Blog

  • শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক পরীক্ষার্থী

    শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক পরীক্ষার্থী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক স্বপন সেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার কমলাকান্ত সেনের ছেলে।

    পুলিশ ও নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে ৩০ হাজার টাকায় ভাড়া করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় স্বপন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে হাতের লেখায় মিল না থাকায় ধরা পড়েন তিনি।

    জিজ্ঞাসাবাদে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

  • র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

    র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন আজিজ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন আজিজ জয়পুুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

    আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

    পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

  • আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

    আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

    রিদয় হোসেন( সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কমসুচি পালন করা হয়েছে।

    শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মৌসুমি হক,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি,আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ আক্কেলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ।

    অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মোট ৭৩ টি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

  • প্রশংসা ও ভালবাসায় বিদায় নিলেন আরআই”পুলিশ লাইন্স”জয়পুরহাট

    প্রশংসা ও ভালবাসায় বিদায় নিলেন আরআই”পুলিশ লাইন্স”জয়পুরহাট

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জয়পুরহাট জেলায় কর্মরত জনাব মোঃ খলিলুর রহমান, আরআই, পুলিশ লাইন্স, জয়পুরহাট এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    তিনি ২৫-০৯-১৯৮৩ খি. তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৮-০৮-২০২১ খ্রি. জয়পুরহাট জেলার পুলিশ লাইন্সের আরআই হিসেবে যোগদানের পর থেকে নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),ফারজানা হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণরা।

  • খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

    খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    খাগড়াছড়িতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।

    উক্ত এ আজ ৫আগস্ট রোজ শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা।

    এসময়ে সম্মানিত অতিথি খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিশেষ অতিথি হিসেবে সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী।

    এছাড়া আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোছাম্মদ বিলকিছ বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, অঞ্জলী ত্রিপুরা, লেখি চাকমা, নেন্সী মারমা, টুনটুনি ত্রিপুরা, নুরী আক্তার, বিনা ত্রিপুরা ও প্রতিটি ইউনিট হতে আগত মহিলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

    উক্ত আয়োজন বিউটি রানী ত্রিপুরা’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ যুব মহিলা লীগ এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক চন্দন দে, উপদপ্তর সম্পাদক মোঃ নুরুল আযম, সদস্য মোঃ শামীম চৌধুরী,সদস্য মোঃ নুরুল্লাহ হিরু অ্যাডভোকেট,খাপাজেপ সদস্য আশুতোষ চাকমা, খাপাজেপ সদস্য নীলোৎপল খীসা,ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ইকবাল বাহার, সাবেক ছাত্রলীগ সভাপতি দক্ষ সংগঠক টিকো চাকমা, বর্তমান জেলা ছাত্রলীগের আহ্বায়ক অভিকমোহন ত্রিপুরা, জেলা সেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা, জেলার জাতীয় শ্রমিক লীগসহ সাবেক সকল নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

  • রংপুরে অভিযাত্রিকের ২২৪৭তম সাহিত্যে আসর অনুষ্ঠিত

    রংপুরে অভিযাত্রিকের ২২৪৭তম সাহিত্যে আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আজ ৫ আগষ্ট ২০২২ শুক্রবার বিকেল ৫ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে ২২৪৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    সাহিতং আসরের শুরুতে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে ১৫ আগষ্ট নিহত সকলের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।
    আসরে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০০ ফল,কাঠ ও ঔষধি গাছের চারা ‘আমরা স্বপ্ন ছুঁই’ সংগঠনের সদস্যদের প্রদান করা হয়। তারা বিভিন্ন স্থানে নিজ দায়িত্বে তা রোপণ করবেন।
    সাহিত্য আসরে মুখ্য আলোচক ছিলেন, শিক্ষাবিদ সুন্দরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ও লেখক নাসরিন সুলতানা রেখা এবং লেখক, গবেষক লুৎফর রহমান।
    প্রবন্ধ পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা ও সাঈদ সাহেদুল ইসলাম।
    স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হক সাগর, শাহনেওয়াজ, শরীফ সমুন, কবি ও সংগঠক নাসরিন নাজ, শাহজাহান আলী মিলন, প্রিতম, সংগীত পরিবেশন করেন, সাহিল ফারহান লিওন ও জনাব সাইফুল ইসলাম।
    পুরো আসরটি সঞ্চালনা করেন কবি মাসুম মোরশেদ।

