Blog

  • আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

    আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমুল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে দক্ষিন বাংলার রাজনীতির অভিবাবক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পরামর্শে ও নির্দেশ ক্রমে তাঁর নিজ উপজেলা আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগের ১৪সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতের উপস্থিতিতে উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও মহিলা আওয়ামীলীগের নেত্রী মমতাজ বেগমকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি অন্য সদস্যরা হল সহ-সভাপতি রওশন আরা বেগম লিলি, আভা মুর্খাজী, হোসনে আরা বেগম পেয়ারা, এলিনা জাহিন পুতুল, যুগ্ন-সাধারন সম্পাদক লিলি হাওলাদার, বনিতা বসুসহ প্রমুখ। এই কমিটি ৩মাসের মধ্যে পুর্নাঙ্গ ৭১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করবেন।

  • আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবাষির্কী  উপলক্ষে র‌্যালী

    আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। আলোচনা সভা শেষে পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

  • জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে আলোচনায় মৌসুমী

    জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে আলোচনায় মৌসুমী

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    আগামী ১৭ (অক্টোবর) জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে, মহিলা সদস্য পদে হরিণ মার্কা নিয়ে আলোচনায় আয়েশা সিদ্দিকা মৌসুমী। তিনি আক্কেলপুর উপজেলার স্টেশন রোড় এলাকার স্থায়ী বাসিন্দা।

    জানা গেছে, আগামী ১৭ (অক্টোবর) অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য পদে আয়েশা সিদ্দিকা মৌসুমী, হরিণ মার্কা প্রতীক নিয়ে সম্প্রতি তার নির্বাচনী এলাকা ০২ নং ওয়ার্ড কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় দিনরাত সময় দিয়ে ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে চলছেন। ইতিমধ্যে তার প্রচার-প্রচারণা এলাকায় ব্যাপক সারা তুলেছে।

    জেলা পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আয়েশা সিদ্দিকা মৌসুমী, আক্কেলপুর উপজেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করেও আসছেন দীর্ঘদিন ধরে।

    নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদ নির্বাচনের কয়েকজন স্থানীয় ভোটার জানান, এবার জেলা পরিষদের নির্বাচনে তরুণ প্রজন্মের মধ্যে মৌসুমী
    একজন অন্যতম প্রার্থী। তিনি অত্যন্ত বিনয়ী প্রকৃতির মানুষ, নির্বাচনে আমরা তার হরিণ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তাছাড়া একজন জনপ্রতিনিধি হওয়ায় মতো সকল যোগ্যতাই তার মধ্যে রয়েছে।

    জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী আয়েশা সিদ্দিকা মৌসুমী বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার মূল লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকল ভোটারগণ তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। আমার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবার। আমি জননেত্রী শেখ হাসিনার একজন সাধারন কর্মী হিসেবে আমার এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই। আগামী ১৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আমি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর ০২ নং আসনে মহিলা সদস্য পদপ্রার্থী এবং আমার প্রতীক হরিণ মার্কা। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের নিকট আমার হরিণ মার্কায় ভোট প্রার্থনা করছি সেই সাথে সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

    জেলা পরিষদের নির্বাচনে ২ নং আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানগণ, সাধারন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং পৌরসভারগুলোর মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ ভোট প্রদান করতে পারবেন।

  • ময়মনসিংহের জাপা নেতা  রঞ্জু’ চেয়ারম্যান এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    ময়মনসিংহের জাপা নেতা রঞ্জু’ চেয়ারম্যান এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম রমজান আলী রঞ্জু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    এম রমজান আলী রন্জু(৬৩) আজ বুধবার সকাল আনুমানিক সময় ৯:৩০ঘটিকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    বুধবার (১২অক্টোবর) বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ প্রেরিত এক শোক বার্তায় জাতীয় সংসদের বিরোধীদলীয় বলেন,এম রমজান আলী রঞ্জু’র মৃত্যুতে স্হানীয় রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ করার নয়।বিরোধীদলীয় নেতা মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

  • বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করতে হবে- বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদে মেয়র টিটু

    বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করতে হবে- বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদে মেয়র টিটু

    সম্প্রীতি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার আদর্শ ও দর্শনকে অনুসরণ করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু।

    এসময় তিনি সম্প্রীতি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করতেও সকলের প্রতি আহবান জানান।

    বুধবার (১২অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ কেন্দ্রীয়, ময়মনসিংহ জেলা, মহানগর কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখার সভাপতিত্বে অংশ গ্রহন করেন বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ কমিটির উপদেষ্টা মন্ডলী, কেন্দ্রীয়, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    মেয়র ইকরামুল হক টিটু তাঁর বক্তব্যে জাতির পিতার অসাম্প্রদায়িক নীতি ও বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতি স্থাপনে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সমর্থনের কথা তুলে ধরে আগামীতেও বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতি ও শান্তির ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

    ‘বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ কেন্দীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র টিটু আশা প্রকাশ করে আরো বলেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টায় বিশ্বে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি ছড়িয়ে দেবে। তা ছাড়া উক্ত কমিটি বিশ্ব মানবতাকে একত্রিত হতে অনুপ্রাণিত করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে আরও শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে-যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।

    এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন, অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাজহারুল ইসলাম সোহেল, অধ্যক্ষ মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মিনার, অধ্যক্ষ নূরুল আমিন বাকী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ট্রেইনার সুমন চন্দ্র ঘোষ, এড. বিল্লাল হোসেন প্রমুখ।

    এসময় সৈয়দা রোকেয়া আফসারি শিখা কে সভাপতি ও জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, এম এ মতিন কে সভাপতি ও এড আবু হানিফ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি এবং মাহমুনুর রহমানকে আহবায়ক ও দুলাল ঘোষকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ এর আহবায়ক কমিটি ও প্রতিষ্ঠাতা কমিটির অনুমোদন দেওয়া হয়।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

  • মামুনূর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

    মামুনূর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    ‘মামুনুর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘ’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ‘রংপুর ক্রীড়া চক্র’ রংপুর।

    বুধবার (১২ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলার আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ মাঠে উক্ত খেলায় রংপুর ক্রীড়া চক্র মামুনুর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘকে ৪-১ গলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। উক্ত ফাইনাল টুর্নামেন্ট ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রংপুর ক্রীড়া চক্রের খেলোয়াড় গালিব।

    ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়বৃন্দের হাতে ট্রফি তুলে দেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম-ব্যবসা অপরাজনীতি ও ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে তরুন ও যুব সমাজকে ঐক্যবদ্ধের মাধ্যমে জাগ্রত করতে সুস্থধারার ক্রিড়া চর্চার বিকল্প নেই বলে বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার মেয়র মেয়র শহিদুল আলম চৌধুরী, আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ন সাধারন সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল প্রমুখ।

    মামুনুর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘ জয়পুরহাট কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান। এসময় তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক সন্ত্রাস থেকে ফেরাতে হলে এই ধরনের সুস্থ ধারার ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। হেযবুত তওহীদ বিগত ২৭ বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রকৃত শিক্ষা দ্বারা মানবজাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সভা, সেমিনার, ক্রীড়া চর্চাসহ নানামুখী কার্যক্রম করে যাচ্ছে। আমরা হেযবুত তওহীদ বিশ্বাস করি সারা পৃথিবীময় যে অন্যায় অশান্তিপূর্ণ সংকট চলছে সেই সংকট নিরসনে হেযবুত তওহীদের প্রস্তাবনা ‘ধর্মের প্রকৃত শিক্ষা’ দ্বারা মানবজাতিকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই। হেযবুত তওহীদের সেই কাজকে আরও বেগবান করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনাও করেন তিনি।

    মামুনুর রশিদ স্মৃতি ক্রিড়া সংঘের সভাপতি মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াল তালুকদার, হেযবুত তাওহীদ বগুড়া- জয়পুরহাট অঞ্চলের সভাপতি আশেক মাহমুদ, আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি গাজীউল ইসলামসহ মামুনুর রশিদ ক্রীড়া স্মৃতি সংঘের অন্যান্য নেতৃবৃন্দ।

    খেলার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম মামুনূর রশিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।

  • ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন

    ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
    সোমবার(১০ অক্টোবর) বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক ঢাকা রেঞ্জের (ডিআইজি) হাবিবুর রহমান হাবিব’কে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

    এছাড়াও, তাকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
    আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদোন্নতি।

  • আগামী ১৭ই অক্টোবর-২০২২ আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আগামী ১৭ই অক্টোবর-২০২২ আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আল আমিন মোল্লা।

    চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ শাখা কতৃক আয়োজিত ১৭ই অক্টোবর-২০২২ আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী(মোটর সাইকেল মার্কা)দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সফল প্রশাসক মাহফুজুর রহমান মনজু,র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি,প্রাণপুরুষ বার বার নির্বাচিত এমপি,শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জননেতা আ ফ ম বাহাউদ্দীন নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা বিএম মোজাম্মেল হক,
    বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য,গণমানুষের নেতা,উন্নয়নের রুপকার জননন্দিত জননেতা হাজী আলী আজগার টগর, সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আজাদুল ইসলাম আজাদ, আরোও উপস্তিত ছিলেন ৪টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক,৪টি উপজেলা চেয়ারম্যান, প্রতোকটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,চেয়ারম্যান সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণপদক পেলেন গোদাগাড়ী উপজেলার সাবেক কৃষি অফিসার শফিকুল ইসলাম

    বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণপদক পেলেন গোদাগাড়ী উপজেলার সাবেক কৃষি অফিসার শফিকুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার হিসেবে স্বর্নপদক পেয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা ও বর্তমান পবা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। পরিবেশবান্ধব প্রযুক্তি/উদ্ভাবন/ব্যবহার ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।

    দেশের কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের জন্য মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

    অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো.সায়েদুল ইসলাম স্বাগত বক্তব্যসহ পদকপ্রাপ্তগণের সাফল্যগাঁথা সংক্ষিপ্ত আকারে পাঠ করেন। অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীবর্গ, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কৃষি মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাছাড়াও অন্যান্য কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।

    জানা যায় কৃষি গবেষণা, সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের মত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক ও ১৮টি ব্রোঞ্জপদক

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রাজশাহীর গোদাগাড়ীতে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

    রাজশাহীর গোদাগাড়ীতে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
    বুধবার সকাল ১১ টায় গোদাগাড়ীর আজাদ সুপার মার্কেটের দোতলায় এ উপ – শাখাটি উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কোর্টবাজার শাখার ব্যবস্থাপক মোঃ খন্দকার রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গর আলম।

    আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ আশরাফুল আলম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ীর মোঃ মাসুম আলী প্রমূখ।

    ডিজিএম মোঃ রফিকুল ইসলাম বলেন, শাখা ও উপ-শাখার কার্যক্রমের মধ্যে কোন পার্থক্য নেই। এখানে সব ধরনের কার্যক্রম হবে। বাংলাদেশ ব্যাংকের কিছু সীমাবদ্ধতার কারনে, সরাসরি শাখা হিসেবে উদ্বোধন করা সম্ভাব হয় নি। তবে আপনাদের কোন সমস্যা হলে অচিরে শাখায় রুপান্তরিত করা হবে। বাংলাদেশে ৪ শ ৯১ টি শাখা এবং ১ শ ১১ টি উপ- শাখা রয়েছে। দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং এর সকল সুবিধা বিভিন্ন শাখায় রয়েছে বলে প্রধান অতিথি জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।