Blog

  • আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে; চিরকুট লিখে পাইকগাছার ব্যবসায়ীর আত্মহত্যা

    আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে; চিরকুট লিখে পাইকগাছার ব্যবসায়ীর আত্মহত্যা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার প্রগতি ফিসের মালিক বিশিষ্ট ব্যবসায়ী লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লস্কর সর্বজনীন পূজা মন্দিরের সাবেক সভাপতি সুবোধ বাছাড় (৫৫) গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে এ চিঠি লিখে তিনি রবিবার রাতে বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকাল ৯ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন। সকলের কাছে মেঝ বাবু সুবোধ বাছাড়ের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এক নজরে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি এলাকার মানুষের কাছে সময়-অসময়ে বিপদের বন্ধু হিসেবে পরিচিত ছিল। সে লস্কর গ্রামের মৃতঃ মধুসূদন বাছাড়ের মেঝ ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। সম্প্রতি ভারত থেকে মস্তিস্ক জনিত চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে বিষন্ন ভাবে মানুষের নজর এড়িয়ে চলছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছার চাঁদখালীতে পুলিশের উপেন হাউজ ডে- অনুষ্ঠিত

    পাইকগাছার চাঁদখালীতে পুলিশের উপেন হাউজ ডে- অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার চাঁদখালীতে পুলিশের উপেন হাউজ ডে-সভায় শারদীয় দুর্গোৎসবে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রন, ইফটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধ,মাদক-জুয়া বন্ধে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। ইউনিয়ন বিট পুলিশ আয়োজিত সোমবার দুপুরে চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর ( ওসি) তদন্ত মোঃ রফিকুল ইসলাম। এস আই ইমরান হোসেনের পরিচালনায় উন্মক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝঙ্কার ঢালী, এসআই আনজীল হোসেন। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, আমিনউদ্দীন, এএসআই গোপাল সাহা ও হুমায়ূন কবির,শিক্ষক কনক চন্দ্র সরকার,ইউপি সদস্য মতলেব মালী, আনিছুর রহমান, ফাতেমা তুজ জোহরা রুপা,স্নেনেযারা খানম,জুলেখা বেগম, তুষার কান্তি বিশ্বাস সহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ।

  • ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র ধর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনসহ উপজেলার সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে শক্তহাতে আইন-শৃংখলা রক্ষার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

  • জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

    জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

    আনোয়ার হোসেন।
    স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা //

    পিরোজপুর জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২২ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আব্দুল বাছেদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মনিরুল ইসলাম রনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি এ তথ্য নিশ্চিত করেছেন।

    মোঃ আব্দুল বাছেদ সে নান্দুহার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোঃ মনিরুল ইসলাম রনি সে পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দ’জনেই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক বাছাইয়ে আবেদন করেছিলেন।

    মোঃ আব্দুল বাছেদ তার এ সফলতার জন্য প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, আমার এ সফলতার পিছনে স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্যবৃন্দ পরিবার ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতা অনুপ্রেরণা রয়েছে। তিনি স্বরূপকাঠি উপজেলা বলদিয়া ইউনিয়নে পঞ্চবেকি গ্রামের মোঃ
    মহিউদ্দিন আহম্মেদ এর ছেলে। তার বাবা আলকির হাট আর এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

    অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম( রনি) পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে স্বরূপকাঠি উপজেলা সাংবাদিক এম এস বাবুল এর ছেলে। তিনি জানান, আমার সাফল্যের পেছনে আমার সহকর্মী শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন আকন জানান,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২২” জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছে মোঃ আব্দুল বাছেদ এবং সহকারী মোঃ মনিরুল ইসলাম রনি তাদের জন্য শুভকামনা রইল। এ ছাড়াও শিক্ষক শিক্ষার্থীরা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

  • স্বরূপকাঠিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

    স্বরূপকাঠিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

    আনোয়ার হোসেন।

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে শেখর হালদার (৩৩) নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে দুইলাখ
    টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা করেছেন কুহুদাসকাঠি গ্রামের
    মুদি দোকানদার রফিকুল ইসলাম। গত ১৯ সেপ্টেম্বর দোকানদার রফিক বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
    আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নেছারাবাদ থানাকে নির্দেশ
    দিয়েছেন। কথিত সাংবাদিক শেখর হালদার কুহুদাসকাঠি গ্রামের শুধাংসু
    হালদারের পুত্র। মামলা সুত্রে জানাগেছে বরিশালে বসবাসরত শেখর হালদার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে ফাইল খোঁজার নামে এলাকায় এসে চাঁদাবাজি করে বেড়ান।

    ১৭সেপ্টেম্বর বিকেল ৪টায় শেখরের নেতৃত্বে অপরিচিত আরো তিনজন কথিত সাংবাদিকসহ মোটর সাইকেল যোগে রফিকের চা-মুদি মোকানের সামনে গিয়ে সরকারি জায়গায় দোকান দেয়ার অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে রফিককে মারধর করে ক্যাশবাক্স তছনচ করে ৭হাজার টাকা
    লুটে নেয়াসহ গ্যাস ও চায়ের কাপ ভেঙে ফেলে আতঙ্ক সৃষ্টি করেন। রফিককে
    দোকানদারী করতে হলে সাংবাদিক শেখরকে দুইলাখ টাকা দিতে হবে বলে হুমকি দেয়।

    পরে চাঁদাবাজির প্রতিকার চেয়ে দোকানদার রফিক আদালতে মামলা দায়ের করেন। এ মামলার ঘটনা জানার পরে সংবাদ কর্মিরা ওই এলাকায় গেলে স্থানীয়রা শেখরের বিরুদ্ধে নানাভাবে হয়রাণির অভিযোগ তোলেন। শেখর হালদার প্রতিষ্ঠিত সাংবাদিকদের মতো ব্যবহার্য হাতা কাটা কটি পড়ে দামী ক্যামেরা হাতে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে খুটিনাটি ঘটনায় মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেন বলে মানুষের অভিযোগ।
    চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শেখর হালদার। তিনি বলেন, মামলার বাদী রফিক স্কুলের সামনে সরকারি জায়গায় দোকান দেয় এবং মেয়াদোতীর্ণ খাবার বিক্রি করেন। এগুলো নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে হয়রাণি করছে। শেখর নিজেকে বরিশালের সংবাদ সকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টারসহ কিছু অখ্যাত টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে
    পরিচয় দেন। এ ছাড়াও কখনো সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার আবার কখনো তথ্য মন্ত্রণালয়ের চাকুরী করে পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সুকদেব মন্ডল বলেন, আমার খালাতো বোনকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলেন।
    ##

  • বানারীপাড়ায় শারদীয় দূর্গা পুজার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    বানারীপাড়ায় শারদীয় দূর্গা পুজার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি ।। সোমবার বিকেল ৫ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় পুজায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি এস এম মাসুদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক মন্টুলাল কুন্ডু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমাদ্দার, সাংবাদিক রাহাদ সুমন প্রমূখ। অনুষ্ঠানে ৫৭ টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৭ হাজার ৫ শ এবং স্থানীয় এমপি’র ব্যক্তিগত তহবিলের ২ হাজার নগদ অর্থ বিয়রণ করা হয়।#

  • চরতারাপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক

    চরতারাপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক

    এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন স্থনীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্নসচিব) এনামুল হক। সোমবার তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়নের তারাবাড়িয়া হাটে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নাধীন নতুন ভবন নির্মাণ কাজ ও জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নাধীন হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুরজাহান বেগম, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ইউপি সচিব আসাদুজ্জামান, স্থানীয় ব্যক্তিদের মধ্যে সাইদুর রহমান বাদশা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ এবং রবিউল ইসলাম রবি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে স্থনীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্নসচিব) এনামুল হক ও পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

    ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রেস বিজ্ঞপ্তি

    ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    গত সেপ্টেম্বর ২৫, ২০২২ তারিখে, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই চুক্তির আওতায় অঙ্কুর নামে একটি কৃষি ও জলবায়ু বিষয়ে ডিজিটাল ট্যুল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত-প্রবণ এলাকায় পাইলট করা হবে। ১০০ জন কৃষককে আগামী এক বছর ধরে অঙ্কুর ট্যুলের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

    ডিএআই পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি মূলত ফিড দ্য ফিউচার পার্টনার এবং প্রাইভেট সেক্টর পার্টনারের সহযোগিতায় কৃষির জন্য উপযোগি ডিজিটাল ট্যুল পাইলট করে থাকে। আইপেজ, একটি বাংলাদেশী কৃষিভিত্তিক স্টার্টআপ যা হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানটি, কৃষিক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে যে সমাধান প্রদান করে তা ক্ষুদ্র কৃষকদের পাশাপাশি অন্যান্য ভ্যালু চেইন এক্টরদের দক্ষতা এবং লভ্যাংশ বৃদ্ধির জন্যেও কাজ করছে। করপোরেট ফাউন্ডেশন অব ইস্ট-ওয়েস্ট, ইস্ট-ওয়েস্ট সিডের নলেজ ট্রান্সফার টিম বাংলাদেশে ক্ষুদ্র কৃষকের জন্য জলবায়ু সহনশীল হাইব্রিড সবজী বীজ বাজারে সহজলভ্য করার জন্য কাজ করছে।
    আইপেজ অঙ্কুরের মাধ্যমে করপোরেট ফাউন্ডেশন অব ইস্ট-ওয়েস্ট সিডের নলেজ ট্রান্সফার টিম এবং Wageningen University and Research মিলে তৈরি করা কৃষি বিষয়ে নির্দেশনা অনুযায়ি প্রতিটি কৃষকের জন্য উপযোগি তথ্য প্রদান করবে। আশা করা যাচ্ছে, এই পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপযুক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ফসলের ব্যাপারে সময়োপযোগি সিদ্ধান্ত গ্রহণ, সারের পরিমাণ, সেচের সময়সূচি, পোকা-মাকড় ও রোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নিতে সক্ষম হবে। বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি পরবর্তিতে পাইলট থেকে প্রাপ্ত ফলাফল ও উপাত্ত সহযোগিদের সাথে বিনিময় করবে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০ অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি খাতের উপর অনেকটাই নির্ভরশীল; কারণ কৃষি বাংলাদেশের মোট উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ অবদান রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কৃষিতে নিম্ন প্রবৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এই ধরনের সমস্যা মোকাবেলায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি বেশ কয়েকটি ডিজিটাল কৃষি ট্যুল মাঠ-পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করছে যার ফলে কৃষিক্ষেত্রে কৃষক এবং ভ্যালু-চেইন এক্টরদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব হবে।

  • নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের সময়ে জেলা প্রশাসকের হলরুমে হামলা ভাংচুর

    নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের সময়ে জেলা প্রশাসকের হলরুমে হামলা ভাংচুর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের সময়ে জেলা প্রশাসকের হলরুমে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময়ে আহত হয়েছে পুলিশ সহ আটজন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সোমবার বেলা ১১টার সময়ে নড়াইল জেলা প্রশাসকের হলরুমে প্রতিক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের শুরু হয়। পুরুষ ২ নং ওয়ার্ডের প্রতিক বরাদ্দ শুরু হলে খোকন কুমার সাহা ও ওবায়দুর রহমান ২জন প্রার্থীই তালা মার্কা চায়। নির্বাচনী বিধান অনুযায়ী একই মার্কা দুজন চাইলে লটারীর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রাক্কালে খোকন কুমার সাহা ওবায়দুর রহমানকে জেলা প্রশাসকের হলরুমে প্রকাশ্যে সকল কর্মকর্তার সামনে গালিগালাজ করে মুখে ঘুষি মারলে ওবায়দুর ও ঘুষি মারে।
    এদিকে অপর প্রান্তে জেলা প্রশাসকের হলরুমের পুর্বপাশে সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রস্তাবকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মোঃ শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউুনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী বসে থাকা অবস্থায় হটাৎ করে সরদার আলমগীর হোসেনের লোকজন বাধন রায়,পারভেজ,জয়,সাদি সহ অনেকে আচমকা যেয়ে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তারা জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাংচুর করে।
    এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন,আমার অনপস্থিতিতে আমার প্রতিক আনতে যান আমার প্রস্তাবকারী,সমর্থনকারী সহ আমার পক্ষের লোকজন। জেলার সর্বচ্চ নিরাপত্তাস্থল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমার লোকজনকে মারপিট করেছে। এতে আমার প্রস্তাবকারী নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মোঃ শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউুনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী,নোয়াগ্রাম সাবেক চেয়ারম্যান জাহিদুল কালু,শামুকখোলা গ্রামের কামাল কাজী,লাবু কাজী,জাকির কাজী আহত হয়েছেন। আমি মামলা করবো,এবং উপযুক্ত বিচার চাই।
    এ বিষয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সুবাস বোস বলেন, আমি আনারস প্রতিক চেয়েছি ওদিকে সৈয়দ ফয়জুল আমীর লিটু ও আনারস চেয়েছে। তখন লিটুর লোকজন বলে ওঠে আমরা যদি আনারস না পাই তাহলে কেন এসেছি। এ কথা শোনার পরে আমার লোকজনের সাথে সামান্য হাতাহাতি ধাক্কাধাকী হয়।
    এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন হামলা মারামারি ও ভাংচুরের ঘটনা স্বীকার করে বলেন,জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান স্যারের নির্দেশে কিছুু সময়ে প্রতিক বরাদ্দের কাজ বন্ধ রাখি। পরে আপোষ হলে কার্য্যক্রম সমাপ্তি করি।
    এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন,বলেন প্রাথমিক ভাবে কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান ও খোকন কুমার সাহা কে শোকজ করা হবে এবং নির্বাচন কমিশনে জানানো হবে।
    বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর লোকজনের উপর হামলা ও হলরুমের চেয়ার ভাংচুরের বিষয়ে বলেন, প্রার্থী যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নতুন পোশাক কেনার টাকায় করবেন পরিবারের ৪ জনের সৎকার

    নতুন পোশাক কেনার টাকায় করবেন পরিবারের ৪ জনের সৎকার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    ;নৌকাডুবিতে রবিনের স্ত্রীর সঙ্গে মারা যায় তার তিন বছর বয়সী ছেলে বিষ্ণু রায়। এ ছাড়া ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩) মারা গেছেন।

    নির্বাক রবিন চন্দ্র বলেন, ‘সারা দিন কাজ করে টাকা জমাচ্ছিলাম নতুন কাপড়-চোপড় কেনার জন্য। সেই টাকা দিয়ে এখন লাশ সৎকার করতে হবে।’ বাচ্চাটা নতুন কাপড় নেবে বলে খুব বায়না ধরেছিল উল্লেখ করে এই শ্রমিক আরও বলেন, ‘আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কি নিয়ে বেঁচে থাকব আমি?’