Blog

  • গাজীপুরে কারেন্ট জাল উদ্ধার-আটক ১

    গাজীপুরে কারেন্ট জাল উদ্ধার-আটক ১

    রাসেল শেখ গাজীপুর ঃ
    দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় গাজীপুর সদর উপজেলার বেলাই বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়।

    এ সময় কারেন্ট জালসহ এক জনকে আটক করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ লংঘনের অপরাধে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

    আটককৃত কারেন্ট জালের পরিমাণ আনুমানিক ১ হাজার মিটার ও জব্দকৃত জালের মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন রাফে মোহাম্মদ ছড়া, সহকারি ভূমি কমিশনার গাজীপুর সদর।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন।সহকারী মশিউর রহমান, পরে সাংবাদিক দের জানান দেশীয় মাছ সংরক্ষণের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এসময় সহায়তায় ছিল আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

  • নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

    নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইল সদর উপজেলার তুলারামপুল ইউনিয়নের তুলারামপুর কাজলা গ্রামের হোসেন শেখ এর মেয়ে তুলারামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়ূয়া শিক্ষর্থী শারমিন আকতার (১৬) কে একই ইউনিয়নের দক্ষিন চাচড়া গ্রামের গণেষ বিশ্বাসের বখাটে ছেলে অন্তর বিশ্বাস (১৯) যোঁরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে বল্লে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারী অন্তর বিশ্বাস। ধর্ষণের শিকার শারমিন আকতার এর মা-রুপালী বেগম সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,স্কুল বন্ধ থাকায় গত (১৬ জুলাই) শনিবার বিকালে আমার মেয়ে বাইসাইকেল চালিয়ে দর্জিবাড়ি যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেলে করে এসে অন্তর বিশ্বাসসহ ৩জন একত্রে যোঁরপূর্বক পাট খেতে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে,অন্তর বিশ্বাস এবং এ বিষয়ে কাউকে কিছু বল্লে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। এই ভয়ে আমার মেয়ে বাড়িতে এসে আমাদের কিছুই বলেনি কিন্তু আমার মেয়ের মন খুব খারাপ থাকে,পরে স্কুল খুললে স্কুলে যেয়ে স্কুলের শিক্ষিকা শিউলি ম্যাডাম কে ঘটনার বিষয়ে প্রথমে বলে এবং শিক্ষিকা শিউলি ম্যাডাম,আমাকে একই দিন সন্ধার সময় ফোন করে জানান,শারমিন কে কিছুই বইলেন না,আপনার মেয়ে শারমিনের সাথে অন্তর বিশ্বাস নামের এক হিন্দু ছেলে খারাপ কাজ করেছে বলে জানান। স্কুলের শিক্ষিকা শিউলি ম্যাডাম এ প্রতিবেদককে জানান,কাউকে কিছু না জানানোর সর্তে আমার শিক্ষর্থী শারমিন আমাকে বলে ম্যাডাম আমার সাথে অন্তর বিশ্বাস নামের এক বখাটে ছেলে খারাপ কাজ করেছে,কি খারাপ কাজ করেছে জানতে চাইলে,আমাকে শারমিন সব কিছু খুলে বলে এবং আমি যদি এ ঘটনার বিষয়ে কিছু বলি তাহলে শারমিন আত্মহত্যা করতে পারে,এই ভয়ে আমি তাৎখনিক কাউকে কিছু না জানিয়ে,পরে ভেবে দেখলাম,আমি যদি শারমিনেরবিশ্বাসকে বাবা-মা কে ঘটনাটা না জানায়,তাহলে নিজে অপরাধী হয়ে যাব,বলে একই দিন সন্ধার সময়,আমি ফোন করে শারমিনের মা-কে ঘটনার বুঝিয়ে বলি যে এটার জন্য শারমিন তো কোন দোষ করে নাই,শারমিনকে কিছুই বইলেন না বলেও জানান। ঘটনা শোনার পরে শারমিনের মা-তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান কে ঘটনার বিষয়ে জানালে গত (২৩ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটের সময় ধর্ষণকারী অন্তর বিশ্বাসকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে সকালে ধর্ষণের শিকার শারমিন আকতারকে পুলিশ নড়াইল সদর হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যান। তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমাকে ধর্ষণের শিকার মেয়েটির মা-বিষয়টি জানালে,আমি সাথে সাথেখ প্রশাসনকে জানায় এবং ধর্ষণকারী অন্তর বিশ্বাসকে গত রাতে আটক করে থানায় নিয়ে যায়। অন্তর বিশ্বাস অপরাধী হলে তদন্তপূর্বক আমি তার সঠিক বিচার চাই। কেনো একজন হিন্দু সম্পদায়ের ছেলে হয়ে মুসলিম সম্পদায়ের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করলো,এত বড় সাহস কোথায় পেল এবং এর সঠিক বিচার না হলে এ ধরনের অপরাধখ নড়াইলে হতেই থাকবে বলেও জানান। চাচড়া দক্ষিনপাড়া গ্রামের স্থানীয় একাধীক ব্যক্তি অভিযোগ করে বলেন, অন্তর বিশ্বাস এর আগেও অনেক মেয়েকে তার নিজ বাড়িতে নিয়ে এসে রাত্রীযাঁপন করেছে এবং পরে মেয়ের গার্জিয়ান’রা এসে গ্রামবাসিকে জানালে,স্থানীয় ভাবে মিমাংসা করে ফেলে বলেও জানা যায়। তুলারামপুর ইউনিয়নের বিট পুলিশের এস আই শিশির ঘোষ জানান, সদর থানার ওসি স্যার আমাকে ইনফরমেশন দিলে তাৎখনিক আমি অন্তর বিশ্বাস কে (২৩ জুলাই) শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো:মাহামুদুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, ভুক্তোভোগী মেয়ের মা একটি মামলা দায়ের করেন,যার মামলা নং ১৮। পুলিশ অন্তর বিশ্বাসকে আটক করে এবং অন্তর বিশ্বাসকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ।

    লাল সবুজের বর্ণিল রঙে রাঙিয়ে পুরো ফুটবল মাঠের চারপাশ দৃষ্টিনন্দন করেছেন আয়োজক শিক্ষা অফিসার শাহ আলম এবং তার সহযোগীরা। রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসংখ্য ফেস্টুন ব্যানার ও প্লাকার্ড। মাঠের চারপাশ জুড়ে ব্যান্ড পার্টির সানাইয়ের সুরে ব্যাপক আনন্দমুখর পরিবেশে চলছে ফুটবল টুর্নামেন্টটি।

    ২৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভধনী বক্তব্য এবং টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক, স্বাগত বক্তব্য রাখেন টিএম শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, সাংবাদিক এ এস এম জসিম, প্রাইমারি ইন্সটক্টর প্রকাশ মন্ডল ও সহকারী শিক্ষা অফিসার গন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।

    দু’দিন ব্যপী এই ক্রিড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেয়া ৮টি ফুটবল টিম পরস্পর পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।

    অমল তালুকদার

  • ঝিনাইদহ খুপরি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

    ঝিনাইদহ খুপরি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে খুপরি ঘরে বসবাসরত এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। আজ (২৬ জুলাই) মঙ্গলবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সংঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে পোস্ট মার্টমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করলেও কেউ তার ভাষা বুঝেনা। ভাষা অনেকটা রোহিঙ্গাদেরমত হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো। পোস্টমর্টেমর পর জানাযাবে অজ্ঞাত ব্যক্তিটি কি কারণে মারা গেছে ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • র‌্যাব-১২’র  অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৪(০১জন মহিলা ) জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৪(০১জন মহিলা ) জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ২৫/০৭/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভূইয়াগাতী বাসষ্ট্যান্ড মোড়স্থ অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৪ কেজি ৫০০ গ্রাম (চার কেজি পাঁচশত গ্রাম) গাঁজাসহ ০৪ (০১জন মহিলা সহ ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১) মোঃ আজগার আলী(৩৫), পিতা-মৃত আঃ সামাদ, সাং-পূর্বফুলমতি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ২) মোঃ আঃ মজিদ(৩৯), পিতা-মোঃ মোফাজ্জল, সাং-তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ, ৩) মোঃ এনামুল হক(২৩), পিতা-মোঃ তাজুল ইসলাম, সাং-মদাজল ফাঁড়া, (কাগজিপাড়া), ৪) মোছাঃ কলি আক্তার(২২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-নতুন রেলওয়ে ষ্টেশন বাংড়িপাড়া, উভয় থানা-কুড়িগ্রাম সদর, জেলা কুড়িগ্রাম।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    সূত্র ও বিস্তারিত ঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • হবিগঞ্জে বিদ্যুৎ বিড়ম্বনায় হাজার হাজার গ্রাহক

    হবিগঞ্জে বিদ্যুৎ বিড়ম্বনায় হাজার হাজার গ্রাহক

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ বিড়ম্বনার শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহক। চাহিদার তুলনায় কম উৎপাদন ও টমটম গ্যারেজে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বাড়ছে গ্রাহকদের ভোগান্তি।

    অনুসন্ধানে জানা গেছে, হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফিডারওয়ারী এলাকা ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৯টি উপজেলায় প্রতিদিন ১৫০ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে । তবে এসব এলাকায় প্রতিদিন বিদ্যুতের বরাদ্দ রয়েছে ৯ মেগাওয়াট । যে কারনে জেলা জুড়ে ৬০ মেঘাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুতের এ অসহনী ঘাটতি পূরণে প্রতিদিন গড় ৫-৬ ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকারে থাকতে হচ্ছে জেলাবাসীকে।

    এছাড়া, হবিগঞ্জ শহরসহ ৯ উপজেলায় রয়েছে প্রায় ২ শতাধিক টমটম গ্যারেজ। প্রতিদিন এসব গ্যারেজে থাকা প্রায় ৫ হাজারের বেশি টমটম চার্জ দেয়া হচ্ছে। আর এসব টমটম গ্যারেজে ব্যবহৃত প্রায় ৬ মেঘাওয়াট বিদ্যুৎ। এতে প্রতিনিয়ত বিদ্যুতের ঘাটতির সৃষ্টি হচ্ছে। যদিও চাহিদা পূরণে বিদ্যুৎ বিভাগকেই দায়ী করছেন অনেক গ্রাহক।

    একটি সূত্র জানায়, হবিগঞ্জ পৌরসভার অধিনে ১২শ টমটম থাকলেও শহরে প্রতিদিন ২ হাজারেরও বেশী ব্যাটারী চালিত টমটম চলাচল করছে। এসব টমটমের ব্যাটারি চার্জ দেয়ার জন্য ছোট বড় মিলিয়ে শহরের চিড়াকান্দি, মাধুপিয়া এলাকা, খাদ্য গুদাম রোড, ২নং পুল, তেঘরিয়া আবাসিক এলাকা, পোদ্দার বাড়ি, মোহনপুর, পৈল রোড, শশ্মশানঘাট, পাথাড়িয়া, আলমপুর, উমেদনগরসহ বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ১ হাজার টমটম চার্জ দেয়া হচ্ছে। এছাড়া জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে কমপক্ষে আরও দেড় শতাধিক টমটম গ্যারেজ। আর এসব টমটম গ্যারেজে প্রতিদিন দেখা যায় হাজারেরও বেশি টমটম। আবার অনেকেই বাসা-বাড়িতে, দোকানের দিচ্ছেন চার্জ ।

    ফলে এসব টমটম চা দিতে প্রতিদিন ৪ মেগাওয়াটেরও 8 বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। যে কারণে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। তবে এসব টমটম
    গ্যারেজে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও ধমানো যাচ্ছে না বিদ্যুতের অবৈধ ব্যবহার।

    অন্যদিকে নাম মাত্র মিটার ব্যবহার করে এসব টমটম হাজার হাজার টাকার বিদ্যুৎ কিছু কর্মচারীদেরকে ম্যানেজ করেই তাদের এসব ব্যবসা চলছে বলে
    অভিযোগ তুলেছেন গ্রাহকরা।

    হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, শহরের ৭টি িএলাকায় প্রতিদিन মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা দিন রয়েছে ১১০ মেঘাওয়াট বিদ্যুৎ। যে কারনে মেঘাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। আর বিদ্যুতের ঘাটতি থাকায় প্রতিদিন ৫-৬ ঘন্টা লোডশেডিং দেয়া হচ্ছে।
    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে১৩৫ মেঘাওয়াট।৮০ মেঘাওয়াট বিদ্যুৎ। যে কারণে ৫০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। আর বিদ্যুতের এ ঘাটতি পুরণে উপজেলা গুলোতে অসহনীয় লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছে।

    হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমাম হোসেন জানান, ৭টি ফিডার এলাকায় প্রতিদিন ১৫-১৬ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ দেখা হচ্ছে ১-১০ মেঘাওয়াট বিদ্যুৎ।
    তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১০টি টমটম গ্যারেজ রয়েছে।

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।

  • নাগেশ্বরীতে পরিত্যক্ত স্কুলের বারান্দায় পাঠদান

    নাগেশ্বরীতে পরিত্যক্ত স্কুলের বারান্দায় পাঠদান

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের সিন্দুরমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বারান্দায় চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে-মেয়েদের পাঠিয়ে অভিভাবকরা রয়েছে আতঙ্কে। ভবনটি ধসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সিন্দুরমতি গ্রামের আব্দুল লতিফ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হয়ে তার পৈতৃক সম্পত্তিতে সালে স্থাপিত করে সিন্দুরমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলজিইডির আওতায় সালে ৩কক্ষের নির্মিত ঘর লবণাক্ততায় পলেস্তারা খসে পড়ছে ও দেয়াল মেঝে ফাটলসহ বিভিন্ন অংশে ফাটলের তথ্য পেয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী গত মে মাসে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পরেও ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় দুই শিফটে চলছে ১ম থেকে ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থীদের রোদ-বৃষ্টি ও তাপদাহে পাঠদান।

    প্রতিষ্ঠানের শিক্ষকরা সৃষ্টিলগ্ন থেকে যথাবিথি মফস্বল অঞ্চলের শিক্ষার্থীদের মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করে আসছে এবং ফলাফলও করছে সর্বোচ্চ রেকর্ড। স্কুলে শিক্ষক জন ও শিক্ষার্থী জন। এলজিইডির নাগেশ্বরী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে দ্বিতল ভবনের টেন্ডার সম্পন্ন হলেও ভবন নির্মাণ কাজ এখনও শুরু হয়নি।

    শিক্ষার্থীরা জানান, আমাদের স্কুলে পাঠিয়ে দিয়ে প্রতিদিন পিতা-মাতাকে থাকতে হয় দুশ্চিন্তায়। সহপাঠীরা অনেকেই ক্লাসে আসছে না। আমাদের নতুন ভবন হলে নিরাপদে লেখাপড়া করতে পারবো।

    সহকারী শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে পাঠদানকারী সহকারী শিক্ষক বলেন, প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও জীবনের ঝুঁকি নিয়ে অতি কষ্টে শিশু ছেলে মেয়েদের পাঠদান করাচ্ছি।

    সিন্দুরমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফজানান, বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করা হলেও ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষের পাঠদানে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

    নাগেশ্বরী উপজেলা এলজিইডির প্রকৌশলী ওয়াসিম আতহার বলেন, বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে। স্কুলের দ্বিতল ভবনের টেন্ডার সম্পন্ন আগামী এক মাসের মধ্যে ভবন নির্মাণ কাজ শুরু হবে।

  • সহকারী শিক্ষক  ইব্রাহিমের ইন্তেকাল।

    সহকারী শিক্ষক ইব্রাহিমের ইন্তেকাল।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম – ২ আজ সোমবার ৬ টা ৪৫ মিনিটের সময় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মুত্যু ইব্রাহীম এর পিতার নাম মৃত্যু মুকবুল হোসেন, বাড়ী মহিশালবাড়ী মহল্লায়। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে, মা, ভাই, বোন শিক্ষার্থীসহ অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় সময় নামাজের জানাজা শেষে তাকে মহিশালবাড়ী গোরস্থানে দাফন করা হয়।
    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি অধ্যাপক মোসাঃ আমেনা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সহকারী প্রধান আব্দুর রহিমসহ সকল শিক্ষক কর্মচারি, শিক্ষার্থীগণ। আরও শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ট্রেনের ধাক্কায় জয়পুুরহাটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

    ট্রেনের ধাক্কায় জয়পুুরহাটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের সারপুকুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সারপুকুর এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • প্রধান শিক্ষক মরহুম  হাবিবুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

    প্রধান শিক্ষক মরহুম হাবিবুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    গতকাল বিকালে “পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ” বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক, আঞ্চলিক যুগ্ম সম্পাদক ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মরহুম হাবিবুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল এ.এস.এম.শাহনেওয়াজ আলী মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম
    জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী,প্রধান বক্তা ছিলেন ওহিদ সিরাজ স্বপন ডি.আর.সি(উন্নয়ন)।
    বিশেষ অতিথি ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব সুনিল বড়ুয়া, আঞ্চলিক সম্পাদক জনাব মিজানুর রহমান এল.টি. আঞ্চলিক উপ-কমিশনার যথাক্রমে জনাব মুজিবুর রহমান ফারুকী এলটি, জনাব মোরশেদুল আলম এলটি, জনাব আকতার হোসেন এল টি, জনাব কামরুন্নাহার এলটি, জনাব শেখ মাহামুদ, জনাব সোলাইমান এলটি, কোষাধ্যক্ষ প্রফেসর সালে আহমদ পাটোয়ারী,এলটি, সাবেক আঞ্চলিক সম্পাদক মোঃ খায়রুজ্জামান এলটি, মেট্রোজেলার জনাব ফারুক উদ্দিন এলটি, কাব লিডার মোঃ ওবায়দুল, জেলা স্কাউটস সহ-সভাপতি জনাব ফিরোজ চৌধুরী, জনাব নাসির উদ্দিন আহমদ, জনাব ধনলাল মহুরী, জনাব নুরুল ইসলাম, জেলা কাব লিডার মোঃ ফেরদৌস আকতার, অন্যান্য জেলা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার স্কাউটস কমিশনার, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টান সঞ্চালনায় আমি পীযুষ কুমার দে, জেলা সম্পাদক,চট্টগ্রাম। অনুষ্ঠান শেষে সকলে মরহুম এর কবর যেয়ারত করেন।