Blog

  • বানারীপাড়ায় স্মরণিকা “প্রগতি” প্রকাশনার  মোড়ক উন্মোচন অনুষ্ঠান

    বানারীপাড়ায় স্মরণিকা “প্রগতি” প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বুধবার ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার উদ্যোগে স্মরনিকা “প্রগতি” প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। বানারীপাড়ার সংস্কৃতি সংগঠন নতুনমুখ মিলনায়তনে প্রগতি লেখক সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি ও ছড়াকার অপূর্ব গৌতম। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার সাধারণ সম্পাদক এবং প্রগতি প্রকাশনার সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন প্রধান অতিথি বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা খেলাঘর আসরের সভাপতি মোশাররফ হোসেন, কবি ও লেখক শিক্ষক আব্দুল আউয়াল মিলন, শিক্ষক মোঃ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন নতুনমুখের সম্পাদক মোঃ শাজাহান, লেখক অনুপ কুমার গুহ, সাবেক শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন, শিক্ষক বিমল ঘরামী, খেলঘর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, শিক্ষক মোঃ হাসান আহমেদ প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • নড়াইলের মহাজন-বড়দিয়া ঘাট এক বছর আগে ফেরি এলেও চালু হয়নি

    নড়াইলের মহাজন-বড়দিয়া ঘাট এক বছর আগে ফেরি এলেও চালু হয়নি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর মহাজন-বড়দিয়া ঘাটে প্রায় এক বছর আগে দুটি ফেরি আনা হয়েছে। এখনো ওই ঘাটে ফেরি চলাচল শুরু হয়নি।
    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদাসীনতা ও অবহেলার কারণে ফেরি চালু হচ্ছে না। তবে সওজের কর্মকর্তারা বলছেন, দুই মাস আগে ঘাটের সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। জনবলসংকটের কারণে ফেরি চালানো যাচ্ছে না।
    ওই ঘাটের পশ্চিম পারে মহাজন বাজার, এ পারে লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা সদর এবং পূর্ব পারে বড়দিয়া বাজার, এ পারে নড়াগাতী থানা ও কালিয়া উপজেলা সদর। এটি এক সময় নৌবন্দর ছিল। এখনো আছে নৌ পুলিশ ফাঁড়ি। জেলার মধ্যে টিন বিক্রির সবচেয়ে বড় মোকাম এখানে অবস্থিত। বড়দিয়া ও মহাজন বাজার দুটি অন্তত ১৫ কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড় বাজার। এ বাজারে কয়েকটি ব্যাংক, এনজিওর কার্যালয় ও বড় খাদ্যগুদাম রয়েছে। এর আশপাশে রয়েছে মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব মাধ্যমিক বিদ্যালয়, টুনা ইসলামিয়া মাদ্রাসা ও মহাজন মাধ্যমিক বিদ্যালয়সহ অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয় মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোজী হক বলেন, ‘নবগঙ্গা ও মধুমতী নদী পরিবেষ্টিত এলাকাটি পুরোনো ঐতিহ্যবাহী জনপদ। নদীবন্দরের কারণে একসময় আশপাশের জেলা থেকে এখানে বড় বড় ব্যবসায়ীরা মোকাম করতে আসতেন। সে ঐতিহ্য এখনো বিলীন হয়নি। অনেক আগেই এখানে সেতু হওয়া উচিত ছিল। সেতু হয়নি, সওজ ফেরি চালু করতে প্রায় এক বছর আগে দুটি ফেরি আনে, তা–ও চালু হলো না।
    এই ঘাটে নৌকায় পারাপারের ব্যবস্থা। কোনো গাড়ি পারাপার করা যায় না। গাড়ি পার করতে হলে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘুরে গোপালগঞ্জের চাপাইল সেতু বা কালিয়ার বারইপাড়া ফেরিঘাট দিয়ে আসতে হয়। দ্রুত অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে নিতে হলে এভাবে ঘুরে গোপালগঞ্জ, খুলনা, নড়াইল ও ঢাকায় নিতে হয়। মহাজন ঘাট পর্যন্ত যাত্রীবাহী বাস আসে। ফেরি চালু হলে নড়াগাতী ও কালিয়ায় বাস চলাচল করতে পারবে। প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ছোট পরিবহন চলতে পারবে।
    বড়দিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সরকার বলেন, বড়দিয়া ও মহাজন ঐতিহ্যবাহী পুরোনো বড় বাজার। ফেরি চালু না হওয়ায় পণ্য পরিবহনের জন্য কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, ট্রলি, ভ্যান, নছিমন চলতে পারে না। এ জন্য ওই ঘাটে এসে কুলি দিয়ে পণ্য নামিয়ে নৌকায় ওঠাতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি খরচও বাড়ে। এ ছাড়া উভয় পারেই নৌকার ঘাট সমতল নয়, খাঁড়া। তাই ওঠানামাও বিপজ্জনক।
    সরেজমিন দেখা যায়, মহাজন খেয়াঘাটের ১০০ ফুট উত্তরে উভয় পাড়ে পন্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত আছে। মহাজন পাড়ে পন্টুনের সঙ্গে দুটি ফেরি বাঁধা রয়েছে।
    কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘ফেরি চালু না হওয়ায় জনগণের ভোগান্তি হচ্ছে। বিষয়টি নিয়ে সওজ বিভাগের সঙ্গে এর আগে কথা বলেছি। আবারও বলব। জেলা প্রশাসনকেও জানাব।
    সওজের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘এক বছর আগে এ ঘাটে ফেরি আনা হয়েছে, তবে পন্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত ছিল না। দুই মাস আগে তা প্রস্তুত করা হয়েছে। কিন্তু লোকবলসংকটে ফেরি চালু করা যাচ্ছে না। কালনা সেতু চালু হলে সেখানকার লোকবল দিয়ে এ দুটি ফেরি চালু করার চেষ্টা চালাব।
    এটি এক সময় নৌবন্দর ছিল। এখনো আছে নৌ পুলিশ ফাঁড়ি। জেলার মধ্যে টিন বিক্রির সবচেয়ে বড় মোকাম
    স্থানীয়দের অভিযোগ, সওজের অবহেলার কারণে ফেরি চালু হচ্ছে না।
    সওজের কর্মকর্তারা বলছেন, জনবলসংকটের কারণে ফেরি চালানো যাচ্ছে না।

  • বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বানারীপাড়ায় মন্দিরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী সৌরভ হালদারের (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের সুরেশ হালদারের ছেলে এবং সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সৌরভ আলতা সৎ সঙ্ঘ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিলো। দুপুর ২টার দিকে রান্নার কাজে পানির জন্য মটরের সূইচ অন করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মন্দিরের লোকজন অচেতন অবস্থায় সৌরভকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ১৫ সেপ্টেম্বর অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে সৌরভকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। সৌরভ হালদারের অকাল মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিসহ সকলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৭/০৯/২০২২ ইং তারিখ বিকেল ০৩:২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ০৫ নং চান্দাইকোনা ইউপিস্থ পিংকি পেট্রোল পাম্পের সামনে ঢাকা হতে নঁওগাগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং ০১ টি বাসের টিকিট জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইমাম হোসেন (২৭), পিতা-মোঃ ছফিউল্যা, সাং-করইশ, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • মানিকছড়িতে ক্যান্সারে আক্রান্ত শানুকে বাঁচাতে পরিবারের আকুতি

    মানিকছড়িতে ক্যান্সারে আক্রান্ত শানুকে বাঁচাতে পরিবারের আকুতি

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    মাত্র ১৪ বছরের কিশোরী শানু আক্তারের শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সার। গত মাসের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের নিকট নেয়া হয় শানুকে। পরে সকল পরীক্ষা নিরীক্ষা করার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

    সদ্য কিশোরী শানু নিজেও জানেনা কতটা জটিল ও ব্যয়বহুল ব্যাধিতে আক্রান্ত সে। শুধু মলিন মুখখানা নিয়ে বাবা-মার কাছে জানতে চায় সুস্থ হবে কবে। হত-দরিদ্র দিনমজুর বাবা নিজের অশ্রুসিক্ত চোখ দুটি মুছে মেয়েকে শুধুই আশ্বাস দিতে থাকে। আর এ দিকে ব্যয়বহুল এই রোগের পরীক্ষা নিরিক্ষ ও চিকিৎসা করাতে তার বাবা ইতোমধ্যে খরচ করেছেন লক্ষাধিক টাকা। ঋণ করে চিকিৎসা চালিয়ে নিলেও এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি।

    শানু আক্তার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল গ্রামের হত-দরিদ্র দিনমজুর মো. আবুল খায়েরের বড় মেয়ে।

    শানুর কেমোথেরাপি, ব্লাড ও আনুষঙ্গিক খরচসহ চিকিৎসায় প্রায় ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসকরা শানুর বাবাকে জানিয়েছেন নিয়মিত মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় তার বাবা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাই ও বোনদের কাছে সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও যেকেউ চাইলে শানুকে B+ গ্রুপের রক্ত প্রদান করে সহায়তা করতে পারেন। যেকোন প্রকার সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করুন: মো. আবুল খায়ের 01836-715508 (বিকাশ পার্সোনাল),

  • ক্ষেতলাল নেশা জাতীয় দ্রব্য সহ আটক ১

    ক্ষেতলাল নেশা জাতীয় দ্রব্য সহ আটক ১

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০৮ সেপ্টেম্বর, ২০২২,তারিখ ১১.৫০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন পৌরসভার অন্তর্গত রামপুরা চৌধুরীপাড়া মসজিদের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ কাজল মিয়া(২১), পিতা-মোঃ আঃ সামাদ ,স্থায়ী: গ্রাম- রামপুরা (চৌধুরীপাড়া) , থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে সর্ব মোট ০৮ (আট) পিচ কাটা নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন .৮০ গ্রাম, মূল্য অনুমান ১৬০০/- (এক হাজার ছয়শত) টাকাসহ গ্রেফতার করেন। আসামীকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়।

  • আদালতে সত্য দিও  বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

    আদালতে সত্য দিও বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সোহেল রানা নামে বিজিব সদস্যের বিরুদ্ধে যৌতুকের জন্য সিদ্দিকা নাহার (২৫) নামে এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে গৃহবধূ মামলা দায়ের করলে বিচারকের হস্তক্ষেপে বিচ্ছেদ থেকে মুক্তি পান ওই দম্পতি। তবে বাড়ি ফিরেই বিচারকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও নির্যাতনের অভিযোগ উঠেছে বিজিবি সদস্যের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতনের শিকার গৃহবধূ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গিতালগাছ গ্রামে। ভুক্তভোগী ওই গৃহবধূ একই এলাকার বিজিবি সদস্য সোহেল রানার স্ত্রী। অভিযুক্ত সোহেল রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বর্তমানে কক্সবাজারের বান্দরবান রুমা বিজিবি ব্যাটালিয়ন-০৯ এ কর্মরত থাকলেও সে দুই মাসের ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

    অভিযোগে জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে সিদ্দিকা নাহারের (২৫) বিয়ে হয় একই ইউনিয়নের একই ইউনিয়নের গিতালগছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিজিবি সদস্য সোহেল রানার (২৭) সাথে পারিবারিকভাবে। বিয়ের সময় সোহেল রানাকে বিয়ের উপহার হিসেবে ৩ লাখ টাকা দেয় মেয়ের পরিবার।

    এরপর বিয়ের কয়েকদিনের মাথায় শুরু হয় মানসিক নির্যাতন। একই সময় নতুন করে ৪ লক্ষ টাকা যৌতুক চেয়ে শারীরিক ভাবে নির্যাতন শুরু করে সোহেল রানা ও তার পরিবার। এরপর ২০২১ সালে যৌতুকের দাবির অভিযোগ তুলে ভুক্তভোগী গৃহবধূ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা নং- নারী ও শিশু ২৫২/২০২১।

    বিষয়টি আদালতের মাধ্যমে কয়েক দফায় সমাধান করা হলে চলতি বছরের গত ২৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল পঞ্চগড়ের বিচারক উভয় পরিবারের সাথে সমাঝতা করে তাদের নতুন জীবন শুরুর সিদ্ধান্ত দেন। কিন্তু আদালত প্রাঙ্গন থেকে বাড়ি ফিরেই মানসিক ও শারীরিকভাবে আবারও গৃহবধূর ওপর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন শুরু হয়। এতে নির্যাতনের শিকার হয়ে গত ২ সেপ্টেম্বর যৌতুকের জন্য এবং মামলা তুলে নেয়ার জন্য আবারও নির্যাতন চালায় বিজিবি সদস্য সোহেল রানা।

