Blog

  • সুজানগরে এরশাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    সুজানগরে এরশাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে এরশাদ শেখকে(৩৪) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবসাসী। সোমবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সুজানগর-পাবনা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচি পালন করে তাঁরা। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এরশাদ শেখের পিতা মোয়াজ্জেম শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, বিনা কারণে নির্মমভাবে আমার ছেলেকে গত রবিবার রাতে গুলি করে হত্যা ও কয়েকজন নারী-পুরুষকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসীরা। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। আমার ছেলে হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরণের কাজ করতে সাহস না পায়। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন নিহত এরশাদের বোন স্বর্ণা খাতুন ও সুবর্ণা খাতুন,সাবেক ইউপি সদস্য আকুব্বর শেখ,ইয়াছিন শেখ,লতিফ শেখ ও সিদ্দিক শেখ প্রমুখ। তাঁরা এ হত্যা মামলার প্রধান আসামি হালিম বিশ্বাস সহ অপর সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস পক্ষের লোকজনের সাথে স্থানীয় মোকাই শেখ পক্ষের পূর্ব বিরোধ ও স্থানীয় চরবিশ্বনাথপুর মাদারতলায় রাস্তার পাশে দোকান দেওয়াকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার সন্ধ্যায় বিএনপি নেতা আজম আলী বিশ্বাসের চাচাতো ভাই আক্কাজ বিশ্বাসের ছাগল মুকাই শেখের জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এবং পরবর্তীতে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় এরশাদ শেখ গুলিবিদ্ধ সহ আরো অন্তত ১১ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী এরশাদ শেখকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত এরশাদ শেখের পিতা মোয়াজ্জেম শেখ সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও তার ছেলে হালিম বিশ্বাস সহ ১৭ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,স্থানীয় বিএনপি নেতা রফিক বিশ্বাস ও মামুন বিশ্বাসকে গ্রেফতার করে গত সোমবার পাবনা কোর্টে প্রেরণ করে। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের লাইসেন্সকৃত বন্দুকটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, লাইসেন্সকৃত নাকি অবৈধ অস্ত্র দ্বারা এরশাদকে শেখকে হত্যা করা হয়েছে তা তদন্ত শুরু করছে পুলিশ। এছাড়া মামলার অপর আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের প্রাচীন স্থাপনা রাণী রাশমণিএস্টেটের কাচারি বাড়ি হতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র

    নড়াইলের প্রাচীন স্থাপনা রাণী রাশমণিএস্টেটের কাচারি বাড়ি হতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের প্রাচীন স্থাপনা রাণী রাশমণি এস্টেটের কাচারি বাড়ি হতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার অন্তর্গত জয়নগর ইউনিয়নের নড়াগাতি নামক গ্রামে রয়েছে রাণী রাশমণি এস্টেটের কাচারি।
    কালিয়া উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলােমিটার পূর্ব দিকে নড়াগাতি নামক গ্রামের অবস্থান।
    এ গ্রামের নড়াগাতি বাজারের সাথে লাগােয়া দক্ষিণ দিকে নড়াগাতি–বাঐসােনা পাকা সড়কের পশ্চিম পাশে রাণী রাশমনি এস্টেটের কাচারি বাড়ির অবস্থান।
    জানা যায় যে, ব্রিটিশ আমলে কলকাতায় রাণী রাশমণি নামে একজন জমিদার ছিলেন । তিনি তৎকালীন মকিমপুর ( বর্তমান রাধানগর ) পরগণার মালিক ছিলেন । নড়াগাতিতে রাণী রাসমণি এস্টেটের একটি প্রাচীন কাচারিবাড়ি আছে।
    জনশ্রুতি আছে , রাণী রাসমণি তাঁর জমিদারি মকিমপুর থেকে কালিয়ার নড়াগাতিতেও বিস্তার করেন। নড়াগতি বাজার সংলগ্নে অবস্থিত প্রাচীন কাচারি বাড়িটি রাণী রাশমণি এস্টেটের কাচারি বাড়ি হিসেবে স্থানীয় লােকজনের কাছে সুপরিচিত ।
    এটিকে আবার অমৃতনগর জমিদারির কাচারী নামে অনেকে উল্লেখ করেন। রাণী রাশমণি এস্টেটের কাচারি বাড়ির মাঝখানে একতলা বিশিষ্ট ১ টি ভবন রয়েছে । কাচারি ঘর হিসেবে পরিচিত এ ভবন থেকে প্রায় ৬.৫ মিটার পূর্ব দিকে ১ টি কালী মন্দির , প্রায় ৯ মিটার দক্ষিণ দিকে ধ্বংসাবশেষের ১ টি টিবি এবং প্রায় ৩৫ মিটার উত্তর–পূর্ব দিকে একটি প্রাচীন পুকুর রয়েছে।
    এ কাচারি বাড়ির দক্ষিণাংশে বিদ্যমান ধ্বংসাবশেষের ঢিবিটি রয়েছে। ঢিবিটির আয়তন প্রায় ৪৫০ বর্গ মিটার। এ ঢিবিটি পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ১ মিটার উঁচু । সম্ভবত এ ধ্বংসাবশেষের ঢিবিটি তৎকালে নীলকরদের নীল প্রক্রিয়াজাতকরণের স্থান বা নীল জাগের হাউজ ছিল । এ স্থানে প্রায় ৬০ সে.মি. পুরু দেয়ালের অংশবিশেষ দেখা যায়।
    তাই স্থানীয় লোকজনের দাবী নড়াইল জেলায় কালিয়া উপজেলার প্রাচীন স্থাপনাটি অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনাগুলিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘােষণা করে সংরক্ষণ ও সংস্কার করা হলে পর্যটকদের কাছে হতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র।

  • নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে থেকে ইয়াবা ও গাজা গ্রেফতার ২

    নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে থেকে ইয়াবা ও গাজা গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে থেকে ইয়াবা ও গাজা গ্রেফতার ২
    নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন দিক নির্দেশনায়, নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি ডিবি মোঃ সাজেদুল ইসলাম তত্ত্বাবধানে, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মন্লবার ৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) অপু মিত্র সংগীয় অফিসার ফোর্স পার্থ ইনজাম সহ ডিবি (নড়াগাতি টিম) আসামী আফিকুল ইসলাম (২৪), পিতা-অহিদুল ইসলাম, গ্রাম-নড়াইল সদর উত্তর ভওখালি, থানা/জেলা-নড়াইল ও আরমান সরদার(২৪), পিতা-করিম সরদার, গ্রাম ভওখালী, থানা জেলা-নড়াইলকে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২.৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটর গুড়া অংশ সহ নড়াইল সদর থানাধীন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পিছনে তিন রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

  • সুজানগরে হত্যা মামলার আসামির খামারে অগ্নিসংযোগ ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

    সুজানগরে হত্যা মামলার আসামির খামারে অগ্নিসংযোগ ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

    এম এ আলিম রিপন, সুজানগর ঃ পাবনার সুজানগরে একটি হত্যা মামলার আসামিদের মুরগির খামারে অগ্নিসংযোগ করে দেড় হাজারের অধিক মুরগি পুড়িয়ে হত্যা, মাছের খামারে বিষ প্রয়োগ করে ১২ লক্ষাধিক টাকার মাছ নিধন ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। জানাযায়, গত রবিবার রাতে উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস পক্ষের লোকজনের সাথে স্থানীয় মোকাই শেখ পক্ষের পূর্ব বিরোধ ও জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রবিবার সংঘর্ষে এরশাদ শেখ(৩৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পরপরই আসামি পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় আসামি পক্ষের আক্কাজ বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাসের পোল্ট্রি মুরগির খামারে অগ্নিসংযোগ করে দেড় হাজারের অধিক মুরগি হত্যা ও সোমবার রাতের আধারে মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাদি পক্ষের লোকজনকে দায়ী করে আজমআলী বিশ্বাসের স্ত্রী হালিমা খাতুন ও হালিম বিশ্বাসের স্ত্রী জাকিয়া হালিম জানান,ফার্মের ব্যবসা দিয়েই সংসারের খরচ চালাতেন। কিন্ত মুরগি পুড়িয়ে দেওয়া ও খামারের মাছ বিষ প্রয়োগ করে নিধন করায় এখন একেবারেই নিঃশেষ হয়ে গেলাম। এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা। তবে আসামি পক্ষের অভিযোগ অস্বীকার করে মামলার বাদী নিহত এরশাদ শেখের পিতা মোয়াজ্জেম শেখ জানান নিজ সন্তানকে হারিয়ে এমনিতেই আমরা বাকরুদ্ধ। এ ধরণের ঘটনা কেন আমরা ঘটাতে যাব। আসামি পক্ষের লোকজন মামলা থেকে বাঁচতে অথবা তৃতীয় কোন পক্ষের লোকজন এ ধরণের ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে থানায় এখনো মুরগির খামারে অগ্নিসংযোগ ও খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের কোন অভিযোগ কেউ দেয়নি। তিনি আরো জানান, এরশাদ শেখ হত্যায় সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও তার ছেলে হালিম বিশ্বাস সহ ১৭ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,স্থানীয় বিএনপি নেতা রফিক বিশ্বাস ও মামুন বিশ্বাসকে গ্রেফতার করে গত সোমবার পাবনা কোর্টে প্রেরণ করে। এছাড়া মামলার অপর আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কেশবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা  থেকে এক ভুয়া মেজর আটক

    কেশবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ভুয়া মেজর আটক

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর থানা পুলিশ ৬ সেপ্টেম্বর সকালে কেশবপুর উপজেলার বগা মোড় থেকে মোয়াজ্জেম কবীর (৩৭) নামে ওই ভুয়া মেজরকে আটক করেন।
    থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর সে নিজে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে থাকে। সে মানুষকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারনা করে আসছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাসাভাড়া করে বসবাস করে আসছিলো। সেই সুবাদে তার সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদার এর পরিচয় হয়। সেই সুবাদে ওদুদের ছেলে বিল্লাল হোসেনকে (২২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে তার কাছ থেকে ২০১৯ সালের ১৪ আগষ্ট তাদের বাড়িতে বসে এক চুক্তিপত্রের মাধ্যমে নগদ ৩’লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে সে বিল্লাল হোসেনকে চাকুরি দিতে ব্যর্থ হয়। এরএক পর্যায়ে সে বিভিন্ন প্রকারের টালবাহানা করে আসছে। ২৬ আগস্ট টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে এবং আত্মগোপনে চলে যায়। এরপর বিল্লালের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯। ৬সেপ্টেম্বর সকালে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীনের নিদেশে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীরকে আটক করে পুলিশ।
    কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন বলেন ভুয়া মেজর পরিচয় দানকারী মোয়াজ্জেম কবীরকে আটক করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সুজানগরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৮

    সুজানগরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৮

    এম এ আলিম রিপন, সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান মঙ্গলবার জানান, পাবনা পুলিশ সুপার মো.আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পৃথক পৃথক অভিযানে ওই আটজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এবং মামলার ভিত্তিতে পরবর্তীতে গ্রেফতারকৃতদের পাবনা কোর্টে প্রেরণ করা হয়। ওসি আরো বলেন, নারী-পুরুষ যেই হোকনা কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে সুজানগর থানা পুলিশ। মাদকের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, তারা কোন ছাড় পাবেনা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বানারীপাড়ায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব  বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। সোমবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে “সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আতিকুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন প্রমূখ।#

    এস মিজানুল ইসলাম।

  • বাবুগঞ্জে নবাগত ইউএনও-প্রেস ক্লাবের সাংবাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    বাবুগঞ্জে নবাগত ইউএনও-প্রেস ক্লাবের সাংবাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    মোঃ মহিউদ্দিন খান রানা বাবুগঞ্জ প্রতিনিধঃ বাবুগঞ্জে নবাগত ইউএনও-প্রেস ক্লাবের সাংবাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
    বাবুগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসাঃ নুসরাত ফাতেমা সঙ্গে বাবুগঞ্জ উপজেলার দুটি প্রেস ক্লাবের সাংবাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না ও বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অরুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামের এক কক্ষে অনুষ্ঠিত হয়।
    বাবুগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নুসরাত ফাতেমা সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সকল কলম যোদ্ধাদের সাথে মতবিনিময় ও পরিচয় পর্ব করেন ইউন‌ও মহোদয়।
    কার্য সম্পাদনকালে সহোযোগিতার জন্য সংবাদকর্মীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • জাতীয় দৈনিক জনতার বাংলার নির্বাহী সম্পাদকের যোগদান করলেন কাজী ওবাদুর রহমান

    জাতীয় দৈনিক জনতার বাংলার নির্বাহী সম্পাদকের যোগদান করলেন কাজী ওবাদুর রহমান

    সুমন খান:

    ঢাকা মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান , নতুন কর্মস্থল জাতীয় দৈনিক জনতার বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক পদের আই ডি কার্ড পরিয়ে দিলেন , পত্রিকার প্রধান সম্পাদক এম.মনির হোসেন। পাশে উপস্থিত ছিলেন জনতার বাংলার পত্রিকার ক্রাইম রিপোর্টার আলতাফ হোসেন,মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফ্রি-ল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব গোলাম কাদের। জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন খান , আশ্রয় প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আলী আফজাল আকাশ, সিনিয়র রিপোর্টার মুসা , খবরের আলোর প্রতিকার স্টাফ রিপোর্টার কাজী শরিফ নেওয়াজ লালন , শরিফুল ইসলাম, রেজাউল করিম, আলী আফজাল জাকির হোসেন, নতুন সময় পত্রিকা স্টাফ রিপোর্ট মারুফ হোসেন, নাজমুল হোসেনসহ আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের বিভিন্ন নেত্রী বৃন্দ।

  • আদিতমারীতে ফেন্সিডিলসহ মুকুল গ্রেফতার

    আদিতমারীতে ফেন্সিডিলসহ মুকুল গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোক্তারুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মোঃ হারুন অর রশিদ, ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন দুর্গাপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে মুকুল মিয়ার, শয়ন ঘরে তল্লাশি করিয়া তাহার বসত বাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী আধা পাকা চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর খাটের নিচ হইতে একটি পাটের তৈরী চটের বস্তার ভিতর রক্ষিত ১৬০ (একশত ষাট) বোতল ভারতীয় কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মুকুল মিয়া,কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলে মুকুল মিয়া(২৮), পিতা মোঃআজিজুল ইসলাম, সাং দীঘলটারী (ডিগ্রীচর) ৫নং ওয়ার্ড, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। –

    আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোক্তারুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার
    দুর্গাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মুকুল মিয়া, নামের একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।