Blog

  • ময়মনসিংহে ওসি কামালের তদারকিতে মেঘনা গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

    ময়মনসিংহে ওসি কামালের তদারকিতে মেঘনা গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোতে চাঞ্চল্যকর
    ডাকাতির ঘটনায় ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    সোমবার (৩অক্টোবর) জামালপুর ও গাজীপুুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মো: নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭), মো: বাদল ওরফে আসলাম (২৮)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সুত্র মতে জানা গেছে- গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়( নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) রুজু করা হয়।

    উক্ত মামলা কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস টিম তদন্তের দায়িত্ব পেলে ময়মনসিং জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর সার্বিক তদারকিতে

    মামলা তদন্ত কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে সেপ্টেম্বর-২২ ইং তারিখ অভিযানে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা অংশগ্রহণ করে লুন্ঠিত ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করে এবং ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ত তদন্তে প্রাপ্ত আসামী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর বড় মসজিদ পাড়া এলাকার ওসমান আলীর পুত্র মো: নজরুল ইসলাম (৩০), মৃত মোহাম্মদ সাহেব আলীর পুত্র আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭), বরিশাল জেলার মুলাদী থানার চর লক্ষীপুর এলাকার মৃত হোসেন ফরাজীর পুত্র মো: বাদল ওরফে আসলাম (২৮), কে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর হইতে একজন এবং গাজীপুর জেলাধীন টঙ্গী টিএন্ডটি বাজার এলাকা হইতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানানা-গ্রেফতারকৃত আসামি তিন আসামী ডাকাতির ঘটনার সাথে জড়িত আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

  • আমরা যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত- ময়মনসিংহে পুঁজা পরিদর্শনকালে ওসি শাহ কামাল

    আমরা যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত- ময়মনসিংহে পুঁজা পরিদর্শনকালে ওসি শাহ কামাল

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেছেন, দূর্গাপূঁজা উপলক্ষে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমার থানায় নেই।

    তবে পূজাঁ মন্ডপে কেউ সাম্প্রদায়িক সহিংসতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আমাদের ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম), জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর নির্দেশে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় টহল বৃদ্ধি করিছি, আমার চৌকস পুলিশ অফিসার কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) ওয়াজেদ আলী, মোঃ আনোয়ার হোসেন, উপ-পুলিশ পরিদর্শক ১ নং পুলিশ ফাঁড়িসহ সকল ফাঁড়ির অফিসারগণ প্রতিনিয়ত পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে যাচ্ছে এবং বিসর্জন মুহুর্ত পর্যন্ত সবসময় নজর দারীতে থাকবে।

    এই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি নিজেও আপনাদের যেকোন সমস্যায় পাশে আছি এবং থাকবো।যদি কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কঠিন হাতে জবাব দিবো।

    রবিবার (২সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে দিনভর মহানগরের ২৩ নং ওয়ার্ড এলাকার সুতিয়াখালী, পালপাড়া পুঁজা মন্ডপ, সাহাপাড়া পুজাঁ মন্ডপ, ২৪নং ওয়ার্ড বয়ড়া বাকৃবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পিছনে হিন্দু পাড়া শ্রী শ্রী গোবিন্দ রাধা মন্দির, বলাশপুর মাতৃ মন্দির, দুর্গা মাতা মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন কালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

    এসময় তিনি পরিদর্শন বহিতে সাক্ষর করেন এবং পুজাঁ মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসারসহ আইনশৃঙ্খলা বাহীনীর কর্মতৎপরতার খোঁজ নিয়ে তাদের মন্ডপের নিরাপত্তা জোরদারে আরো তৎপর ও সাজাগ থাকার আহবান জানান।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন-ময়মনসিংহ সদর কোতোয়ালি এটি একটি সম্প্রতির বন্ধনের শহর আমরা আশা বাদী সব কিছু সুন্দর ভাবে চলছে এবং চলবে।

    আমাদের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) মহোদয় ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) স্যার নির্দেশে পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দিতে চাই, কেউ সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের জন্য কোনো কার্যক্রম বা ষড়যন্ত্র করলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অপরাধী যতবড় ক্ষমতাশালীই হউক কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

    এসময় তিনি আরো বলেন-পাশাপাশি আমি বিশ্বাস করি, অসাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ থাকলে এ বিষয়গুলো যদি তারা আমলে নেয়, সবসময় সতর্ক থাকে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যারা পাঁয়তারা করে গুটি কয়েক লোক তারা কখনো সফল হতে পারবে না।

    ’তিনি আরো বলেন- প্রতিটি মন্ডবে নিরাপত্তার ক্ষেত্রেই আমরা প্রত্যাশা করি ভালো হবে। কিন্তু এ-ও সত্য যে আমরা যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। তাছাড়া আশপাশে থাকা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণেও রয়েছে।

    সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব পালনকালে পূজাঁরী ও ভক্তবৃন্দ যাতে শান্তিতে উৎসব করতে পারে তার দিকে কঠোরভাবে নজর রাখার আহবান জানিয়ে তিনি মন্ডপে দায়িত্বপালনকারী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উদ্দেশ্যে বলেন- দায়িত্বে অবহেলা কারো সুযোগ নেই, পূজামন্ডপসহ আশপাশ এলাকায় সব সময় নজরদারিতে রাখতে হবে।কোন অপরাধের গন্ধ পেলেই তাৎক্ষণিক অপরাধীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।

    তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব কে সকলের জন্য উৎসব ও আনন্দমোখর করতে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

    এসময় তার সাথে মহানগর পুজাঁ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ রববানী,২৩ নং ওয়ার্ড এলাকার সুতিয়াখালী পালপাড়া পুঁজা মন্ডপ কমিটির সভাপতি কানাই চন্দ্র পাল ,সাহাপাড়া পুজাঁ মন্ডপ কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র সাহা, ২৪নং ওয়ার্ড বয়ড়া বাকৃবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পিছনে হিন্দু পাড়া শ্রী শ্রী গোবিন্দ রাধা মন্দির কমিটির বিনয় চন্দ্র সুত্র ধর, সাধারন সম্পাদক রতন কুমার সরকার,বলাশপুর মাতৃ মন্দির কমিটির বাদল পাল, দুর্গা মাতা মন্দির কমিটির সভাপতি রতন পাল, সাধারণ সম্পাদক দিলীপ পাল,কোষাধ্যক্ষ রাজীব পাল ও সুবল দাস,স্বপন দাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অফুরন্ত উৎসব দুর্গোপূজায়

    কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অফুরন্ত উৎসব দুর্গোপূজায়

    মো: হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় উজ্জাপিত হচ্চে ৯০ টি পুুুজামন্ডপে এবং পূজামন্ডপ গুলোতে চলছে অফুরন্ত উৎসব ।

    গত (১ অক্টোবর)শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমী। ওইদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।

    গত (৩০ সেপ্টেম্বর)শুক্রবার সন্ধ্যায় বোধনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে প্রতিমা থানে উঠেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো কালীগঞ্জ উপজেলা বিভিন্ন পূজামন্ডপ গুলো। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে উপজেলা জুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    হিন্দু শাস্ত্রের বিশুদ্ধ পঞ্জিকা মতে, এ বছর পৃথিবীর মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) এসেছেন। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাশে (স্বর্গে) ফিরে যাবেন নৌকায় চড়ে।গত শনিবার সকাল সাড়ে ৭টায় সায়াংকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আজ উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত রয়েছে উপজেলার সব মণ্ডপ মন্ডপ গুলো।

    কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রাজবাড়ি পূজামন্ডপসহ ৯০টি পূজামন্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন প্রতিটি পূজামন্ডপে ব্যাপক উৎসব চলছে মন্ডপ গুলিতে। আসন্ন দুর্গা পূজা এবছর কালীগঞ্জ বিখ্যাত তুষভান্ডার রাজবাড়ির পূজামন্ডপসহ ৯০টি পুজামন্ডপে দুর্গাপুজা উৎসব চলচ্ছে।এরমধ্যে ভোটমারি ইউনিয়নের ৫, মদাতি ১৪,তুষভান্ডার ১২,দলগ্রাম ০৮,চন্দ্রপুর ১৩. গোড়ল ১৪, চলবলা ১৬, কাকিনা ০৭

    কালীগঞ্জ উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল বলেন, পুজারীদের নিয়ে এক সভা অনুষ্ঠা করেছি এবং পূজা যাতে শান্তি পূর্ন ভাবে হয় আমি আইনি সকল ব্যবস্থা করেছি। কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অতুল কৃষ্ণ অধিকারী, বলেন প্রতি বছরের ন্যায় এবারও কালীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা চলচ্ছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল বলেন, উপজেলায় মোট ৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উপজেলায় সুষ্ঠুভাবে পূজা উদযাপন হচ্ছে ও বাকি দিন গুলো হবে এমনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    হাসমত উল্লাহ।

  • বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আগৈলঝাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন

    বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আগৈলঝাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় ৩ অক্টোবর সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানাথীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামের সহধর্মিণী, গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী,গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনীর সহধর্মিণী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার,ফোর্সসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

  • জয়পুরহাটের পাঁচবিবিতে এতিম শিশুদের পাশে-পুলিশ সুপার নূরে আলম

    জয়পুরহাটের পাঁচবিবিতে এতিম শিশুদের পাশে-পুলিশ সুপার নূরে আলম

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজরাপুর গ্রামে অবস্থিত বাংলা হোপে বসবাসরত এতিম শিশুদের মাঝে উন্নতমানের শিশু খাদ্য ও সেলাই মেশিন বিতরণ করা হয়। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আইডিএলসি নামের একটি বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাংলা হোপের হলরুমে প্রধান অতিথি জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূর-আলম সকল এতিম শিশুদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

    বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার হোপের নির্বাহী পরিচালক সুচিত্রা সরেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

    অনুষ্ঠিত আলোচনা সভায় এ সমাজের সকল বিত্তবানদের এমন এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার নূরে আলম,সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, আইডিএলসির এরিয়া ম্যানেজার খন্দকার সজিব আহমেদ,বাংলা হোপের অর্থ বিভাগের প্রধান ড. লিটন প্রসাদ মৌয়ালী, সার্বিক সহযোগিতা বিভাগের নির্বাহী পনুয়েল বাডৈসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

  • বরিশালে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

    বরিশালে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

    বি এম মনির হোসেনঃ-

    হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শারদীয় দূর্গা পূজা। আজ ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় বরিশাল মহানগরীর গৌরী মঠ মন্দির, অমৃত লাল দে পারিবারিক মন্দির ও মনসা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, শাহ মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শুরুতে জেলা প্রশাসক মহানগরীর গৌরী মঠ পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময় পূজা মন্ডপের সভাপতি ও কমিটির সদস্যরা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার কে ফুলেল শুভেচছা জানান। সেখান থেকে জেলা প্রশাসক অমৃত লাল দে পারিবারিক পূজা মন্ডপ ও মনসা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

  • কালীগঞ্জে ৩২ তম প্রবীন দিবস পালীত ও আলোচনা সভা

    কালীগঞ্জে ৩২ তম প্রবীন দিবস পালীত ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ, লালমিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩২তম প্রবীন দিবস পলিত এতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    গত ১ অক্টোবর ২০২২ কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও বেসরকারি স্বেচ্ছাসেবী নিবন্ধিত সংস্থার এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রথমে একটি র‌্যালী কালীগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে উপজেলা চত্ত্বর এসে শেষ হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলতয়ানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে,
    আন্তর্জাতিক প্রবীন দিবসে, প্রবীন ও নবীনদের সমন্বয়েে,প্রবীনদের করনীয়, এবং নবীনদের করনীয় এর উপর আলোকপাত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এম পি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আ” লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমি এম পি,কালীগঞ্জ থানার উপজেলা আ” লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,আদিতমারী উপজেলার উপজেলা আ” লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নুর ইসলাম আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক,কালীগঞ্জ উপজেলা যুব লীগ সভাপতি রেফাজ রাঙ্গা, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম,প্রমুখ।স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।

    আরো অনেকে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ইসরাত জাহান ছনি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,ই এস ডি ও আব্দুল লতিফ,পি এফ নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহম্মেদ,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব সভাপতি মোখলেছুর রহমান টুকু,উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণ নারী ও পুরুষ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ।।

  • পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:

    বরগুনার পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের সোনালী ও বটতলা মাঝামাঝি স্থানে ২ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বিভাটেক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম (১৬)নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাঙলা মেডিকেল রেফার্ড করেন । বরিশাল নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
    নিহত এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ নাঈম।

    স্থানীয়ভাবে যোগাযোগ করা হলে প্রত্যক্ষদর্শীরা জানান এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলো নাঈম। ঘটনার সময় নিজেই মোটরসাইকেল-ড্রাইভ করছিল নাঈম। পাথরঘাটা টু কাকচিড়া মূল সড়কে বটতলা ও সোনালী বাজারের রোডে – মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিভাটেক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে গুরুতর আহত হয়।

    স্থানীয় কেউ এগিয়ে না আসায় ট্রিপল নাইনে ফোন করা হলে পাথরঘাটা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই নাঈমকে তার নিজ বাড়িতে দাফন করা হয়।

    অমল তালুকদার।

  • বিরামপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

    বিরামপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২২ পালিত হয়েছে।

    রবিবার (২ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে, উপজেলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।

    এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কাওসার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান ও বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
    নেত্রকোণা জেলার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এছাড়াও বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশে রাবার বুলেট নিক্ষেপ।

    ঘটনাটি রোববার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে ঘটে।

    পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা যায়, অটোরিকশার ভাড়কে কেন্দ্র করে উপজেলার ছিলিমপুর গ্রামের উত্তরপাড়া ও দক্ষিনপাড়ার অটো ড্রাইভারের মধ্যে তর্কবিতর্ক হয়।

    পরবর্তীতে রোববার দুপুরে অটোরিকশার ভাড়ার বিষয় সমাধানের লক্ষে গ্রামের দুইপক্ষকে নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তি আলোচনায় বসে। আলোচনা এর পর্যায়ে উত্তরপাড়ার হারেছ মিয়া এবং দক্ষিন পাড়ার মাসুম মিয়া গংদের সাথে কথার কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

    সংর্ঘষের খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন।

    এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিত লোকজন আহত হয়েছে।
    সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে
    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
    বাকিরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহ পাশ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

    কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে
    ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
    এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোণা থেকে।