Blog

  • ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সং-স্কারের উ-দ্যোগ

    ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সং-স্কারের উ-দ্যোগ

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)

    নানা সমস্যায় জর্জরিত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের উন্নয়নে রাস্তা, ড্রেনেজ এবং চান্নি সংস্কারের উদ্যোগ নিয়েছে গড়ইখালী ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর আবেদন করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।

    এদিকে সোমবার দুপুরে প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আবু ইসহাক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোর মধ্যে গড়ইখালী হাট অন্যতম। বৃহৎ এলাকা নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকার অন্যতম বৃহৎ হাট গড়ইখালী। প্রতি সপ্তাহের সোমবার হাটের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট দিন। এদিন গড়ইখালী সহ আশে পাশের ইউনিয়ন এবং উপজেলার হাজার হাজার এ হাটে আসেন প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করতে। কিন্তু অবকাঠামো গত নানা সমস্যার কারণে হাটের দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। এ কারণে হাটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদ। পরিষদ থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য সাইক্লোন শেল্টারের সামনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাছের চান্নি সংস্কার এবং মাইন সানার দোকানের সামনে থেকে কষ্ঠুর সমিল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাট ব্যবস্থাপনার উন্নয়ন সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে প্রকল্প স্থান পরিদর্শন করে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এসময় প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরত চন্দ্র মন্ডল সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতি-যোগিতা অনুষ্ঠিত

    ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতি-যোগিতা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধামইরহাট শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুল ও মাদারাসা সহ ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, ফুটবল , দাবা, সাতারসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আয়োজক কমিটির আহবায়ক ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন, ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খুরশিদা আক্তার খুশি প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

  • চাখার ইউনিয়ন পরিষদের নব নি-যুক্ত প্রশাসক হলেন তনয় সিংহ

    চাখার ইউনিয়ন পরিষদের নব নি-যুক্ত প্রশাসক হলেন তনয় সিংহ

    বানারীপাড়া প্রতিনিধি//
    বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপরিস্থিতির কারণে সার্বিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন এর অনুমোদিত পরিপত্রের মাধ্যমে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
    পরিপত্রের আদেশ অনুযায়ী চাখার ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ’কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯শে সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়ার নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

    জনগণের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের ২ ও ৩ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

    ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার চাখার ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের উপস্থিতিতে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস,সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি,সাংবাদিক ও ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন শিকদারসহ অন্যান্যরা।

    নব নিযুক্ত প্রশাসক তনয় সিংহ বলেন, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাধারণ জনগণের সেবা দানে সর্বোচ্চ সচ্ছতার সাথে ভূমিকা রাখার চেষ্টা করবো।দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

  • বরিশাল জেলা উত্তর বিএনপি নেতার মৃ-ত্যু,  বিভিন্ন মহলের শো-ক

    বরিশাল জেলা উত্তর বিএনপি নেতার মৃ-ত্যু, বিভিন্ন মহলের শো-ক

    কে এম সোয়েব জুয়েল।
    গৌরনদী প্রতিনিধি।
    গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু (৪৯) মঙ্গলবার সকালে বরিশালস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন সন্ধ্যায় সুন্দরদী মহল্লায় পারিবারিক শ্বশ্মানে তার অন্ত্যেসটিক্রীয়া সম্পন্ন হয়। মৃত্যকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।
    তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বুীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহবায়ক মোঃ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, জেলা সদস্য, গৌরনদী প্রেসক্লাবের আাহবায়ক ও গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ স্বপন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খোকন, সাবেক সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, মিজানুর রহমান আকবর, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিঠু তালুকদার, বার্থী তারা মন্দির কমিটির সভাপতি শান্তুন ঘোষ, সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা দুলু রায়ের মৃত্যুতে গভীর মেঅক প্রকাশ করে রেখে যাওয়া পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞানপন করেন।

  • ফুটবলার সোনালীর বাবাকে ই-জিবাইক দি-লেন ডিসি

    ফুটবলার সোনালীর বাবাকে ই-জিবাইক দি-লেন ডিসি

    পঞ্চগড় প্রতিনিধি:
    ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে দেশ-বিদেশে খেলতে যায়’ বলা ভ্যানচালক ফারুক ইসলামকে একটি ব্যাটারীচালিত ইজিবাইক কিনে দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
    সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্য বিরোধী আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী।
    ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে। তিনি জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা।
    এর আগে, গণমাধ্যমে ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফুটবলার ফেরদৌসি আক্তার সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। শিরোনামের বাক্যটিই ছিলো ফারুক ইসলামের গর্বের সুরে বলা অনুভিতি। প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সাবেত আলী তাদের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
    গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়িতে পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক সাবেত আলী।
    নতুন ইজিবাইক পেয়ে উচ্ছ্বসিত ফারুক ইসলাম বলেন, ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই আমার সংসার চলে। টানাপোড়নের মধ্যেও মেয়েকে ফুটবলার হতে সাপোর্ট দিয়েছি। মেয়ে এখন জাতীয় দলে খেললেও, আমার পরিবারে স্বচ্ছলতা ফিরেনি। আমার পরিবারের অবস্থা সাংবাদিকেরা তুলে ধরলে জেলা প্রশাসক আমার পাশে দাঁড়ায় এবং আজকে একটি নতুন ইজিবাইক উপহার দেয়।
    তিনি আরো বলেন, ভ্যান চালিয়ে তেমন উপার্জন করা যায় না। রোদ-বৃষ্টিতে যাত্রী ওঠেনা। নতুন ইজিবাইক পেয়েছি, আশাকরি এখন উপার্জন বাড়বে।
    জেলা প্রশাসক সাবেত আলী বলেন, প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা সোনালী তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চেষ্টা করছে। আমরা দেখেছি সোনালী দারিদ্রতা জয় করে এ পর্যন্ত এসেছে, তার বাবা ভ্যান চালিয়ে উপার্জন করে। তাদের বাড়িটিও জরাজীর্ণ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আজকে তার বাবাকে উপার্জনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ইজিবাইক উপহার দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি- তাদের টিনের জরাজীর্ণ ঘরটি সরিয়ে একটি পাকা ঘরও নির্মাণ করে দিব।

  • অগ্রণী ব্যাংকের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনায় মাদারীপুরে টাউন হল মিটিং

    অগ্রণী ব্যাংকের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনায় মাদারীপুরে টাউন হল মিটিং

    আরিফুর রহমান মাদারীপুর :
    অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মাদারীপুর অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে টাউন হল মিটিং (মিট দ্যা বরোয়ার) ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) অগ্রণী ব্যাংক পিএলসি মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক জনাব সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপ-মহাব্যবস্থাপক জনাব সাবিনা সুলতানা এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব অমল চন্দ্র সিকদার।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মনজুর হোসেন। বক্তারা অগ্রণী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন, গ্রাহকসেবা আরও সহজতর করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

    সভায় মাদারীপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

    আরিফুর রহমান
    মাদারীপুর।

  • গৌরনদীর (সরিকল) চো-র চ-ক্রের মুল হো-তা জুয়েল পুলিশের হাতে আ-টক

    গৌরনদীর (সরিকল) চো-র চ-ক্রের মুল হো-তা জুয়েল পুলিশের হাতে আ-টক

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদীর সরিকলের চোর চক্রের মুল হোতা জুয়েল ওরফে সিটি জুয়েল ২৮ কে গ্রেফতার করেছে পুলিশ।

    জুয়েল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের আলমগীর সরদারের পুত্র।

    একাধিক সুত্রে জানায় ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার স্হানীয় লোকজন বিশ্বস্হ সুত্রে জানতে পায় জুয়েলের কাছে চোরাইকৃত ১ টি পালসার মটর সাইকেল, ১ টি ফ্রিজ, ১ টি খাট ও ১৬ পিচ ( মাদক)ইয়াবা গচ্ছিত রাখার কথা এলাকায় ছরিয়ে পরলে স্হানীয়রা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। তারিধারাবাহিকতায় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হানে এসে ব্যাপক তল্লাশী চালিয়ে ১ খাট ও ১৬ পিচ (মাদক) ইয়াবা চোরাইকৃত ১ টি পালসার মটর সাইকেলে ১ টি ফ্রিজ, উদ্ধার করেছেন বলে জানিয়েছেন সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশের উপ- পরিদর্শক এস আই কামাল।

    এ ঘটনায় জুয়েলকে গ্রেফতার করে বরিশাল কারাগারে প্রেরন করা হলেও এদের পৃষ্ঠপোষকতাদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।

  • পুঠিয়ায় ব-লাৎকারের দায়ে মা-দ্রাসার শিক্ষক আ-টক

    পুঠিয়ায় ব-লাৎকারের দায়ে মা-দ্রাসার শিক্ষক আ-টক

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়ায় বলাৎকারের দায়ে রফিকুল ইসলাম(২১) নামের এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম পুঠিয়া রাজবাড়ির মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক। গত সোমবার (২২ সেপ্টম্বর) দিবাগত রাত্রি সাড়ে ১২টার দিকে উক্ত মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্দ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকে মারধোর করে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ রফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী  সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় মাদ্রাসার ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এসময় শিক্ষক রফিকুলের কক্ষে থাকা এক ছাত্রকে মুখে বালিশ চাপা দিয়ে বলাৎকার করে। পরদিন দুপুরে ভুক্তভোগী ছাত্র বাড়ি গিয়ে তার বাবাকে এ বিষয়ে জানালে তার বাবা পুঠিয়া থানায় অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রের বাবা থানা অভিযোগ করার রফিকুলকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে এ কর্মকর্তা জানান।

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া,রাজশাহী।

  • দুর্গাপূজায় স-র্বোচ্চ নি-রাপত্তা ব্যবস্থা থাকবে  মন্ডপগুলোতে: ময়মনসিংহে পুলিশ সুপার

    দুর্গাপূজায় স-র্বোচ্চ নি-রাপত্তা ব্যবস্থা থাকবে মন্ডপগুলোতে: ময়মনসিংহে পুলিশ সুপার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেছেন, এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে পূজা মন্ডপ গুলোতে। যে কোন ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

    সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পএজা মন্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দকে এ তথ্য জানান।

    তিনি বলেন, জেলার ৭৮১টি পূজা মন্ডপের মধ্যে প্রতিটিতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম, স্ট্রাইকিং রিজার্ভ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। এসময় তিনি আরো বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ রয়েছে। আমরা চাই পূজা হোক আনন্দ-সম্প্রীতির প্রতীক, কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে। গুজব কিংবা অপপ্রচারের মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

    গুজব প্রতিরোধে পুজা উদযাপন কমিটি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন দুর্গাপূজাকে কেন্দ্র করে মিথ্যা বা উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে কোনো ভ্রান্ত তথ্য বা অপতৎপরতা খুঁজে পান, তাৎক্ষণিকভাবে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

    পূজামণ্ডপগুলোতে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে মণ্ডপগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম চলছে, এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, যাতে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার,
    ,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

  • মোরেলগঞ্জে দ্বিতীয় বিয়ে ঘিরে পারিবারিক দ্ব-ন্দ্ব, বৃদ্ধ পিতার বি-রুদ্ধে  প্রথম স্ত্রী সন্তানদের ঘ-রছাড়া করার অ-ভিযোগ

    মোরেলগঞ্জে দ্বিতীয় বিয়ে ঘিরে পারিবারিক দ্ব-ন্দ্ব, বৃদ্ধ পিতার বি-রুদ্ধে প্রথম স্ত্রী সন্তানদের ঘ-রছাড়া করার অ-ভিযোগ

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বারইখালী গ্রামে প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় পরিবারের কর্তা শেখ আবদুল হক (৭০) তিন ছেলে ও তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলে ধরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।

    লিখিত বক্তব্যে আবদুল হকের ছেলে মানিক শেখ অভিযোগ করেন, তাদের পিতা প্রথম স্ত্রী কোহিনুর বেগমকে সংসারে রেখেই দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগমকে ঘরে তোলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তিনি মা ও সন্তানদের স্বপরিবারে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।

    মানিক শেখ বলেন, “আমরা তিন ভাই ও দুই বোন সবাই বিবাহিত। বোনেরা নিজেদের সংসারে থাকলেও আমরা ভাইয়েরা মাকে নিয়ে সুখে বসবাস করছিলাম। কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকেই পিতা আমাদের স্ত্রী ও মায়ের উপর নির্যাতন শুরু করেন। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দেন।”

    তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু গণমাধ্যমে তাদের নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তাদের পিতাই নিজে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যাতে আইনি জটিলতা এড়াতে পারেন।

    সংবাদ সম্মেলনে প্রথম স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি এখনও তালাকপ্রাপ্ত নই। আমাকে সংসারে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি মেনে না নেওয়ায় আমাকে ও সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আবার আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে সমাজে হেয় করার চেষ্টা করছেন।”

    পরিবারের অন্য সদস্যরা জানান, দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনার পর থেকেই আবদুল হক তাদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি সমাধানে রাজি হননি।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও বলেন, প্রকাশিত সংবাদ একতরফা, আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর। এতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।

    এ বিষয়ে শেখ আবদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।#### ছবি সংযুক্ত আছে।