Blog

  • সারাদেশে নতুন নতুন প্রতারণার ফাঁদ-মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

    সারাদেশে নতুন নতুন প্রতারণার ফাঁদ-মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

    হেলাল শেখঃ সারাদেশে নতুন নতুন প্রতারণার ফাঁদে ফেলে প্রতারক চক্র সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জানা যায়, থেমে নেই এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) প্রতারক চক্র। এমএলএম প্রতারণার নতুন ফাঁদ কৌশলে তৈরি করে চলছে সিন্ডিকেট প্রতারণার বিশাল চক্র- হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে কিছু মানবাধিকার কর্মকর্তা, যাদের ভিআইপি অফিস রয়েছে দেশের বিভিন্ন এলাকায়।
    জানা গেছে, প্রতারকদের অ্যানালগ পদ্ধতি থেকে উঠে এখন চলছে ডিজিটাল ভার্সনে। সেই নব্বই দশকের জিজিএন থেকে হালের গ্রেট ওয়ান, স্পিক এশিয়া, ইউনিগেটওয়ে গোল্ডেন ট্রি, নিউওয়ে পর্যন্ত-একটাই লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়া। বর্তমানে ডিজিটাল মাধ্যমে পড়ছে ডেসটিনি, ইউনি পে টু, আইসিএল, রেভনেক্স বিডির প্রশিক্ষণপ্রাপ্ত এমএলএম-প্রতারক চক্র। বিভিন্ন কৌশলে তারা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। তবে এখন আর কোনো পণ্য বা বৃক্ষরোপন পরিকল্পনা বা বিক্রি নয় বরং রিয়েল এস্টেট ব্যবসা, কখনো বা ট্যুর ও আবাসিক হোটেল সার্ভিসে বিনিয়োগের মাধ্যমে ৩ মাসে দ্বিগুন অর্থ ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা।বিশেষ করে গাছের চারা বিক্রির স্থলে এখন অনেকে বিক্রি করছে কাল্পনিক ট্যুর এবং আবাসিক হোটেল সার্ভিস। আবার অনেকেই কোমলমতি শিক্ষার্থীদের লক্ষ্য করছে। অনলাইনে শিক্ষার্থীদের টার্গেট করে গেমস, বিভিন্ন কোর্স ও ভর্তির নামে বিভিন্ন দেশে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে ডিসকাউন্ট ও পারসেন্টিজ সুবিধার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। বর্তমানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভুয়া ওয়েবসাইটধারী মার্কেটিং কোম্পানির সংখ্যা। অনেকেই একটি নির্দিষ্ট অর্থ জমা রাখলে বিনিময়ে প্রতিদিন নির্দিষ্ট অর্থ দিচ্ছে, এমন প্রতারক চক্র অনেক রয়েছে। এভাবেই লোভে পড়ে মানুষ সর্বহারা হয়ে পড়ছেন। কিছু প্রতারক চক্রের সদস্য আটক হলেও বেশিরভাগ প্রতারক চক্র তাদের প্রতারণা অবাধে চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ টেলিকমিউটিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চোখে ধুলো দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে এই এমএলএম কোম্পানিগুলো। মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র কখনো বা যুক্তরাজ্যে থেকে ডোমেইন, হোস্টিং ভাড়া নিয়ে চলছে অনলাইন এমএলএম ব্যবসা। ভয়ংকর “মানি গেম’র মাধ্যমে গত চার বছরে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।
    অনুসন্ধানে জানা গেছে, পুরনো এমএলএম প্রতারকরাই এখন ধরণ এবং নাম পাল্টে প্রতারণা অব্যাহত রেখেছে। বছর দুই আগেও তারা ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ও ফ্যান্টসি কিংডমের সামনের ভবনে, রাজধানীর সেগুনবাগিচা, রমনা পার্ক, বিজয়নগর হোটেল ৭১, চট্রগ্রাম আগ্রাবাদ, মুরাদপুর সংলগ্ন স্থানে গোপনে সভা-সেমিনার করতো। এখন তারা বেরিয়ে এসেছে প্রকাশ্যে। প্রসিদ্ধ এই এমএলএম প্রতারকরা প্রতিষ্ঠা করেছেন নামে বে-নামে বিভিন্ন সমিতি। ডিপিএস নামক বই করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। “ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” (ডিস্যাব) নামে এক সমিতি প্রতিষ্ঠা হয় গাজীপুরে গত বছর অক্টোবরে। তাদের নামে দেশের আনাচে কানাচে রীতিমতো সমিতি খুলে চালিয়ে যাচ্ছে এমএলএম প্রতারণা ব্যবসা।
    অনুসন্ধান মতে, কথিত সংগঠন ‘ডিস্যাব’র নেতৃত্বে রয়েছে ‘এক্সিলেন্ট ওয়াল্ড’ নামক এমএলএম কোম্পানির প্রধান নির্বাহী আনোয়ার এইচ রয়েল রানা। ‘ডিস্যাব’ সূত্র জানায়, উক্ত সমিতিভুক্ত প্রতিটি সদস্যেরই রয়েছে এক বা একাধিক এমএলএম মালিকানা প্রতিষ্ঠান। ওয়েবসাইট খুলে তারা নির্বিঘেœ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র জানায়, ওইসব ওয়েবসাইটের রয়েছে গোপন এডমিন নাম ও পাসওয়ার্ড। শুধুমাত্র কথিত কোম্পানিতে অন্তর্ভুক্ত হলেও ঐ পাসওয়ার্ড দেয়া হয়। একজন সাধারণ মানুষ ইচ্ছে করলেই তাদের পাসওয়ার্ড বা নির্দেশনা অনলাইনে জানার সুযোগ নেই। তাদের প্রতারণামূলক সব কাজ হয় অনলাইনে গোপনীয়তায়।‘ই-কামর্স লিমিটেড’ নামক ওয়েবসাইট খুলে এমএলএম কোম্পানি পরিচালনা করছেন এম আরিফ হাসান। এছাড়া অ্যাসোসিয়েশনভুক্ত আব্দুল মালেক স্বাধীনের মালিকানায় রয়েছে ‘ওয়ালমার্ক এমএলএম লিমিটেড’ নামক এমএলএম নেটওয়ার্ক। ‘উইনলাইফ গ্লোবাল লিমিটেড’ পরিচালনা করছেন মো: মনিরুল ইসলাম কাইয়ুম। রাজধানীর মোতালেব প্লাজাসহ হাতিরপুলেই প্রায় ৩০টির মতো এমএলএম কোম্পানির ব্যবসা বাণিজ্যের কার্যালয় রয়েছে। কোনো অফিস চটকদার আবার কোনটার সাইনবোর্ড, আইডি, অফিস সর্বস্ব প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করলেই প্রতারিত হয় মানুষ। জানা গেছে, প্রতারক চক্রের কিছু সদস্য ঢাকার আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, উত্তরা, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় নানারকম নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। যেমনঃ রাজনৈতিক নেতা, ভুয়া উকিল, “ভুয়া সাংবাদিক, ভুয়া মানবাধিকার কর্মী, ভুয়া ডিবি, ভুয়া র‌্যাব।” এদিকে প্রতারক চক্র ও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি এবং প্রতারণাসহ নানারকম অপরাধমূলক কর্মকান্ড করছে। অভিযোগ রয়েছে যে, প্রশাসনের নাকের ডগায় প্রায় সব এলাকায় প্রতারক, মাদক সন্ত্রাস ও বিভিন্ন অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তথ্যসূত্রঃ গত (৯জানুয়ারি ২০২১ইং) গোপন সংবাদের ভিত্তিতে ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামের একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ওইদিন বিকেল ৩টার দিকে আশুলিয়া থানাধীন ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করেন এবং প্রতারকদের ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো-ঢাকার সবুজ কাজী (৩৩), খুলনার শাওন মহলদার (২০), বরগুনার মাহবুব আলম (৪৫), সিরাজগঞ্জের মোঃ আমিনুল ইসলাম (৪০)। এছাড়াও প্রতারকদের নিকট হতে ১৫জন চাকুরী প্রার্থী ভুক্তভোগীসহ ২০০টি রেজিস্ট্রেশন ফরম, ১০০টি নিয়োগ বিঃ ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদানপত্র, ৫০টি অব্যাহতি ফরম, ২টি টাকা জমাদানের রশিদ, ১০টি পরিচয়পত্র ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
    উক্ত গ্রেফতারকৃতরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয়ে র‌্যাবের কাছে অপরাধ স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে আসা মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষনীয় উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে চক্রটি। ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে প্রতারকরা। সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়। অদূর ভবিষ্যতে এরুপ অসাধু নব্য প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। তিনি বলেন, দেশের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন অংকের টাকা। আমরা তাদেরকে আটক করেছি, তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলেও এই র‌্যাব কর্মকর্তা জানান। এর আগে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় একটি ভবনে র‌্যাব-৪ এর অভিযানে ১২জন প্রতারককে গ্রেফতার ও ১০৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
    র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক জানান, এই ধরণের অপরাধীদের বিষয়ে তথ্য থাকলে এবং জিডি বা অভিযোগের বাদি পেলে, র‌্যাব কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে, এ বিষয়ে জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছেন। আশুলিয়া থানা পুলিশ জানায়, উক্ত ব্যাপারে আশুলিয়া থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তদন্ত চলছে বলেও একাধিক পুলিশ অফিসার জানান। পুলিশের দাবি-অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
    অব্যাহত এমএলএম প্রতারণার বিষয়ে ‘হিউম্যান রাইটস ্যাান্ড পিস ফর বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, এমএলএম দ্বারা প্রতারিত হওয়ার মূল কারণ হচ্ছে মানুষের অসেচেতনতা ও লোভ। এসব প্রতারকদের টার্গেটই থাকে সহজ-সরল মানুষ। তারা প্রলোভনে পড়ে অর্থলগ্নি করে। পরে নিজেরাই প্রতারিত হয়। তিনি আরও বলেন, এমএলএম রোধে কার্যকর আইন হওয়া খুবই জরুরি। ঢাকার আশুলিয়ায় আবারও প্রতারক চক্র সক্রিয়। উক্ত প্রতিবেদন ধারাবাহিকভাবে চলবে।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড.শফিকুল ইসলাম কচি, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, সুশান্ত বিশ্বাস,প ানন সরকার, মোড়ল কওছার আলী, লুৱফর রহমান,সমিরণ ঢালী, রোজী সিদ্দীকি, হাসনা খাতুন সুমাইয়া, ফারজানা আক্তার ময়না, রানী খাতুন, রাবেয়া আক্তার মলি,
    অভিজিত রায় প্রমুখ