  • বরগুনার তালতলী রাখাইনদেরকে  বন্যশুকর দিয়ে হয়রানি

    বরগুনার তালতলী রাখাইনদেরকে বন্যশুকর দিয়ে হয়রানি

    বরগুনা প্রতিনিধিঃ
    বরগুনার তালতলীতে বিভিন্ন পাড়ার রাখাইরা তাদের গৃহপালিত শুকর সরবরাহ করার সময় বন্য শুকর দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সাংবাদিকদের কাছে বনবিভাগ ও প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন বাংলাদেশ আধিবাসী ফোরামের বরগুনা ও পটুয়াখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মি. মংথিনজো।

    অভিযোগে জানা যায়, উপজেলার ১৩টি রাখাইন পাড়ায়ই তারা তাদের শুকর গৃহে পালন করে আসছে। সেই সুবাদে গত ২৬ জুলাই উপজেলার সওদাগর পাড়ার মি:থানতে মং এ ছেলে দীনমজুর মি:চানমং সে তার গৃহপালিত শুকরটির ৩৮ কেজি মাংস কুয়াকাটার এক আত্মীয়ের আয়োজনে তাদের বাড়ীতে সরবরাহের সময় কতিপয় অর্থলোভী বাংঙ্গালী মুসলমানদের সহযোগীতায় কলাপাড়ার নিজামপুর খেয়াঘাটে কোষ্টগার্ড সদস্যরা খামখেয়ালী ভাবে আটক করে ক্যাম্পে নিয়ে মহিপুর বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বনবিভাগ ওই মাংসকে বন্য শুকরের ৮০ কেজি মাংস এবং বন ও পরিবেশের আনুমানিক ১লক্ষ টাকা ক্ষয়ক্ষতি উল্লেখ করে বন্যপ্রাণি নিরাপত্তা ২০১২ আইনের ৩৪ এর (ক) ও (খ) ধারামতে আদালতে প্রেরন করেন। আদালত ওই মি: চানমংসেকে জেলহাজতে প্রেরন করেন। এ ছাড়াও চলতি বছরের ২৭ জানুয়ারী উপজেলার তাঁতিপাড়া নিবাসী মৃতু মি:নোজাঅং এর পুত্র মি:নেওয়েনচো নিজের গৃহে পালিত শুকর কলাপাড়ার মহিপুরের মি:শুখরঞ্জন শীলের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন। শুখরঞ্জন ওই শুকরটি নেয়ার সময় উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাটে টহলরত বন প্রহরীরা আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার ক্রয় ও বিক্রেতা উভয়কে ২হাজার টাকা জরিমানা ও মুছলেকা রেখে শুকরসহ উভয়কে ছেড়ে দেন।
    রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি. মংচিন থান বলেন, স্থানীয় প্রশাসন ও বনবিভাগ আমাদের হয়রানী করার জন্য একেরপর এক মিথ্যা মামলা দিয়ে আসছে। আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুবিচারের প্রত্যাশা করছি।

  • ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে  শেখ কামালের জন্মদিন পালন

    ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

    মো: আরিফ রববানী ময়মনসিংহ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র,
    বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (৫আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র,
    বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় নগরীর টাউনহল প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুত্র শেখ কামালসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মিলাদ ও দোয়া মাহফিল পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় শেখ কামালের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টজু, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব ইমদাদুল হক সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এডভোকেট জিয়াউল হক সবুজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, কাউন্সিলর রোকেয়া হোসেন, সাধারন সম্পাদক সেলিনা রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রাজিব, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, জেলা যুব মহিলালীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন, কোতুয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক দিলরুবা আক্তার, যুগ্ন আহবায়ক জেবিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস ১৫ই আগষ্ট জাতির জনক ও উনার পরিবার সহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের রাজনৈতিক, ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে এক উজ্জল নক্ষতের নাম শেখ কামাল। তিনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তিনি আবাহনীর সভাপতি হিসাবে খেলাধুলাকে দেশ বিদেশে পরিচিত করেন। আগামী ৮ আগষ্ট বেগম ফজিলাতুননেচ্ছা মুজিবের জন্মদিন অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহন করার জন্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানান।
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র হায়েনাদের বর্বোরোচিত হামলায় জাতির জনক সহ উনার পরিবারের সদস্যদের সাথে শেখ কামাল শহীদ না হলে আজ হয়ত দেশ পরিচালনায় থাকতেন। তিনি শহীদ শেখ কামাল সহ জাতির জনকের পরিবার সহ সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, পখিরও বাসা আছে কিন্তু ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোন অফিস নাই। আমাদেরকে রাস্তায়, এখানে সেখানে অনুষ্ঠান করতে হয়। তিনি বলেন, রহিঙ্গাদের ঠাই হয়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অফিস করার মত জায়গা পাওয়া যায়না। এভাবে আর চালতে পারেনা। অধিকাংশ রাজনৈতিক দলের অফিস আছে, স্বাধীনতার পক্ষের ক্ষমতাসীন রাজনৈতিক দল জেলা আওয়ামীলীগের অফিস নেই এটি বড়ই দুর্ভাগ্য। তিনি বলেন, খুব শিগ্রই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

  • শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল

    শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল

    স্টাফ করেসপন্ডেন্ট
    বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন জাতির পিতার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল,কিন্তু বিরোধীরা তাকে নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছে।তিনি বলেন-শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদান ছিল। আবাহনী ক্রীড়া চক্র গঠন ও স্পন্দন শিল্পী গোষ্টী প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল।

    শুক্রবার (৫ আগস্ট) জাতির পিতার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের শুভ জন্মদিন ও শোকাবহ আগষ্টের বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য আয়োজিত দোয়া মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের সূর্য সন্তান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ এসব কথা বলেন।

    অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, শেখ কামালের পদ-পদবি নিয়ে কোনো চিন্তা ছিল না। তিনি ছাত্রলীগের কেবল সদস্য ছিলেন, সে অবস্থাতেই তিনি ৬৯-এর গণ-অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ প্রতিটি সময়েই মিছিল-মিটিংয়ে কর্মী থেকে সংগঠক হিসেবে দেশের জন্যে কাজ করে গিয়েছেন।

    শেখ কামাল ছিলেন নাট্যকার, একই সঙ্গে ক্রীড়া সংগঠক। সত্তরের দশকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বিদেশি কোচ নিয়ে এসে ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছিলেন বলে মন্তব্য করে তিনি বর্তমান প্রজন্মদেরকে শেখ কামালের আদর্শ অনুসরণ করে চলার আহবান জানান।

    স্বাচিপ নেতা ডাঃ আজিজ বলেন, শেখ কামাল ছিলেন একজন ভদ্র, বিনয়ী মানুষ,তিনি সিনিয়রদের অনেককরে কথা বলতেন। মেধাবী ছাত্র ছিলেন শেখ কামাল। ক্রিকেট টিমের ক্যাম্পেট ছিলেন, বাস্কেটবল খেলতেন।তিনি নাটক করেছেন। বিদেশেও নাটক নিয়ে গেছেন, প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
    খুব ভালো লোক ছিলেন, ভাল সংগীতও গান গাইতে পারতেন। সব মিলিয়ে শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

    শেখ কামাল ছিলেন একজন আর্দশিক মানুষ। তার আদর্শ ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান অধ্যাপক ডাঃ এম এ আজিজ । এর আগে অধ্যাপক ডাঃ এম এ আজিজ ময়মনসিংহে তার কর্মী সমর্থকদের নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং দুপুরে নগরীর ৩৩নং ওয়ার্ড চর রঘুরামপুর পুর্ব পাড়া মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মসজিদে মুসল্লীদের সাথে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময়,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মির্জা হামিদুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক,জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারাসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

  • ময়মনসিংহে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা

    ময়মনসিংহে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী ব্যাপক ঝাক-জমক ও উৎসব মোখর পরিবেশে পালিত হয়েছে।

    শুক্রবার (৫আগষ্ট) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

    জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগী কমিশনার মো:শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি মো: এহতেশামুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিলের মাধ্যমে মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।