হয়ে ছুটছে গ্রামের হাতুড়ে ডাক্তার বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাসেম জানান, কমিনিটি ক্লিনিকে কর্মরতদের দায়িত্বহীনতার বিষয়ে মনিটরিং চলছে।

    জানা যায়, উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ১৪ টি কমিনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ৩ টি। উক্ত ক্লিনিকগুলো গ্রামাঞ্চলের একমাত্র চিকিৎসাস্থল হলেও সেখান থেকে সেবা গ্রহীতরা কাংখিত চিকিৎসা পাচ্ছে না। বাংলাবান্ধা, তিরনই, তেতুলিয়া, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর, দেবনগরসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৯৯৮ সালে কমিনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। তখন তিন মাসের প্রশিক্ষণে প্রতি ক্লিনিকে তিনজন করে হেলথ প্রোভাইটাডার নিয়োগ দেওয়া হয়। কিন্তু তদারকির অভাবে বর্তমানে ক্লিনিকের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। নিয়মানুযায়ী সপ্তাহে একদিন স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত একজন চিকিৎক ক্লিনিকে গিয়ে রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও যান না কেউ।অপর দিকে বিনামুল্যের ঔষধ অন্যত্র বিক্রি করছেন বলে জানা যায়।

    রবিবার (২৮ আগষ্ট) সরজমিনে গিয়ে দেখা যায় তিরনই হাট ফকির পাড়া এবং তেতুলিয়া সদর রনচন্ডি দায়িত্বশীল কর্মকর্তা- সি এইচ সিপি জয়নাল আবেদিন অফিসে আসলেন সকাল ১০ ঘঠিকায় অথচ তার ৮ ঘটিকার সময় উপস্থিত হওয়ার কথা। জনবল তিনজন থাকার কথা তার মধ্যে এইচ এ রুমালায়লা, এফ ডাবলু এ পারভিন অফিসে নেই। এমন চিত্র প্রায় সব ক্লিনিকে।

    রওশনপুরে একটি কমিনিটি ক্লিনিক রয়েছে, সেখানে দায়িত্বশীল কর্মকর্তার পদটি শুন্য পাওয়া যায়। এ বিষয়ে রওশনপুর গ্রামের সেবা গ্রহীত শহিদুল, মহসিনা জানান, হাতে ব্যথার জন্য এন্টাসিড, সেবা দিয়ে বিদায় করেন।

    এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সরকারের স্বাস্থ্য সেবা সকলের জন্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেছেন সেবা গ্রহীতারা ও সুধীজন।