Blog

  • পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মা-গফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মা-গফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

    মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
    পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরীব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।
    শীতবস্ত্র বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

  • পঞ্চগড়ে সারজিস আলম ও নওশাদ জমিরের একসঙ্গে দেশ গড়ার অ-ঙ্গীকার

    পঞ্চগড়ে সারজিস আলম ও নওশাদ জমিরের একসঙ্গে দেশ গড়ার অ-ঙ্গীকার

    মোহাম্মদ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

    শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

    সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

    তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

    এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

    জানা গেছে, পঞ্চগড় জেলার দুইটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই পর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

    এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

  • উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শী-তার্তরা

    উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শী-তার্তরা

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
    বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে যখন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ঠিক তখনই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, বৃদ্ধ ও অসহায় নারী-পুরুষরা। শীতের এই কঠিন সময়ে তাদের কষ্ট লাঘবের লক্ষ্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

    শীতবস্ত্র বিতরণকালে এসিল্যান্ড মহেশ্বর মন্ডল আবেগঘন কণ্ঠে বলেন,
    “সামান্য একটি শীতবস্ত্র হাতে নিয়ে যখন একজন শীতার্ত মানুষকে ডাকলাম, তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। সামনে এগিয়ে গিয়ে কম্বলটি তাঁর গায়ে জড়িয়ে দেওয়ার সময়ও কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। পরে বললাম—রাতে এটি গায়ে দেবেন। হয়তো তিনি কথাগুলো পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু লক্ষ্য করলাম তাঁর চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠেছে। বুঝতে পারিনি, সেটি আনন্দের অশ্রু নাকি দীর্ঘ বেদনার প্রকাশ।”

    তিনি আরও বলেন,
    “তীব্র শৈত্যপ্রবাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেগ-অনুভূতি অনেকটাই ভোতা হয়ে যাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। একজন মানুষ হিসেবে তাদের সামান্য কষ্ট লাঘব করতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

    শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও জোরদার করেছে।

    শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় অনেকের পক্ষেই গরম কাপড় কেনা সম্ভব ছিল না। এই সময়ে পাওয়া একটি কম্বল তাদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। তারা এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এলাকাবাসীর মতে, শীতার্ত মানুষের পাশে প্রশাসনের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা উজিরপুরে প্রশংসার দাবিদার হয়ে থাকবে।

  • আশুলিয়ায় মা-দকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কা-রাদণ্ড

    আশুলিয়ায় মা-দকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কা-রাদণ্ড

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে পুলিশ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জামগড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ১৪ জন যুবককে আটক করা হয়।
    আটককৃতদের আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাদিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলো।

    এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে মাদক ও জুয়ার আসর বড় কারণ। মাদক ও জুয়ার অর্থ জোগাড় করতেই অপরাধীরা এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • তারাগঞ্জে মাদক সেবনের দায় একজনের তিন মাসের বি-নাশ্রম কা-রাদণ্ড

    তারাগঞ্জে মাদক সেবনের দায় একজনের তিন মাসের বি-নাশ্রম কা-রাদণ্ড

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।

    আটকৃত ব্যাক্তি উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহীন প্রামানিক। আজ (২জানুয়ারি) শুক্রবার আনুমানিক রাত সারে ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন,নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় এবং উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায়,অভিযুক্ত শাহিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • গোপালগঞ্জ–২ আসনে অ্যাডভোকেট মাহমুদ হাসান শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায়

    গোপালগঞ্জ–২ আসনে অ্যাডভোকেট মাহমুদ হাসান শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায়

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -২১৬, গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে গণমানুষের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি গোপালগঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া চাইছেন। সদালাপী, ভদ্র ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই তিনি ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার এই কর্মকাণ্ডে একটি গ্রহণযোগ্য অবস্থান তিনি তৈরি করেছেন বলে সাধারণ ভোটারদের অভিমত। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সাথে কথা বলা এবং বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেওয়াকে তার প্রচারণার প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে।

    জাকের পার্টির নির্বাচনী অঙ্গীকারসমূহ জাকের পার্টির ইশতেহারে জনগণের মৌলিক অধিকার, সুশাসন ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো—

    সকল নাগরিকের জন্য আধুনিক, সমমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ড প্রবর্তন। বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কেন্দ্র নয়, বরং কর্মসংস্থানমুখী বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং বিশ্ব শ্রমবাজারে তরুণদের মেধা ও কর্মশক্তির ব্র্যান্ড ভ্যালু তৈরি। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) থেকে শুরু করে DNA সিকোয়েন্সিংসহ সব ক্ষেত্রে তরুণদের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করা। নারীর ন্যায্য অধিকার ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা এবং ভূমিহীন ও ছিন্নমূল মানুষের সম্মানজনক পুনর্বাসন। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও ব্যাংক লোপাটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। প্রতিহিংসার রাজনীতির অবসান। মিথ্যা ও হয়রানিমূলক মামলা সংস্কৃতির অবসান। ন্যায়বিচার, আইনের শাসন ও নিরপেক্ষ বিচারিক কাঠামো প্রতিষ্ঠা। বেকারত্ব দূরীকরণে ইউনিয়ন পর্যায়ে সুদমুক্ত বিনিয়োগ এবং নতুন উদ্যোক্তাদের জন্য ৫ বছরের কর মওকুফ। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়—কৃষক ও কৃষি রক্ষায় কার্যকর ব্যবস্থা। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সম্মানজনক বিশেষ সহায়তা কর্মসূচি। আইন-শৃঙ্খলার উন্নয়ন ও জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও ড্রোন নজরদারি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহতকরণ। নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে ব্লকচেইন প্রযুক্তি ও ই-ভোটিং ব্যবস্থা প্রবর্তন। মাদকমুক্ত সমাজ গঠন। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করা।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাডভোকেট মাহমুদ হাসানের ব্যক্তিগত ভাবমূর্তি ও জাকের পার্টির ঘোষিত কর্মসূচি গোপালগঞ্জ–২ আসনে ভোটারদের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে।

  • ময়মনসিংহ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন-  টুর্নামেন্ট উদ্বোধন

    ময়মনসিংহ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন- টুর্নামেন্ট উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ : পেশাগত কাজের ফাকে ফাকে দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধূলা একান্ত প্রয়োজন, খেলাধূলা কাজের গতিকে আরো বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।

    বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে পুলিশ সুপার কাপ আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),এর সভানেত্রী ঝুমা নাসরিন।

    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ আবদুললাহ্ আল্-মামুন এর সভাপতিত্বে
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মোঃ আশরাফুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ সোহরোয়ার্দী হোসেন,সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার, এবং জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

    উক্ত পুলিশ সুপার কাপ আন্তঃ পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় জেলার ১৪টি থানার ২০টি দল অংশ গ্রহন করছে, প্রতিবছর পুলিশ সুপারের ব্যাক্তিগত উদ্যোগে পুলিশ সুপার কাপ আন্তঃ পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে সুত্র জানিয়েছে।

  • তেঁতুলিয়ায় মৃ-দু শৈত্যপ্রবাহ অব্যাহত

    তেঁতুলিয়ায় মৃ-দু শৈত্যপ্রবাহ অব্যাহত

    মোহাম্মদ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
    পঞ্চগড়ে তাপমাত্রা আবারও মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সূর্য ওঠার পর ঝলমলে রোদের দেখা মিলছে।

    শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

    এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে তেঁতুলিয়ায় যে তাপমাত্রা বিরাজ করছে, তা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে।

  • সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র অ-বৈধ ঘোষণা

    সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র অ-বৈধ ঘোষণা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    ২৯ গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

    জানা গেছে, শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে সুন্দরগঞ্জ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র  যাচাই-বাছাই করা হয়। 

    মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার  সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা মহসিন সরদার, মোছাঃ সালমা আক্তার,দলের মনোনয়ন সঠিক না হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহফুজুল হক সরদার।

    ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এ ফলাফল জানান। 

    উল্লেখ্য- গাইবান্ধায়-০১ সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

  • চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ

    চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ নিজে উপজেলার পিরোজপুর এলাকায় কম্বল বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

    এ সময় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গরিব অসহায় ও ছিন্নমূল মানুষ তীব্র শীতে চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন। এ সময় তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী