Blog

  • গোদাগাড়ীতে ঐতিহাসিক ১৭০ তম সান্তাল হুল দিবস অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে ঐতিহাসিক ১৭০ তম সান্তাল হুল দিবস অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ “যেখানে অধিকার বঞ্চনা সেখানেই ”হুল”শ্লোগানকে সামনে রেখে আজ ৩০ জুন, ২০২৫ তারিখ রোজ সোমবার গোদাগাড়ী উপজেলার কাোকনহাটে সিসিবিভিও ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় এবং রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন সমূহের আয়োজনে রক্ষাগোলা সংগঠনের নৃত্তাতিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভার মাধ্যমে ঐতিহাসিক সান্তাল হুল দিবস ২০২৫ পালিত হয়।

    রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, মলিন মার্ডী, বাপ্পি মার্ডী, মুকুল সরেন, রঞ্জিত রায়।
    সিসিবিভিও শাখা কার্যালয় হতে কাঁকন বাজার প্রদক্ষিণ করে কাঁকনহাট পৌরসভা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

    সভার সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। বক্তাগণ বলেন, ১৭০ বছর ধরে দিবসটি সাঁওতালদের কাছে দাবি আদায়ের গৌরবোজ্জ্বল দিন হলেও আমরা এখনো শোষণ আর বঞ্চনার শিকার । এখনো ফিরে পায়নি ভূমির অধিকার। বিশেষ করে সমতলের আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়নি আজও।
    ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাামের ইতিহাসে আজ থেকে ১৬৯ বছর আগে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি ছিল প্রথম সশস্ত্র গণসংগ্রাম। সাঁওতাল বিদ্রোহীদের সেদিনের দেশপ্রেমিক সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল।
    সাঁওতাল বিদ্রোহের নায়ক দুই ভাই সিধু মুরমু ও কানু মুরমু স্মরণে ও শ্রদ্ধায় সাঁওতালদের অনেকেই দিনটিকে সিধু-কানু দিবস বলে থাকেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালাল সামন্ত জমিদার, সুদখোর, তাদের লাঠিয়াল বাহিনী, দারোগা-পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব, এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালরা। সঙ্গে ছিলেন তাঁদের দুই বোন ফুলোমনি মুরমু ও ঝালোমনি মুরমু।
    ১৮৫৫ সালের ৩০ জুন যুদ্ধ শুরু হয় এবং ১৮৫৬ সালের নভেম্বর মাসে তা শেষ হয়। সাওতাঁলরা তীর-ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করায় ইংরেজ বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের কাছে টিকতে পারেনি। এ যুদ্ধে ইংরেজ সৈন্যসহ প্রায় ১০ হাজার সাঁওতাল যোদ্ধা মারা গিয়েছিলো। বিদ্রোহে পর্যায়ক্রমে সিধু, কানু, চাঁদ ও ভৈরব নিহত হলে বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে।
    ঐতিহাসিক সান্তাল হুল দিবস অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী ও সমাজ সংগঠক মানিক এক্কা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাধায়ন করেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে ১৬ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রেফ-তার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে ১৬ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রেফ-তার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৯ জুন ২০২৫ খ্রিঃ, দুপুর ১৩.৩৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা হতে বগুড়াগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মোরশেদ আলম (৪০), পিতা- মোঃ শাহ আলম, মাতা- মোছাঃ মাহফুজা বেগম, সাং- টাকুই (রহমতপুর), থানা-ব্রাহ্মণপাড়া , জেলা- কুমিল্লা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • মমেকে  ইন্টার্ন ডক্টর সোসাইটির উদ্যোগে  সামার ফ্রন্ট কার্নিভাল-২৫ উদযাপিত

    মমেকে ইন্টার্ন ডক্টর সোসাইটির উদ্যোগে সামার ফ্রন্ট কার্নিভাল-২৫ উদযাপিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন ধরনের মজার মজার কার্যকলাপ, খেলা, খাবার এবং বিনোদনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে গ্রীষ্মকালীন উৎসব সামার ফ্রন্ট কার্নিভাল-২৫। এতে বিভিন্ন ধরনের খেলা ও রাইড: যেমন বাম্পার কার, Ferris wheel, রোলার কোস্টারসহ গরম গরম খাবার, মিষ্টি, পানীয়,সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ও
    বিভিন্ন ধরনের গেম ও প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার মাধ্যমে উৎসবে মেতে উঠেন শিক্ষার্থীরা।

    সোমবার( ৩০ জুন), ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে ইন্টার্ন ডক্টর সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণিল আয়োজনে উচ্ছ্বসিত হয়ে উঠে শিক্ষার্থীরা। উৎসব মুখর হয়ে ওঠে মৌসুমি  ফলের সুবাস, হাসি-আনন্দ আর প্রাণের মিলনমেলায়।  ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫, যা শুধু একটি আয়োজন নয়, বরং হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গ্রীষ্মের এক স্মরণীয় উৎসব।

    শিক্ষার্থী, ইন্টার্ন ও সিনিয়র চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আরও রঙিন ও প্রাণবন্ত।অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস,  এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডা.নাজমুল আলম খান, উপাধ্যক্ষ প্রফেসর ডা.মতিউর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।

