Blog

  • বীরগঞ্জের ভোটারদের সাথে আ’লীগ প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মতবিনিময়

    বীরগঞ্জের ভোটারদের সাথে আ’লীগ প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মতবিনিময়

    দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরগঞ্জে মতবিনিময় করেন।

    বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ১১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

    বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।

    এসময় ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যা, পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

    এসময় দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, এক সময় জনপ্রতিনিধিদের সমাজসেবা করা খুব কঠিন ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে জনপ্রতিনিধিদের জনসেবা করা সহজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ইউপি চেয়ারম্যান ও মেম্বার, পৌর মেয়র ও কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে জেলা পরিষদের ভোটার করেছেন। কিন্তু আমি জেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় দীর্ঘ সাড়ে ১০ বছর জনগনের জন সেবা করে গেছি। এই সময়ে আমি একটি পয়সা পর্যন্ত দুর্নীতি করি নাই। কেউ এধরনের প্রমাণ দিতে পারবে না। জেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় আমার কাছে যা বাজেট আসছে তা আমি সকল ইউনিয়ন পরিষদে সমানভাবে বন্টন করে দিয়েছি। আমাকে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ

  • বীরগঞ্জে খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের  মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    বীরগঞ্জে খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে। সেই অপশক্তি আবারও তৎপর হয়েছে। সকল চক্রান্ত মোকাবেলা করে জনগণের মেন্ডেটের ভিত্তিতেই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন।

    বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১১ অক্টোবর মঙ্গলবার ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁজাজ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

    উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান।

    এমপি গোপাল বলেন, দেশে বিশৃংখল অবস্থা সৃষ্টির জন্য বিএনপি আবারো উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে তাদের সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে যে পর্যায়ে পরিণত করেছেন তা দেখে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব হতভাগ হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই অগ্রগতি, সমৃদ্ধি সকল কিছুর বাস্তবায়নকারী শেখ হাসিনা।

  • দিনাজপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল  টুর্নামেন্টের ফাইনালে বীরগঞ্জ চ্যাম্পিয়ন

    দিনাজপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বীরগঞ্জ চ্যাম্পিয়ন

    দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে।

    দিনাজপুর শহরের তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

    দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, প্রধান সমন্বয়ক মোঃ সাইফুজ্জামান প্রমুখ।

    চুড়ান্ত খেলায় বালক দল বীরগঞ্জের ৩৬ নং জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় চিরিরবন্দরের খোচনা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে।

    এ ছাড়াও বালিকা দল আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নবাবগঞ্জ ২ গোলে উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চিরিরবন্দরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি বলেন, দেশের ক্রীড়াঙ্গন দেশকে আলোকিত করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে নানা ধরনের সহযোগিতা ও খেলোয়াড়দের উৎসাহিত করছে। এ কারনেই ক্রিকেট, ফুটবলসহ প্রতিটি ক্রীড়া দেশের সুনাম বয়ে আনছে। বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে ক্রীড়াঙ্গন। দিনাজপুরের কৃতি সন্তান লিটন দাস ও হেমন্ত বিশ্বাস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ও ফুটবলে প্রতিনিধিত্ব করছেন। এতে করে দিনাজপুরের নামটি বিশ্ব দরবারে সম্মান বইয়ে আনছে। তিনি আরও বলেন এই দিনাজপুর থেকে আরও খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। সময়ের অপেক্ষায়। তবে মাদক মুক্ত থাকতে হবে। একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয় মাদক। তাই বিশ্ব দরবারের পৌছাইতে গেলে মাদকমুক্ত থেকে ক্রীড়ার পিছনে ছুটতে হবে। খেলাধুলা শরীরকে ফিট রাখে।

    আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

  • নওগাঁয় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ধানের জমিতে পানি দেখতে গিয়ে বজ্রপাতে সুজাদ হোসেন (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুজাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের পূর্ব পাড়ার মোঃ চান্দু মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়। তখন সে তার বাড়ির পার্শ্বের মাঠে ধানের ক্ষেতের পানি বের হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য মাঠে যায়। এ সময় প্রবল বর্ষণের সাথে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে ধানক্ষেতের ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

    বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় সংবাদ দিলে ও তাদের অনুরোধ মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নওগাঁয় শিশু দিবস ও শিশুঅধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

    নওগাঁয় শিশু দিবস ও শিশুঅধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

    নওগাঁ প্রতিনিধি : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকারসপ্তাহ ২০২২ শেষ হয়েছে।

    বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা মঙ্গলবার বিকাল ৫টায় বিয়াম ল‍্যাবরেটরী স্কুল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেককমান্ডার গোলাম সাদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিশু একাডেমির কার্যকারি পরিষদের সদস‍্য মো: কায়েস উদ্দিন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খান।

    অনুষ্ঠানে এ উপলক্ষ‍্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • পানছড়ি উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল

    পানছড়ি উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    সারাদেশে বিএনপি-জামাতের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যেগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৪টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    এই সমাবেশে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃইউসুফ আলী,সাংগঠনিক সম্পাদকগণ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ শীল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহির উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সুজন,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- সমাজসেবক বিকাশ দাশগুপ্ত

    অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- সমাজসেবক বিকাশ দাশগুপ্ত

    নিজস্ব প্রতিনিধিঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু বিকাশ দাশ গুপ্তের নিজ বাড়ি রাউজান পৌরসভার ৬নং ওয়াডের শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজার উপলক্ষে নিজ পারাই বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন
    বাবু মিলন দাশ গুপ্ত, তপন দাশ গুপ্ত,নিজাম উদ্দীন সিকদার,বর্নমালি দাশ গুপ্ত, কাঞ্চন দাশ গুপ্ত সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণ কালে বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত বলেন, অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে
    নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ কিছু উগ্রপন্থি কিছু ব্যক্তি দেশে এখনো অরাজকতা করে যাচ্ছে। তাদের থেকে সকলে সজাগ থাকতে। হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গা পুজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

  • চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা

    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    রবিবার বিকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকের সন্নিকটে
    বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি
    সভা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আজিজুল হকের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দীন চৌধুরী আশফাকের পরিচালনায়
    অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস,বাশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি,বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু,নবাব মিয়া,শওকত আলম,সিরাজ সওদাগর,জসীম উদ্দীন,আব্দুল্লাহ,সলিম উদ্দীন খোকন,জসীম উদ্দীন সহ আরো অনেকেই।

  • জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

    জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করণে
    জাতীয় ছাত্র সমাজের আগামী কাউন্সিল সফল করতে বিভিন্ন উপজেলা জাতীয় ছাত্র সমাজের কাউন্সিল প্রস্তুতি সভা করছে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয ছাত্র সমাজ। এরই লক্ষে জাতীয় ছাত্র সমাজ শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

    মঙ্গলবার (১১অক্টোবর) বিকালে শেরপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আল মামুন হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা,শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন।

    বিশেষ বক্তাঃ এইচ এম সারোয়ার,সদস্য জাতীয় ছাত্র সমাজ, প্রতিনিধি সভায় জাতীয় ছাত্র সমাজের আগামী ১৯ নভেম্বর কাউন্সিল সফল করতে বিভিন্ন উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ হারুন,যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, কাজী শাহ নেওয়াজ শাহীন প্রমুখ।এছাড়াও সভায় জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফখরুল ইমাম এমপিকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা,ঝাড়ু মিছিল

    ফখরুল ইমাম এমপিকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা,ঝাড়ু মিছিল

    ষ্টাফ রিপোর্ট।।
    ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি কাউছার আহমেদ কে অনৈতিকভাবে বহিস্কার করার প্রতিবাদে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলীকা দাহ করা সহ তাকে ময়মনসিংহ জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ময়মনসিংহের জাতীয় তরুণ পাটি ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১অক্টোবর) বিকাল ৪ টায় ঝাড় মিছিলটি ময়মনসিংহ নগরীর চড়পাড়া মোড় হইতে শুরু হয়ে চামড়া গুদাম, ধোপাখোলা এলাকা প্রদক্ষিণ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন- ফখরুল ইমাম দেশ, সরকার ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিএনপির একজন দালাল। এই দালালকে আমাদের ময়মনসিংহের গর্ব জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টিতে জায়গা দিয়ে তাকে ঈশ্বরগঞ্জ থেকে দুইবার এমপি বানিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করারা সুযোগ করে দিয়েছিলেন। অথচ এই দালাল কিছু ষড়যন্ত্রকারীদের সাথে মিশে ময়মনসিংহের সেই মহীয়সী নারী,ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    জাতীয় তরুণ পার্টির নেতা কাউসার আহমেদ বলেন-আমি দীর্ঘ ২১বছর ফখরুল ইমামকে সার্ভিস দিয়েছি,আমার জানামতে সে দলের জন্য কিছু করেনি। একসময় আওয়ামী লীগের দালালি করেছে,বর্তমানে সে বিএনপির সাথে আঁতাত করে দালালীর মাধ্যমে দেশ, সরকার ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন- ফখরুল ইমামকে রওশন এরশাদ দলে এনে এমপি বানিয়েছে এখন সে বিএনপির সাথে আঁতাত করে রওশন এরশাদ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফখরুল ইমামের এমন ঘৃণ্য স্বার্থ বাদী আচরণ ও বেগম রওশন এরশাদ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং জেলা থেকে ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন। এসময় জাতীয় তরুণ পার্টির সদ্য বহিস্কৃত নেতা কাউসার আহমেদ সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।