Blog

  • জাতীয়  সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখায় সভাপতি রবিউল বাসারকে সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুন

    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখায় সভাপতি রবিউল বাসারকে সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুন

    কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

    কুমিল্লা জেলার জাতীয় সাংবাদিক সংস্থা’র নবগঠিত কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ আলমগীর গনি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।

    কুমিল্লা জেলার প্রিন্ট,ইলেকট্রনিক,অনলাইন পএিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার (০৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর হল রোমে রবিউল বাসাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি মোঃ আলমগীর গনি। বিশেষঅতিথি বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। এসময় উপস্থিত আরো বক্তব্য রাখেন আবদুল আওয়াল সরকার, সৌরভ মোহাম্মদ হারুন,বীর মক্তি
    যোদ্ধা মাহাবুবুর রহমান কাশেম,সহ অন্যান্যরা।এসময় সিএনএন বাংলা টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রবিউল বাশার খাঁনকে সভাপতি ও জাতীয় দৈনিক মানব কন্ঠ পএিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তরুনকে সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুমিল্লা ব্যুরো চীফ মোঃ জসিম উদ্দিন চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।এতে

    সপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেমকে সহ-সভাপতি, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানা মজুমদারকে সহ-সভাপতি, দৈনিক মানব জমিন মুরাদনগর প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ-সভাপতি, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার বিভাগীয় প্রতিনিধি মোঃ ফয়েজ আহম্মেদ সহ-সভাপতি দৈনিক আমার প্রানের বাংলাদেশ কুমিল্লা জেলা প্রতিদিধি মোঃ আবদুল আউয়াল সরকার সহ-সভাপতি, দ্যা বাংলাদেশ পোষ্ট কুমিল্লা জেলা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেনকে সহ-সভাপতি।

    দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম সুমন প্রচার সম্পাদক,দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সহ- প্রচার সম্পাদক, এন টিভি চান্দিনা উপজেলা প্রতিনিধি কাজী রাশেদুল ইসলাম শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক,দৈনিক আমার সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল হক রাসেল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে বাকীদের সদস্য পদে রাখা হয়।
    কুমিল্লা জেলা শাখার অনুমোদনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংবাদিক সংগঠন অভিনন্দন জানান।

  • আক্কেলপুরে মাথা ও মুখ থেতলানো এক যুবকের লাশ উদ্ধার

    আক্কেলপুরে মাথা ও মুখ থেতলানো এক যুবকের লাশ উদ্ধার

    রিদয় হোসেন (সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের আক্কেলপুরে ধান ক্ষেত থেকে মাথা ও মুখ থেতলানো অবস্থায় আশরাফুল ইসলাম খেলু (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর মহাবিদ্যালয়ের উত্তর পাশের্ ধান ক্ষেতে ঘটেছে। মৃত যুবক তিলকপুর রেল স্টেশনের প্লাটফর্মে বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসায়ী ছিলেন। সে ওই ইউনিয়নের কানচপাড়া গ্রামের ছামছুল হক বগার ছেলে। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় দুর্বিত্তরা তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীরা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে এক ব্যক্তি তার ক্ষেতে মরিচ উঠাতে গিয়ে ধান ক্ষেতের আইলের পাশে মাথা ও মুখ থেতলানো একটি লাশ দেখে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা তার চিৎকারে ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পাশে রক্তাক্ত একটি ইট পড়ে ছিল।

    পরিবারের সদস্যরা জানায়,গত কয়েকদিন পূর্বে তার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। পাশাপাশি একটি মেয়ের সাথে দীর্ঘ দিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনাগুলোর জের ধরেই হত্যা কান্ডটি ঘটতে পারে।

    নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে আমার ভাই তার দোকান বন্ধ করে বাসায় ফিরেনি। তার মোবাইল ফোনে অনেকবার ফোন করলে ফোন বন্ধ পাই। আমরা রাতেও অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। সকালে ধান ক্ষেতে তার লাশ পাই তাকে পরিকল্পিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই’।

    তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন, ‘সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ছেলেটি ভদ্র স্বভাবের ছিল। তার সাথে কারও শত্রুতা ছিল না বলে আমরা জানি’।

    এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক,ধান ক্ষেত থেকে মাথা ও মুখ থেতলানো যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরও জানান এখন পর্যন্ত কাওকে আটক করা সম্ভব হয়নি কিন্তু পুলিশি তদন্ত চলমান রয়েছে।

  • সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

    সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন পালন করা হয়েছে।
    শুক্রবার বিকালে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জনি, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহার্ত, সিটি কলেজ ছাত্রলীগ নেতা চয়ন, মিথন, মহিদুজ্জামান, মানিক,নাজমুল, পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা আজিবুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্না, সালাউদ্দিন, আরাফাত চয়ন প্রমুখ।

  • পঞ্চগড়ে  দাবা প্রতিযোগিতা  পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

    পঞ্চগড়ে দাবা প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    ০৯/০৯/২০২২ খ্রিষ্টাব্দ সন্ধা ০৭.০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ২০২২ এর পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন এস, এম, সিরাজুল হুদা, পিপিএম, পুলিশ সুপার পঞ্চগড় ।

    উক্ত দাবা খেলায় প্রথম স্থান অধিকার করেন পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় টিম, দ্বিতীয় স্থান অধিকার করেন করতোয়া কালেন্টরেট শিক্ষা নিকেতন টিম এবং তৃতীয় স্থান অধিকার করেন পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় টিম। বিজয়ী ক্ষুদে দাবা খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরন ও মেডেল পরিয়ে দেন অতিথিবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, পঞ্চগড় জেলা ক্রীড়া কর্মকর্তা, গৌতম কুমার, প্রধাণ অরবিটার জনাব মোঃ শফিক আহমেদ, । বিভিন্ন স্কুলের দাবা খেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ ও তাদের ক্রীড়া শিক্ষকগণ।

  • তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা ও মীলাদ শরীফ পালিত

    তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা ও মীলাদ শরীফ পালিত

    তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফ কর্তৃক আয়োজিত ১২ই রবীউল আউওয়াল শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা এবং ১২ই রবীউল আউওয়াল শরীফের সম্মানার্থে প্রতি আরবি মাসের ন্যায় সফর মাসের ১২ তারিখ মীলাদ ও দোয়া পালিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে ও নিজবাড়ী বাসামোড়ে রাজারবাগ দরবার শরীফের মুরিদগণসহ বহিরাগতরা একত্রিত হয়ে এই প্রচার-প্রচারণা এবং মীলাদ ও দোয়ার আয়োজন করেন।
    এসময় উপস্থিত ছিলেন- রাজারবাগ দরবার শরীফের তেঁতুলিয়া উপজেলার মুরিদ মুহম্মদ মোফাজ্জল হুসাইন, মুহম্মদ রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম (রফিক), নুর আলম, শরিফুল ইসলাম(শরিফ), আমানুল্লাহ, আব্দুল্লাহসহ বহিরাগত আরো অনেকেই।

  • রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬০ – তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬০ – তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬০ – তম সাহিত্য বৈঠক গতকাল ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
    সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। ছড়া পাঠ করেন কবি, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, হেলেন আরা সিডনী, আবু নাসের সিদ্দিক তুহিন, জয়িতা নাসরিন নাজ, এড.মাসুম হাসান, আব্দুছ ছালাম, কাব্য রাসেল, পূর্ণিমা রাজ, মীরা রায়, শাহিদা মিল্কি, খন্দকার মাহফুজার রহমান, লুৎফর রহমান সাজু। কবিতা আবৃত্তি করেন, আব্দুল কুদ্দুস, নীরেশ মুখার্জী, হাসনা হেনা বেগম রোজী, মনিরা আকতার, মামুন উর রশিদ, সুমাইয়া শুধু, আফরোজা বেগম। প্রবন্ধ পাঠ করেন সুফি জাহিদ হোসেন। সাংগঠনিক আলোচনা করেন পরিষদের সাধারণ সম্পাদক এড.জাকিয়া সুলতানা চৈতী। শুভেচ্ছা কথা বলেন শ ম আমজাদ হোসেন সরকার, সাংবাদিক শাহ আলম, সালমা হোসেন। সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, সুফি জাহিদ হোসেন, ডা. মফিজুল ইসলাম মান্টু, রওশন আরা সোহেলী। বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন কবি ও বাচিক শিল্পী আব্দুছ ছালাম। সাহিত্য বৈঠকটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি তাজুল ইসলাম।

  • রংপুরে অভিযাত্রিকের ২২৫২তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুরে অভিযাত্রিকের ২২৫২তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন । —

    গতকাল ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার বিকেল ৪.৩০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    গীতিকার, কবি জাহিদ হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন রানা মাসুদ, মাসুদ বশীর, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, বিমলেন্দু রায়, মাহমুদ এলাহী মন্ডল, কুশল রায় ,প্রিতম রায়,গোলাম রাব্বানী, ফখরুল ইসলাম,নাজমুল ইসলাম, ফজলে রাব্বি, কাব্য রাসেল, রায়হান আহমেদ রিমন, সাহিদা মিলকি, পূর্ণিমা রাজ, মীরা রায়,নাসরিন নাজ, ইরশাদ জামিল, আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ।

    আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী রওশন আরা সোহেলী ও ফারহান শাহীল লিয়ন।
    পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

  • আক্কেলপুরে সেনা সদস্যের মা ও বাবাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