    এ আয়োজনে ছিল নানা স্বাদের ও রঙের দেশীয়  সামার ফ্রুট আইটেম, যা শুধু চোখে দেখতেই নয়, স্বাদেও অনন্য। এছাড়াও উপস্থিত সবার আনন্দকে দ্বিগুণ করতে ছিল চকলেট, কেক, আইসক্রিমসহ মনকাড়া নানা মুখরোচক আয়োজন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে নেয় প্রোগ্রামের বিশেষ অংশ – ম্যাজিক শো, যা সবার মধ্যে এক ধরনের শিশুসুলভ কৌতূহল ও আনন্দের সঞ্চার করে।

    এ বিষয়ে ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা.সাকিব হাসান বেলাল বলেন, “কার্ণিভালটিকে সফল করতে আমরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতেও আমরা এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব আয়োজন করতে চাই, যাতে সবার মধ্যে একাত্মতা তৈরি হয় এবং মেডিকেল জীবনের একঘেয়েমি দূর হয়।”

  • জিয়াউর রহমানের শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে  মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি

    জিয়াউর রহমানের শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা ১১টায় বারইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

    এ উপলক্ষে বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুস জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
    পরে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন স্থানীয় কৃষকদের মাঝে নারিকেল ও বিভিন্ন ফলজ চারা বিতরণ করেন। শেষে পরিষদ চত্ত¡রে নারিকেল চারা রোপন করেন।
    কাজী খায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নিবে না। অন্তবর্তীকালিন সরকারের ঘোষণা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহŸান জানান। #

  • থানচিতে বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কের বেহা-লদশা, জনদু-র্ভোগ চরমে

    থানচিতে বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কের বেহা-লদশা, জনদু-র্ভোগ চরমে

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বলিপাড়া ইউনিয়ন সাংঙ্গু নতুন ব্রীজ হইতে খ্রীষ্টান মিশন ও রুমা উপজেলা দুর্গম ৪ নং গালেংগ্যা ইউনিয়ন সীমান্ত পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়কটির বেহাল দশায় ৩ ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন।
    সংস্কারের অভাবে ইট সোলিন সড়কটি ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, যা যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বলিবাজার সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন রুমা ও থানচি উপজেলা গ্যালেংগ্যা ইউনিয়ন সীমান্ত পর্যন্ত কয়েকটি স্থানে গর্তগুলো কারনে যানবাহন চলাচল করতে পারছে না।
    থানচি রুমা উপজেলায় বলিপাড়া, গালেংগ্যা ও রেমাক্রি প্রাংসা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বলিপাড়া, ক্যচু পাড়া, মরো পাড়া, ব্রহ্মদত্ত পাড়া, জৈতুন পাড়া, জ্ঞানলাল পাড়া, এদেন পাড়া, রামদু পাড়া, আদিগা পাড়া,বিশায় পাড়া,কিস্ত পাড়া,মুংগহা পাড়া, সতিচন্দ্র পাড়াসহ ২ উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষের জন্য এটিই প্রধান যাতায়াতের পথ।
    বলিবাজার এলাকাটি দুইটি উচ্চ বিদ্যালয়, ১০টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাহাড়ের ফল ফসলাদি ও তরিতরকারি বিভিন্ন পণ্য হাটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। দুই উপজেলায় বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা এখানে পণ্য কেনাবেচার জন্য আসেন। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, যা ব্যবসায়িক ও কৃষকের জন্য ক্ষতিসাধন হচ্ছে।
    প্রতিদিন এই সড়কে টমটম, তিন চাকার মাহেন্দ্র গাড়ি ও বিসেভেন্টিসহ ছোট বড় ট্রাক যানবাহন চলাচল করে। সড়কের দুরবস্থার কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছে। পথচারী ও চালকদের জন্য সড়কটি এখন চরম দুর্ভোগে কারণ হয়ে দাঁড়িয়েছে।
    এলাকার কৃষিজীবী মানুষেরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য কলা, আম, কাজুবাদাম, আদা, হলুদ, তরিতরকারি বাজারজাত করতে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সড়কের বেহাল দশায় শিক্ষার্থীরাও স্কুলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে।
    এই নিয়ে প্রফুল্ল পাড়া বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা বলেন, এই রাস্তায় বিভিন্ন স্থানে গর্তে হয়ে যাওয়ার কারনে যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে তো কথাই নেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যায় রাস্তাটি। রাস্তা সংস্কারের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
    টমটম গাড়ি চালক রতন কর্মকার বলেন, এই রাস্তায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার খারাপ হওয়ার কারনে গাড়ি নষ্ট হয়ে ঘনঘন ঠিক করতে হয়। বৃষ্টি হলেই আর গাড়ি চালানো যায়না। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি।
    বাসিল মরো পাড়া কারবারি বার্নাড ত্রিপুরা বলেন, সড়কের প্রতিদিন অন্তত শত শত মানুষ যাতায়াত করেন। এই পথ দিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষের একমাত্র সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতি দ্রুত সংস্কারে দাবি জানাচ্ছি।
    বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা বলেন, সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত অনুমানিক ১ কিঃমিঃ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে মানুষের যাতায়াত করতে হচ্ছে। অচিরেই সড়কটির পুনঃ সংস্কারে জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
    উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। সামনের বাজেটে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটির বেহালদশা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

  • তারাগঞ্জে সড়ক দুর্ঘট-নায় অ-জ্ঞাত বৃদ্ধার মৃ-ত্যু

    তারাগঞ্জে সড়ক দুর্ঘট-নায় অ-জ্ঞাত বৃদ্ধার মৃ-ত্যু

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুরের খুনিয়ার দোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই বৃদ্ধাটি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি কারো সঙ্গে কথা বলতেন না, নিজের মনে কথা বলতেন এবং স্থানীয়রা খাবার দিলে খেতেন।
    ঘনিরামপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, “মহিলাটিকে কয়েকদিন ধরে আমাদের এলাকায় ঘুরতে দেখছি। তিনি কাউকে কিছু বলতেন না, মানসিকভাবে অসুস্থ মনে হতো। সকালে শুনি রাস্তার পাশে খুনিয়ার দোলায় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাঁটার সময় পিছন দিক থেকে আসা কোনো যানবাহনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
    এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহত বৃদ্ধার পরিচয় এখনও জানা যায়নি। তার মরদেহ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

  • ২৬ নং ওয়ার্ড সোনাডাঙ্গা থানা নবগঠিত তাঁতি দলের  পূর্ণাঙ্গ কমিটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    ২৬ নং ওয়ার্ড সোনাডাঙ্গা থানা নবগঠিত তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ তৈয়ব আলী খুলনা।

    রবিবার ২৯ শে জুন ২০২৫ বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল সোনাডাঙ্গা থানা অন্তর্গত ২৬ নং ওয়ার্ড তাঁতি দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    তাঁতি দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক জনাব আবু সাঈদ শেখ। সভার সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সভাপতি ডাঃ হালিম মোড়ল এবং সঞ্চালনায় ছিল সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।

    আরো উপস্থিত ছিলেন তাতী দলের থানা সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান রানা, সহ মোঃ মোস্তাফিজুর, সরোয়ার, কবির মৃধা, মমিনুল, আঃ আজিজ, ফরিদুর রহমান, মোস্তফা, হাসেম, হালিম সরদার, নুর ইসলাম, শহিদুল, শাহা আলম, ওয়াসিম, রিপন, সোবাহান, আলি আহমেদ, খোকন, বাবুল, দেলোয়ার, শফিকুল, জাকির, হাসিনা, আইরিন, শাহানা, দোলন, শারমিন প্রমুখ।

  • সলঙ্গায় বিএনপি নেতা মনিরুজ্জামানের দা-ফন সম্পন্ন

    সলঙ্গায় বিএনপি নেতা মনিরুজ্জামানের দা-ফন সম্পন্ন

    সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি,সলঙ্গা মদিনাতুল উলুম (কওমিয়া হাফিজিয়া) মাদ্রাসার সেক্রেটারি,সাংবাদিক আল আমিন এর পিতা,
    বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তারা (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।হার্ড এটার্ক জনিত কারনে বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ১.১০ মি: শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে,১ মেয়ে,নাতী-নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।আজ সোমবার বাদ জোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা শেষে কুতু্বের চর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন,রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান,সাবেক ডিআইজি,উল্লাপাড়া- সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ জোতী,
    রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম,সলঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক রাশেদুল হাসান পাপন,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আশরাফুল ইসলাম,সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ,প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের চীফ এডমিন শাহ আলম,
    সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর,সলঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু,সাধারন সম্পাদক আনিছুর রহমান,সলঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হোসাইন আলী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,
    সলঙ্গা থানা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোমিন,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সলঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি/ সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাযা নামাজে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

  • চারঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

    চারঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
    চারঘাট পৌরসভার আয়োজনে সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় চারঘাট পৌরসভা হলেরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

    বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চারঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন পৌরসভার উচ্চমান সহকারী ফয়সল ইসলাম।

    এবারে বাজেট ঘোষণা করা হয় ২৯ কোটি ১৫ লক্ষ ২১ হাজার ৯’শ ৭০ টাকা।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পি আইও ফরহাদ লতিফ, পৌর হিসাব রক্ষক মীর মোতাকাব্বের মুন্সী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • তারাগঞ্জে ঝড়ে ক্ষ-তিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

    তারাগঞ্জে ঝড়ে ক্ষ-তিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারিভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোছাঃ রুম্মা আক্তার, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম এবং সহায়তা প্রাপ্ত উপকারভোগী পরিবারের সদস্যরা।
    উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ২০টি পরিবারের মাঝে প্রতিজনকে ২.৫ বান্ডেল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়, যা ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।
    ইউএনও রুবেল রানা বলেন, কালবৈশাখী ঝড়ের পরপরই আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করি এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপযুক্ত তালিকা তৈরি করি। সেই অনুযায়ী আজ এই সহায়তা প্রদান করা হলো। তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকবে।