Blog

  • তারাগঞ্জে দুর্গা মন্দিরের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক আসিফ আহসান

    তারাগঞ্জে দুর্গা মন্দিরের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক আসিফ আহসান

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি।
    রংপুরের তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপতি সর্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দূর্গা পূজার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক আসিফ আহসান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , ইউএনও রাসেল মিয়া, ওসি সুশান্ত কুমার, কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান আফজালুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু প্রমুখ ।

    জেলা প্রশাসক আসিফ আহসান পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির সাথে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন ও পূজায় আগত ভক্তদের সাথে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন।

  • বড়লিয়া ইউনিয়নে গাউছিয়া কমিটি  উদ্যােগে তৃতীয় বারের মতো স্বাগত র‍্যালী

    বড়লিয়া ইউনিয়নে গাউছিয়া কমিটি উদ্যােগে তৃতীয় বারের মতো স্বাগত র‍্যালী

    পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন পূর্ব পেরলা শাখা, ৬ নং ওয়ার্ডে, গাউছিয়া কমিটি উদ্দেগে পবিত্র মাহে রবিউল আউয়াল আগমন উপলক্ষে তৃতীয় বারের মতো স্বাগত র্র্যালী বের করা হয়। এই সময় উপস্থিত ছিলেন
    পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি #মোঃ-রফিকুল ইসলাম,মোঃ-ইলিয়াছ হুজুর মুরুব্বি, মোঃশফি ভান্ডারি, মোঃমমতাজ মিয়া,মোঃশফি,মোঃ-হাফেজ ,মোঃ-আলমগীর সিনিয়র সদস্য মোঃমামুন,আসিফ, অপু,তৌহিদ, আইমন,এমরান,এবং আলি ইমাম,আরমান,আরিফ, বখতিয়ার, সাজু,রাজু,বাবু,ফাহিম,জিহাদ,নাজিম,আমজাদ, সাগর,শিহাব,ইফতি,সাইফু,মিনহাজ,সিফাত,আহাদ,
    ইসফাত, শাকিল,সাইমন, ,সাব্বির, সোহান,রাশেদ, মহিউদ্দিন, শিবরান,সাকিব,রিয়াদ,হাসান,হুসাইননয়ন,সহ এতে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সবাই!

  • দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে  এসইউএসবি’র গভীর শোক প্রকাশ

    দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে এসইউএসবি’র গভীর শোক প্রকাশ

    প্রেস রিলিজ,
    ঢাকাঃ- শনিবার, ০১অক্টোবর, ২০২২ইংরেজি,

    দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান ইন্তেকাল ফরমায়েছেন (ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)!
    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

    বার্ধক্যজনিত কারণে তিনি জটিল রোগে ভোগছিল।
    শুক্রবার বেশী অসুস্থতা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়, শনিবার বেলা সাড়ে বারোটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে গণমাধ্যমে শোক বাণী দিয়েছেন।

    ১অক্টোবর শনিবার দুপুরে সংগঠনের সভাপতি ফারুক হোসাইন, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর, সাবেক সভাপতি শিব্বির আহমদ ওসমান ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দরা গণ মাধ্যমে শোক বাণী জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক নীরেন দাস।
    নেতৃবৃন্দরা শোকবার্তায় বলেন, বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে বিশাল ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।তার অবদান কখনো পুরণ হবার মত নয় বলেও জানান।

    উল্লেখ্য, ২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

    মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। সে সময় তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান।

    দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি।
    এরপর নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন তিনি।

    বার্তা প্রেরক ঃ- সাংবাদিক নীরেন দাস,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি), কেন্দ্রীয় কমিটি!

  • পূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বক্ষণ তদারকিতে থাকবে পুলিশ- ময়মনসিংহে ওসি শাহ কামাল

    পূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বক্ষণ তদারকিতে থাকবে পুলিশ- ময়মনসিংহে ওসি শাহ কামাল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে ময়মনসিংহ নগরীতে বিভিন্ন পুঁজা মন্দির পরিদর্শন ও পুজাঁর সার্বিক নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে পুজাঁরীদের সাথে মতবিনিময় করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ । শারদীয় দুর্গোৎসব এর প্রথমদিন শনিবার বিকেল থেকে কোতোয়ালি মডেল থানার আওতাধীন বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি পুঁজার সার্বিক নিরাপত্তার খোজ খবর নেন তিনি। বিভিন্ন এলাকায় পূজামন্ডপ ও মন্দিরসহ আশপাশের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ভক্ত ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে ওসি শাহ কামাল আকন্দ টিম সহকারে নজরদারি করেন। শনিবার রাতে ওসি শাহ কামাল আকন্দ শম্ভুগঞ্জ, চরনীলক্ষিয়া, দাসপাড়াসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ সহ কালিবাড়ি মন্দির এলাকা ঘুরে দেখেন এবং পরিদর্শন করেন। এ সময় মন্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, যে কোন সমস্যা এবং অপ্রীতিকর ঘটনায় জরুরীভাবে মন্ডপগুলোর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং থানার ওসিসহ উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন। তিনি আরো বলেন, মণ্ডপে মন্ডপে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে, পূজামণ্ডপে কিংবা মন্দিরে কেউ কোন ধরণের নাশকতা করার চেষ্টা করলে তাৎক্ষণিক অবহিত করুন। নাশকতাকারী যতই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, ময়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিতে প্রস্তুত। উল্লেখ্য কোতোয়ালি মডেল থানা এলাকায় ১২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
    ওসি বলেন- প্রতিটি পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে পুজারীদের আহবান জানিয়ে ওসি বলেন- পুলিশ সর্বক্ষণ আপনাদেরসহযোগিতা করবে। আপনারা নির্ভয়ে নির্ভিগ্নে উৎসব উদযাপন করুণ।

  • নিখোঁজ যুবকের সন্ধান চাই তার পরিবার

    নিখোঁজ যুবকের সন্ধান চাই তার পরিবার

    বিশেষ প্রতিনিধি।

    চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকা হতে মানসিক ভারসাম্যহীন যুবক হানিফ মিয়া (২১) রহৎস্যজনক ভাবে নিখোঁজের সন্ধান চাই পরিবার।আশেপাশে সব জায়গায় অনেক খুজাখুজি করেও পরিবার এ পর্যন্ত কোন প্রকার সন্ধান পাইনি।

    আজ শনিবার (১অক্টোবর) পরিবার সন্তানের খোঁজে নিখোঁজ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাণাধিক প্রিয় সন্তানের খোঁজ খবর পাওয়ার আকুল আবেদনে আশা ভরসায় কেঁদে ওঠে।ফিরে পাওয়ার আকুল আর্জিতে,মানসিক দুশ্চিন্তা,হতাশায় দিনপাত করছে পরিবার। প্রতিটি মুহূর্তে দীর্ঘশ্বাস ছাড়ছে কখন ফিরে পাবে সে আশায়?

    গত২৭সেপ্টেম্বর( মঙ্গলবার)সকাল আনুমানিক ৯ টায় মোঃ হানিফ মিয়া বাবার সাথে কাজে যায় জিইসি মোড়ে। প্রস্রাব করার কথা বলে গেট থেকে বের হয় পরে আর ফিরে আসে নাই,অনেক চেষ্টা করেও সন্ধান মেলেনি নিখোঁজ হানিফের।পরিবারের তথ্যমতে ছেলটির কাজকর্ম করতে পারলেও মানসিক ভারসাম্যহীন বলে জানায়। হামজারবাগ রাজগঞ্জ আবাসিক এলাকায় বসবাস করতো।গায়ের রং শ্যামলা,
    মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি,হারানোর সময় তার পরেনে ছিল নীল রং শার্ট।

    এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানায় একটি (নং-১৮০৩/২২)
    সাধারণ ডায়রি করা হয়।যদি কেউ সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করেপাঁচলাইশ মডেল থানা/অথবা ০১৩২২-০১৬৭৭১ নাম্বারে যোগাযোগের আকুল আবেদনে অনুরোধ রইলো।

  • পাইকগাছায় ইয়াবা ও গাজাসহ বিক্রেতা  আটকঃ থানায় মামলা

    পাইকগাছায় ইয়াবা ও গাজাসহ বিক্রেতা আটকঃ থানায় মামলা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ২শত পিচ ইয়াবা ও ২শত গ্রাম গাজাসহ হাসান খাঁ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাত ১১ টার দিকে এ এস আই নাসির উদ্দীন আহম্মেদ গোপন সংবাদে অভিযান চালিয় তাকে আটক করেন। সে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সামনে খরিদ্দারের কাছে মাদক বিক্রি করতে আসলে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ও গাজা
    উদ্ধার করে। সে তালা থানার খলিল নগর গ্রামের কাসেম খাঁর ছেলে। ওসি জিয়াউর রহমান জানান ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মামলা হয়েছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরের রাজনৈতিক ইতিহাসে আবুল কাশেমের নাম চির ভাস্বর হয়ে থাকবে  -আ.লীগ নেতৃবৃন্দ

    সুজানগরের রাজনৈতিক ইতিহাসে আবুল কাশেমের নাম চির ভাস্বর হয়ে থাকবে -আ.লীগ নেতৃবৃন্দ

    এম এ আলিম রিপন ঃ সুজানগরের রাজনৈতিক ইতিহাসে প্রয়াত আবুল কাশেমের নাম চির ভাস্বর হয়ে থাকবে। তিনি সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে দল এবং এলাকার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা সুজানগরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আর সুজানগর উপজেলার বরেণ্য রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেম এর আদর্শ ও ত্যাগকে বুকে ধারণ করে সকলকে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।এবং তিনি যে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রাণের ও ভালবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে গেছেন তার এই অবদান বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা ও সুজানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে মনে রাখবে বলেও জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ । শনিবার (১লা অক্টোবর) প্রয়াত আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তরা আরো বলেন, জীবিত থাকাকালীন মরহুম আবুল কাশেমের নেতৃত্বে এই উপজেলা আওয়ামীলীগ যেভাবে সুসংগঠিতভাবে কাজ করেছে আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এর জন্য উপস্থিত নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্মরণসভায় অন্যদের মাঝে বক্তব্য দেন দীর্ঘ দিনের পরীক্ষিত আদর্শ রাজনীতিক মরহুম আবুল কাশেম এর কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ওসি আব্দুল হাননান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু প্রমুখ। সভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামছুজ্জোহা বুলবুল, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগন সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন । শেষে মরহুম আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় । এর আগে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাসভবনে কুরআন তেলোয়াত,মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য সফল রাজনীতিক মরহুম আবুল কাশেম ২০১৬ সালের এ দিনে পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দলীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা অনন্য  দৃষ্টান্ত স্থাপন করেছেন  — শ ম রেজাউল করিম

    সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন — শ ম রেজাউল করিম

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক
    সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    দুর্গোৎসব ধর্ম-বর্ন নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যরে
    বন্ধনকে আরো দৃঢ ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এ সম্প্রীতি ও
    সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। শনিবার
    দুপুরে স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে
    বিভিন্ন মন্দিরে অনুদানের চেক বিতরণ ও সনাতন ধর্মালম্বীদের সাথে এক
    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর
    সনাতনী সম্প্রদায় কোন প্রকার দুঃশ্চিন্তা ছাড়া নির্বিঘেœ ধর্মীয় রীতিনীতি
    অনুসরণ পুর্বক শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায়
    থাকলে সকল ধর্মালম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন করতে পারেন।
    উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায়
    বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান,পুলিশ সুপার
    মোহাম্মদ সাঈদুর রহমান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও
    মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, হিন্দু ধর্মীয় কল্যাণ
    ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
    গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.
    আব্দুল হামিদ, জেলা পূজা পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, ভাইস চেয়ারম্যান রনি
    দত্ত প্রমুখ। এসময় মন্ত্রী উপজেলার ১০১ পুজামন্ডপের সভাপতি ও সম্পাদকের নিকট
    সরকারি বরাদ্ধ ৫০০ কেজি (প্রতি ম-পে) চালের বরাদ্ধ পত্র , প্রধানমন্ত্রী অনুদানের
    চেক, মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ব্যক্তিগত অনুদান
    হস্তান্তর করেন।

  • নড়াইলের মধুমতি সেতু: সড়ক প্রশস্ত না হলে দুর্ভোগ ও দূর্ঘটনার আশংকা

    নড়াইলের মধুমতি সেতু: সড়ক প্রশস্ত না হলে দুর্ভোগ ও দূর্ঘটনার আশংকা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে মধুমতি নদীর ওপর ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধনের খবরে যশোর-কালনা সড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জোরদার হয়ে উঠেছে। না হলে এক লেনের এই সড়কে তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক ও চালকরা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, তারা বলছেন, কালনা সেতু চালু হলে এ সড়ক এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়বে যে, এখন তা ভাবাই যাচ্ছে না। তখন অপরিসর এ সড়কটিতে যেমন সৃষ্টি হবে যানজট, তেমনিই বাড়বে দুর্ঘটনার আশঙ্কা।
    যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়কটি তারা দুই লেনে উন্নীত করবে। তবে তা সেতু উদ্বোধনের আগে নয়। যশোর জেলা পরিবহন শ্রমিক সংস্থার সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, কালনা সেতুটি নির্মাণ হওয়ায় যশোরসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। তবে এ অঞ্চলের সড়কগুলোকে সম্প্রসারণ হলে আরও ভালো হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবর মাসে কালনা সেতু উদ্বোধন করবেন বলে সম্প্রতি পরিদর্শনে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর নাম ‘মধুমতী সেতু’ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী।
    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য কালনা সেতু অনেক কারণেই গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু চালু হলেও কালনা সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় এর পূর্ণ সুবিধা পায়নি এই অঞ্চলের বাসিন্দারা।
    সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনা, সাতক্ষীরাসহ আশপাশের সড়কপথের দূরত্ব ১০০ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে। এশিয়ান হাইওয়েতে থাকা সেতুটি সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, বেনাপোল, কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকাও রাখবে।
    তবে পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা বলছেন, বহুল আকাঙ্ক্ষিত এ সেতুর পরিপূর্ণ সুফল পেতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে যশোর-নড়াইল সড়ক প্রশস্তকরণের জন্য অপেক্ষা করতে হবে।
    তারা বলছেন, সেতুটি উদ্বোধন হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগে নতুন মাত্রা যোগ হলেও সংকীর্ণ সড়কে যানবাহনের চাপ বেড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যে কারণে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরাসহ আশপাশের সড়কগুলোকে দ্রুত চার লেনে রূপান্তরিত করার দাবি জানিয়েছেন তারা। শ্রনিক নেতা মিজানুর রহমান মিন্টু বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ছয় লেনের এ সেতু নির্মাণ হয়েছে। এটি খুব দ্রুত সময়ে উদ্বোধন করা হবে বলে শুনছি। সরকারের কাছে দাবি দ্রুত যেন সেতু সংলগ্ন এ অঞ্চলের সব সড়ক চার লেনে উন্নীত করা হয়।” সংস্থার সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, “কালনা সেতু উদ্বোধন হচ্ছে এমন খবর শুনে আমরা খুশি। তবে এর পাশাপাশি আমরা শঙ্কায় রয়েছি। এর বড় কারণ হচ্ছে, যশোর থেকে সেতুর সংলগ্ন যে সড়ক রয়েছে তা এক লেনের সড়ক।
    “সেতুটি উদ্বোধনের পরপরই যানবাহনের চাপ বেড়ে যাবে। ফলে এতে দুর্ঘটনার পাশাপাশি যানজটের কবলে পড়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে।” তিনি বলেন, “আমরা চাই সরকার এ অঞ্চলের মানুষের সুবিধার জন্য ভাঙা হয়ে যশোর পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীত করুক।” যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কালনা সেতু উদ্বোধনের পর এ অঞ্চলের সড়কগুলোতে বিশেষ করে কালনা ভায়া নড়াইল, যশোর সড়কে যানবাহনের চাপ বাড়বে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। যে কারণে এই সড়কগুলোকে দুই লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। “এর মধ্যে খুলনা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে সড়কের নড়াইলের চাঁচড়া মোড় হতে যশোর মনিহার মোড় পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক উন্নয়নে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।” আগামী দুই মাসের মধ্যে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা সেতুর সাথে এ অঞ্চলের সড়ক উন্নয়নে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ১৩৬ কিলোমিটার সড়কের ছয় লেনে উন্নীত করার প্রস্তাবনা এরই মধ্যে তৈরি করা হচ্ছে। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।” ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতী নদীর ওপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে নির্মিত সেতুটি নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা)। দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। এর পশ্চিমপাড়ে নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এবং পূর্বপাড়ে গোপালগঞ্জের কাশিয়ানীর শংকরপাশা। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক সাড়ে চার কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় ৯৬০ কোটি টাকা।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ধামইরহাটে দৈনিক ডেল্টা টাইমস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ধামইরহাটে দৈনিক ডেল্টা টাইমস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    নওগাঁর ধামইরহাটে জাতীয় দৈনিক ডেল্টা টাইমস’র প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ১লা অক্টোবর বেলা ১২ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় ও ডেল্টা টাইমস’র ধামইরহাট প্রতিনিধি তাওসিফ ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের উপদেস্টা ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাস গবেষক এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, মেহেদী সরকার, আনিছুর রহমান, মেহেদী হাসান উজ্জল সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের উপজেলা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ার আবেদনের প্রেক্ষিতে ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সকল সাংবাদিক তাঁকে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত সদস্য হিসেবে বরণ করে নেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।