    আক্কেলপুরে সেনা সদস্যের মা ও বাবাকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    আক্কেলপুরে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য সবুজ হোসেন এর বাবা ও মাকে হাত পা বেঁধে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে ওই সেনা সদস্যের চাচাতো ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার আওয়ালগাড়ী শেখ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এই ঘটনায় সেনা সদস্যের বাবা ভুক্তভোগী আতাউর রহমান (৬০) বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, বাদীর আপন ভাই সিরাজুল ইসলাম এর ছেলে ১.ইমাম হোসেন বাবু (৩৫), ২. শাহানুর (২৫), ৩. মেয়ে রুমা (৩০), ৪. স্ত্রী রেহেনা (৫৫), ৫. ইমাম হোসের এর স্ত্রী রুমি খাতুন (৩২), ৬. এনামুলের স্ত্রী নাদিরা (৩৫), ৭. মৃত ওহাব এর ছেলে সুলতান (৪০), ৮. আব্দুল হামিদ এর ছেলে আজুহান (৪০)।

    অভিযুক্তরা সেনা সদস্যের বাবা আতাউর রহমান ও মা রিনা বেগম কে হাত পা বাঁধতেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরে আসলে ৯ (সেপ্টেম্বর) শুক্রবার সরজমিনে গিয়ে জানা গেছে, ওই সেনা সদস্যের বাবা আতাউর রহমান ও সিরাজুল ইসলাম দুজনের মধ্যে ভাইয়ের সম্পর্ক। সেনা সদস্যের বাবা ও চাচা দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে চলছে ঝামেলা। ঘটনার দিন দু’পক্ষের নতুন বাড়ি নির্মানের জায়গা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্ত ইমাম হোসের সহ বাকিরা সেনা সদস্যের বাবা ও মাকে হাত পা বেঁধে রাখে এবং বাড়ি নির্মানের কাজ চলমান রাখে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনা সদস্যের বাবা ও মাকে রশি দিয়ে হাত পা বাঁধার ঘটনাটি দেখা গেছে।

    এবিষয়ে সেনা সদস্য সবুজ হোসেন মুঠোফোনে জানান, আমি বাংলাদেশ সেনা সদস্যতে কর্মরত আছি। আমার বাবা ও মাকে এভাবে প্রকাশ্যে হাত-পা বেঁধে মেরেছে আমার চাতাতো ভাইয়েরা ও ওই পরিবারের সদস্যরা। আমি কিছুই করতে পারছি না, কারন চাকুরী জনিত কারনে বাহিরে আছি এবং আমার বাড়িতে কেউ নাই। আমার বাবা ও মাকে একা পেয়ে তারা এমন অমানবিক নির্যাতন করেছে। আমার বাবা ও মা এখন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমি আমার বাবা ও মায়ের সাথে এই অমানবিক নির্যাতনের সুষ্ঠ বিচার চাই।

    আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে গিয়ে ভুক্তভোগী আতাউর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজারা, ভাতিজি, ও ভাই বউ মিলে হাত পা বেঁধে মারপিট করেছে কারন আমাকে হত্যা করলে আমার জমিগুলো তারা নিতে পারবে। তিনি আরো বলেন, আমার জমিতে তারা জোরপূর্বক ঘর নির্মাণ করতেছে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রীকে হাত পা বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

    স্ত্রীর সাথে কথা বললে তিনি বলেন, আমাকে হাত পা বেঁধে মারপিট করেছে এবং আমার শাড়ি ছিড়ে ফেলেছে, গলাই টিপে ধরেছে আমার শরিরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরেছে আমি এখন ব্যথায় উঠতে পারতেছি না।

    হাসপাতালে থাকা ভুক্তভোগীর মেয়ে সাথী জানান,
    আমার বাবা মাকে হাত পা বেঁধে মারপিট করে অন্যায়ভাবে আমাদের জমি দখল নেওয়ার চেষ্টা করছে তারা আমি জানিনা আমার বাবা মায়ের কি হবে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।

    ভুক্তভোগীর আতাউরের বোন আজুফা বেগম বলেন, আমার দুই ভাইয়ের মধ্যে এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। আমার বড় ভাইয়ের ছেলেরা, ছেলের বউ সহ সবাই মিলে ছোট ভাই ও তার বউ কে হাত পা বেঁধে মারপিট করেছে আমি ভয়ে তাদের বাঁধা দিতে পারিনি কারন আমাকেও মারপিট করবে গেলে ইতিপূর্বে তারা আমাকেও মারপিট করেছিলো। ওই জায়গা ওরা পাবেনা অথচ জোর করে দখলের চেষ্টা করে।

    অপরদিকে এ ব্যপারে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে বাড়িতে তাদের পাওয়া যায়নি। তাদের পিতা সিরাজুল ইসলাম বলেন, আমি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছি আমি আমার ছেলেদের নিষেধ করেছি মারামারি করতে তারা কোন মারামারি করেনি তবে তাদের চাচাকে আটকাতে রশি দিয়ে হাত পা বেঁধেছে মাত্র।

