Blog

  • বরগুনায় প্রবাসী মেয়ের বাড়িতে বিধবা মাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

    বরগুনায় প্রবাসী মেয়ের বাড়িতে বিধবা মাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার আমতলীতে কাতার প্রবাসী
    মেয়ে শাহিনুরের বাড়ীতে তার মা শাহাভানু (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারীরা তাকে হত্যা করে মেয়ের ঘরে থাকা দুই লক্ষ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

    ২৬ তারিখ মঙ্গলবার দুপুরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করে।

    সোমবার গভীর রাতে আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

    স্হানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের মৃত্যু জব্বার হাওলাদারের বিধবা স্ত্রী শাহাভানু কাতার প্রবাসী মেয়ে শাহিনুরের নতুন বাড়ীতে নাতি অন্তরকে নিয়ে বসবাস করে আসছে। অন্য দিনের মত সোমবার রাতে শাহাভানু ও তার নাতি অন্তর (১২) ঘরে ঘুমিয়ে ছিল। রাতে হত্যাকারীরা ঘরের পিছন দিকে সুরঙ্গ খুড়ে ঘরে প্রবেশ করে। পরে বৃদ্ধা শাহাভানুকে হত্যা করে পুকুরে ফেলে রাখে এবং ঘরে থাকা দুই লক্ষ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

    মঙ্গলবার সকালে অন্তর ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা দেখে এবং নানিকে খুঁজে না পেয়ে মুঠোফোনে অন্তর তার মা শাহিনুরকে জানায়। মঙ্গবার বেলা সাড়ে ১১দিকে অন্তর পুকুরে নানির মৃতদেহ ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করে। বৃদ্ধার মরদেহে আঘাতের চিহৃ রয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান। পুলিশের ধারনা হত্যাকারীরা বৃদ্ধাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখেছে।

    শিশু নাতি অন্তর বলেন, সকালে ঘুম থেকে জেগে দরজা খোলা দেখি কিন্ত নানিকে দেখি না। পরে মাকে ফোনে জানাই। বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে নানির মরদেহ ভাসতে দেখে ডাকচিৎকার দেই।

    বড় জামাতা মোঃ হানিফ হাওলাদার বলেন, হত্যাকারীরা ঘরের পিছন দিয়ে সুড়ঙ্গ খুড়ে ঘরে প্রবেশ করে আমার শ্বাশুড়ীকে হত্যা করেছে। তিনি আরো বলেন, শ্বাশুড়ী এলাকার বিভিন্ন মানুষের স্বর্নালংকার রেখে টাকা ধার দিতেন। হত্যাকারীরা ওই স্বনালংকার ও ঘরে থাকা দুই লক্ষ টাকা নিয়ে গেছে।

    ইউপি সদস্য মোঃ আবু সালেহ বলেন, বৃদ্ধার মেয়ে কাতার প্রবাসী। তিনি তার নাতি অন্তরকে নিয়ে মেয়ের নতুন বাড়ীতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে তার মরদেহ পুুকরে ভাসতে দেখে আমরা পুলিশে খবর দেই। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

    আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ঘটনা রহস্যজনক। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

    ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অপরাধ বিরোধী বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৬জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করেছে।
    এর মাঝে এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম চরপাড়া থেকে চুরি মামলার আসামী মোঃ সাইবিকে চোরাই মালসহ গ্রেফতার করে। এসআই মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম খাগডহর ঘুন্টি (মধ্যপাড়া) ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ
    মাদক ব্যবসায়ীর মামুনুর রশিদ ওরফে মামুন, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র‌্যালী মোড় এলাকা থেকে দস্যুতার চেস্টার মামলার আসামী সাহরুখকে গ্রেফতার করে।
    এছাড়া এএসআই সোহরাব হোসেন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাসিমা আক্তারকে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
    ওসি শাহ কামাল আকন্দ জানান- ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও সমাজের অপরাধ নির্মুলের মাধ্যমে ময়মনসিংহবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযান কে সফল করতে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

  • ময়মনসিংহে রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ওসি শাহ কামাল আকন্দ

    ময়মনসিংহে রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ওসি শাহ কামাল আকন্দ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম-সেবা কে ময়মনসিংহ রেঞ্জে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছায় জানিয়ে বরণ করেছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

    মঙ্গলবার (২৬শে জুলাই) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে গিয়ে নবাগত ডিআইজির সাথে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে বরণ করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

    এসময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে জনগণের বন্ধু হিসেবে সততার সাথে কাজ করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি
    দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম-সেবা।