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় ছাত্রদল নেতা সফলভাবে সাদ্দামের টিউমার অপারেশন সম্পন্ন

    পাইকগাছায় ছাত্রদল নেতা সফলভাবে সাদ্দামের টিউমার অপারেশন সম্পন্ন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচীব সাদ্দাম হোসেনের টিউমার অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে কপিলমুনি বে-সরকারী ক্লিনিক স্বপ্ননীলে ডাক্তার শরিফুল ইসলাম এ অপারেশন করেন। তিনি দীর্ঘদিন বাম পাজরের টিউমারের জন্য মারাত্মক অসুস্থ ছিল। তার অপারেশনের সময় তাকে পাশে থেকে সাহস যোগান উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলে নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আসলাম পারভেজ,সাধারণ সম্পাদক এসএম এনামুল হক,শেখ সাদেকুজ্জামান,শেখ সামছুল আলম পিন্টু, আনোয়ারুল ইসলামযুবদল উপজেলা আহবায়ক তোহিদুজ্জামান মুকুল,সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মজিএম মিজানুর রহমান,শেখ আব্দুল গফুর, আবু তালেব,লিপটন হোসেন,মাসুদ পারভেজ, আমিরুল ইসলাম,ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ ও শারমিন রহমান প্রমুখ।

  • পাইকগাছায় গাঁজা সহ আটক ২

    পাইকগাছায় গাঁজা সহ আটক ২

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আব্দুল্লাহ আল মামুন(১৯) ও রাজু শেখ(১৯) নামে দু’ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।আটককৃত আব্দুল্লাহ আল মামুন কপিলমুনির শ্যামনগরের শওকত শেখের পুত্র ও রাজু শেখ গদাইপুরের আছাদুল শেখের পুত্র। এস আই ব্রজ কিশোর পাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৯ সেপ্টেম্বর রাত ৩.৪০মিনিটের দিকে পাইকগাছা উপজেলাধীন শ্যামনগর গ্রামস্হ কার্তিকের মোড় হতে শ্যামনগর গামী জনৈক শাহিন সরদারের বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ২০গ্রাম ও রাজু শেখের কাছ থেকে ১০গ্রাম সর্বমোট ৩০গ্রাম গাজাসহ তাদের কে আটক করা হয়। এ অভিযানে এ এস আই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এ মিশনে অংশ নেন।ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে,যার নং-১০।

  • নড়াইলের কালিয়ায় গত সাড়ে ৪ মাসে সড়কে  প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত ৪০ জন

    নড়াইলের কালিয়ায় গত সাড়ে ৪ মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত ৪০ জন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়ায় গত সাড়ে ৪ মাসে কালিয়ার সড়কে গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন অন্তত ৪০ জন। সড়কে একের পর এক প্রানহানীর ঘটনা ঘটেই চলেছে। সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত ট্রলির চাপায় গৃহবধু, ভ্যানচালক ও ব্যবসায়ী পর এবার সড়কে প্রাণ হারিয়েছেন উপজেলার বাঐসোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আইউব আলী মোল্যা (৭২)। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    গত ৬ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে চাপাইল থেকে কালিয়া যওয়ার পথে কালিয়া-চাপাইল সড়কের লক্ষীপুর নামকস্থানে যাত্রী বোঝাই একটি ইজিবাইককে বিপরিত দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানে চাপা দিলে মুক্তিযোদ্ধা আইউব আলী ও নড়াগাতি গ্রামের চান্দু লস্কারের স্ত্রী জাহেদা বেগমসহ (৬৫) ৪ জন আহত হন।
    এর মধ্যে আইউব আলী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মারা যান। অন্যদেরকে কালিয়া ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা মো. আইউব আলী মোল্যাকে আজ (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় পরিবাবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    জানা গেছে, গত ২ আগষ্ট দুপুর ১২ টার দিকে বালু বোঝাই একটি ট্রলি পার্শ্ববর্তী গোপালগঞ্জ থেকে কালিয়ায় আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাপাইল সেতু সংলগ্ন ইজিবাইক ষ্ট্যান্ডে আছড়ে পড়ে। সেখানে যাত্রীর অপেক্ষায় থাকা ৫টি ইজিবাইকসহ একটি ভ্যানগাড়ি গুড়িয়ে দেয়। এসময় যোগানিয়া গ্রামের মৃত ফায়েক মোল্যার ছেলে ভ্যানচালক বিল্লাল মোল্যা (৫০) নিহত হন। সেখানে থাকা বাগুডাঙ্গা গ্রামের ওয়ায়েজ মল্লিক (৩০), চাপাইল গ্রামের হালিম শেখ (৬০) ও ওলিয়ার রহমানসহ (৪০) ৫ জন আহত হন।
    গত ১০ জুন বিকাল ৫ টার দিকে উপজেলার কালিয়া-বড়দিয়া সড়কের শুড়িগাতি নামক স্থানে মোটর সাইকেল আরোহী বড়দিয়া মুন্সি মানিক মিয়া কালেজের ছাত্র রামপুরা গ্রামের টিক্কা খানের ছেলে সাব্বির খান (১৭) শাহীন শেখের ছেলে সাজেদুল ইসলামকে (১৬) একটি বালু বোঝাই ট্রলিতে চাপা দিলে তারা মারাত্মক আহত হন। তারা এখনও পুরোপুরি সুস্থ্য হতে পারেননি বলে জানা গেছে।
    গত ২ জুন বিকাল ৩ টার দিকে কালিয়া-চাপাইল সড়কের কালিনগর নামক স্থানে যাত্রীবাহি একটি ইজিবাইকে বালুবাহী ট্রলি চাপা দেয়। এসময় ছোটকালিয়া গ্রামের মনিরুল মোল্যার স্ত্রী বন্যা বেগম (৩৭) নিহত হন। আহত হয় তার শিশুসন্তান রমিজ মোল্যা (৪) ও জনৈক খায়ের লস্কার (৪০) সহ ৪ জন।
    এর আগে গত ৯ মে সন্ধ্যায় উপজেলার চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে ধান বোঝাই একটি ট্রলি পহরডাঙ্গা গ্রামের ব্যবসায়ী শামীম মোল্যাকে (৩৮) মোটর সাইকেলসহ চাপা দিলে ঘটনাস্থলেই শামীমের মৃত্য হয়। আহত হন তার সঙ্গী রকিব হোসেন (৩০)। আহতরা অনেকেই এখন স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। রাস্তার পাশে দাড়িয়ে থাকা মানুষ বা যানবাহনও তাদের কাছে নিরাপদ নয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
    বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত গাড়ির বেপরোয়া দাপটে এভাবে মানুষের জীবন হানি মেনে নেয়া যায় না। তিনি অবৈধ গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
    কালিয়া উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মুক্তিযোদ্ধা আইউব আলীর দূর্ঘটনাস্থল থেকে পিকাপটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ বিষয়ে কালিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ও ঝুকিপূর্ন ওইসব যানবাহন চলাচলের বিষয়টি স্থানীয় থানা পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • ধামইরহাটে সর্বজন শ্রদ্বেয় শিক্ষিকা আকতার বানু চিরনিদ্রায় শায়িত

    ধামইরহাটে সর্বজন শ্রদ্বেয় শিক্ষিকা আকতার বানু চিরনিদ্রায় শায়িত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা আকতার বানু আর নেই। ইন্নালিল্লাহে.. রাজেউন।

    ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত আজিজ চৌধুরীর মেয়ে ও ধামইরহাট সদরস্থ্য মোজাম্মেল হক সরকারের স্ত্রী সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষিকা আকতার বানু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান। ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় মরহুমার নিজ গ্রামে জানাযা শেষে কবরস্থ করা হয় ধার্মিক শিক্ষিকা আকতার বানুকে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও মেয়ে জামাইসহ অস়ংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার জানাযায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, জামাতা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড.ফিজার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুলসহ বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আত্নীয়-স্বজন, বিভিন্ন শিক্ষার্থীগণ অংশ নেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে ভগ্নিপতির কুড়ালের আঘাতে গুরুত্বর জখম

    ধামইরহাটে ভগ্নিপতির কুড়ালের আঘাতে গুরুত্বর জখম

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে আপন ভগ্নিপতির পশু কুড়ালের আঘাতে গুরুত্বর জখম হয়েছে রেজুয়ান হোসেন। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী।

    শুক্রবার সকালে উপজেলার কমলপুর গ্রামে এই ঘটনা ঘটে। জখমীর বাবা খেলনা ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক জানান, ৯ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে তার ছেলে রেজুয়ান হোসেন (৩০) তাদের নিজস্ব কলাবাগানে পরিচর্যা করছিল। এ সময় পারিবারিক কলহের জেরে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চকহাড়া গ্রামের মোজাফফর রহমানের ছেলে ভগ্নিপতি মেহেদী হাসান মুকুল (৩৫) সহ ৪/৫ জনের দেশীয় অস্ত্রধারী বাহিনী রেজুয়ানের উপর অতর্কিত হামলা করে, এ সময় তার মাথায় কুড়াল দিয়ে এলোপাতাড়ী আঘাত করে ভগ্নিপতি মুকুল। হামলাকালে সাথে থাকা কালাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাফফর রেজুয়ানকে লাঠি দিয়ে উপর্যুপরী আঘাত করে বলে এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগীর পিতা আব্দুল খালেক। পরে স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট হাসপাতালে ভর্তিকরা হলে মাথায় একাধিক সেলাই নিয়ে চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন জখমী রেজুয়ান হোসেন। এই ঘটনায় পিতা আব্দুল খালেক বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মেহেদী হাসান মুকুল মুঠোফোনে জানান, গত কয়দিন আগে আমি শশুর বাড়ী গিয়ে অপমানের শিকার হয়েছি, তাই আজকে আমার স্ত্রীর বড় ভাইয়ের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, তবে আঘাত করিনি, পড়ে গিয়ে কেটে গেছে বলে কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করেন সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন।
    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে হামলাকারী মেহেদী হাসান মুকুলের সাথে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের মেয়ে মেফতাহুন জান্নাতের বিয়ে হলে শুরু হয় যৌতুক ও নানাবিধ অমানুষিক নির্যাতন। স্বামী মেহেদী হাসান মুকুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি কিছুদিন যাবৎ মেয়েকে নিজ বাড়ীতে রেখেছেন পিতা আব্দুল খালেক। এতে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা বলে জানান স্থানীয়রা।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • কে পাবেন রাজশাহী  জেলা পরিষদ চেয়ারম্যানের টিকিট, সবার দৃষ্টি এখন সেদিকে

    কে পাবেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের টিকিট, সবার দৃষ্টি এখন সেদিকে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

    সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

    আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনিত করা হবে কলে জানা গেছে।

    এদিকে, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে দলের মনোনয়ন বোর্ডের কাছে আবেনদন করেছেন আওয়ামী লীগের নয়জন নেতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে তারা রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা আবেনদপত্র জমা দেন।

    এরা হলেন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পিপি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।

    বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন রায়হানুল হক রায়হান ও ইব্রাহিম হোসেন। এর আগের দিন বুধবার রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোজাফ্ফর হোসেন ও আক্তারুজ্জামান আক্তার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। এর আগে গত মঙ্গলবার মোহাম্মদ আলী সরকার ও শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র জমা দেন।

    রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।

    গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

    মোঃ মোঃ হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • উত্তরাঞ্চলের ডিপটিউবল গুলিতে পনির স্তর নীচে নামায় পনি উঠছে কম, সেচের ব্যয় বাড়ছে কৃষকদের।

    উত্তরাঞ্চলের ডিপটিউবল গুলিতে পনির স্তর নীচে নামায় পনি উঠছে কম, সেচের ব্যয় বাড়ছে কৃষকদের।

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে : বৃষ্টির পরিমান দিনে দিনে কমে যাওয়া, ইরি আমন মৌসুমে বরেন্দ্র প্রকল্পের ডিপটিউবল গুলিতে বেশী পরিমান ভূগর্ভস্থ পানি উত্তোলন করা, ফারাক্কা বাঁধের কারণে শুস্ক মৌমুমে নদীগুলি শুকিয়ে যাওয়ায় পানি রিচার্জ না হওয়ার করণে উত্তরাঞ্চলের পানির স্তরে নীচে নেমে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পূর্বে ডিপটিউলে ১ ঘন্টা পানি দিলে ১ বিঘা জমিতে সেচের কাজটি হয়ে যেত এখন পানির স্তর নীচে নেমে যাওয়ার ফলে পানি কম উঠছে, ২/৩ ঘন্টা সময় লেগে যাচ্ছে ফলে কৃষকদের সেচ খরচ বৃদ্ধি পাচ্ছে।

    রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে পানির স্তর নামছে। উত্তরের অন্য জেলায় ভূগর্ভস্থ পানির স্তর অটুট রয়েছে। তবে গত এক দশকে দেশের উত্তর-পশ্চিমের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোয় বোরো ধানের আবাদ কমে গেছে। এর পরও রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে পানির স্তর নামছে। গবেষকেরা বলছেন, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের তিন জেলার পানির স্তর নামছেই। বর্ষা মৌসুমেও এ স্তর স্বাভাবিক অবস্থায় আসছে না। যদিও এই তিনটি জেলা বাদে অন্য জেলায় ভূগর্ভস্থ পানির স্তর অটুট রয়েছে।
    ‘সাসটেইনিং গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন ফর ফুড সিকিউরিটি ইন দ্য নর্থইস্ট রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। এই গবেষণার প্রথম ধাপ চলেছে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত। দ্বিতীয় ও শেষ ধাপ চলেছে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত। গত বৃহস্পতিবার এ গবেষণার ফল প্রকাশিত হয়।

    অস্ট্রেলিয়ার বিজ্ঞানবিষয়ক সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) গবেষণায় নেতৃত্ব দেয়। দেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ পানি পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এই গবেষণায় যুক্ত ছিল।

    রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এ গবেষণা হয়। এ গবেষণায় নেতৃত্ব দেন সিএসআইআরওর প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট মো. মাইনউদ্দিন।

    গবেষণার জন্য ১৯৮৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এসব অঞ্চলের ৩২৮টি টিউবওয়েলের পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, ভূগর্ভস্থ পানি সব জায়গায় সমান হারে কমছে না। মৌসুমি বৃষ্টিপাতের সময় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ বাদে ১৩ জেলায় জেলায় ভূগর্ভস্থ পানির স্বাভাবিক স্তর ফিরে আসে।
    বরেন্দ্র এলাকার ভূগর্ভস্থ পানি নিয়ে একাধিক গবেষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
    তিনি বলেন, বরেন্দ্র এলাকায় দীর্ঘমেয়াদি বৃষ্টিপাত কমে যাচ্ছে তাতে সন্দেহ নেই। এ ছাড়া পানির অন্যায্য একটি ব্যবসা শুরু হয়েছে এসব এলাকায়। পানির স্তর নিচে চলে যাওয়ার এটা একটি বড় কারণ।
    গত দশকে উত্তর-পশ্চিম অঞ্চলের কোথাও বোরো চাষের পরিমাণ কমেছে, কোথাও বন্ধ হয়েছে। এ সময় বরেন্দ্র অঞ্চলেও বোরো চাষের প্রসার ঘটেনি। এর বদলে কোথাও ভুট্টা, কোথাও আলু চাষ বেড়েছে।
    গবেষকেরা বলছেন, স্যাটেলাইট চিত্র ব্যবহার করে দেখা গেছে ১৯৯৮, ২০০২ ও ২০১৬ সালের রাজশাহী জেলায় বোরোর চাষ হয়েছে যথাক্রমে ৫৭২, ৬০৯ ও ৪৪৮ বর্গকিলোমিটার এলাকায়। সবচেয়ে বেশি বোরো চাষ হয়েছে ২০০৮ সালে ৭৭৫ বর্গকিলোমিটার এলাকায়। এরপর থেকে বোরো চাষের হার কমেছে।

    বরেন্দ্র অঞ্চলে বোরোর চাষ প্রায় ৫০ শতাংশ কমে গেলেও ভূগর্ভস্থ পানির স্তর ক্রমে নামছে। পানির স্তর এভাবে নামার পেছনে কয়েকটি কারণের কথা বলছেন গবেষকেরা।
    এগুলো হলো, বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, বৃষ্টির তীব্রতার পরিবর্তন, ভূমি ব্যবহারের পরিবর্তন, জলাশয় কমে যাওয়া, পানি পুনর্ভরণ এলাকা কমে যাওয়া এবং শুকনা মৌসুমে নদীর পানির কম প্রবাহ।
    সময় থাকছে এব্যপারে সংশ্লষ্ট মহলের সচেতন হওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • আইন শৃংখলা নিয়ন্ত্রণে ইমাম ও মুসুল্লীদের সহযোগীতা চাইলেন কোতোয়ালীর ওসি শাহ কামাল আকন্দ

    আইন শৃংখলা নিয়ন্ত্রণে ইমাম ও মুসুল্লীদের সহযোগীতা চাইলেন কোতোয়ালীর ওসি শাহ কামাল আকন্দ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক প্রতিরোধসহ সকল ধরণের নাশকতা বন্ধ করতে মসজিদের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লীদের সহযোগীতা চেয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন-প্রতিটি মসজিদের ইমাম খতিব ও মুসুল্লীরা এগিয়ে আসলে অপরাধ প্রবনতা অনেকটা কমে আসবে।

    শুক্রবার (৯সেপ্টেম্বর) সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজার বায়তুল আমান জামে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে ওসি শাহ কামাল আকন্দ এ সব কথা বলেন।
    উল্ল্যেখ্য-সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক, বাল্য বিয়ে, বখাটেদের উৎপাত, কিশোর অপরাধ প্রতিরোধে কোতোয়ালী মডেল থানার ওসি নিয়মিত সভা, সমাবেশ, মসজিদে মসজিদে খুতবার আগে বক্তব্য দেয়াসহ বিট পুলিশিংয়ের সভা করে আসছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার ভাবখালী বাজার মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে তিনি সমাজের মাদক নির্মুলসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় মুসল্লীদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও এলাকার পরিবেশ ভাল রাখার লক্ষে স্থানীয়দের সহযোগীতা কামনা করে বলেন, আপনারা সচেতন হলে অপরাধ কমে আসবে। নিজেদের সন্তান কখন কোথায় যায়, তার খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। সন্ধ্যা হলে পড়ার টেবিল ছেড়ে কোথাও আড্ডা দিলে তা প্রতিহত করতে হবে। এছাড়া এলাকা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা দেখলে স্থানীয়ভাবে সংগঠিত হয়ে তার প্রতিহত করতে হবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগীতা করা সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে তথ্য দিয়ে সহযোগীতা করুন, মাদকমুক্ত শান্তিপ্রিয় অব্জল গড়তে পুলিশ আপ্রাণ চেষ্ঠা করবে।

    এসময় মসজিদ কমিটির সভাপতি আব্দুল কদ্দুস, ইমাম মোবারক হোসেন,মসজিদের সাবেক সভাপতি গোলাম মুস্তফা সরকার,ভাবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আরিফ রববানী,
    জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার সদস্য আল আমিন,ভাবখালী ইউনিয়ন শাখার শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন,রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে ওসি শাহ কামাল আকন্দ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমাজের অপরাধ প্রবনতা কমানোর জন‍্য সকলকে দায়িত্ব পালনের আহবান জানান।