কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান ৭অক্টোবর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত যশোর জেলা পরিষদ নির্বাচনে তিনি ৮ নম্বর কেশবপুর ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে থাকেন। বর্তমানে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি এ পদে নির্বাচিত হলে সকলের সঙ্গে সমবন্টনের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে চান। সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী আরও ৬ জন প্রার্থী রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে ভোটার রয়েছেন ১৫৯ জন।
Blog
-

কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
ইমদাদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা
বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ৫৩১ কোটি ৭ লাখ টাকার ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু ওই প্রকল্পের তালা উপজেলার বালিয়া থেকে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা পর্যন্ত খনন এখনো শুরু হয়নি। নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা নিরসনে ওই অংশের খনন কাজ দ্রুত শুরু করতে হবে।বৃহস্পতিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি প্রাথমিক বিদ্যালয়
মাঠে ওয়াটারকিপারস বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানান তারা। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র-এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রবীণ শিক্ষক গণেশ চন্দ্র ভট্টাচাযর্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক ভদ্র ও বর্তমান সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পাইকগাছা
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ সভাপতি ইলিয়াস হোসেন, আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, সাবেক ইউপি সদস্য ভারতী রানী দে, প্রভাষক সাইফুল ইসলাম, উন্নয়নকর্মী দুলাল দেবনাথ, সাংবাদিক রিয়াদ হোসেন, পরিবেশকর্মী আলাউদ্দিন
গাজী।মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অ ল এমনিতেই দুর্যোগের ঝুঁঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে
২০ বছর ধরে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্থ করায় নদীটি মৃতপ্রায়। অথচ এই কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প প্রহণ করেছে। এই প্রকল্পটি যথাযথ ভাবে বাস্তবায়নের পাশাপাশি সকল নদী রক্ষায় জনগণতে সচেতন হতে হবে।সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্র অ লের প্রধান নদ-নদী গুলো একদিকে যেমন নাব্যতা হারিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে, অপরদিকে নদী ভাঙ্গনসহ নানা কারণে প্রতিবছর শত শত পরিবার উদ্বাস্তু হচ্ছে। টেকসই কোন
উন্নয়ন পরিকল্পনা না থাকায় এ ধরণের সমস্যা প্রতিবছর বাড়ছে। কপোতাক্ষ-শিবসাসহ উপকূলীয় অ লের অন্যান্য নদ-নদী খনন ও উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। -

পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
পাইকগাছায় পানিতে ডুবে সিয়াম (৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার চাঁদখালী ইউনিয়নের উওর গড়ের আবাদ গ্রামের আশরাফুল মোল্লার ছেলে। তার দাদা জামাল মোল্লা জানান শুক্রবার সকালে আমি আমার নাতিকে নিয়ে সকালে বাড়ীর পাশ্বে চায়ের দোকান থেকে নিয়ে বাড়ী আসি, তাকে তার মায়ের কাছে রেখে আমি বিলে ধান ক্ষেতে যাই। যাওয়ার কিছুক্ষণ পর জানতে পারি সিয়াম বাড়ীর পার্শ্বে পুকুরে পানিতে পড়েছে। স্থানীয় লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান শিশুটি পানিতে ডুবে মারা গেছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে, শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারিককেলবাড়ীয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে। নারিকেলবাড়ীয়া বাজারের সৃজনী এনজিও শাখার ম্যানেজার কামাল পারভেজ জানায়, অফিসে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অজ্ঞাত নামা ৪/৫ জন দুর্বৃত্ত এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। তিনি আরও জানায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তার এনজিও অফিসে আগুন দিতে পারে বলে ধারন করছেন তিনি। এর আগে (চশমা) প্রতিকের লোকজন আনারস প্রতীকের বেশ কিছু লোকজকে মারধর করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন কোন তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আমি রাতেই উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। লিখিত আভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।ঝিনাইদহ
আতিকুর রহমান। -

ঝিনাইদহে সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের সেলুন কর্মী সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে চাকলাপাড়া মহল্লাবাসি মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এই কর্মসুচিতে চাকলাপাড়া, মহিষাকুন্ডু ও পুরানো হাটখোলা এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্ত, রাম সরকার, সাদ্দান হোসেন, শামসুল হক, সুজিত কর্মকার, সুকুমার দাস, নাসের হাসান সোহাগ সুশান্ত সরকার প্রমুখ। বক্তাগন বলেন চাকলাপাড়া পাড়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে মাসোয়ারা দিয়ে এই চক্র মাদক ব্যবসা করে যাচ্ছে। তারাই পারিবারিক বিরোধের জের ধরে সেলুন কর্মী সুবিরকে নির্মম ভাবে হত্যা করেছে বলেছে অভিযোগ করা হয়। উল্লেখ্য গত সোমবার ( ৪ অক্টোবর) মধ্যরাতে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে সুবীরকে হত্যা করা হয়। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন আছেন। এ ঘটনায় র্যাব মামলার আসামী নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করলেও বেশির ভাগ আসামী পলাতক রয়েছে। -

শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরের ভাঙা মূর্তি দেখে পুলিশকে খবর দেয়। শৈলকুপা থানা পুলিশ খবর পেয়ে মন্দির পরিদর্শন করে ত মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। গ্রামবাসি জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে জমিদার আমলে ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরটি’ প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফটকের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে। তারা কালী মুর্তির চার হাত ও মাথা ভেঙে ফেলেছে। শুক্রবার সকালে মমতাজ বেগম (৪৫) নামের স্থানীয় এক নারী হাঁটতে বের হয়ে মূর্তি ভাঙা পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে জানান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি শ্রী সুকুমার মন্ডল বলেন, এখানে প্রতিবছর পূজা দেওয়া হয়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালী মূর্তি ভাঙচুর করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মন্দিরের ভেতর মূর্তি ভাঙচুরের খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি মন্দিরের কালী মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে আমরা স্থানীয় মন্দির কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলেও ওসি জানান। -

র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ০৭/১০/২০২২ তারিখ বিকেল ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা জোড়পুল এর জমজম হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রুবেল হোসেন(৩৪), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-জয়দেবপুর (সোহেল মেম্বারের বাড়ীর পাশে), থানা-নবাবগঞ্জ, ২) মোছাঃ ঝুনু(২৭), পিতা- আব্দুস সোবহান, স্বামী-আব্দুল আলীম, সাং-মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, উভয় জেলা-দিনাজপুর।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
প্রেস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৭৭৭১১২৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত ঃ
মোঃ আবুল হাসেম সবুজ
লেফটেন্যান্ট
স্কোয়াড কমান্ডার
র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।
মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬
-

ধামইরহাটে আদিবাসীদের কারাম উৎসব উদযাপন
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উত্তর বঙ্গের উরাও পাহান, সাঁওতাল, মালো মাহাতো, ভুইমালী, রাজোয়াড়, মাহালিসহ আদিবাসীদের এক প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব কারাম। নৃত্যের তালে তালে বৃক্ষপূজার মাধ্যমে পালন করা হয় ঐতিহ্যবাহী ১৭ তম কারাম উৎসব। ৬ অক্টোবর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খেলনা-গোপীরাম উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসীদের উদ্যোগে খেলনা ফুটবল মাঠে কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারাম উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ তিগ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। সেই সাথে আদিবাসীদের কৃষ্টি-কালচার ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ১৯টি দল তাদের চমৎকার নৃত্য পরিবেশন করেন। কারাম উৎসবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও মো.আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সম্পাদক তাপস কুমার মহন্ত, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ। -

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার উন্নয়ন: ওয়াহিদুজ্জামান (ইউএনও)
একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। কেননা একটি স্বনির্ভর জাতি গঠনের পূর্বশর্ত যোগ্য নাগরিক গড়ে তোলা। তাই শিশুদের আগামী দিনের জন্য দক্ষ করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে অর্থাৎ বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যার ফলে প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির সাথে সাথে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যার শুরুটা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাত ধরেই, যিনি ১৯৭৩ সালে ৩৬ হাজারের অধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার শুভ সূচনা করেছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের গৃহীত আরো পদক্ষেপের মধ্যে রয়েছে তিন দফার প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। এ সকল কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই রঙিন বই তুলে দেয়া, ঝড়ে পড়া রোধে উপবৃত্তি কার্যক্রম, অনগ্রসর এলাকায় স্কুল ফিডিং চালু, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আনন্দ স্কুল এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, স্লিপ কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে শিশু বান্ধব করে গড়ে তোলা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, নতুন নতুন ভবন নির্মাণ করে শিশুদের শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি, ই মনিটরিং এর মাধ্যমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, শিশুদের মধ্যে নেতৃত্ব ও গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে স্টুডেন্টস কাউন্সিল গঠনের বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে। এমনকি শিশুদের সেবামূলক মনোভাব গড়ে তুলতে ক্ষুদে ডাক্তার কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক নিয়োগ, শিক্ষকের নতুন পদ সৃষ্টিসহ শূন্য পদ পূরণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগ, প্রাক-প্রাথমিক শ্রেণি চালু, পিটিআইসমূহে আইসিটি ল্যাব স্থাপন করে শিক্ষকদের প্রশিক্ষণ, প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহের মাধ্যমে ডিজিটালাইজেশন কার্যক্রমও শুরু হয়েছে। বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মধ্যে সমতা আনয়ন, নতুন শিক্ষাক্রমে নতুন পাঠ্যবই, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু, অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়েছে যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আলোকিত জাতি গঠনের মাধ্যমে গড়ে তুলতে সাহায্য করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।
লেখক : উপজেলা নির্বাহী অফিসার, নাগরপুর, টাঙ্গাইল।
-

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজিজুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত বাতাসু মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, বৃহস্পতিবার দুপুরে আজিজুল নামে ওই ব্যাক্তি গৃহস্থালির কাজের জন্য বাড়ির পাশের একটি বাশঁঝাড়ে যান বাশঁ কাটার উদ্যোশে। বাশঁ কাটার এক পর্যায়ে একটি বাশঁ বাশঁঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
