Blog

  • নওগাঁর আত্রাইয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন পালিত

    নওগাঁর আত্রাইয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন পালিত

    দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76 তম জন্ম দিন উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। হয়। সকাল এগারো টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্তের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে দলীয় কাযালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ সভাপতি মোঃ গয়ের আলী, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, মোঃ আফছার আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েলসহ যুব লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ছাত্র লীগ, মহিলা লীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

    শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

    শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
    আর ক’দিন বাদেই আসছে দেবী দূর্গা। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের প্রতিমা তৈরির শিল্পিরা।লকডাউন শিথিল হওয়ার কারনে এবার বেড়েছে কাজের চাপ। তাই রাত-দিন পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে। করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরাও। সরেজমিন গিয়ে দেখা যায়, শিল্পীর নিপুন হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূগা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। কোন মন্ডপে চলছে কাঠামো তৈরি আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধম্বাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় নওগাঁর আত্রাইয়ে যেন দম ফেলার ফুসরত নেই প্রতিমা তৈরির কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি। তাইতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। তবুও খুশি তারা।নতুনত্ব কিছু দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করছেন দেবী দূর্গাকে সাজাতে এমনটি জানালেন কারিগররা। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে বেড়েছে সব প্রকার উপকরণের দাম। তাই তো এবার খরচ একটু বেশি। উপজেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এ বছর উপজেলার আটটি ইউনিয়নে পঞ্চাশ মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গোপূজা।আগামী 1লা অক্টোবর শনিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দূগাপূজার আনুষ্ঠানিকতা। এ ব্যপারে আত্রাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনৎ কুমার জানান,দূগোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।তিনি জানান, ভেবেছিলাম এবার হয়তো ওপেন ভাবে পূজা করতে পূজা করতে পারবো কি পারবো না সন্দেহ ছিল। কিন্তু ভগমানের অশেষ কৃপায় ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হাতে করোনা পরিস্থিতি সিথিল করতে সক্ষম হয়েছে।সে কারণে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন। এদিকে দূর্গাপূজায় সাবিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃমোঃ তারেকুর রহমান সরকার।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • মিয়ানমারের গরু পাচারে ঈদগাঁওয়ের নানা রকমের পশু বিভিন্ন রোগে আক্রান্ত গ্রেফতার-০৫

    মিয়ানমারের গরু পাচারে ঈদগাঁওয়ের নানা রকমের পশু বিভিন্ন রোগে আক্রান্ত গ্রেফতার-০৫

    মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁওঃ

    গোপন সংবাদের নিক্তিতে পশু পাচারের অভিযোগে বিভিন্ন জেলা উপজেলার ৫জন কে গ্রেফতার করেন কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ। এ সময় দুইটি ট্রাক বোঝাইকৃত ২২টি গরু উদ্ধার করা হয়।

    মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর রাত ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাফকির মাজার গেইটে এ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দিন, এসআই মোঃ মিরাজ হোসেন,এসআই গিয়াস উদ্দিন , এএসআই মোঃ ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা এলাকার শাহ ফকিরাবাজার সংলগ্ন ডুলাফকির মাজার গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে ০২ টি ট্রাকের মধ্যে বোঝাইকৃত ২২টি মায়ানমার হতে আগত গরু এবং উক্ত কাজের সাথে জড়িত ৫ যুবককে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীরা হলেন, চন্দনাইশ থানার সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে মোঃ এসকান্দর মিয়া,একই এলাকার আঃ ছমদের ছেলে জাহাঙ্গীর আলম,রামু থানার পাকরিকাটা এলাকার বাসিন্দা মৃত আঃ হাশেমের ছেলে সাইফুল ইসলাম, চন্দনাইশ থানার কাশিমপুর বড়পাড়া এলাকার বাসিন্দা মৃত নেজামত আলীর ছেলে জাহাঙ্গীর আলম,রাউজান থানার নোয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত দুলা মিয়ার ছেলে মোঃ শফিউল আলম।

    এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • নড়াইলের পাচগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠার এক দশকেও নির্মিত হয়নি