    অসুস্থ অবস্থায় শ্বশুর বাড়িতে পড়ে থাকার বিষয়টি বাবার বাড়ির লোকেরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে চেয়ারম্যান ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

    ভুক্তভোগী গৃহবধূ সিদ্দিকা নাহার অভিযোগ করে বলেন, মামলা তুলে নেয়ার পাশাপাশি আরও ৪ লাখ টাকা যৌতুক হিসেবে পাওয়ার জন্য সে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিয়ের পর থেকেই আমার সাথে এমনটা করছে সে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালতের বিচারক সমাধানও করে দিয়েছেন। কিন্তু সে তার পরিবারের লোকদের সহায়তায় বিচারকের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে আবারও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার কথা না শোনায় বিজিবি সদস্য হওয়ায় হুমকি দিয়ে সব শেষ গত ২ সেপ্টেম্বর আমাকে হত্যার চেষ্টা করে। আমি তার কঠিন শাস্তি দাবি করছি।

    ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা বিষয়টি বার বার সমাধান করার চেষ্টা করেছি। আদালতে তিনবার এ বিষয়ে বিচারক শর্তসাপেক্ষে সমাধান দিয়েছে। কিন্তু সোহেল আমাদের কথাতো দূরে থাক আদালতের শর্তও মানছে না। আমার মেয়েকে হত্যার জন্য বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা সোহেলের বিচার দাবি করছি। যাতে করে কোনো বাবার ভাগ্যে এমন অবস্থা না আসে।

    এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিজিবি সদস্য সোহেল রানার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

    ছেলে কতৃক যৌতুক ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বিজিবি সদস্য সোহেল রানার বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলের শারীরিক সমস্যা আছে। এ কারণে আমাদের সাথে তারা লেগে পড়েছে। তারা চাচ্ছে ছেলেটার চাকরি খাওয়ার জন্য।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আদালতে তাদের সমঝতার হওয়ার পর আমাদের বিষয়টি দেখার নির্দেশ দেন আদালত। এদিকে আবারও অভিযোগ পাওয়া গেছে যে ওই গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। বর্তমানে গৃহবধূ চিকিৎসাধীন রয়েছে। তবে ভুক্তভোগী গৃহবধূর পরিবার শনিবার (৩ সেপ্টেম্বর) নতুন করে থানায় আরও একটি অভিযোগ করেছে। অভিযোগটি তদন্তে রয়েছে।

    আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজার রহমান আজু বলেন, নতুন করে যদি অভিযোগ করে থাকে তাহলে তা না দেখে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না।

    উল্লেখ্য, পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বিএম তারিকুল কবির গত ২৩ আগস্ট মামলার তারিখের দিন বিকেলে দম্পত্তিসহ দুই পরিবারকে খাস কামরায় ডেকে নিয়ে বিচারকের হস্তক্ষেপে বিচ্ছেদ থেকে মুক্তি পান ওই দম্পতি। এ সময় বিচারক সোহেলকে দুই মাসের ছুটির মধ্যে ১ মাস বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করা ও ১ মাস স্ত্রীকে বাইরে বিভিন্ন স্থানে ভ্রমণ করার দু’টি শর্ত জুড়ে দেন। একই সাথে যে একমাস বাড়িতে অবস্থান করবে সেই মাসের প্রতি সপ্তাহে বিচারকের সাক্ষাতের আদেশ দেয়া হয়। কিন্তু বাড়িতে ফেরার পর থেকেই আবারও গৃহবধূ সিদ্দিকা নাহারকে নির্যাতন করার অভিযোগ উঠে সোহেল রানার বিরুদ্ধে।

  • মুন্সীগঞ্জ‌ে  পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

    মুন্সীগঞ্জ‌ে পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

    ‌মোঃ‌লিটন মাহমুদঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেল‌ার বাংলাবাজার ইউ‌নিয়‌নের সরদারকান্দীগ্রা‌মে পদ্মা
    নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার ভিটে বাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। বৃহস্পতিবার ৮ই সে‌প্টেম্বর সকালে ১০ঘ‌টিকায় সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

    জানা গেছে, ভাঙন আতংকে রয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউ‌নিয়‌রের ৩‌টি গ্রামের মানুষ।
    পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি, শতশত একর ফসলি জমি সহ কয়েক কিলোমিটার গ্রাম।

    গত তিন বছর ধরে ভাঙনে বিলীন হয়ে গেছে বাংলাবাজার ইউ‌নিয়‌রে ৩টি গ্রামের শতশত ঘর বাড়ি। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের সকল বাসিন্দাদের। ভাঙনে তীব্র আকার ধারণ করায় হুমকিতে রয়েছে বাংলা বাজার ইউ‌নিয়‌নের সরদারকান্দী ,সন্ভু হালদার কান্দী,পূর্ব ম‌হিশ পুর ‌তিন টি গ্রা‌মের প্রায়ই দুই শতা‌ধিক প‌রিবার ।

    স্থানীয় বাসিন্দারা জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রতি বছর বর্ষা শুরু হলে পদ্মা নদীর ভয়াল থাবায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইউ‌নিয়‌নের ঘড়বাড়ী ও ফসলি জ‌মি ।

    সরেজমিনে গিয়ে দেখা যায়,সদর উপজেলার
    সরদারকান্দী ,সন্ভু হালদার কান্দী,পূর্ব ম‌হিশ পুর এলাকার শতা‌ধিক বাড়ির বসতভিটা, ফস‌লী জ‌মি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

    বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোরহাফ প‌ীর আমা‌দের কে বলেন, পদ্মা নদী ভাঙা‌নো আমা‌দের ইউ‌নিয়‌নে প্রতিবছরই এই ভাঙ্গ‌ন শুরু হয় আমি আমার ইউ‌নিয়‌রের পক্ষ থে‌কে এবং নিজ অর্থ‌্যায়‌নে যতটুকু আমার দ্বারা সন্ভব খাদ‌্যসামগ্রী দিয়ে সহযোগিতা করি কিন্তু সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা এখন পযর্ন্ত পাইনি। সরকারি পানি উন্নয়ন বোডের কাছে গিয়ে কোন রকম সহযোগিতা পাইনি তারা সহযোগিতার আস্বাস দিছেন কিন্তু এখন কিছু করা সম্ভব নয় পানি কমলে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়নবোডের উর্ধ্বতন কর্মকর্তাদের। এলাকার জনসাধারণের দাবি যত তারা তারি সম্ভব নদীর ভাঙ্গন রোধে বেবস্তা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি।

    তিনি আরও বলেন, এই ভাঙ্গন চলতে থাকলেও বাংলাবাজার ইউ‌নিয়‌রে মানচিত্র থেকে হয়তো একদিন ইউনিয়ন হারিয়ে যাবে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

  • শাফি হোসেন চিশতী ইউশার ৫ম মৃত্যুবার্ষিকী

    শাফি হোসেন চিশতী ইউশার ৫ম মৃত্যুবার্ষিকী

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    শাফি হোসেন চিশতী ইউশা (৮ সেপ্টেম্বর)বৃহস্পতিবার ৫ম মৃত্যুবার্ষিকী।

    ২০১৭ সালের এই দিনে সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু জ্বরে (ডেঙ্গু শর্ক সিমড্রোম) মৃত্যু বরন করেন।

    শাফি হোসেন চিশতী ইউশার বাবা দেশের শীর্ষ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং এখনো করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য, সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী ।

    ইউশার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার গ্রামের বাড়ী কুমিল্লায় ও ঢাকার রামপুরায় বাড়িতে মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

    উক্ত মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

  • পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের আর্থিক জরিমানা

    পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের আর্থিক জরিমানা

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীকে চাল ওজনে কম দেয়ায় ১জন ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোয় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় আরও ৬জন ব্যক্তিকে ৬টি মামলায় ৩৯৫০ টাকাসহ মোট ৮৯৫০ টাকা আর্থিক জরিমানা করেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।

    বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ) দুপুর ১২.৩০ টার সময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই জরিমানা করা হয়।

    এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেনঃসকলকে সরকারি নির্দেশনা মেনে ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে যানবাহন চালাতে হবে।আর না হলে জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।