    ওসি শাহ কামাল আকন্দ নবাগত ডিআইজির আহবান এর জবাবে বলেন; মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আইনমন্ত্রী,আইজিপি,ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশ দিয়েছেন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার জন্য। তাই কোতোয়ালী মডেল থানা এলাকাকে মাদকমুক্ত করার জন্য আপনার সু-পরামর্শে মিডিয়াসহ সকলের সহযোগিতা নিয়ে আজ থেকে পুলিশ কঠোর হবে। মাদকের সাথে আমি আপোষ করবো না এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন- মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী থাকবে না কিন্তু পুলিশ থাকবে। এসময় কোতোয়ালী মডেল থানায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • টেকনাফের ইউএনও আচরণে সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে-ময়মনসিংহে সোহেল আহমেদ

    টেকনাফের ইউএনও আচরণে সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে-ময়মনসিংহে সোহেল আহমেদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার ২৬শে জুলাই দুপুরে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত পত্রিকার
    সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সোহেল আহমেদ।

    অপরাধ জগত ময়মনসিংহ ব্যুরো চীফ তসলিম সরকার এর সভাপতিরে ময়মনসিংহ, শেরপুর জামালপুর নেত্রকোনা জেলার সাংবাদিকগণ এই সভায় অংশগ্রহণ করেন।
    এসময় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল, জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন উজ্জ্বল, আবুল কালাম আজাদ, আরিফ রব্বানী, আতিকুর রহমান এলিম, আবুজর গিফারী জাফর, রাসেল আহমেদ, শেরপুর জেলা প্রতিনিধি কায়সার নিয়াজ প্রমুখ।
    প্রধান অতিথি সোহেল আহমেদ বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে বলেন টেকনাফের ইউএনও আচরণে সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ওএসডি কোন শাস্তি নয় চাকুরি বিধিমালা অনুসারে ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের বিবেগ আরো জাগ্রত করতে হবে সমাজের অসংহতি সম্ভাবনা নিয়ে সাহসিকতার সাথে কাজ করতে হবে। রাষ্ট্রের কর্তাব্যক্তিদের সাথে সাংবাদিকদের নীবির সম্পর্ক গড়ে তুলতে হবে। সাংবাদিকরা কারো শত্রু নয়। সংবাদ প্রকাশের কারণে দেশের প্রত্যান্ত অঞ্চলে অগনিত সাংবাদিক মামলা হামলা হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিটি ঘটনার ন্যায় বিচার পেতে সোচ্চার কন্ঠে প্রতিবাদ অব্যাহত রেখেছে। দেশের সকল সাংবাদিকদের যেকোনো অন্যায় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে এবং অধিকার মর্যাদা রক্ষায় বিএমএসএফ’র ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

  • লালমনিরহাটে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

    লালমনিরহাটে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার সদর থানাধীন তালুক খুটামারা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ এক জনকে গ্রেফতার করেন।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই/মোঃ আমিনুল ইসলাম, এএসআই/ ফরহাদ আলী,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের সদর থানাধীন তালুক খুটামারা মৌজাস্থ জনৈক মোঃ বাদল মিয়ার চায়ের দোকানের সামনে লালমনিরহাট হইতে পাটগ্রাম গামী হাইওয়ে রাস্তার উপর হইতে মোঃ মিজানুর রহমান এর চালিত প্রাইভেট কার এর ব্যাক ডালার ভিতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানায় একটি মালা হয়।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন তালুক খুটামারা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিশেষ প্রাইভেট কার এর ব্যাক ডালার ভিতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিজানুর রহমান, নামের এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • পুঠিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়া, (রাজশাহী) ঃ প্রতিনিধিঃপুঠিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাক্তার কফিল উদ্দিন (৫৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    নিহত মোটরসাইকেল আরোহী কফিল উদ্দিন পুঠিয়া পৌরসভার ৩নং গোপালহাটি ওয়ার্ডের মৃত কছের উদ্দিন মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল সাড়ে চার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি পাম্পের কাছে এ দুুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকালে নিহত ডাক্তার কফিল উদ্দিন মোটরসাইকেল যোগে মহাসড়কের গোপালহাটি পাম্পের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে পারাপারের সময় পুঠিয়া থেকে দ্রুতগামী অপর একটি মোটরসাইলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসইকেল আরোহী ডাক্তার কফিল উদ্দিন মহাসড়কের দক্ষিণ পাশে ছিটকে পড়ে মুখ ও মাথায় গুরুতর জখম হয়।

    এসময় তাকে গুরুতর অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমিতি দেওয়া হয়েছে।

    এছাড়াও এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলেছে বলে এ কর্মকর্তা জানান। #

    মাজেদুর রহমান (মাজদার)

    পুঠিয়া,রাজশাহী।।

  • কেশবপুরে ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

    কেশবপুরে ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার ৫,৭ ও ৮নং ইউনিয়ন এবং পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬জুলাই সকাল থেকে সন্ধ্যা পযন্ত বিএনপির দলীয় কার্য্যলয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুর আলম বুলবুল এর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ এর সভাপতিত্বে প্রত্যেক ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
    প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিঃ মোঃরবিউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক খন্দকার রাসেল, জেলা পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমদাদ হোসেন শাওন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু রানা বাবু।

  • ফুলবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

    ফুলবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আমান আলী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

    সোমবার দিবাগত রাত উপজেলা কুশমাইল টেকিপাড়া (মাঝিপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আমান আলী ওই এলাকার শাহ আলীর ছেলে।

    ফুলবাড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রের জানান, আমান আলী একজন নেশাগ্রস্ত ছিলেন। মাঝিপাড়া সেগুন বাগানে নিয়মিত রাতবর নেশা করত তিনি। নেশার টাকা সংগ্রহ করতে এলাকায় বিভিন্ন অপকর্ম ও অটোগাড়ি চুরি সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সকালে লোজজন ধানক্ষেতে কাজ করতে গেলে ঐ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে গেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

  • পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার

    পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

    সোমবার (২৫ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

    প্রেস বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনকে সাময়িক বহিষ্কার করা হলো।

    কি কারণে কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

    এদিকে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান বিষয়টি রাতে নিশ্চিত করে বলেন, সাধারণ সম্পাদক প্লাবন সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাজ করেছেন। গত ১৯ জুলাই কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পঞ্চগড়ের পাঁচ উপজেলার সম্মেলনের জন্য আমরা যে তারিখ প্রকাশ করেছিলাম তা স্থগিত করা হয়েছে। সেই সাথে জেলা শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

    এই সিদ্ধান্তকে অমান্য করে আমাদের সাধারণ সম্পাদক প্লাবন বোদায় ২০ তারিখ ও দেবীগঞ্জে ২৫ তারিখ সম্মেলন করেছে। তাই কেন্দ্রের বাইরে গিয়ে এমন কাজ করায় কেন্দ্র সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সাময়িক বহিস্কার করেছে।

    উল্লেখ্য, কেন্দ্রীয় সংসদের নির্দেশনা উপেক্ষা করে বোদা ও দেবীগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তা কতটা বৈধ তা নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ।

  • এমপিও ভুক্ত বিদ্যালয়ের আছে নতুন ভবন শ্রেনি কক্ষে শিক্ষার্থী শুন্য

    এমপিও ভুক্ত বিদ্যালয়ের আছে নতুন ভবন শ্রেনি কক্ষে শিক্ষার্থী শুন্য

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেপড়াঝার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশে আসেনা কোন শিক্ষার্থী, তবুও এমপিওভুক্ত হয়েছে বিদ্যালয়টি।

    গত ৬ জুলাই প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় নাম এসেছে বিদ্যালয়টির। এমন খবরে ওই বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দিত হলেও বিস্মিত এলাকার অনেকেই।
    এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে বিদ্যালয়টি অফিস খোলা হলেও নেই কোনো ছাত্র-ছাত্রী। এই প্রতিষ্ঠানটি কীভাবে এমপিওভুক্ত হয়।
    সরেজমিনে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি খোলা থাকলেও ক্লাশে নেই কোন শিক্ষার্থী।

    প্রতিবেদক বিদ্যালয়ে যাওয়ার পরে তিনজন শিশু-কিশোরকে বিদ্যালয়ে ডেকে আনেন অফিস সহায়ক দাইমুল ইসলাম। পরে একটি শ্রেণি কক্ষে তাদের বসিয়ে দিয়ে একটি করে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বই দিয়ে বসিয়ে দেওয়া হয়। এসময় তাদের কাছে ছিলোনা কোন খাতা, কলম।
    বাধন নামে এক কিশোর বলেন, আমি স্কুলের পাশে খেলা করতেছি, স্যার আমাকে ডেকে এনে ক্লাশে বসতে বলল।
    বিদ্যালয়ের পাশের বাড়ির জীবন নামে এক ব্যক্তি বলেন, এই স্কুলে কিছু ছাত্র/ছাত্রী আছে তারা একসাথে দুই স্কুলে ভর্তি হয়ে আছে। তারা অন্য স্কুলে ক্লাশ করে।
    এসময় বিদ্যালয়ে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ইসমাঈল হোসেন বলেন, আমরা স্কুল টিফিন দিয়েছি, সবাই বাড়িতে গেছে। তবে কখন টিফিন দিয়েছেন তার সঠিক উত্তর দিতে পারেনি।
    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে জানান, আমি বাইরে আছি, আপনারা কি পারেন লিখেন।
    এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখবো।