Blog

  • নৌকাডুবি নিহতের পরিবারে জামাতে ইসলামির ২১লক্ষ্য ৭০হাজার আর্থিক সহায়তা প্রদান

    নৌকাডুবি নিহতের পরিবারে জামাতে ইসলামির ২১লক্ষ্য ৭০হাজার আর্থিক সহায়তা প্রদান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পারিবারকে সান্তনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১.৩০ মিনিটে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল পরিদর্শন এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ ও নগদ ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

    এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, পঞ্চগড়- ০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড়- ০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, পঞ্চগড় জজকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, পঞ্চগড় জেলা জামায়াতের অফিস বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বোদা উপজেলা জামায়াতের আমীর আব্দুল বাছেত, দেবীগঞ্জ উপজেলা জামায়তের আমীর আবুল বাশার বসুনিয়া সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে নৌকাডুবির ঘটনার নিহত স্বজনদের সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের মায়ার টানে চলে এসেছি। আজ থেকে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম। আমরা আপনাদের সাথে আছি এবং এখন থেকে আপনাদের সুখে দুখে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

    নৌকাডুবির ঘটনায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৬৯ নিহত ও ৩টি নিখোঁজ পরিবারকে মোট নগদ ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিহত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন নেতৃবৃন্দ।

  • সুজানগর পৌরসভায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    সুজানগর পৌরসভায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসংহত করার লক্ষ্যে পাবনার সুজানগরে সামাজিক সম্প্রীতি কমিটির অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে¡ ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,পৌর কাউন্সিলর জাকির হোসেন, মুশফিকুর রহমান সাচ্চু,জায়দুল হক জনি, পাশু সরদার,আব্দুর রহিম,সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতায় পৌর মেয়র বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা একেক সময় একেক বিষয় নিয়ে গুজব সৃষ্টি করে। সবাইকে চোখ কান খোলা রেখে সকল প্রকার গুজব থেকে সতর্ক থাকতে হবে দুস্কৃতিকারীরা যাতে মাথাচারা দিতে না পারে এবং বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হেয় করতে না পারে। সামনে দূর্গাপুজাসহ বিভিন্ন কর্মকান্ড রয়েছে। তাই সবাইকে সর্তক থাকার আহ্বান জানানোর পাশাপাশি কোন অসঙ্গতি দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন তিনি ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পুঠিয়ায় প্রাইভেট শিক্ষকের নির্যাতনের শিকার তার স্ত্রী, ও প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ, এলাকায় পোস্টারিং

    পুঠিয়ায় প্রাইভেট শিক্ষকের নির্যাতনের শিকার তার স্ত্রী, ও প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ, এলাকায় পোস্টারিং

     পুঠিয়া,( রাজশাহী)  প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার পাড়ার মেহেদী হাসান নামের এক  প্রাইভেট শিক্ষক কৌশলে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পকের অভিযোগ উঠেছে। গৃহবন্ধি ভাবে প্রাইভেট শিক্ষক মেহেদী হাসানের নির্যাতনের

    শিকার   তার  স্ত্রী। মেয়েকে উদ্ধারের জন্য  

     থানায় অভিযোগ করেন তার শশুর। 

    তার এ সকল অপকর্মের প্রতিবাদে ওই শিক্ষকের ছবিসহ বিভিন্ন এলাকায় পোস্টারীং হয়েছে।

    বিষয়টি নিয়ে এলাকাজুড়ে অভিবাবকদের মাঝে  উত্তেজনা ও  সমালোচনা শুরু হয়েছে। মেহেদী হাসান উপজেলার বিড়ালদহ গ্রামের হাবিবুর রহমান (হবি) মন্ডলের ছেলে। গত রোববার রাতে তার ছবিসহ পোস্টার উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় সাঁটানো হয়েছে। নাজমুল হুদা নামের একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন;  মেহেদী হাসান কৌশলে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করছে। মানহানীর  ভয়ে কোনো ছাত্রী বা তার পরিবার প্রতিবাদ করেছে না। সে সুযোগে অভিযুক্ত শিক্ষক আরো ব্যাপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সম্প্রতি ওই শিক্ষক একজন ছাত্রী নিয়ে উধাও হয়ে যায়। এরপর এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসে। ওই ছাত্রীর পরিবারটি গ্রামে মানসম্মান হারানোর আশঙ্কায় কোথাও কোনো অভিযোগ দেয়নি। নাম প্রকাশ না করা শর্তে বিড়ালদহ কলেজের এক ছাত্রী বলেন, তিনি একজন চরিত্রহীন ব্যক্তি। তার কাছে প্রাইভেট পড়তে গেলে নানা প্রলোভনে অনৈতিক সম্পর্ক গড়ে তুলার চেষ্টা করেন। তার ফাঁদে যারা পড়েছে, তাদের সবার সর্বনাশ করেছে। আর এ কারণে ভুক্তভোগি পরিবারের লোকজনরা প্রতিবাদ স্বরুপ ওই শিক্ষকের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে।

    এদিকে প্রাইভেট শিক্ষক মেহেদীর স্ত্রী এসব খবর জানতে পেরে স্বামীর কাছে বিস্তারিত জানতে চাইলে মেহেদী তার স্ত্রীকে শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু  করে। এবং নিজ স্ত্রীকে দোষারোপ করে গৃহবন্দী করে রাখে ও  তালাক দিয়ে দিবে বলে হুমকি দেয়। এমনকি মেহেদী তার শশুরকে মোবাইলে কল করে তার বাড়িতে আশতে বলে, বলে যে”  আপনার মেয়ে আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে  এলাকায় পোস্টারিং করিয়েছে, আপনি আশেন আমি আপনার মেয়েকে তালাক দিয়ে দিব। 

    মেহেদীর শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার গৃহবন্দী স্ত্রী গতকাল রাতে (৯৯৯) এ’ কল করে পুলিশের সাহায্য চাইলে পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়াদী হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এবং আজ ২৭- সেপ্টেম্বর মেহেদীর শশুরকে থানায় ডাকেন, মেহেদীর শশুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দিলে (ওসি) সোহরাওয়াদী হোসেনের নির্দেশে   এসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ মেহেদীর বাড়িতে অভিযান পরিচালনা করে মেহেদীর গৃহবন্দী স্ত্রীকে উদ্ধার করে তার শশুর এর হাতে তুলেদেন। 

    এ বিষয়ে প্রাইভেট শিক্ষক মেহেদী হাসান অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন, আমার কাছে অনেক ছাত্র-ছাত্রী পড়তে আসে। আর এটা, অনেক প্রাইভেট শিক্ষকরা পছন্দ করেন না। যারকারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে দিচ্ছে। সেই সাথে তারা রাতের আঁধারে বিভিন্ন এলাকায় পোস্টারিং করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়াদী হোসেন পোস্টারিং এর বিষয়টি নিশ্চিত করে বলেন, লোক মারফত বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছেন। তবে কোনো ছাত্রীকে অনৈতিক কাজ করেছে এমন অভিযোগ এখনো কেউ থানায় করেনি।#

    মাজেদুর  রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী। 

  • বৃক্ষ পরিচর্যার সচেতনতা বৃদ্ধিতে দূর্বার তারুণ্য”র ‘আমরা মালি’

    বৃক্ষ পরিচর্যার সচেতনতা বৃদ্ধিতে দূর্বার তারুণ্য”র ‘আমরা মালি’

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    “আমার যত্নে, আমার গাছ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের জনপ্রিয় সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপন করে চট্টগ্রামে ব্যতিক্রমী কার্যক্রম সম্পূর্ণ করল।

    ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রামে সিআরবি এলাকায় শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটির চলমান আরেকটি পর্ব সম্পন্ন করা হয়। দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধক বুথ এর উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

    উক্ত অনুষ্ঠানের অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, গাছকে বলা হয় অক্সিজেনের ফ্যাক্টরি। মানুষ, গাছ, প্রাণিকুল সব মিলে একটি বায়বীয় গ্যাসীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে, যার মাধ্যমে একে অপরের উপকারার্থে নিবেদিত। কাজেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়াতনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেজ্ঞগণ মনে করেন। কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল। অতএব বিভিন্ন প্রকার শিল্পের উপকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষের সংখ্যা নিতান্তই নগণ্য। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা।
    তাই গন পর্যায়ে বৃক্ষ রোপন ও সঠিক পরিচর্যা কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ দব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে না, বরং ব্যক্তি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য বিধানে অনুকূল ভুমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ ও এর সঠিকভাবে পরিচর্যা করা দরকার।

    দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ প্রজেক্ট সম্পর্কে বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত। বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপনের সংখ্যা বাড়লেও তা পরিচর্যার দিকে তেমন একটা মনযোগ নেই বললেই চলে। ‘আমরা মালি’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে চাই। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কম বেশি জানে, কিন্তু এই বহুল প্রয়োজনীয় জিনিসটিকে ঠিকঠাক গড়ে তোলার জন্য দরকার পরিচর্যা।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল হাসান, হৃদয় হোসেন মল্লিক, মোঃ কামরুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোঃ এমদাদুল হক মারুফ, এইচ. এ. মোবারক, হাকিমুল ইসলাম সাকিব, সাফায়েত মোর্শেদ,মোবারক উল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ।

  • বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা লাগা জাহাজ মোংলায় আটক

    বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা লাগা জাহাজ মোংলায় আটক

    মোংলা প্রতিনিধি।
    পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা লাগানো এম,ভি জামান-০২ নামক লাইটারেজ জাহাজটিকে আটক করেছেন মোংলা নৌ পুলিশ। এতে পিলারটির সামান্য পলেস্তারা খসে পড়লেও বেশি ক্ষতি হয়েছে ওই জাহাজটির। জাহাজটি খালি থাকায় ডুবে যাওয়ার মত দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লাইটারেজটি। মোংলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, লাইটারেজ জাহাজ এম,ভি জামান-০২ ঢাকা থেকে ভারত যাওয়ার পথিমধ্যে সোমবার রাত ১০টার দিকে পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ৫ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় পিরোজপুর নৌ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে মোংলা নৌ পুলিশকে বিষয়টি জানানোর পর মঙ্গলবার রাতে মোংলা নৌ পুলিশ মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে এম,ভি জামান-০২ নামের লাইটারেজ জাহাজটিকে আটক করে। এরপর মঙ্গলবার রাতেই পিরোজপুর নৌ পুলিশের সদর থানায় জাহাজটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সওজ’র সার্ভেয়ার প্রজিৎ হালদার। মামলা দায়েরের পর বুধবার সকালে ওই লাইটারেজ জাহাজের ষ্টাফদের পিরোজপুর সদর নৌ পুলিশ গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে যায়। আর জাহাজটি মোংলার পশুর ও মোংলা নদীর মোহনা চরে মোংলা নৌ পুলিশের হেফাজতে রয়েছে। জাহাজ মালিক পক্ষের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নাহিদ ও এম,ভি জামান-০২ লাইটারেজের মাস্টার মোঃ সোহেল বলেন, জাহাজটির ইলেকট্রিক সুকান ফেল করায় ও প্রচন্ড স্রোতের টানে কন্ট্রোল রাখতে না পারায় সেতুর পিলারে সামান্য ধাক্কা লাগে। এতে পিলারের তুলনায় জাহাজের ক্ষতি হয়েছে অনেক বেশি। তারা বলেন, ইঞ্জিনের ত্রুটিজনিত সমস্যা ও তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সেতুর পিলারের যে সামান্য ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কিংবা সংস্কার করে দিতে আমরা প্রস্তুত বলেও জানান তারা। তারা আরো বলেন, পিলারে ধাক্কা লেগে জাহাজের সামনের অংশ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটলটি জাহাজের ওয়াটার লেভেলের কাছাকাছি হওয়ায় ডুবে যাওয়ার আশংকায় জাজাজটি রক্ষায় দ্রুত চালিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে উঠিয়ে নিরাপদে রাখা হয়। আর জাহাজের ষ্টাফেরা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও জানান মালিক পক্ষ প্রতিনিধি আসাদুজ্জামান নাহিদ।

    বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাট।।

  • গৌরনদীতে পূজামন্ডবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

    গৌরনদীতে পূজামন্ডবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ৭৯টি পূজা মন্ডবে প্রতিটি পূজা মন্ডবে ৫০০ কেজি করে মোট
    সাড়ে ৩৯ মেট্রিক টন চাল ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার করে মোট ৩ লক্ষ ৯৫ হাজার টাকা পপ্রদান করা হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
    এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যানসহ সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম,
    উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণ কান্ত দেসহ অন্যান্যরা। শেষে পূজা মন্ডবে সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট অনুদানের টাকা প্রদান করা হয়।

  • কেন্দুয়ায় এডভোকেট আব্দুল মতিনের পক্ষে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত

    কেন্দুয়ায় এডভোকেট আব্দুল মতিনের পক্ষে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি।

    বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেক কাটা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক নেতা এডভোকেট আব্দুল মতিনের পক্ষ থেকে তাঁর কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকার বাসভবন আয়েশালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

    কর্মসূচির শুরুতে মিলাদ মাহফিল পরিচালনা করেন, পৌরশহরের দরগা মোড় জামে মসজিদের ইমাম ক্বারী মো. জহিরুল ইসলাম। পরে দোয়া পরিচালনা করেন, গগডা মোজাফরপুর দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ ইয়াহিয়া।

    এ সময় উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগে সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক আফজাল হোসেন মুকুল, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক নূরুজ্জামান শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর ভূইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হক বিল্লাল ও এনামুল হক বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে অর্ধশতাধিক  সনাতন ধর্মালম্বীদের বস্ত্র বিতরণ করলেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

    পানছড়িতে অর্ধশতাধিক সনাতন ধর্মালম্বীদের বস্ত্র বিতরণ করলেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অর্ধশতাধিক দরিদ্র সনাতনী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এই সময় সংগঠন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি অরুণ কুমার শীল,যুগ্ন সাধারণ সম্পাদক অনুরুপা ত্রিপুরা, সদস্য অমল চন্দ্র রায়,ফাল্গুনী সাঁওতাল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল।

    এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নিমাই দেবনাথ,মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার সহ সভাপতি বন দেব,প্রচার সম্পাদক নিখিল চাকমা,সদস্য খোকন সাঁওতাল, ফারুক হোসেন, রিমি সাহা অন্তু,খাগড়াছড়ি থেকে সামাজিক সংগঠন বিডি ক্লিনের সংগঠক জান্নাতুল ফেরদৌস লিমা সহ প্রমুখ।

    এই সময় বক্তারা আগামী ১লা অক্টোবর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।এবং সংগঠন এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

  • ফুলবাড়িয়া বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা

    ফুলবাড়িয়া বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ‍‍দজলতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়‍‍দ এ প্রতিপাদ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে।

    বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরেনারী সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ, সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • ফুলবাড়িয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৭৬তম জন্মদিন পালিত

    ফুলবাড়িয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

    মোঃ সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধিঃ

    বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
    বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর নামাজের পর উপজেলা পৌর শহরের খাদেমুল ইসলাম (কে.আই) সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নূর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসেন, শামসুল হক সাবেক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, খাইরুল ইসলাম সাদা, মোশাররফ হোসেন, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, আলী চেয়ারম্যান, লাল মাহমুদ সরকার, এমদাদুল হক পলাশ, আমিরুল ইসলাম, আমছর আলী, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের চান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
    দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, ও দীর্ঘায়ু কামনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আলহাজ্ব তাজুল ইসলাম বাবলুর মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।