Blog

  • মহেশপুরে প্রেমীককে যেতে বাধা দেওয়ায় প্রেমীকার আত্মহত্যা

    মহেশপুরে প্রেমীককে যেতে বাধা দেওয়ায় প্রেমীকার আত্মহত্যা

    ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধিঃ-

    প্রেমীকের সাথে যেতে স্বজনরা বাধা দেওয়ায় মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সুমনা খাতুন (১৭) নামের এক যুবতী। ঘটনাটি ঘটেছে ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে।
    ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে।
    থানা পুলিশ সংবাদ পেয়ে সুমনা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
    এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমনা খাতুন কুশাডাঙ্গা গ্রামে নানা রমজান আলীর বাড়ীতে থেকে লেখা পড়া করতো। একই গ্রামের ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো এক যুবকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুমনা খাতুন।
    প্রতিবেশীরা জানান, গত কয়েক দিন পর্বে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো যুবকটি বাড়ীতে এসে সুমনার সাথে দেখা করে। পরে ঐ ছেলেটা ঢাকায় চলে গেলে তার সাথে সুমনাও যাওয়ার চেষ্টা করে। কিন্তু নানা বাড়ীর লোকজন সুমনাকে বাধা দেওয়ায় তার আর ঢাকায় যাওয়া হলোনা। আর এ কারনেই সুমনা মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্ত করে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে গত বুধবার eeপারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, অপমৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে।

  • মহেশপুর সীমান্তে ফেন্সীডিলসহ  মাদক ব্যবসায়ী আটক -১ পলাতক ২

    মহেশপুর সীমান্তে ফেন্সীডিলসহ মাদক ব্যবসায়ী আটক -১ পলাতক ২

    ঝিনাইদহ মহেশপুর সংবাদদাতাঃ-

    ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামে ২৮ বোতল ফেনসিডিলসহ মৃত তোফাজ্জলের পুত্র মফিজুল ইসলাম (৩৬) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
    এব্যাপারে মহেশপুর থানায়,মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ১২,আসামি ৩ জন।আটক-১,পলাতক-২ এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন,জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন টুকু

    চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন টুকু

    আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
    ৪ আগষ্ট বৃহস্পতিবার বরিশালের বানারীপাড়া উপজেলার শেরে বাংলার পিতৃভূমি চাখারে অবস্থিত চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির ৫ জন অভিভাবক সদস্য ১ জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় সৈয়দ মজিবুল ইসলাম টুকু সভাপতি হিসেবে নির্বাচিত হয়। এ ম্যানেজিং কমিটি নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার জয়শ্রী কর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম সহ স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ। চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি মানুষ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় চাখারে ৯০বছরের  বৃদ্ধার উপর হামলায় থানায় অভিযোগ

    বানারীপাড়ায় চাখারে ৯০বছরের বৃদ্ধার উপর হামলায় থানায় অভিযোগ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ ৩ জন আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ব্যাপারে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
    ৩ আগস্ট বুধবার বিকালে সরেজমিনে জানা যায়,
    প্রয়াত আবদুল হাকিমের স্ত্রী বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) তার বসত ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে প্রতিবেশী মো. রফিকের ছেলে মো. রাজু মূত্র ত্যাগ করায় ঐ বৃদ্ধা প্রতিবাদ করে। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনা কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এনিয়ে স্থানীয় গন্যমাণ্যদের জানানো হলে তারা দু’পক্ষের ভিতর মিটমাট করে দেওয়ার আস্বস্ত করেন। পরবর্তীতে মৃত আক্কেল আলীর ছেলে রফিক ঢাকায় অবস্থানকৃত নিজ সন্তান, রাজিব,সুজন, ভাই সহিদকে খবর দিলে তারা এসে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধার বসত ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা করে। এসময় বৃদ্ধার ডাকচিৎকারে ছেলের বৌ সালেহা বেগম ও নাতি সজল এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং যাওয়ার সময় আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    এবিষয়ে প্রতিবেশী ও স্থানীয় সাধারণ মানুষ এই অতর্কিত হামলার প্রতিবাদ করে বলেন, এরা মাদক ব্যাবসায়ি ও সন্ত্রাসী এর আগেও এর চেয়ে ভয়ংকর অপরাধ করেছে। আমরা এই অসহায় বিধবা বৃদ্ধা’র উপর হামলার প্রতিবাদ জানাই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম, মাসুদ আলম চৌধুরী বলেন অভিযোগ রয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানিয়াচংয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা আটক

    বানিয়াচংয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা আটক

    হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে অভিযান চালিয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা সাজিরুল খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ আগষ্ট গভীর রাতে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই অমিতাভ দাস তালুকদার, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় দোয়াখানী গ্রামের ছালেক মিয়ার স্ত্রী মোছাঃ সাজিরুন খাতুন (৩৩) কে উল্লেখিত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
    পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।

  • বরগুনার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    বরগুনার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার তালতলী উপজেলার পাঁচ জন ও বেতাগী উপজেলার একজন নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারমানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

    এতে তালতলী উপজেলার পচাকোড়ালীয়া, ছোট বগী, কড়ইবাড়ীয়া,বড় বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আলহাজ আঃ রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মোতালেব মৃধা প্রমুখ।

  • বরগুনার তালতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    বরগুনার তালতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি একাত্তর টিভি ও রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    বুধবার বেলা ১১টায় তালতলী সদর রোডে এ মানববন্ধন করেন সাংবাদিকরা।

    তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন তালতলী প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ।

    এ সময় বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি, মাহমুদুল হাসান, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি আবুল হাসান,তালতলী প্রেসক্লাবের সাবেক সহ -সভাপতি মি:মংচিন থান প্রমুখ।

  • ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়ায়  বিক্ষোভ মিছিল

    ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    শোকের মাস আগস্টে বিএনপি ও ছাত্রদল ক্যাডার বাহিনীর বিভিন্ন নাশকতামূলক কর্মসূচির বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, আগস্ট মাস এ শোকের মাসে বিএনপি-জামাত দেশে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্রলীগ তাদের এই ষড়ষন্ত্র
    বাস্তবায়ন করতে দেব না। আমরা মাঠে থেকে তা প্রতিহত করব।

    বিক্ষোভ মিছিলে কেন্দুয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ অংশগ্রহণ করেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • কেশবপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    কেশবপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোটার, জয়দেব চক্রবর্তী,কেশবপুর(যশোর):
    সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং
    ভোলায় পুলিশের গুলি বর্ষন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ৪আগস্ট কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন বিশ্বাস, আব্দুল হালিমা অটল, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, অলিউর রহমান উজ্জল,ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, ওহিদুর রহমান অন্তু, ফরহাদ হোসেন প্রমূখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

  • জয়পুুরহাটে জেলা আ’লীগের নেতার অভিযোগ “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    জয়পুুরহাটে জেলা আ’লীগের নেতার অভিযোগ “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর কারামুক্ত হয়ে বাড়িতে আসার পথে হামলার অভিযোগ কালাই
    উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের বিরুদ্ধে।

    বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব সরদারপাড়া অবসর চৌধুরী তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে
    এসব অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে অবসর চৌধুরী বলেন, আমি জয়পুরহাট-২ আসনের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেওয়ার পরই আমার বিরুদ্ধে ষরযন্ত্র করে আয়ের চেয়ে সম্পদের ১ লক্ষ ৬৫ হাজার ৮২১ টাকা গড়মিল দেখিয়ে আমিসহ আমার স্ত্রী জেলা
    সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুননাহার শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা করানো হয়। সেই মামলায় ৬৬ দিন কারাবাস থাকার পর গত বুধবার বগুড়া কারাগার থেকে মুক্ত হয়ে জয়পুরহাট আসার পথে কালাই উপজেলার পুনট এলাকায় আমার
    সাথে থাকা নেতা কর্মীদের উপরে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যের বিশ্বস্ত সহচর কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের লোকজন পুলিশের সামনে গাড়ি বহরে হামলা চালায়। এ হামলার প্রতিবাদে সংবাদ সংম্মেলনে এসব
    কথা বলেন।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন
    বলেন এসব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।

    কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন মুঠোফোনে সাংবাদিকদের বলেন,
    আসলে তেমন কোন ঘটনা নয়। অতি উৎসাহি কিছু ছেলে ঢিলপাটকেট ছোড়ার ঘটনা শুণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে কেউ নেই।