Blog

  • বানারীপাড়ায় মুক্তিযোদ্ধার বাড়ি নির্মানে বাধা

    বানারীপাড়ায় মুক্তিযোদ্ধার বাড়ি নির্মানে বাধা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বেপারীর পৈত্রিক সম্পত্তিতে সরকার থেকে পাওয়া বীর নিবাস নির্মানে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বেপারী জানান প্রায় শত বছরের উর্ধে বালিপাড়া মৌজার ১০৮ নং খতিয়ানের ৯৭ দাগে ৪০শতাংশ সম্পত্তিতে তার পিতা মৃত আব্দুল কাদের বেপারী গংদের বসবাস। ওই সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে পাওয়া জায়গায় আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ঘর উত্তোলনের প্রস্তুতি নিলে আমার চাচাতো ভাই কতিপয় অসৎ লোকের কুপরামর্শে আমার চাচাত ভাই সুলতান বেপারী,ইউনুচ বেপারী ,ইউসুফ বেপারী ঘর তুলতে বাধা প্রদান করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বেপারী। এদিকে অভিযুক্ত ইউসুফ বেপারীর কাছে ঘর তুলতে বাধা প্রদানে বিষযে জানতে চাইলে তিনি বলেন তারা আমাদের চাচাত ভাই। সকলেরই পৈত্রিক সম্পত্তি। সম্পত্তি সকলেরই আছে। এ নিয়ে কোন বিরোধ নেই, তবে ভাগবন্টন নিয়ে আমাদের সাথে ঝামেলা চলে আসছে। বর্তমানে সম্পত্তি নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে শালিশ মিমাংসা চলমান। শালিশগন যে সিদ্ধান্ত দিবেন তা আমরা মানতে রাজি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • নড়াইলের মধুমতি সেতুতে টোল আদায় হয়েছে চার লাখ টাকা

    নড়াইলের মধুমতি সেতুতে টোল আদায় হয়েছে চার লাখ টাকা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের মধুমতি সেতুতে টোল আদায় হয়েছে চার লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুমতি সেতুর উদ্বোধন করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। নড়াইলের লোহাগড়ায় মধুমতি সেতু চালুর প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে চার লাখ টাকা।
    বুধবার (১২ অক্টোবর) সকালে মধুমতি সেতু, টোলিং সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সেতুতে ২ হাজার ৫০০টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সেতুটি পাড়ি দেয় ১ হাজার ৫০০ যানবাহন। এসব যান থেকে টোল আদায় করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। এদিকে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যানবাহন চলেছে ১ হাজার। এ সময় টোল আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। পরে বিকেল ৪টা থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত গাড়ি চলাচল করেছে আরও ১ হাজার। একই সঙ্গে টোল আদায় হয়েছে আরও ১ লাখ ১০ হাজার টাকা। তবে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন থেকে সর্বমোট চার লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
    উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান বলেন, মধুমতি সেতুতে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু হয়নি। টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি চালু রয়েছে। এখনও টোল ইজারা দেওয়া হয়নি। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। দরপত্র আহ্বানের মাধ্যমে মধুমতি সেতুর টোল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। মধুমতি সেতুতে টোল হার নির্ধারণ করা হয়েছে-বড় ট্রেলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেলবিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সেলবিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপভ্যান, কনভারশনকৃত জিপ ও রে-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিনচাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা-ভ্যান-বাইসাইকেল পাঁচ টাকা।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইলের উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন-বাহাউদ্দিন নাসিম

    নড়াইলের উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন-বাহাউদ্দিন নাসিম

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন-বাহাউদ্দিন নাসিম।
    আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি খালেদাজিয়ার মুক্তির আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা কিভাবে বলে আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে। সাজাপ্রাপ্ত কারাগারে আসামী কি করে দেশ চালাতে পারে। তারা বিগত সময়ের মত আগুন সন্ত্রাস, পেট্টল বোমা, হামলা-ভাংচুর করে দেশে অস্থিশিল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বুধবার দুপুরে নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি আরো বলেন, এ নির্বাচন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সামান্য স্বার্থের দিকে না তাকিয়ে বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে এলাকার উন্নয়নের কথা ভেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবেন।
    নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম।
    অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, আ’লীগ সমর্থিত জেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ। এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর চেয়ারম্যান মশিয়ার রহমানসহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটর সাইকেল) ও সাবেক জেলা পরিষদের প্রশাসক পলোহাগড়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাদারণ সম্পাদক ও উপজেলা আ’লীগ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব (চশমা) প্রতিকে নির্বাচন করছেন। এছাড়া ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪জন, ২নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩জন, এছাড়া সাধারণ ১নংওয়ার্ডে (কালিয়া উপজেলা) ৩ জন, ২নং ওয়ার্ডে (নড়াইল সদর) ৫জন ও ৩নং ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা) ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।

  • পানছড়িতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পানছড়িতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।

    বুধবার (১২ অক্টোবর) সকাল ৯ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃমনিরুজ্জামান,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক লীগের সভাপতি আবদুল হাই,সহ সভাপতি মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ মামুন,সাংগঠনিক সম্পাদক মেলাধন ত্রিপুরা।

    এই ছাড়াও শ্রমিক লীগের সদস্য মোঃমামুন,শামিম,মিলন,কামরুজ্জামান সুমন,সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাবির ফয়সালসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য: ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।

  • দোয়ারাবাজারে নিখোঁজ হওয়া স্ত্রীর সন্ধানে মরিয়া স্বামী

    দোয়ারাবাজারে নিখোঁজ হওয়া স্ত্রীর সন্ধানে মরিয়া স্বামী

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে শশুর বাড়ি থেকে পাওনা টাকা নিয়ে আসার কথা বলায় ফার্মেসিতে ঔষধ আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়া দুই সন্তানের জননী লাপাত্তা।

    এদিকে গত ২৯/০৯/২০২২ইং ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার ০৯নং সুরমা ইউনিয়নের টিলাগাও গ্রামে। মৃত সেন্টু মিয়ার পুত্র রাশিদ আলী নিকট থেকে সিলেট কোম্পানি গঞ্জ থানার টুকের গাও গ্রামের ছায়াদ আলীর পুত্র তার স্ত্রীর খালেদা খাতুনের আপন ভাই স্যালক বিদেশ যাওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে রাশিদ আলীর নিকট থেকে ২ (দুই ) লাখ টাকা ধার নেয়। ধার নেওয়া পাওনা টাকা স্যালককে ফেরত দেওয়ার কথা স্ত্রীর নিকট বললে স্ত্রী ঐ দিনই ঔষধ আনার কথা বলে ডাক্তারের নিকট গেলে ঐ খান থেকে সে লাপাত্তা হয়ে যায়। ভাঙারি ব্যবসায়ি স্বামী রাশিদ আলী স্ত্রীকে বাড়িতে না পেয়ে শশুর বাড়ি, নিকট আত্বিয় সহ বিভিন্ন স্থানে খুজ নিয়ে না পেয়ে হতাশ হয়ে পড়েন। তার শশুর বাড়ির ঠিকানা খালেদা খাতুন পিতা ছায়েদ আলী মাতা আনোয়ারা বেগম গ্রাম টুকের গাও কম্পানি গন্জ সিলেট।

    স্বামী রাশিদ আলী তার দুই শিশু ছেলে সন্তানকে বাড়িতে রেখে কাজ কর্মও করতে পারছে না। তাই যদি কোন হৃদয় বান লোক ছবি দেখে তার স্ত্রীকে সনাক্ত করে মোবাইল নাম্বারে ফোন করে সন্দান দেওয়ার জন্য অনুরোধ করছেন। স্বামীর মোবাইল নং ০১৭৩৩৭৯৮৮৪৩, ০১৬২৯৫৫৭০৮৩ এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন।

    এব্যাপারে দোয়ারাবাজার থানার এ এস আই এনামুল হক মিটুন বলেন ০৫/১০/২০২২ ইং দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফারিয়া বাঁহাতি ফাস্ট বোলার বোলিংও হ্যাটট্রিক করায় স্কুল কমিটি ও শিক্ষকগণ শুভেচ্ছা জানিয়েছেন

    ফারিয়া বাঁহাতি ফাস্ট বোলার বোলিংও হ্যাটট্রিক করায় স্কুল কমিটি ও শিক্ষকগণ শুভেচ্ছা জানিয়েছেন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বা হাতি মিডিয়াম ফাস্ট বোলার ফারিহা ইসলাম তৃষ্ণা আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্রিকেটে অভিষেক ম‍্যাচে মালয়েশিয়ার বিপক্ষে অনবদ‍্য বোলিং ও হেট্রিক করায় বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মো. মিন্নাজ আলীসহ সকল সদস‍্য, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালাঅভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে

  • পাথরঘাটায় সড়কে প্রাণ গেল মা ও শিশু সন্তানের

    পাথরঘাটায় সড়কে প্রাণ গেল মা ও শিশু সন্তানের

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় মাহিন্দ্রা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মা পারুল বেগম (৩৫) এবং তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)।
    ১২ অক্টোবর বুধবার দুপুর পৌনে ২টার দিকে পাথরঘাটার শতকর টু রায়হানপুর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে এদুর্ঘটনা ঘটে।

    নিহত পরুল ও আব্দুল্লাহ্ বরগুনা জেলার আমতলী উপজেলাধিন গুলিসাখালী গ্রামের মোঃহিরন মিয়ার স্ত্রী ও শিশুপুত্র।

    ঘটনার সময় পারুল বেগম পিরেজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী এলাকায় তার ননদের বাড়ি (বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের বাড়ি) যাচ্ছিলেন। দুর্ঘটনার আগে বাইনচটকি ফেরীঘাট থেকে ইজিবাইকযোগে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের নাচনাপাড়ার বটতলা বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়সূত্রে জানাগেছে। এসময় বিপরিত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা মার যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে।

    দুর্ঘটনায় রক্তাক্ত মা ও সন্তানকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    বিষয়টির সত্যতা স্বীকার করে পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির বিস্তারিত একটু পরে জানাতে পারব#

    অমল তালুকদার।

  • পাথরঘাটায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাথরঘাটায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ ১২অক্টোবর বুধবার বেলা ১১টায় জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ পাথরঘাটা উপজেলা শাখার আহবায়ক আউয়াল হোসেন খলিফার সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্ভধন করেন বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃহেমায়েত হোসেন ভুট্ট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শাহজাহান মিয়া, কালমেঘার সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আকন মোঃসহিদ,রায়হানপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রূপক,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন পঞ্চায়েত, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাসির আকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ এনামুল হোসাইন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃনাঈম ও কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল রাব্বিসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ #।

    অমল তালুকদার।

  • অফিসার্স ক্লাব, পটিয়ার পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত

    অফিসার্স ক্লাব, পটিয়ার পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সংগঠন ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাবের ছয় মাস মেয়াদি পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। এ কমিটি আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত ও অনুমোদিত হয়। কমিটির সদস্যরা হলেন-

    সভাপতি (পদাধিকারবলে) : মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা নির্বাহী অফিসার
    সিনিয়র সহ-সভাপতি : রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)
    সহ-সভাপতি : ডা. জপু চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কল্পনা রহমান, উপজেলা কৃষি অফিসার
    সাধারণ সম্পাদক : মীর আন্-নাজমুস সাকিব, পরিসংখ্যান কর্মকর্তা
    কোষাধ্যক্ষ : দীপক চন্দ্র দাস, সহকারী তথ্য অফিসার
    সাংগঠনিক সম্পাদক : স্বপন চন্দ্র দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
    দপ্তর সম্পাদক : মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
    সংস্কৃতি বিষয়ক সম্পাদক : সুলতানা রাজিয়া, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস)
    ক্রীড়া বিষয়ক সম্পাদক : মোস্তফা জাহান রাইয়ান জিহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা

    এছাড়া অন্যান্য সকল সদস্য/কর্মকর্তাগণ কমিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।

    উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ ক্লাবটি ২০২১ সাল থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে। এ বছরের মে মাসে ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্লাবটির সংস্কার ও পুরোদমে সক্রিয় কার্যক্রমের জন্য নানা পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করেন। জুন মাসে পরিসংখ্যান কর্মকর্তা মীর আন্-নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক ও সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ করে সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়, যা আজ পূর্ণতা পেলো।

  • হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর (উত্তর জেলা) কমিটি গঠন সম্পন্ন

    হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর (উত্তর জেলা) কমিটি গঠন সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    ১২ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরীর কসমোপলিটন আবাসিক ১১নং রোডস্থ দারুত তাকওয়া হিফজ মাদরাসা হলরুমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর জেলা কমিটি গঠন বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামালুদ্দিন তাওহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার, হাফেজ মাওলানা আহসান হাবীব।
    বিভাগীয় দায়িত্বশীলগনের যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম মহানগর উত্তর জেলার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আশেক ইলাহী, সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবু ছাবের।আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর জেলা কমিটির নতুন পুরাতন আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর জেলা কমিটির নতুন-পুরাতন অন্যান্য দাও অন্যান্য দায়িত্বশীলগণ ও সদস্যরা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।