Blog

  • বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    দিনাজপুর প্রাতনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা কমিশনার ভূমি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মাছে ভাতে বাঙ্গালী এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারা দেশে মৎস্য উৎপাদনের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওসমান গণি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়।
    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান, নাজমুল ইসলাম মিলন, সিদ্দিক হোসেন, নিতাই সাহা লেলিন, তৌফিক মোঃ রেজা, দশরথ রায় বাবুল তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, মোঃ আব্দুল জলিল। সাংবাদিকদের জানান গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ অনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

  • পানছড়িতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    পানছড়িতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    কৃষক বাঁচাও,দেশ বাঁচাও এই স্লোগানে বাংলাদেশ কৃষকলীগ পানছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৩ জুন) সকাল ১১ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য এর মাধ্যমে উদ্ভোধন করা মধ্য দিয়ে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয়ার্ধ সম্মেলনে শাজাহান কবির শাজুকে সভাপতি, ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক ও টিকলু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

    এই সময় পানছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ কাবির ফয়সাল এর সঞ্চালনায় ও পানছড়ি উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাজাহান কবির শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    এই সময় আরও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা,জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,বাংলাদেশ কৃষক লীগ এর দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সদস্য মোতাহের হোসেন বাবুল,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আরমান চৌধুরী, জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক টারজেন বড়ুয়া,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দে,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।

  • গোদাগাড়ীতে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম।

    মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমদিন (২৩ জুলাই) মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা। দ্বিতীয়দিন (২৪ জুলাই) প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়। তৃতীয়দিন (২৫ জুলাই) সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান। চতুর্থদিন (২৬ জুলাই) অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চমদিন (২৭) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা। ৬ষ্ঠদিন (২৮ জুলাই) মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ এবং সপ্তমদিন (২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান।
    মতবিনিময় সভায় জানানো হয়, উপজেলায় মাছের মোট উৎপাদন ৮ হাজার ৭ শত ১৪.০২ মে.টন । মাছের বার্ষিক চাহিদা ৬ হাজার ৫ শত ২২ মে.টন। উদ্বৃত হচ্ছে ২ হাজার ১ শত ৯২.০২ মে.টন।

    এছাড়াও মৎস্য উৎপাদন উপলক্ষে মাছ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ সহ মাছ উৎপাদনের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমেদ, মানিক, আসরাফ বাবু, ইসাহাক আলীসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,রাজশাহী।

  • মধুপুরে  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন।
    উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
    মতবিনিময় সভায়, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, বিলুপ্তপ্রায় জাতের মৎস্য চাষে গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এসময় তিনি এক সপ্তাহ ব্যাপি
    জাতীয় মৎস্য সপ্তাহে সকল দিবসে গনম্যাধম কর্মিগনকে উপস্থিত থাকার আহবান করেন।
    উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, এ বছর উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং ,ব্যানার, পোষ্টার,ফেসটুন ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, উদ্বোধনী র‍্যালী ও আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন ,প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা সহ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা হলরুম পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার, উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত মোছা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্য মেলার সম্পাদক সুজিত বসাক, উপজেলা শিক্ষা অফিসার নজমুল হক, মহিলা বিষয়ক অফিসার সুবীর পাল, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতির দীপক কুমার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্যনির্বাহী সদস্য অশোক কুমার সরকার, শেরপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের, শেরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কর্মকার কৃষ্ণ, সাংবাদিক নাহিদ আল মালেক, শাকিল আহমেদ, এরশাদ হোসেন, বাদশা, সৌরভ অধিকারী শুভ, যোবায়ের হোসেন, আব্দুল মমিন, মাহফুজ আহমেদ প্রমুখ

  • শেরপুর পৌরসভার ৫৯ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা

    শেরপুর পৌরসভার ৫৯ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা

    মাসুম বিল্লাহ শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
    শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৩৭ লাখ ৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তন হাজিপুর শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিবুর রহমান এম পি।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর থানার ওসি (তদন্ত) সনাতন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বগুড়া জজ কোর্ট এর অতিরিক্তি পি পি আবুল কালাম আজাদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, আশরাফুল ইসলাম, কাউন্সিলবৃন্দ।

  • হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ   মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানা পুলিশ ২০ কেজি গাঁজা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ২৩ জুলাই রাত টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার আন্দিউরা গ্রামের জনৈক মতিন খন্দকারের দোকানের সামনে হতে মাদক বিক্রেতাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মাদক বিক্রেতা হচ্ছে মোঃ আঃ বাছির(৩৪), পিতা- মৃত জাহেদ আলী, গ্রাম- উত্তর বেজুরা,থানা- মাধবপুর।

  • জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টঙ্গীবাড়ীতে সাংবাদিক সম্মেলন

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টঙ্গীবাড়ীতে সাংবাদিক সম্মেলন

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৩-০৭-২০২২)ইং বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।
    এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন কবির,সিনিয়র সাংবাদিক টিটু চৌধুরী, বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আপন সরদার, সাংবাদিক লিটন মাহমুদ,জসিম শেখ, আনিছুর রহমান রলিন সহ ক্ষেত্র সহকারী আবুল হোসেন প্রমুখ।

  • জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সপ্তাহব্যাপী কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সপ্তাহব্যাপী কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর দেশ বাংরাদেশ এই প্রতিপাদ্ধ সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সপ্তাহব্যাপী কার্যক্রম উদযাপিত শুর হয়েচ্ছে।গত ২৩জুলাই ২০২২ইং শনিবার প্রতি বছরের ন্যায় এ বছরও ২৩ -২৯ জুলাই ২০২২ খ্রি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হতে যাচ্ছে। আজ থেকে শুরু সপ্তাহব্যাপী এ আয়োজন ।

    মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুই বছর পরে কুমিল্লায় এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” এ মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের মতই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ।

    কালীগঞ্জে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সাইয়েদুল মোফাচ্ছালীন,অবসর প্রাপ্ত অধ্যাপক উত্তর বাংলা কলেজ এস এম মোসোয়ারুল ইসলাম,কালীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলা,রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, মঞ্জুরুল ইসলাম,ফারুক হোসেন,হাসমত উল্লাহ,সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট সিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • শোক আর শ্রদ্ধা সংসদের ডেপুটি স্পিকার এড,ফজলে রাব্বী মিয়া আর নেই

    শোক আর শ্রদ্ধা সংসদের ডেপুটি স্পিকার এড,ফজলে রাব্বী মিয়া আর নেই

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    দেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার(সাঘাটা-ফুলছড়ি)গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    ডেপুটি স্পিকার দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঐ হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
    ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী সংলগ্ন গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা।
    ১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল ল জারি করলে তার বিরোধিতার আন্দোলনে নেমে প্রথম আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফজলে রাব্বী মিয়া। তখন তিনি কেবল অষ্টম শ্রেণির ছাত্র।
    ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন।
    ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।
    ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
    ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম জাতীয় সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
    এর আগে, ২০২০ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা যান।
    প্রয়াত ডেপুটি স্পিকার তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ সহ সকল মহল থেকে শোকবার্তা জানিয়েছেন ।