    ওই পরিবারের মহিলা সদস্যরা জানান, পৈত্রিক সূত্রে তারা যতোটুকু জায়গায় মালিক আমরাও ততোটুকু জায়গার মালিক। কিন্তু তারা এক জায়গায় তাদের অংশ দাবি করে দখল অবস্থায় আছে আর আমাদের কে তিন খন্ডে অংশ দিয়েছে। আমরা আমাদের জায়গায় ঘর করতেছি এমতাবস্থায় আতাউর এসে সব কিছু ভেঙ্গে দিতে লাগলে আমাদের লোকজন তাকে নিষেধ করে কিন্তু তিনি না শুনে ভাতিজাদের মারধর করতে লাগলে ভাতিজারা চাচার গায়ে হাত দিবেনা জন্য হাত পা বেঁধেছে।

    এ ব্যপারে স্থানীয় নজরুল, শাহিনুর রহমান ও আলম বলেন, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে চলছে এই ঝগড়া। কোন মারামারি হয়নি তবে হাত পা বেঁধেছে কারন আতাউর এসে তাদের সবকিছু ভেঙ্গে দিচ্ছিলো। পরে তারা নিজেরাই ব্লেট দিয়ে হাত পা কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্থানীয় রুকিন্দিপুর ইউপির সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বলেন, দুই পরিবারের এই জায়গা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা পৈত্রিক সূত্রে আতাউর ও সিরাজুল সমান অংশীদার কিন্তু আতাউর এক জায়গায় তার নিজের অংশ নিয়ে সিরাজুল কে তিন জায়গায় দিয়েছে। ইতিপূর্বে আমিও তাদের প্রস্তাব দিয়েছিলাম যে সিরাজুলের যেহেতু ছেলে বেশি তুমি তার বাড়ির অংশ পুরোটা নিয়ে পাশে যে পুষ্কনি আছে সেদিকে ওদের জায়গা ছেড়ে দাও তাহলে আর কোন ঝামেলা হবে না। কিন্তু আতাউর ও তার সেনা সদস্য ছেলে তা মানে না, তারা এভাবেই জায়গায় দখল নিতে চায়। এই নিয়ে ঘটনার দিন ঝামেলা হলে চাচা আতাউর এসে সব ভেঙ্গে দিলে তাকে ভাতিজারা বারবার নিষেধ করে তারপরেও না শুনলে অবশেষে হাত পা বেঁধে রাখে। কারন সিরাজুলের পরিবার চেয়েছিলো যেহেতু জায়গা নিয়ে ঝামেলা সেহেতু ঘর তুলি তারপর দুই পক্ষে বসে একটা সমাধানে আশা যাবে। আসলে ওইদিন কোন মারামারি হয়নি, মারামারি ঘটনা পুরাটা মিথ্যা।

    আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি আমাদের তদন্ত অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি মিমাংসা করবেন বলে জানিয়েছেন যদি মিমাংসা না হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

  • ইস লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    ইস লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    ইস

    – আবু নাসের সিদ্দিক তুহিন

    চারিদিকে বিয়ের আমেজ
    ইস
    বিশের অধিক খাবার মেনু
    ডিস
    গুরুপাকের খাবার গুলোই
    বিষ
    শালাবাবু নাবল্লেও বেশি বেশি
    দিস
    খাবার খেয়ে পেট ফুলিয়ে
    শিস
    কোরমা পোলাও রোস্ট কোপ্তা
    ফিস
    রক্তচাপের চাপ বাড়লেও
    কিস
    চারিদিকে বিয়ের আমেজ
    ইস।।

  • তেতুল খাওয়ার শখ্ লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    তেতুল খাওয়ার শখ্ লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    আবু নাসের সিদ্দিক তুহিন

    তেতুল গাছে তেতুল ধরে
    আম গাছেতে আম,
    বারোমাসি আমড়া খেলাম
    বর্ষা কালের জাম।

    তেতুল তলায়,তেতুল কুড়াই
    মুখ খুললেই জল,
    তেতুল খাওয়ায় সাদ্ধি লাগে
    বাড়িয়ে দেবে বল।

    তেতুল গোলা ছোট্ট বেলা
    ফেরির নিকট খেতাম,
    উপহারটা গোলা দিয়েই
    হেব্বি মজা পেতাম।

    তেতুল আচাঁড় মজার লাগে
    চটপটিতে জল,
    বন্ধুরা সব হৈ দিয়েছে
    তেতুল খাবো চল।

    বাঘা তেতুল মিষ্টি তেতুল
    তেতুল মানেই টক,
    কেন জানি আমার এখন
    তেতুল খাওয়ার শখ।