মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
ওর নাম অরন্য। ওকে ফাঁকি দিয়েই ওর মা রূপালী যাচ্ছিলো মহালয়ায়। রূপালী ফিরেও এসেছে। তবে প্রাণহীন লাশ হয়ে। মহালয়া, নৌকাডুবি, মৃত্যু- এসবের কিছুই বুঝেনা তিনবছর বয়সি ছোট্ট অরন্য। তবে গত ৪ দিন ধরে মায়ের অনুপস্থিতি যে উপলব্ধি করছে তা তার মলিন মুখ দেখে বুঝার অপেক্ষা রাখেনা। দাদি ফুলতে রানীর কোল থেকে এদিক ওদিকে তাকিয়ে হয়তো ভাবছে কখন মা আসবে।
Blog
-

মহালয়ের ফাঁকি দিয়ে অরণ্যকে রেখে গেছে মা তবে ফিরে এলেন চিরদিনের জন্য ফাঁকি দিয়ে
-

বরগুনায় শুরু হয়েছে মাস ব্যাপি শিশু আনন্দ মেলা
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
পুঁথিপাঠ, লোকজ সঙ্গীত ও বাশিঁর সূরের মূর্ছনায় কবিতাবৃত্তির মধ্য দিয়ে বরগুনা মাসব্যাপি শিশু আনন্দ মেলা শুরু হয়েছে। ২৯শে সেপ্টেম্বর বুধবার বিকেলে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।
করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদন ও বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের লক্ষে এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহি বরগুনা প্রেসক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার মোঃ আবদুস সালাম, দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, লেখক এম নুরুল আলম ফরিদ, বরগুনার পৌরসসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম নুরুল আলম ফরিদ বলেন, বরগুনা প্রেসক্লাবের এই শিশু আনন্দ মেলা আমাদের কাছে একটা মহৎ উদ্যোগ মনে হচ্ছে। সংস্কৃতি ধরে রাখতে আমাদের শুধু সাংবাদিকরা নায় সকলকে এগিয়ে আসতে হবে। এবং এভাবে শিশুদের মেধা বিকাশ ঘটানের জন্য শিশু আনন্দ মেলার বেশি বেশি আয়োজন করতে হবে। এরপর তিনি মুক্তিযুদ্ধের সময় কালীন প্রকাশিত নিউজ গুলো সংরক্ষণ করে এলবাম বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শিশুদের বিনোদনের পাশাপাশি মাসব্যাপি আমাদের আয়োজনে মুলত লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। বাউল ও জারি সারি ও পালাগান, যাদু, কৌতুক অভিনয়, মঞ্চ নাটকসহ হারিয়ে যাওয়া নানা ধরণের লোকজ সংস্কৃতির তুলে ধরবো। আমরা আশা করি ভিন্নধর্মী এমন মেলা সবার মাঝে সাড়া ফেলবে।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, বরগুনায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। করোনার মধ্যে প্রায় তিনবছর শিশুরা স্কুলেও যেতে পারেনি। আমরা করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এ মেলার আয়োজন করেছি। এর পাশাপাশি মেলার আয়ের টাকায় বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মান করা হবে। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় মেলাটি আয়োজন করেছি।
প্রধান অতিথি বরগুনা এক আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা প্রেসক্লাব আয়োজিত এই শিশু আনন্দ মেলাকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কারণ শিশুদের জন্য এরকম একটি সৃজনশীল উদ্যোগ উপহার দেওয়ার জন্য। বরগুনা প্রেসক্লাব বিগত দিন থেকেই তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সকলের সাথে কাঁধ মিলিয়ে করে আসছেন। এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তাই আজকেই শুভ উদ্বোধনে বরগুনা প্রেসক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তারা সুন্দর সুষ্ঠুভাবে সকলের সহোযোগিতায় এই মাসব্যাপী শিশু আনন্দ মেলা টি সবাইকে উপহার দিতে পারবেন।### -

ক্ষেতলালে বাল্যবিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে বাল্যবিয়ে
প্রতিরোধ বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৩ টায় উপজেলা সভা কক্ষে ব্র্যাক
সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এ
প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল থানার ওসি রওশন
ইয়াজদানী, ব্র্যাক জয়পুরহাট এরিয়া ব্যবস্থাপক কায়েম উদ্দিন,
ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা
নাসরিন, সাংবাদিক আজিজার রহমান, হাসান আলী। এসময় উপস্থিত
ছিলেন, প্যানেল মেয়র জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার
মোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল খাঁ, যুব উন্নয়ন
কর্মকর্তা তুহিন, তথ্য কর্মকর্তা ইমরান হক, ব্র্যাক অফিসার রুমা
আক্তার, সাংবাদিক আজিজুল ইসলাম সহ জনপ্রতিনিধি, ঈমাম,
কিশোর-কিশোরী প্রমুখ। -

মুন্সীগঞ্জে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে শেষ দিনে মনোনয়ন পত্র কিনলেন ৬ জন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রির শেষ দিনে মনোনয়ন পত্র কিনলেন মোঃআশরাফ আলী ভোটার নং৪৭৯,মোঃশাহজালাল ভোটার নং৪০৪ ,হীরা মোমজাজ ভোটার নং২৩০,মোঃমাহাবুবুর রহমান ভোটার নং১৪০,মোঃআক্তার হোসেন ভূইয়া ভোটার নং৪৭৫ সংরক্ষিত মহিলা সদস্য জেনি আক্তার ভোটার নং ৪৪৯।
আজ ২৯শে সেপ্টেন্বর বৃহস্সতি বার সকালে ১০:৩০মিনিটে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডলের কাছ থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সূত্রে জানা যায়, আজ একজন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৬ জন সাধারন সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে ১৭ তারিখে।
ভোট গ্রহণ হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এবারেরর নির্বাচনে ৫৮১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়।আগামী ১৭ই অক্টোবরে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নিশ্চিত করে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, যাচাই বাছাই এর শেষ দিন ২ অক্টোবর ও মনোনয়ন পত্র প্রত্যাহার ও তালিকা প্রকাশের শেষ দিন ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ শিক্ষক সদস্য পদে তিন জন বিনা প্রতিদন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন এরা হলেন একে এম মোসাদ্দেদ হোসেন ,মোঃমাহতাব উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগম ।
-

আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা
বি এম মনির হোসেনঃ-
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশালের আগৈলঝড়া বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ১৬৩ টি পূজা মন্ডপের প্রতি মন্ডবে প্রধানমন্ত্রীর আর্থিক শুভেচ্ছা উপহার ১৫ হাজার ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিশেষ বরাদ্দের ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আগৈরঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, উপজেলার ১৬৩ টি পূজা মন্ডপের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি মন্ডপের অনুকুলে পাঁচশ’ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও উপজেলার দশটি মন্ডপে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর বিশেষ বরাদ্দের ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এসময় আলেঅচসা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক বিপুল দাস, জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান
রফিকুল ইসলাম তালুকদার, আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সাংবাদিক শাকিব খান সহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকপ্রমূখ। -

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই দিনে অর্থদন্ড ষোল হাজার
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাকির দায়ে ভ্রাম্যমান আদালতের দুই দিনের অর্থদন্ডে ষোল হাজার টাকা আদায় করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও হাইওয়ের থানার সহযোগিতায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাঝিপাড়া শালবাহান রোড বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এবং সোমবার (২৬ সেপ্টেম্বর) ভজনপুর বাজার মনিটরিংকালে এই অর্থদন্ড প্রদান করা হয়।
জানা যায়- ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ৪ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অন্যদিকে অনুমোদনবিহীন ভেজাল পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং সরকার কর্তৃক অনুমোদিত কর ফাকি দেয়ার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় এক ব্যবসায়ীকে ৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাকির দেয়ায় এবং জাতীয় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
-

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গতকাল ২৮-০৯-২০২২ ইং দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে সরকারি বেসরকারি অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারিশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস সহ সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-

আক্কেলপুরে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক
রিদয় হোসেন(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট আক্কেলপুরে অভিযান চালিয়ে আক্কেলপুর এমআর কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্নাকে (২৩) আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর দক্ষিণ পাড়া এলাকার গ্রামের মুন্না কে অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশ জানায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থটনারস্তান গাড়িতে অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়।
এসময় তার শরীর তল্লাশি করে ৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। মুন্না ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে। ঘটনাস্থলে মুন্না তার ব্যবহিত মটরসাকেল ও তার সহযোগীতাদের কথা বললেও মটরসাকেল ও তার সহযোগীদের আটক করেনি পুলিশ।
মুন্নাকে আটকের সময় তার ব্যবহারতি মোটরসাইকেল আরও মাদক ছিলো এবং মুন্নার গাড়িটি সিজার লিষ্ট করা হয় নিবতমান গাড়িটি কার জিম্মায় আছে মুন্নাকে আটকের সময় গাড়িতে মাক বহনের সহযোগী কিভাবে ছারা পেলো বিষয়টি উদ্ধতম কৃতিপক্ষের দূষ্টি আকষন করছে বিভিন্ন মহল৷
এবিষয়ে আক্কেলপুর থাবার ভারপ্রপ্ত ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মুন্নাকে ৮ পিচ ফেন্সিডিল সহ আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনি মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে৷ ।
-

মুন্সীগঞ্জে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
মোঃলিটন মাহমুদঃ
মুন্সীগঞ্জে মিরকাদিমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ ২৮শে সেপ্টেন্বর রোজ বুধবার বেলা ১২ঘটিকার সময় মিরকাদিম পৌসভার সাবেক ১নং প্যানেল মেয়র ও রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের কমিটির সাবেক সভাপতি হাজী মোঃআবদাল হোসেনের উদ্যোগে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে এ কর্মসূচি পালিত হয়।
এ ছাড়া বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের
নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বৃক্ষ রোপনের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ জন্মদিন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে জন্ম দিনের শুভ সূচনা করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
মিরকাদিম পৌরসভার সাবেক ১প্যানেল মেয়র হাজি মোঃ আবদাল হোসেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মিরকাদিম পৌরসভার ০৫ নংওয়ার্ড কাউন্সিলার মোঃ ইদ্রিস টুলু , মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারন সন্পাদক
সাইফ আকাশ ।উক্ত সময় আরো উপস্হিত ছিলেন মোঃদিদার হোসেন , মোঃইমতিয়াজ আহম্মেদ ,মোঃবরজাহান মিয়া , রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃসোহেল মিজি,মোঃরাতুল সহ আরো অনেকে ।
-

ময়মনসিংহে শেখ হাসিনার জন্মদিনে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালিত
ময়মনসিংহ প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।কর্মসূচির মধ্যে ছিল : আনন্দ মিছিল, বৃক্ষরোপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া। এদিন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি বৃক্ষরোপণ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর টাউনহল চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকার সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় এই সভা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৭৫ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বিকালে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তাদের বক্তব্যে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানকে বিজয়ী করতেও এক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সহ এডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, সভাপতি ফারুক আহমেদ খান, এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এডভোকেট বদর আহমেদ, এডভোকেট পিযূষ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু ও তারাকান্দা আওয়ামী লীগ নেতার লালু হাজীর প্রয়ানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, ছিন্নভিন্ন দেশের ব্যাংক টাকা নেই, লকারে স্বর্ণালংকার নেই, সামান্য কাগজিক নোট নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা শুরু করেন। তেমনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং বাংলাদেশকে উন্নত দেশ গড়ে তুলছেন। বাংলাদেশ বিশ্ব আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নকে থামিয়ে দিতে চক্রান্ত করছে বিএনপি জামাতচক্র।
আওয়ামীলীগ দেশের প্রাচীন দল। এই দল মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে। যা বিশ্ব আর কোন নজির নেই। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানকে বিজয়ী সহ সকল নির্বাচনে দলীয় প্রাথীদের বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
পরে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু ও তারাকান্দার আওয়ামী লীগ নেতা লালু হাজীর আত্মার মাগফেরাত কামনা এবং জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রনাট্য পরিবেশন করা হয়।