Blog

  • বিরামপুরে মণ্ডপ ঘুরে ঘুরে পূজার শুভেচ্ছা জানালেন পৌর মেয়র আককাস আলী

    বিরামপুরে মণ্ডপ ঘুরে ঘুরে পূজার শুভেচ্ছা জানালেন পৌর মেয়র আককাস আলী

    জাকিরুল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:

    হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উৎসবের “দুর্গাষষ্ঠী” দিন সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।

    শনিবার সন্ধ্যায় প্রথমে পৌর শহরের পূর্বজগন্নাথপুর, শালবাগান, চরকাই, হিন্দুপাড়া (ইসলামপাড়া) পূজামণ্ডপে যান পৌর মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সমাজসেবক ওবায়দুল মিনহাজ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

    মেয়র মণ্ডপ প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেন। পরে রাতে সফরসঙ্গীদের সাথে নিয়ে পৌর শহরের পুরাতন বাজার বারোয়ারি কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।

    হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সকলের সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।

    মেয়র দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করে বলেন, প্রতিটি পূজা মণ্ডপ এখন শ্রী শ্রী দুর্গা দেবীর আগমনে মুখরিত। আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। এই শারদীয় উৎসব আজ একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনাঃ  শারদীয় দুর্গোৎসব মন্ডবে শোকের ব্যানার

    পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনাঃ শারদীয় দুর্গোৎসব মন্ডবে শোকের ব্যানার

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ম-পে টাঙানো হয়েছে শোকের ব্যানার। এলাকায় দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে শারদীয় দুর্গোৎসবের ম-প। শুভ মহালয়া দিয়ে শুরু হওয়া এই উৎসব ঘিরে গত বছরের মতো ম-প সাজানো হলেও নেই কোনো আনন্দ। চারপাশে নিস্তব্ধ নীরব পরিবেশ। নৌকাডুবিতে মৃতদের পরিবারে স্বজন হারানোর আহাজারি। শোকে পাথর হয়ে গেছে অনেক পরিবার। দুর্গোৎসবের ম-পে টাঙানো হয়েছে শোকের ব্যানার।

    গত রোববার (২৫ সেপ্টেম্বর) প গড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাড়েয়া হাটের আউলিয়া ঘাট থেকে বোদেশ্বরী ঘাটের শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাড়েয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর জন্য ম-প সাজানো হয়েছে। ম-পের চারপাশে লাগানো হয়েছে নৌকাডুবিতে মৃতদের জন্য শোকের সহমর্মিতামূলক ব্যানার। আর এলাকাজুড়ে চলছে স্বজন হারানোর আহাজারি।

    স্বজন হারানো আহাজারি পরিববার বলেন, উৎসব কাকে নিয়ে করবেন? যাদের সাথে উৎসব করতেন তারা তো আর নেই। তাদের জীবনে শারদীয় দুর্গোৎসব আর কখনো সুখের উৎসবে পরিণত হবে না বলে জানিয়েছেন।

    শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের পুরোহিত বকুল চক্রবর্তী বলেন, প্রতিবছর নানা আয়োজনে আমাদের এখানে মহালয়া দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এবার দিয়ে আমাদের ৮তম হতে যাচ্ছে। এর আগের গুলো অনেক ভালো ও শান্তির ছিল। দেশের পাশাপাশি বাইরের দেশের মানুষও এখানে আসতো। এবার আউলিয়া ঘাট থেকে আসার পথে অনেকজনের প্রাণ চলে গেছে। আমরা তাদের আত্মার শান্তির জন্য পূজা করছি তিন বেলা। গত বছর যেমন মানুষের মাঝে আনন্দ ছিল, এবারে নেই। তাদের জন্য আমরা শোকের ব্যানার টাঙিয়েছি মন্দির ও ম-পের চার পাশে।

  • মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে এম,ভি ভেনাস ট্রাম্প এখন মোংলায়

    মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে এম,ভি ভেনাস ট্রাম্প এখন মোংলায়

    মোংলা প্রতিনিধি
    ঢাকা মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটিতে মেট্রোরেলের মেশিনারীসহ আরো একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারী পণ্যও রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মেশিনারী পণ্য নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইন্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারী ও পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহাজটিতে আসা কোচ ও ইন্জিন রবিবার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সাথে সাথেই তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। তিনি আরো বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর যে বৈদ্যুতিক মেশিনারী পণ্য এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলোও নদী পথে ঢাকা নেয়া হবে। ওয়াহিদুজ্জামান জানান, এর আগে গত ২২ আগস্ট ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে এম,ভি হোসি ক্রাউন এ বন্দরে এসেছিলো। এরপর শনিবার বিকেলে ৮টি কোচ ও ৪ ইন্জিন নিয়ে এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইন্জিন এসেছে ঢাকা মেট্রোরেলের। মেট্রোরেলের ১৪৪টি কোচ ও ইন্জিনের মধ্যে ১১৬টি কোচ-ইন্জিনএসেছে। বাকী ২৮টি কোচ ও ইন্জিন ধারাবাহিকভাবেই এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ হবে বলেও জানান তিনি।

  • অসুস্থ ইমামকে দেখতে আগৈলঝাড়া শাখার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি সাধারন সম্পাদক

    অসুস্থ ইমামকে দেখতে আগৈলঝাড়া শাখার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি সাধারন সম্পাদক

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাত্রিশিরা
    (চান্দ)গ্রামের মাওলানা মুহাঃ শরিফুল ইসলামকে দেখতেজান
    বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি।
    মাওলানা মুহাঃ শরিফুল ইসলাম বহুদিন যাবত লিভার সমস্যায় ভুগছেন তাই তার বাড়ি চাত্রিশিরা (চান্দ) গ্রমে তাকে দেখতেজান
    বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার
    আহবায়ক কমিটির সভাপতি হাফেজ মাওঃ ফজলুর হক, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ফারুকী,
    সাংগঠনিক সম্পাদকঃ
    হাফেজ মাওঃ আসাদুজ্জামান নূর সহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য বৃন্দ সকলেই তার সুস্থতার জন্য মহান রবের কাছে হাত তুলে দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে বাকি জীবন দ্বীনের খেদমতে কাটাতে পারেন।

  • র‌্যাব-১২’র অভিযানে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকা থেকে বিপুল মাদক সহ ৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকা থেকে বিপুল মাদক সহ ৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০১/১০/২০২২ ইং তারিখ সকাল ০৯:৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর ও স্পেশাল কোম্পানীর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজার পূর্ব উত্তর পাশের্^ পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সিরাজগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে আসা ০৩টি মোটরসাইকেল চালক ও আরোহীদের তল্লাশী করে ১৫০(একশতপঞ্চাশ)বোতল ফেন্সিডিল, ০২(দুই) বোতল বিদেশী মদ এবং ৩,৬১০(তিন হাজার ছয়শত দশ) পিচ এ্যাম্পুল ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব রহলবপঃরড়হ ওচ সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০৩ টি মোটর সাইকের জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সাদ্দাম (৩০), পিতা-মোঃ গোলজার হোসেন, ২। মোঃ সুমন ইসলাম (১৯), পিতা-মোঃ জলিল ইসলাম, ৩। মোঃ মোস্তাকিম হোসেন (২০), পিতা-মোঃ আমজাদ আলী, সর্ব সাং- দৈবকনন্দনপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ৪। মোঃ জাহিদ হাসান রবিন (৩৪), পিতা-মৃত খোকন মিয়া, সাং-পূর্ব আদালতপাড়া, (১৪নং ওয়ার্ড), ৫। মোঃ খাইরুল ইসলাম শিপলু (৪০), পিতা-মোঃ শওকত হোসেন, গ্রাম-ছোটকালীবাড়ী(১৭নং ওয়ার্ড), উভয় থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিঃ সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • রাজশাহীর গোদাগাড়ীতে  ডিবি পুলিশের অভিযানে মাদক সম্রাট সালাউদ্দিন মাদকসহ গ্রেপ্তার

    রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদক সম্রাট সালাউদ্দিন মাদকসহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ।

    এই ঘটনায় আরো দুই মাদকব্যবসায়ী সালাউদ্দিনের ভাই আহম্মেদ আলী (৩৮) ও একই এলাকার জাকারিয়ার ছেলে আহসান (৩৫) গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকায় হেরোইন কেনাবেচা হবে। এই খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই এর নেতৃত্বে ও নির্দেশনায় কৌশলে অবস্থান করি।

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে পলাতক আসামী আহম্মেদ আলীর বাসার সামনে হেরোইন কেনা বেচার সময় অভিযান চালালে ঘটান স্থল থেকে পলেথিনের প্যাকেটে মোড়ানো মাদক ব্যবসায়ী সালাউদ্দিনের প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রামের দুইটি প্যাকেট উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয় । এই সময় সালাউদ্দিনের বড় ভাই মাদক সম্রাট আহম্মেদ আলী ও জাকারিয়া কৌশলে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের ধরতে অভিযান চালালেও ধরতে সক্ষম হয়নি।

    পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সালউদ্দিনকে ১ নং আসামী ও তার ভাই আহম্মেদ আলী ও জাকারিয়াকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে ।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই এনামুল হক আরো জানান, পলাতক আসামী আহম্মেদ আলী মূলত বড় মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে মাদকের বড় চালায় দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। তার ভাইদের দিয়ে সে ব্যবসায় পরিচালনা করে থাকে।

    জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল হাই বলেন, মাদকের বিরুদ্ধে অজিরো টলারেন্স নীতি গ্রহণ করে অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • শারদীয় উৎসবে পিডিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে মোংলার  ৩৪ পূজা মন্ডপে অর্থ প্রদান

    শারদীয় উৎসবে পিডিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে মোংলার ৩৪ পূজা মন্ডপে অর্থ প্রদান

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপংকর মৃধা দিপু’র ব্যক্তিগত তহবিল থেকে মোংলা উপজেলার ৩৪ টি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার ও রবিবার প্রর্যায়ক্রমে ৩৪ টি মন্ডপের সভাপতি / সাধারণ সম্পাদকের হাতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির, আরাজী মাকঢ়ঢোন দুর্গাপূজা মন্দির, মালগাজী দুর্গাপূজা মন্দির, কানাইনগর দুর্গাপূজা মন্দির, কালিকাবাড়ি দুর্গাপূজা মন্দির, দিগরাজ বাজার দুর্গাপূজা মন্দির, দিগরাজ হালদার বাড়ি দুর্গা মন্দির, বিদ্যারবাহন দুর্গাপূজা মন্দির, পৌর শহরের শেলাবুনিয়া দুর্গাপূজা মন্দির, উত্তর বুড়িরডাঙ্গা ম্যাটপাড়া, দুর্গাপূজা মন্দির, দেওয়ানেরকুল গোলদার বাড়ি দুর্গাপূজা মন্দির, ভাটারাবাদ পুর্বপাড়া দুর্গাপূজা মন্দির, বুড়িরডাঙ্গা দক্ষিণ পাড়া দুর্গাপূজা মন্দির, বৈরাগীখালী দুর্গাপূজা মন্দির, বৈরাগীখালী মহুমূখী দুর্গাপূজা মন্দির, সানবান্ধা দুর্গাপূজা মন্দির, চাঁপড়া দুর্গাপূজা মন্দির, জয়খাঁ সাইক্লোন সেল্টার দুর্গাপূজা মন্দির, জয়খাঁ মিষ্টি পুকুরপাড় দুর্গাপূজা মন্দির, আমড়াতলা দুর্গাপূজা মন্দির, দত্তেরমেঠ পঞ্চগ্রাম দুর্গাপূজা মন্দির, খাসেরডাংগা দুর্গাপূজা মন্দির, নিতাখালী দুর্গাপূজা মন্দির, চৌরিডাঙ্গা ঠাকুরবালা বাড়ির দুর্গাপূজা মন্দির, দামেরখন্ড দুর্গাপূজা মন্দির, চটেরহাট দুর্গাপূজা মন্দির, দক্ষিণ হলদিবুনিয়া দুর্গাপূজা মন্দির, মধ্য হলদিবুনিয়া দুর্গাপূজা মন্দির, বালুরমোড় দুর্গাপূজা মন্দির, আমতলা দুর্গাপূজা মন্দির, জয়মনি নাগের পুকুর দুর্গাপূজা মন্দির, উত্তর জয়মনি দুর্গাপূজা মন্দির, এবং মধ্য হলদিবুনিয়া প্রমেনন্দ বাড়ি দুর্গাপূজা মন্দির এবং শ্রীধাম লক্ষ্মীখালী সাধুর বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে। এ সময় পিডিএম ফাউন্ডেশনের সদস্য তুহিন শিকদার, সজিব মন্ডল এবং অনিক মন্ডল উপস্থিত থেকে এ সব মন্দির কমিটির সভাপতি / সম্পাদকের হাতে এ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তারা পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপংকর মৃধা দিপু’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, এই অঞ্চলের গর্বিত সন্তান দিপংকর মৃধা। অতীতে ও দেখেছি করোনা প্রাদুর্ভাবের সময় তার অবদান ছিলো প্রশংসনীয়। তা ছাড়া মনবিক দিক থেকে একজন উদর মনের মানুষ তিনি, এক কথায় সাদা মনের মানুষ এই দিপু মৃধা। আমরা তার সর্বদা তার সাফল্য কামনা করি।

  • পাথরঘাটায় গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

    পাথরঘাটায় গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

    পাথরঘাটা( বরগুনা)প্রতিনিধিঃ
    বরগুনার পাথরঘাটায় কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে উপেন্দ্র হাওলাদার(৯৬( নামক এক বৃদ্ধ মারা গেছে বলে জানা গেছে।
    শনিবার ১অক্টোবর সকাল ১০ টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের উত্তর হোগলাপাশা গ্রামের মৃত যজ্ঞেশ্বর হাওলাদারের ছেলে উপেন্দ্রনাথ নিজঘর সংলগ্ন কাঠাল গাছের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
    প্রাথমিকভাবে জানা গেছে, বয়স্ক ওই ব্যক্তি মানসিক ভারসম্যহিন ছিলেন। প্রায়-ই তিনি নগ্ন অবস্থায় জনসম্মুখে চলাফেরা করতেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যের পক্ষথেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

    বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার বলেন, সুরতহাল রিপোর্ট আমরা করেছি। বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়-ই তিনি নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় চলাফেরা করতেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়নি। তবে একটি ইউডি মামলা রুজু হয়েছে #

    অমল তালুকদার।।

  • পাথরঘাটার কামরুল হাসান জেলার শ্রেষ্ঠ শিক্ষক

    পাথরঘাটার কামরুল হাসান জেলার শ্রেষ্ঠ শিক্ষক

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ঃ
    জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুল হাসান।
    বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আয়োজিত বোর্ডে সাক্ষাৎকার শেষে কামরুল হাসানকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করেন । এর আগে শিক্ষা পদক ২০২২’র বাছাইপর্বে ক্লাস্টার পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপরে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহি অফিসার সুফল চন্দ্র গোলদার, শিক্ষা কর্মকর্তা টিএইচ শাহআলম সহ বাছাই বোর্ডের সদস্যগন পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নাম ঘোষণা করেন।

    সর্বশেষ ২৭ সেপ্টম্বর বরগুনা জেলা প্রশাসক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মোঃকামরুল হাসানের নাম ঘোষনা করেন।

    উল্লেখ্য, তিনি ২০১৯ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন#

    অমল তালুকদার।

  • সুন্দরগঞ্জে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

    সুন্দরগঞ্জে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    শনিবার সকালে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে ডেল্টা টাইমস পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান জীবনের আয়োজনে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
    এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ আনিসুর রহমান আগুন, সুদীপ্ত শামীম, প্রচার সম্পাদক এনামুল হক, শহিদুল আকন্দ, জয়ন্ত সাহা যতন, লিয়ন রানা, বিপুল ইসলাম আকাশ, খায়রুল আলম নয়ন, পিন্টু কুমার সরকার, আশাদুল ইসলাম প্রমূখ।