    নড়াইলের পাচগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠার এক দশকেও নির্মিত হয়নি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের পাচগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠার এক দশকেও নির্মিত হয়নি। প্রতিষ্ঠার এক দশকেও নির্মিত হয়নি নড়াইলের কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন। স্থান নির্ধারণ নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে থেমে আছে ভবন নির্মাণের কাজ আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, বর্তমানে পরিষদের কাজ চলছে ৪০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত একটি ঝুঁকিপূর্ণ ভবনে।
    ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে বৃহত্তর ১১ নম্বর পেড়লী ইউনিয়ন থেকে আলাদা হয়ে পাচগ্রাম ইউনিয়ন গঠিত হয়। এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা হচ্ছে ইউনিয়নের পাটেশ্বরী বিলের স্লুইস গেট সংলগ্ন দুই কক্ষের একটি পরিত্যক্ত ভবনে। পাউবো এই ভবনটি বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেট দেখভালে প্রহরীদের থাকার জন্য নির্মাণ করেছিল।
    সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের কাজ চালানো ওই ভবনের ছাদসহ দেয়ালের চারপাশের পলেস্তরা খসে পড়ছে। দরজা-জানালার কাঠে ঘুণ পোকা ধরেছে। ছাদের পলেস্তরা খসে পড়ে এরই মধ্যে সচিবসহ উদ্যোক্তা আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
    ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুজ্জামান পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তার বসতবাড়ি সংলগ্ন ২৫ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের নামে লিখে দিয়ে ভবন অনুমোদনের জন্য সরকারি কার্যক্রম শুরু করেন। বিষয়টি জানতে পেরে পরিষদের সদস্যরা এর বিরোধিতা করেন। তারা নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হককে তাদের আপত্তির বিষয়টি অবগত করেন। সংসদ সদস্য কবিরুল পরিষদ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রেখে এলাকার জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নের মধ্যখানে পরিষদের ভবন নির্মাণের পরামর্শ দেন।
    ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান সাইফুজ্জামান সংসদ সদস্যের আহ্বানে সাড়া না দিয়ে উচ্চ আদালতে রিটের মাধ্যমে পরিষদ ভবনের কার্যক্রম আদেশ পাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরে পরিষদের ১০ জন সদস্য ও স্থানীয় দুজন বিশিষ্ট ব্যক্তি মামলায় পক্ষভুক্ত হন। বিচারক সংসদ সদস্যকেও ওই মামলায় পক্ষভুক্ত করেন। সে মামলার কার্যক্রম এখনো চলমান।
    পাটেশ্বরী গ্রামের হেকমত মোল্লা, রজব আলীসহ একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক বলছেন, পাচগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের মাঝখানে হলে ভালো হয়। এতে উভয় পাশের জনগণের জন্য মঙ্গল। তাদের অভিমত, পাচগ্রাম উসমান গণি মাধ্যমিক বিদ্যালয় এবং পাটেশ্বরী মহিষখোলা বাজারের মধ্যবর্তী পাকা রাস্তার পাশে ভবনটি করা হলে সবার জন্য সুবিধা হবে।
    পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘একজন জনপ্রতিনিধির হঠকারী সিদ্ধান্তের কারণে গোটা ইউনিয়নের ২০ হাজার মানুষ পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শুধু জনগণই নন, পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ সবাইকে পানি উন্নয়ন বোর্ডের দুই কক্ষের ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
    ইউপি চেয়ারম্যান বলেন, ‘২০১৫ সালে জনগণের মতামতের ভিত্তিতে স্থানীয় উসমান গণি মাধ্যমিক বিদ্যালয় ও পাটেশ্বরী বাজারের মধ্যবর্তী স্থানে ৩০ শতাংশ জমি পরিষদের নামে বাংলাদেশ সরকারকে লিখে দেয়া হয়েছে। ওই জায়গাটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য পরিপত্র অনুযায়ী খুবই উপযোগী।’ বাস্তবতার নিরিখে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য সব প্রতিবন্ধকতা দূর করে ভবন নির্মাণের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • পঞ্চগড়ে অফিস সহায়ক পদে টাকা নিয়ে :পার পেলেন না যেতে হল শ্রীঘরে

    পঞ্চগড়ে অফিস সহায়ক পদে টাকা নিয়ে :পার পেলেন না যেতে হল শ্রীঘরে

    মো;বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ;পঞ্চগড় বোদা উপজেলা মানিকপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পঞ্চগড় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিলে বনোগ্রাম শিকারপুরের মোঃ হুমায়ুন কবিরের ছেলে নিষাদ হোসেন ২৩ উক্ত পদে দরখাস্ত করে এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য জমি সহ নগদ টাকা প্রদান করেন স্কুল কমিটির সদস্য সাজাদুর রহমান সাজু নিকট টাকা দেওয়ার পর অন্য জনকে নিয়োগের পাঁয়তারা চলছে মর্মে ।সেই থেকে তালবাহানা শুরু হয় কমিটির সদস্যরা ভুক্তভোগী নিশাত বিষয়টি বুঝতে পেরে

    ভুক্তভোগী নিশাত বিজ্ঞ আদালতে মামলা আমলী আদালত বোদা তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন যাহার মামলা নং জানা যায় ৮১৯/ ২২ তারে ধারাবাহিকতা মামলা চলাকালীন গতকাল ২৭/৯/২২
    আমলী আদালত বোদা ৩ বিজ্ঞ বিচারক মহোদয় এস এম মাহবুব ইসলাম মামলার অভিযুক্ত সাজাদুর রহমান সাজু কে শ্রীঘরে পাঠান।

    এ বিষয়ে বাদীর অ্যাডভোকেট আব্দুল কুদ্দুসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার বাদির নিকট ৫ লক্ষ টাকায় চাকরি দেওয়ার কথা বলে চাকরির না দিয়ে বিশ্বাস ভঙ্গ করে বিজ্ঞ বিচারক মহোদয় কাছে ন্যায় বিচার আশা করছি।

  • ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ৯ শিক্ষার্থী পেল কোরআন শরীফ

    ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ৯ শিক্ষার্থী পেল কোরআন শরীফ

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের সুফল পাচ্ছে ধর্মানুরাগী শিক্ষার্থীরা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উত্তর চকযদু আদর্শপাড়া জামে মসজিদ কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৯ শিশু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে কায়দা ও দোয়া কালাম মুখস্ত, তাশাহুদ আত্তাহিয়্যাতু, দোয়া মাছুরাসহ বিভিন্ন শিক্ষা শেষে তাদেরকে কোরআন শরীফ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী ব্যক্তিত্ব উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন। এ সময় ধামইরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইব্রাহিম হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ধামইরহাট উপজেলা মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম, সাধারণ কেয়ার টেকার মো. রওশন হাবীব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তর চকযদু আদর্শপাড়া জামে মসজিদ কেন্দ্রের সহজ কোরআন শিক্ষা কর্মসূচির শিক্ষক আবু সুফিয়ান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • পঞ্চগড়ে ট্রাক চাপায় পথচারী নিহত

    পঞ্চগড়ে ট্রাক চাপায় পথচারী নিহত

    মো;বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
    নিহত তৌহিদুল ইসলাম একই উপজেলার হাওয়া পাড়া গ্রামের খুশির আলীর ছেলে।
    পুলিশ ও স্থানীয়রা জানান,বুধবার সকালে তৌহিদুল ইসলাম কৃষি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মাগুরমারী চৌরাস্তা বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর আলম খান ট্রাক চাপায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ২৮/০৯/২০২২ তারিখ দুপুর ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর গ্রামের কড্ডার মোড়রস্থ জনৈক মোঃ সুমন বাবু এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরএক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোছাঃ শান্তা খাতুন(২১), পিতা-মোঃ আঃ কাদের, সাং-শ্রী মোন্তপুর গোদাগাড়ী পৌরসভা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    প্রেস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৭৭৭১১২৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিতঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • শেখ হাসিনা দেশকে উন্নত-সমৃদ্ধ    দেশে রূপান্তর করেছেন….এমপি শাহে আলম

    শেখ হাসিনা দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তর করেছেন….এমপি শাহে আলম

    সুমন খান:

    বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন,বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর সেই দেশকে উন্নত-সমৃদ্ধ সোনারবাংলায় রূপান্তর করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপত রাহাদ সুমন ,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,সভাপতি সুমন হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন প্রমুখ। আলোচনা শেষে সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ###

  • দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন শেখ হাসিনা – মোংলায় বক্তারা

    দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন শেখ হাসিনা – মোংলায় বক্তারা

    মোংলা প্রতিনিধি।
    দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিমির হননের নেত্রী, যিনি অর্থনীতিতে সফল, যিনি গণতন্ত্রের নেত্রী, বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। ১৯৮১ সালে দেশে ফিরেছিলেন বলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে প্রশংসিত। সেনাবাহিনী, নৌ বাহিনী,বিমান বাহিনী এবং পুলিশের নারীর ক্ষমতায়ণ নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । ১৯৯৭ সালে ৩ই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে আজ বাংলাদেশের জন্মই হইত না, পাকিস্তান থেকে যেত, একমাত্র বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা ও পৌর আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মোংলা দলীয় কার্যালয়ে
    আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার। এ সময় অন্যন্যের মধ্যে বক্তৃতা রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    বক্তরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি জানতে চান তাহলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুকে যদি জানতে চান তাহলে বাংলাদেশকে জানতে হবে। আমাদের মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি বঙ্গবন্ধু জীবিত থাকতো তাহলে আরও আগে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করত। এখনই সময়, দুশমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সময় এসেছে আমাদের আবারও ১৯৫২, ১৯৫৪, ১৯৬৯ এবং ১৯৭১ এর মত একতাবদ্ধ হয়ে হিংস্র শকুনের দলকে রুখে দেওয়ার। বঙ্গবন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগ, সব ধর্মের বাংলাদেশ আওয়ামী লীগ, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।