Blog

  • লালমনিরহাটের ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার এক

    লালমনিরহাটের ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার এক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ এসআই/মোঃ নাজমুল ইসলাম,এএসআই মোঃ রায়হান কবির, কং/মোঃ আলী রাজ ও কং/মোঃ মাসুদ আহমেদ,ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাবু রামের বসত বাড়ির ৫০গজ পশ্চিম পাশে কাচা রাস্তায় বিশেষ অভিযান ৯০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলে আসামি ইব্রাহিম ২৫,পিতা সহিদার রহমান, গ্রাম নওদাবাস, কালীগঞ্জ, লালমনিরহট।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা) ।।
    খুলনার পাইকগাছায় ২আগষ্ট মঙ্গলবার জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস এম আলাউদ্দীন সোহাগ, এম আর মন্টু,আলাউদ্দিন রাজা, প্রমথ সানা, আব্দুল আজিজ, বি সরকার, স্নেহেন্দু বিকাশ, ইমদাদুল হক, এন ইসলাম সাগর, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, অমল মন্ডল, বদিয়ার রহমান, ফসিয়ার রহমান, ফিরোজ আহম্মেদ, মিন্টু অধিকারী, শাহরিয়ার কবির প্রমুখ।
    মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু পাইকগাছার সম্পদ নয় উনি বাংলাদেশের সম্পদ। তিনি শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন না তিনি একাধারে শিক্ষানুরাগী, সমবায়ী, দানবীর, শিক্ষক, গবেষকসহ অসংখ্য গুনের অধিকারী ছিলেন। তার জীবনী বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ব্যাপক লেখনির প্রয়োজন। সেজন্য সাংবাদিকেরা অগ্রনি ভুমিকা পালন করবেন।
    উল্লেখ্য বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। রাড়ুলীর জমিদার হরিশচন্দ্র রায়ও ভুবনমোহিনী দেবীর তৃতীয় পুত্র। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ,বিজ্ঞানশিক্ষক,দেশীয় শিল্পোদ্যোক্তা, দার্শনিক ও কবি।
    ১৮৭৮ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন পি সি রায়। এরপর ভর্তি হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে (বর্তমান বিদ্যাসাগর কলেজ)। ১৮৮১ সালে সেখান থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে। সেখান থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাশ করেন।
    ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ১৮৮৮ সালে প্রফুল্লচন্দ্র রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে প্রায় ২৭ বছর অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনাকালে তাঁর প্রিয় বিষয় রসায়ন নিয়ে নিত্য নতুন অনেক গবেষণাও চালিয়ে যান। পিসি রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল ১৯০১ সালে কলকাতার মানিকতলায় ৪৫ একর জমিতে স্থানান্তরিত হয়। তখন এর নতুন নাম রাখা হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। ১৮৯৫ সালে মাত্র ৩৪ বছর বয়সে মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। তাঁর ওই আবিষ্কার বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এটি তাঁর অন্যতম প্রধান আবিষ্কার। তিনি মোট ১২টি যৌগিক লবণ এবং ৫টি থায়োএস্টার আবিষ্কার করেন। তনি সমবায়ের পুরোধ্,া স্যার পিসি রায় ১৯০৯ সালে নিজ জন্মভূমিতে একটি কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি পিতার নামে আর কে বি কে হরিশ্চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেন। বাগেরহাটে ১৯১৮ সালে প্রতিষ্ঠা করেন পি সি রায় কলেজ। দেশে শিক্ষা বিস্তারে আজ বিশাল ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তিনি ১৯৪৪ খ্রিস্টাব্দের ১৬ জুন ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • আজ পাইকগাছায় আসছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

    আজ পাইকগাছায় আসছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এক দিনের সফরে আজ ২ আগস্ট পাইকগাছায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী এদিন সকাল ১০টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসীর বাড়ি পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন এবং বিকাল সাড়ে তিনটায় পাইকগাছার রাড়ুলিতে জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পিসি রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী কে এম খালিদ যোগদান করবেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। আলোচনা সভা শেষে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন এবং ৩ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

  • আজ জগৎ বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকী

    আজ জগৎ বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকী

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আজ ২রা আগষ্ট জগৎ বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে এলাকায় সাজসাজ রব পড়েছে। বিজ্ঞানীর বাড়িটি সেজেছে বর্ণিল সাজে। বৃহত সুদৃশ্য প্যান্ডেল, সড়কের উপর পিসি রায় গেট, প্যানা ফেস্টুন ও ব্যপক প্রচার প্রচারনা চলছে।
    এবারই প্রথম এমপি আক্তারুজ্জামান বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ২শত বছর পুরনো জরাজীর্ণ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর বাড়ি সেজেছে নতুন সাজে। বাড়িটিতে প্রবেশ করলে মনে হবে ফিরে এসেছি শত বছর পুরনো কোনো রাজপ্রাসাদে। মনোরম পরিবেশ, দৃষ্টি নন্দন কাঠামো ও পারিপার্শ্বিক মনোমুগ্ধকর পরিবেশ দেখে হূদয় ছুঁয়ে যাবে।
    ২ আগস্ট মঙ্গলবার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬১তম জন্মবার্ষিকী। তাই বৃক্ষ ঘেরা দৃষ্টি নন্দন বাড়িটি জন্মবার্ষিকী উপলক্ষে সেজেছে অপরুপ সাজে। ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
    আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সভাপতিত্ব করবেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
    স্যার পিসি রায়ের জন্মবার্ষিকি উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, প্রত্যেক বছর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমি এমপি হওয়ার পরে পিসি রায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অনুষ্ঠানটি আলোচনা সভার মধ্য দিয়ে সীমিত পরিসরে শেষ হয়। তখনই মনে মনে ভাবি জগৎ বিখ্যাত বিজ্ঞানীর জন্ম বার্ষিকী জাকজমক ভাবে পালন করার চিন্তা করি। জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায় শিক্ষা, সমবায়, নারী শিক্ষা বিস্তার, চিকিৎসার জন্য বেঙ্গল ক্যামিক্যাল প্রতিষ্ঠা করে মানব সেবায় কাজ করে গেছেন। আজ এই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীকে অনেকেই চেনে না। তার বাড়ীটি ধ্বংস হতে চলেছে। কিছু অংশ এখনো বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে বে-দখল জমি পুনরুদ্ধাসহ বাড়ীটি পর্যটন কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তার সৃজনশীল কর্মকান্ড বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে পারলে বিজ্ঞানীর কর্মকান্ড সম্পর্কে সবাই জানতে পারবে। আগষ্ট শোকের মাস তাই অনুষ্ঠানটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবো।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগর পৌরসভায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    সুজানগর পৌরসভায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌরসভায় নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে নতুন এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরু নবী সরকার,পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে দুলাল হোসেন, বাচ্চু, জাকির হোসেন, উজ্জল,তোফাজ্জল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে পৌরসভার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। এরই ধারাবাহিকতায় নতুন এই রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও পৌরবাসীর কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    সুজানগরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘বছর ব্যাপী ফল চাষে,অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ স্লোগানকে সামনে রেখে ০১-০৩ আগস্ট তিন দিনব্যাপী পাবনার সুজানগরে শুরু হয়েছে ফল মেলা ও ফল প্রদর্শন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ এর স ালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাননান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান মাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইইপ চেয়ারম্যান শফিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন এবং উপজেলার কিষান-কিষানি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফল মেলায় আম,কাঠাল, আনারস, পেপে,পেয়ারা,লিচু,কলা, লটকন, জামরুল সহ প্রায় ৪০ প্রজাতির ফল প্রদর্শন করা হয়। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে মানুষদেরকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরণের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    এম এ আলিম রিপন।।

  • সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্ত্তৃক কু-প্রস্তাব ঃ আদালতে পিপি’র প্রতারনা

    সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্ত্তৃক কু-প্রস্তাব ঃ আদালতে পিপি’র প্রতারনা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি ঃ পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অব্যাহতভাবে শারিরীক নির্যাতন এমন কি কয়েক দফা বালিশ চাপা দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কারারক্ষী স্বামী। স্বামী ও শ্বাশুড়ির নির্যাতকন সহ্য করতে ন্ াপেরে শাপলা বেগম নামের ঐ গৃহবধু বর্তমানে প্রায় ৭ বছরের এক পুত্র সন্তানতে নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ জীবনযাপন করছেন। স্বামীর পরকীয়া আর নির্যাতন্রে বিষয়ে অভিযোগ করতে গিয়ে জেলারের কু-প্রস্তাবের শিকার হতে হয়েছে। আদালতে মামলা করে পিপি’র দ্বারা প্রতারিত হয়ে বিচার থেকেও বি ত হচ্ছেন ঐ গৃহবধু। অবশেষে উক্ত শাপলা বেগম নওগাঁ প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁর এই নির্যাতনের কাহিনী তুলে ধরে এবং জেলারের আচরণ ও পিপি কর্ত্তৃক প্রতারনার বিষয়গুলো উপস্থাপন করেন। এ সময় তিনি কান্ন্য়া ভেঙ্গে পড়েন।
    সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যে জানা গেছে গত ২০১০ সালের ১১ জুন তারিথে নওগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের কন্য উক্ত শাপলা বেগমের বিয়ে হয় সদর উপজেলার চুনিয়াগাড়ি মোজাফ্ফর হোসেন পুত্র কারারক্ষী আতিকুর রহমানের সাথে। বিয়ের এক বছর পর বাড়ি নির্মানের নাম করে প্রবাসী পিতার নিকট থেকে স্বামী আতিকুর রহমান ও তার মা ১০ লক্ষ টাকা গ্রহণ করে।
    এর পর চাকুরীর সুবাদে ২০১২ সালে গাইবান্ধায় বাসায় নিয়ে যাওয়ার পর থেকে আতিকুর তার স্ত্রী শাপলা’র উপর নানাভাবে নির্যাতন শুরু করে। ২০১৬ সালে নাটোরে এবং সবশেষে ২০১৮ বগুড়ায় ভাড়া বাসায় অবস্থানকালে অব্যাহগত নির্যাতন চালায়। বগুড়ায় ঘুমন্ত অবস্থায় বালিম চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। নির্যাতনের কারন অনুসন্ধান করতে গিয়ে স্বামীর মোবাইল গোপনে চেক করে জানতে পারে নিজেকে অবিবচাহিত পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা। মোবাইল ফোন থেকে ঐসম মেয়েদের নম্বর সংগ্রহ করে তাদের নিকট ফোন দিয়ে বলে যে সে অঅমার স্বামী। আমাদের একটা সন্তান আছে। তাদের নকট সংসার বাচানোর আকুল আবেদন করেন। তারপ থেকে নির্যাতনের মাত্রা দ্¦িগুন হয়ে যায়। গত ২০২০ সালের ২৪ আগষ্ট শাপলাকে গ্রামের বাড়ি চুনিয়াগাড়িতে রনাখে। তখন সে বগুড়ায় চাকুরী করে। গ্রামের বাড়িতেও মায়ের সহযোগিতায় কয়েকদফা হত্যার প্রচেষ্টা চালায়। এমন কি সাদা কাগজে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু স্বাক্ষর না করলে ম,া ও পরিবারের সদস্যদের সহযোগিতায় বেদম মারপিট করে। আবচারও বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে চুন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল এবং সদর থানা পুলিশের সহযোগিতায় শাপলার মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সেই থেকে পিতার বাড়িতেই অবস্থান করছে।
    এরই এক পর্যায়ে গত ২৬ আগষ্ট ২০২০ তারিখে বগুড়ায় জেলার শরিফুল ইসলামের কাছে বিভাগীয়ভাবে অভিযোগ করার জন্য গেলে উক্ত জেলার তাকে একা এক ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন অশ্লীল ছবি দেখিয়ে শারিরীক সম্পর্কের কু-প্রস্তাব দেয়। কোনভাবে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসেন শাপলা। এ ব্যপারে শরিফুল ইসলাম ও স্বামী আতিকুর রহমানের বিরুদ্ধে স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের নিকট আবেদন করেও কোন ফল হয়নি। বাধ্য হয়ে গত ২০২০ সালে ৮ সেপ্টেম্বর নওগাঁ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এা মামলা দায়ের করেন। যা সদর থানায় রেকর্ড করা হয় যার নম্বর ৪১২/২০২০। মামলাটি পিবিআই তদন্ত করছিল। এ সময় ঐ আদালতের পিপি এ্যাডভোকেট নাহিদ বিবাদীর সাথে যোগসাজস করে আপােষ করে দেয়ার নামে এবং পুনরায় সুষ্ঠুভাবে সংসার যাতে করতে পারেন এমন প্রস্তাব দিয়ে আদালতে চুপচাপ থাকার পরামর্শ দেন। চুপচাপ থাকলে একমাসের জন্য আতিকুরের জামিন হলে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখার প্রক্রিয়া শুরু করবেন বলে প্রতিশ্রুতি দেন। সন্তানের মুখের দিকে চেয়ে শাপলা পিপি’র কথা মত আদালতে কোন কখা কবলেন নি। কিন্তু জামিন হওয়ার পর পিপি পাশা ঘুরিয়ে ফেলেন। আপোষের কথা বললে উক্ত পিপি বকলে আপোষের কথা বলা যাবে না। স্থায়ী জামিন করে দিলে আপোষ হবে। তখন শাপলা বুঝতে পারেন যে পিপিও বিশ্বাসঘপতকতা করেছে। এখন শাপলা বেগম ন্যায় ব্চিারের প্রত্যাশায় আইনের দরজায় মাথা খুড়ে মরছেন। একটি সন্তান নিয়ে পিতার বাড়িতেদুর্বিসহ দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপার করছেন। তার প্রশ্ন তিসি কি কোন বিচার পাবেন না ?#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • নওগাঁয় মহিলাদের বিনামূল্যে বেসিক কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে

    নওগাঁয় মহিলাদের বিনামূল্যে বেসিক কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহিলাদের বিনা মূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে স্থানীয় প্রভাতী মহিলা সমিতির উদ্যোগে এই প্রশিক্ষশা কার্যক্রম চালু করা হয়েছে।
    সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের ডিগ্রি কলেজের মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন।
    প্রভাতী মহিলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অীনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।
    প্রতি ব্যাচে ১৫জন করে মহিলা প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রতি ব্যাচে মোট ৪৫ ঘন্টা করে প্রশিক্ষন ক্লাশ অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ এই কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচীতে চারটি ব্যাচে ৬০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার চাওয়াই নদীতে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে নুরল ইসলাম (৬৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
    সোমবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার মিলনমার্কেট এলাকার চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।
    নুরল ইসলাম সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাজিপাড়া এলাকার মৃত সাকোয়াত আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে চাওয়াই নদীতে পাথর তুলতে যান নুরল। একসময় তিনি নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের সঙ্গে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ নদীর মাঝখানে গেলে পানিতে তলিয়ে যান তিনি। এ দৃশ্য দেখে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে নুরলকে ভাসতে দেখেন তাঁরা। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে প গড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে প গড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পাথরঘাটায় নবনিযুক্ত ইউএনও’র যোগদান

    পাথরঘাটায় নবনিযুক্ত ইউএনও’র যোগদান

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধ: ১ আগষ্ট সোমবার বিকেলে বরগুনার পাথরঘাটায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার যোগদান করেছেন।

    মি:সুফল চন্দ্র গোলদারের আনুষ্ঠানিক যোগদানকালে তাকে স্বাগত জানান পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    উল্লেখ্য,তিনি এর আগে ঝালকাঠির কাঠালিয়ায় কর্মরত ছিলেন।

    পাথরঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে#

    অমল তালুকদার।।