Blog

  • গোদাগাড়ীতে বিজিবি হাতে কুখ্যাত মাদক সম্রাট তারেক বাবু আটক

    গোদাগাড়ীতে বিজিবি হাতে কুখ্যাত মাদক সম্রাট তারেক বাবু আটক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে মাদক সিন্ডিকেটের মূল হোতা ও শীর্ষ মাদক কারবারি তারেক বাবু বিজিবির হাতে গ্রেপ্তাার ।

    ৩ ই অক্টোবর সোমবার ভোর ৪ ঘটিকার
    রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতার করার সময় তার কাছ থেকে মাদকের কাজে ব্যবহৃত ইন্ডিয়ান অবৈধ দুইটি সিম কার্ড ও তার সাথে দুটি স্মার্ট ফোন, একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।
    গ্রেফতারকৃত আসামি , তারেক বাবুর পিতার নাম মোঃ বেলাল উদ্দিন।

    গোদাগাড়ী ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার আইন উদ্দিন বলেন, তিনি বহুদিন যাবত মাদক সিন্ডিকেটের সাথে জড়িত এবং এই বাবু গোদাগাড়ী সীমান্তে মাদকের অবৈধ চোরাচালান হিরোইনসহ অন্যান্য মাদক দ্রব্যের বেশিরভাগ অবৈধ চালান ভারত থেকে তার মাধ্যমে নিয়ে আসতো। তিনি একজন আন্তজাতিক মানের কুখ্যাত মাদকসম্রাট। বাংলাদেশের বিভিন্ন জেলার কমপক্ষে দুইশত মাদক কারবারীর সাথে তার মাদকের লেনদেন চলে এ তথ্য তারা নিশ্চিত করেন।

    আরোও তথ্য সূত্রে জানা যায় এই তারেক বাবু ইন্ডিয়ান বর্ডার দিয়ে মাদকের চালান প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করায় সে বর্তমান গোদাগাড়ীর শীর্ষ একজন মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল হোতা চর অঞ্চলের এলাকাবাসী তার অবৈধ কর্মকান্ডের কথা কাউকে বলে দেওয়ার কথা বললে সে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন । তার ভয়ে স্থানীয় জনগণ মুখ খোলার সাহস পায় না

    ইতিপূর্বে সে চর এলাকার তিনজনকে ব্যাপক মারধর করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে একজন বর্তমান গোদাগাড়ী সরকারি ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ও অপর দুজন এই ঘটনার আগে তার অত্যাচারের স্বীকার হয়ে রাজশাহী মেডিকেলে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন। সেই এভাবেই চর অঞ্চলে অবৈধ কর্মকান্ডের রাজত্ব টিকিয়ে রেখেছে । সে অল্প দিনের মধ্যে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে অঙ্গল ফুলে কলা গাছ তার বটবৃক্ষ হয়েছেন। এ সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • পিরোজপুরে এনপিপির জেলা সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

    পিরোজপুরে এনপিপির জেলা সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

    পিরোজপুরে ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)র জেলা
    রাজনীতি ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    ৩ অক্টোবর সোমবার এনপিপির স্বরূপকাঠির দলীয় কার্যালয়ে বিকাল ৫ ঘটিকার সময় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় আগামী ১৯শে নভেম্বর ২০২২ এনপিপি এর জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে থানা পর্যায়ে দলের জন্য সদস্য সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং জেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হবে।

    পিরোজপুর জেলা সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি এবিএম মাসুদ করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব পিরোজপুর ১ আসনের সাবেক এমপি প্রার্থী মেহেদী হাসান রনি ।

    পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ সেচ্ছাসেবক পার্টির বানারীপাড়া ও বরিশালের সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন,বানারীপাড়া সাধারণ সম্পাদক সুমন তালুকদার, স্বরূপকাঠি পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া,জলাবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল, পৌর সাংগঠনিক সম্পাদক রাজিব প্রমুখ।

  • বিভিন্ন পূজা মন্ডপে আ.লীগ নেতা সবুজের আর্থিক অনুদান প্রদান

    বিভিন্ন পূজা মন্ডপে আ.লীগ নেতা সবুজের আর্থিক অনুদান প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মন্ডপে এ আর্থিক অনুদান প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবু,নাজিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাকিব,সাগর সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন

    সুজানগর পৌরসভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে (০১-০৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ক্যাম্পেইন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, জায়দুল হক জনি, স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভার পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

    সুজানগর পৌরসভার পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । সোমবার(০৩ অক্টোবর) সুজানগর পৌরসভার পক্ষ থেকে পৌর সম্মেলনকক্ষে তাকে বদলি জনিত কারণে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুজানগর থেকে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউ এন ও হিসাবে তাকে বদলী করা হয় এবং সুজানগর উপজেলায় নতুন ইউ এন ও হিসাবে যোগদান করবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।এদিকে সুজানগর উপজেলায় গত প্রায় ২ বছর তিনমাস পূর্বে ইউ এন ও হিসাবে মো.রওশন আলী যোগদান করার পর থেকেই তার কর্ম দক্ষতা ও ন্যায় নিষ্ঠার সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। সদা মিষ্টিভাষী এ উপজেলা নির্বাহী অফিসার সুজানগরে দায়িত্ব পালনকালে বিভিন্ন ভাল কাজ করায় সুজানগরবাসী তাকে যুগযুগ ধরে মনে রাখবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলার বিদায়ী মো.রওশন আলী তার বক্তব্যে বলেন আমি যেখানেই থাকিনা কেন সুজানগরের কথা আমার সবসময় মনে থাকবে আর আগামীতে ও যেন তিনি ন্যায় নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য উপস্থিত সকলের সহ সুজানগরবাসীর আন্তরিক দোয়া কামনা করেন । শেষে সুজানগর পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সুজানগর উপজেলা নির্বাহী অফিসারকে সম্মননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন মেয়র রেজাউল করিম রেজা ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান

    সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। সোমবার রাতে তাঁরা পৌর বাজারপূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন । এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,মুশফিকুর রহমান সাচ্চু,জায়দুল হক জনি,জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কোড় গ্রামের চয়ন বিশ্বাস’র যাবজ্জীবন কারাদণ্ড

    নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কোড় গ্রামের চয়ন বিশ্বাস’র যাবজ্জীবন কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে চয়ন বিশ্বাস (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চয়ন বিশ্বাস নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানা গেছে, চয়ন পূর্ব পরিচয়ের সূত্র ধরে নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধায় বাড়ি একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে অসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ছয় জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে চয়নের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হয়। এবং রায়ের ধার্যিদন ৩ অক্টোবর আদালত তাকে উল্লেক্ষিত জেল জরিমানায় দণ্ডতি করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শন

    বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী ৩ অক্টোবর সোমবার রাত ৮ টায় শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বরিশাল জেলার গৌরনদী থানাথীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামের সহধর্মিণী,
    গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী,
    গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনীর সহধর্মিণী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, গৌরনদী থানার অফিসার,ফোর্সসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

  • জেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার সদস্য পদে রমজান সরদারের ব্যাপক গনসংযোগ

    জেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার সদস্য পদে রমজান সরদারের ব্যাপক গনসংযোগ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    যে যায় লঙ্কায় সেই হয় রাবণ,প্রচলিত এই ধারা বদলে ফেলার প্রত্যয় নিয়ে আসন্ন জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার সদস্য পদে জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার হাতি মার্কা নিয়ে ব্যাপক গণসংযোগসহ প্রচারনা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    জেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট জেলার সদর উপজেলা ২নং ওর্য়াডের , সাধারণ সদস্য পদ গঠিত হয়। এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রমজান আলী সরদার উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগসহ ভোটারদেও কাছে ভোট চাইছেন। সৎ যোগ্য, কর্মোঠ, দক্ষ প্রতিবাদী পুরুষ প্রার্থী রমজান আলী সরদার।

    জেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলায়, ১টি উপজেলা পরিষদ, ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
    এই উপজেলায় ভোটার সংখ্যা ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ১০২ ও নারী ভোটার ৩১ জন।

    জয়পুরহাট সদর উপজেলার ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রমজান আলী সরদার ও তাঁর পক্ষের সমর্থকরাও ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে আসছে। সেই সাথে হাতি মার্কায় ভোট চাইছেন।
    উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সমুহে গিয়ে দিনরাত ভোটারদের সাথে গন সংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।

    এবার ভোটাররা ঐক্যবদ্ধ, তারা স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করেত চান।

    জেলা পরিষদের ভোট আ’ম জনতার ভোট নয়, জনপ্রতিনিধির ভোট এবং সবাই সচেতন। তাই তারা অতীতের ন্যায় ভুল করতে নারাজ, প্রতারিত ও বঞ্চিত হতে চান না তারা।

  • কালাইয়ে জনসচেতনতায় কন্যা শিশু দিবস উদযাপন

    কালাইয়ে জনসচেতনতায় কন্যা শিশু দিবস উদযাপন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কিশোরীদের অংশগ্রহণে কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

    ২ অক্টোবর রবিবার বিকেলে গুড নেইবার বাংলাদেশ কালাই সিডিপি নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিভাবক ও কন্যা শিশুদের মাঝে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবসটি উদযাপন করা হয়েছে।

    সংস্থার কালাই সিডিপি’র ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

    সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সংস্থার এডমিন অফিসার আসমান আলী ও হেল্থ অফিসার মরিয়ম ইয়াছমিন।

    দিবসটি উদযাপনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করে গুড নেইবারস বাংলাদেশ।