Blog

  • পাইকগাছায় সীমানা পিলার উদ্ধারঃ শিক্ষকসহ আটক-৫,প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ

    পাইকগাছায় সীমানা পিলার উদ্ধারঃ শিক্ষকসহ আটক-৫,প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছায় সীমানা পিলার পিলার,”বিএম ডব্লিউ”প্রাইভেটকার ১৬০ সিসি একটি মটর সাইকেলসহ ৫ জনকে পুলিশ আটক করেছো। আটককৃতরা হলো যশোর তালতলা গ্রামের ইকবাল লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে কলেজ শিক্ষক শরিফুল ইসলাম (৪৭),খুলনার ফুলতলার দামুদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৩), পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা(২৭),ও পাইকগাছার দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী(৩৫)। গোপন সংবাদে পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বোয়ালিয়ার মোড় থেকে তাদের আটক করে। তাদের অসংলগ্ন কথায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সীমানা পিলার পাচার চক্রের সদস্য বলে পুলিশকে জানায়। তাদের দেয়া স্বীকার উক্তি মোতাবেক জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করে। যদিও সেটা নকল বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। পিলারের গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া ১৮১৮ সাল লেখা আছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,ধৃতদের নামে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সুজানগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    সুজানগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। এদিন সকালে মহিষের গাড়ী,ঘোড়ার গাড়ী সহ বিভিন্ন ধরনের যানবাহনের বহর নিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র,প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা,ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ.লীগ নেতা আফছার আলী, শ্রী সুবোধ কুমার নটো, রবিউল হক টুটুল, রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক,ইউনুস আলী বাদশা, সরদার আব্দুর রউফ, কুতুব উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সজীব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কমানা করে দোয়া করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে  র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন,আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্তরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ছত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু,
    আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার,
    শ্রমিকলীগের সভাপতি এ্যাড.কাসেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, উপজেলা যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, মোঃ রিয়াজ হোসেন, মোঃ শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ শহিদ তালুকদার,মোঃ সুরুজ কাজি,মোঃ ফখরুল ইসলাম মামুনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

  • নওগাঁয় এডভোকেসি নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    নওগাঁয় এডভোকেসি নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধিঃ- নওগাঁয় এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারো টায় শহরের পার-নওগাঁ জেলা কার্যালয়ে ওয়েব ফাইন্ডেশন এর আয়োজনে এ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসেলেটর মানুয়েল টুডু। এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসেলেটর সুদীপ কুমার ঘোষ, সহযোগী ট্রেইনার আমিনুল ইসলাম বেলাল, আত্রাই উপজেলা ওয়েব ফাউন্ডেশনের সভাপতি মিতুমনি, সাধারণ সম্পাদক সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, রাণী নগর উপজেলা ওয়েব ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম, সদর উপজেলা কমিটির সদস্য মর্জ্জিনা বেগমসহ নওগাঁ জেলার ওয়েব ফাউন্ডেশন এগারো টি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের এডভোকেসি নেটওয়ার্ক এর মানিবাধিকার,গনতন্ত্র,সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়।#

    একেএম কামাল উদ্দিন টগর
    নওগাঁ জেলা বিশেষপ্রতিনিধি

  • নওগাঁয় স্বেচ্ছসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশের দুর্দিনে গড়ে উঠা স্বেচ্ছসেবক লীগ সরকারের ভাবমুর্তি উজ্জল রাখতে গুরুত্বকপূর্ন অবদান রেখে চলেছে  – খাদ্যমন্ত্রী

    নওগাঁয় স্বেচ্ছসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশের দুর্দিনে গড়ে উঠা স্বেচ্ছসেবক লীগ সরকারের ভাবমুর্তি উজ্জল রাখতে গুরুত্বকপূর্ন অবদান রেখে চলেছে – খাদ্যমন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বর্তমান সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন এবং উজ্জল রাখতে স্বেচ্ছাসেবকলীগ সারাদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যখন নানা ষড়যন্ত্র চলছিল সেই দুর্দিনে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেকবলীগ দল এবং নেত্রীর মর্যাদা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে।
    খাদ্যমন্ত্রী বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা আওয়ামলীগ অফিস চত্বরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
    নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক সরদার জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ রিজভী এবং জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বরেলছেন জাতির পিতা বঙ¦ন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তলবিগীন ঝুড়ি থেকে সদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল।
    দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়্ওা মেট্্েরারেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলি ট্যানেল বহু মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে সরকার। দেশ আজ উন্নয়নের এক উচ্চমাত্রায় যুক্ত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রাতে অব্যাহত রাখতে হলে আগামী নির্বচনে আওয়ামলীগকে আবারো সরকার গঠনের প্রয়োজনীয়তা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলা ৬টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃৃন্দকে একযোগে কাজ করতে হবে।
    এর আগে কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতয়ি চারনেতা, স্থানীয় নেতা মোঃ আব্দুল জলিল ও বাংলাদেরেশর প্রথম রেডপুটি স্পীকার এ্যাড. মোহাম্মদ বয়তুল্লাহর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিবসের কেক কাটা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ৪৫তম বিদায় অনুষ্ঠান

    পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ৪৫তম বিদায় অনুষ্ঠান

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওয়াতায় ‘কারিগরি প্রশিক্ষণ একাডেমী’ ৪৫ তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষানার্থীদের কোর্স সমাপনী শেষে বিদায়ী অনুষ্ঠান হয়েছে।
    গতকাল বুধবার পৌর শহরের মুন্সিপাড়া রোড গ্রামীনফোন টাওয়ারের পূর্ব পার্শ্বে বি,সি,ই এর আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে এ বিদায় অনুষ্ঠান হয়েছে।
    অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি নুরুন নবী রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক শাহানাজ আক্তার, সাংবাদিক তারেক বাঁধন, সবুজ আহম্মেদ, ভবন মালিক রানী বেগম, প্রতিষ্ঠানের প্রশিক্ষক রবিউল ইসলাম, লাভলী আক্তার, মৃত্রিকা দাস, ছাত্র কাউসার আহম্মেদ, সাবিনা প্রমুখ। পরে অতিথিদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে রেজিষ্ট্রেশন কার্ড ও পুরুষ্কার প্রদান করা হয়।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। তাই বাধ্যতামূলক ভাবে সকলের কম্পিউটার শিক্ষা গ্রহণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। চাকুরী, ব্যবসা বাণিজ্য, লেনদেন সকল ক্ষেত্রেই আজ কম্পিউটার ব্যবহৃত হয়ে আসছে তাই আজকের এই সময়ে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প হতে পারে না।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নড়াইলের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন ঢাকার সুশীল সমাজের নেতারা

    নড়াইলের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন ঢাকার সুশীল সমাজের নেতারা

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন ঢাকার সুশীল সমাজের নেতারা। নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলা ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন ঢাকার সুশীল সমাজের নেতারা।
    মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত সাহাপাড়া এলাকা পরিদর্শন করেন সুশীল সমাজের প্রতিনিধি দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খায়রুল চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংবাদিক নজরুল কবীর, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা এবং দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মুনতাসির জাহিদ।
    এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম কুমার দেওয়ান, দিঘলিয়া রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি শিবনাথ সাহা প্রমুখ।
    সাহাপাড়া এলাকা পরিদর্শন শেষে প্রতিনিধিরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন এবং সাহাপাড়া সাম্প্রদায়িক হামলার বিষয় নিয়ে কথা বলেন।
    ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, আমরা শুনেছি দিঘলিয়ার সাহাপাড়াতে ৭১-এ পাকিস্তানি হানাদাররা ঢুকতে পারেনি। আজকে এ ঘটনা যারা ঘটিয়েছে তারা কেউ বাইরের নয়, তারা স্থানীয় ও আশপাশের। এরা অনেকেই পরিচিত। আমরা চাই এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটুক তা আমরা চাই না। এটা অত্যন্ত লজ্জার এবং চরম গ্লানিকর। এ ঘটনার দ্রুত অবসান হোক। তিনি এসব ঘটনার বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকদের দৃষ্টি কামনা করেন।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, এখানকার একটি সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কিন্তু দিঘলিয়ায় যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আমি এর চরম প্রতিবাদ করছি। দেশের সংবিধানের ৪টি মূলনীতির একটি হলো ধর্মনিরাপেক্ষতা। এখানে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
    নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, আমরা এখানে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানাতে এসেছি। সামনে দুর্গাপূজা। সাহাপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে শান্তিপূর্ণভাবে এখানে উৎসব ও পূর্ণ মনোবল নিয়ে বসবাস করতে পারে।
    প্রসঙ্গত, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সাহাপাড়ার ৫টি বাড়ি, ৬টি দোকান ও চারটি পূজামণ্ডপ ভাংচুর করে এবং একটি বাড়ি ও একটি মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় লোহাগড়ায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
    মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান বলেন, হামলা-মামলায় মঙ্গলবার পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট  পৌরসভা একাদশ বিজয়ী

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট পৌরসভা একাদশ বিজয়ী

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বেতমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২ শূন্য গোলে হারিয়ে পাথরঘাটা নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এবং ট্রাইবেকারে এক শূন্য গোলে কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে হারিয়ে বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

    ২৭ জুলাই বুধবার সন্ধে সাড়ে ৬টায় বিজয়ী দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল বাশার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এস এম জসিম, প্রাইমারি ইন্সটক্টর প্রকাশ মন্ডল ও সহকারী শিক্ষা কর্মকর্তাগণ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    লাল সবুজের বর্ণিল রঙে রাঙিয়ে পুরো ফুটবল মাঠের চারপাশ দৃষ্টিনন্দন করেছেন আয়োজক শিক্ষা অফিসার শাহ আলম এবং তার সহযোগীরা। রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসংখ্য ফেস্টুন ব্যানার ও প্লাকার্ড। মাঠের চারপাশ জুড়ে ব্যান্ড পার্টির সানাইয়ের সুরে ব্যাপক আনন্দমুখর পরিবেশে চলছে ফুটবল টুর্নামেন্টটি।

    পুরো আয়োজন সফল হওয়ায় ব্যক্তি উদ্যোগে আয়োজিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম কে ধন্যবাদ জানান অতিথি এবং উপস্থিত সুধীমহল ।

    অমল তালুকদার।।

  • ক্ষেতলালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌরসভা  নির্বাচন অনুষ্ঠিত

    ক্ষেতলালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠ ও
    নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে মেয়র প্রার্থী
    সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
    হয়েছেন।
    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ২৭ জুলাই ক্ষেতলাল
    পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দিপনার
    মধ্যে দিয়ে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
    প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত
    হয়েছে।
    ১নং ওয়ার্ডে সামছুল আলম মৃধা পানির বোতল মার্কা প্রতিক
    নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ২ নং ওয়ার্ডে সরদার
    মো: হাসিবুর রহমান উটপাখি প্রতিক নিয়ে বেসরকারী ভাবে
    নির্বাচিত হয়েছেন। ৩ নং ওয়ার্ডে খলিলুর রহমান উট পাখি
    প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডে
    মোঃ আলিমুজ্জামান সেলিম উটপাখি প্রতিক নিয়ে বেসরকারী
    ভাবে নির্বাচিত হয়েছেন। ৫ নং ওয়ার্ডে মোঃ জিল্লুর রহমান
    পানজাবি প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ৬
    নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় মোঃ ছাইদুর রহমান নির্বাচিত
    হয়েছে। ৭ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় মোঃ হাবিবুর রহমান
    চৌধুরী নির্বাচিত হয়েছেন। ৮ নং ওয়ার্ডে আব্দুল আজিজ
    পানির বোতল প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
    ৯ নং ওয়ার্ডে জুলফিকার আলী চৌধুরী জুলু উট পাখি প্রতিক
    নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
    সংরক্ষিত মহিলা ১ নং ওয়ার্ডে (১,২,৩,) মোছাঃ মমতাজ বেগম চশমা
    প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ২ ওয়ার্ডে নং
    (৪,৫,৬) মেহের নেগার মেরি আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে
    নির্বাচিত হয়েছেন। ৩ ওয়ার্ডে নং (৬,৭,৮) মোঃ সাজেদা খাতুন
    চশমা প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

  • পুকুরে ডুবে প্রাণ হারালো আপন ভাই-বোন

    পুকুরে ডুবে প্রাণ হারালো আপন ভাই-বোন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারালো মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই আপন ভাই-বোন। মৃত দুই ভাই বোন শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

    স্থানীয়রা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, শিশুদের বাবা আব্দুল হান্নান নতুন বাড়ির কাজের জন্য ভ্যানে করে দূর থেকে ইট নিয়ে আসছিলেন। একসময় ওই দুই শিশু ফাঁকা ভ্যান পেয়ে বাবার ভ্যানে চড়ে ইট পয়েন্টে যায়।

    এদিকে কাজের ফাঁকে বাবা হান্নান ছেলে-মেয়ের কথা ভুলে গিয়ে কাজ শেষে বাড়িতে ভ্যান রেখে পাশের বাজারে যান। হঠাৎ তাদের কথা মনে পড়লে বাড়িতে গিয়ে খবর নেন।

    ছেলে মেয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার সময় ইট পয়েন্টের পাশে থাকা পুকুরে খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় দুই ভাইবোনকে দেখতে পেলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান।