Blog

  • তারাগগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

    তারাগগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে১১টায় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালীতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন,স্টেশন অফিসার এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহ ,শিক্ষক ,শিকষার্থী প্রমুখ ।এসময় তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপনের কসরত প্রদর্শন করেন।

  • পাসপোর্ট অফিসে অনিয়ম দালালের কথা মতো না চললে বাড়তি ভোগান্তিতে সেবা গ্রহীতারা

    পাসপোর্ট অফিসে অনিয়ম দালালের কথা মতো না চললে বাড়তি ভোগান্তিতে সেবা গ্রহীতারা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়।

    পঞ্চগড়ে ঘুষ ছাড়া ফাইল নড়ে না দালালের দৌরাত্ম্য বেড়েছে পঞ্চগড়ে পাসপোর্ট করতে গিয়ে নিদারুণ হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে ঘুষ না দিলে ফাইল জমা নিচ্ছেন না আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিরা গত কয়েক দিন ধরে ফেসবুক জুড়ে চলছে পাসপোর্ট অফিসের ঘুষ দালাল বাণিজ্য বাবুদের দেখলে মনে হয় অনেকটা ভাজা মাছ উলটে খেতে জানেনা

    নানা রকমের অজুহাত দেখিয়ে গ্রহীতাদের কয়েকদিন ঘোরাচ্ছেন তারা। এতে সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না তারা।

    পঞ্চগড় রৌশনাবাক লিমা আক্তার জানান গত কয়েকদিন ধরে ঘুরাচ্ছে তারা কি বলবো ভাষা খুজে পাচ্ছি না

    অন্যদিকে খরচও বেড়ে যাচ্ছে দ্বিগুণ।

    নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পূরণ করে পাসপোর্টের সকল শর্তের কাগজ পত্র সংযুক্ত করে অফিসে জমা দিতে হয়। জমা দেয়ার পরেই তাদের ছবি তোলা হয়। এরপর পাসপোর্ট ডেলিভারি দেয়ার একটি তারিখ দেয়া হয়।

    কিন্তু পাসপোর্ট গ্রহীতাদের অভিযোগ নানা জটিলতা সৃষ্টি করে ঘুষ দাবি করা হয় দালালের মাধ্যমে।

    জানা গেছে, পঞ্চগড়ের অধিকাংশ পাসপোর্ট প্রত্যাশী শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন গড়ে ওঠা বিভিন্ন কম্পিউটারের দোকানে অনলাইনে আবেদন পত্র পূরণ করেন। তারপর অফিসে গেলে আবেদন ফরমে নানা ধরনের ভূল বের করা হয়। পরে জমা না নিয়ে ভুল শুধরে আসতে বলা হয়।

    ভুল শুধরে আসার পর জমা দেয়ার জন্য আবার একটি তারিখ নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। এভাবে শুধুমাত্র ফরম জমা দেয়ার জন্যই ৩ থেকে ৪ দিন ঘুরতে হয়। কিন্তু অনলাইন ফরম পূরণের ওই দোকানগুলোর মাধ্যমে জমা দিলে তাৎক্ষণিক আবেদন পত্র জমা নেয়া হয়। এ জন্য বাড়তি ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। এসব কম্পিউটারের দোকানদাররা বলছেন, এই টাকা দিতে হয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিকে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কম্পিউটার দোকানের একজন মালিক বলেন এদের আবার দালালগুলো আরও বেপরোয়া

    তেঁতুলিয়া উপজেলার বৈরাগীগজ গ্রামের লুৎফর রহমান জানান, বাবাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাব। এ জন্য পাসপোর্ট নবায়ন করতে এসে কয়েকদিন ঘুরতে হয়। পরে মামুনি কম্পিউটারের স্বত্বাধিকারি মিলন হোসেন জানায় অফিসে ১ হাজার টাকা দিলে আজকেই জমা নিবে। তাকে ১ হাজার টাকা দিলে ওই দিনই পাসপোর্ট জমা নেয় অফিস কর্তৃপক্ষ।

    আমজুয়ানী এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া জালাল হোসেন জানান, সব কাগজ পত্র ঠিক আছে। তারপরও আমাকে তিন দিন ঘুরতে হয়েছে। আমার কাছে অপরিচিত একজন দালাল ১ হাজার টাকা চেয়েছিল। যাওয়া আসা করতেই আমার ২ হাজার টাকা খরচ। পরে একজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে ফাইল জমা দিয়েছি।

    মামুনি কম্পিউটারের স্বত্বাধিকারী মিলন হোসেন জানান, পাসপোর্ট করতে এসে অনেকে হয়রানির শিকার হয়। তখন তারা আমাদেরকে অনুরোধ করে। আমরা তখন প্রতি পাসপোর্টে ১ হাজার টাকা নিয়ে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী শাহরিয়ার আহমেদকে দেই। তিনি অফিসের অন্যান্য কর্মকর্তাদের দেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের কম্পিউটারের দোকানগুলো সকলের কাছ থেকে এভাবে অফিস কর্তৃপক্ষ টাকা নেয়। ১ হাজার টাকা তাদের হাতে দিলেই ফাইল জমা নেন তারা।

    এ ব্যাপারে শাহরিয়ার আহমেদ ঘুষের বিষয়টি অস্বীকার করে জানান, আমাদের নাম ভাঙ্গিয়ে অনেকে টাকা নিতে পারেন। এর দায় আমার নয়। অফিসে কেউ টাকা নেয় না। হয়রানির ব্যাপারে তিনি বলেন আমরাই হয়রান হয়ে যাচ্ছি।

    পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারিরা ঘুষ নেয় এই অভিযোগ সত্য নয়। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

    প্রতিদিন শতাধিক মানুষ পাসপোর্ট করতে এসে এভাবেই প্রতারিত এবং হয়রানির শিকার হচ্ছেন। জেলা মাসিক উন্নয়ন সভায় তুলে ধরেন ভুক্তভোগিরা। এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম পাসপোর্ট অফিসের উপসহকারী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

  • রাজশাহী কলেজিয়েট স্কুলের নৈশ্য প্রহরীর খোঁটির জোর কোথায়। পরিবার নিয়ে বাস করেন শ্রেণী কক্ষে

    রাজশাহী কলেজিয়েট স্কুলের নৈশ্য প্রহরীর খোঁটির জোর কোথায়। পরিবার নিয়ে বাস করেন শ্রেণী কক্ষে

    হায়দার আলী।
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী কলেজিয়েট স্কুলের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলের উপপরিচালক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় রাজনীতিবিদ জহির উদ্দিন।
    লিখিত অভিযোগ মারফত জানা গেছে, নামমাত্র নৈশ্য প্রহরীর চাকুরি করে মোঃ বাবুল আক্তার বাবুল নামে বেনামে প্রচুর সম্পদের গড়ে তুলেছেন। জেলার গোদাগাড়ী উপজেলার দামকুড়ার হাতিবান্ধা গ্রামে বিলাস বহুল দোতলা বাড়ী, বড় ভাই আব্দুল খালেককে একতলা বাড়ী নির্মান করে দিয়েছেন, ৭টি দোকানসহ মার্কেট নির্মান করেছেন।

    অভিযোগে আরও বলেন, বাবুল ওই শিক্ষা প্রতিষ্ঠানের চার তলা বিশিষ্ট ভবনের ৪র্থ তলায় একটি শ্রেণী কক্ষে ২০১৬ ইং সালে হতে ক্ষমতার অপব্যবহার করে পরিবারসহ বসবাস করছেন, স্কুলের একটি শ্রেণী কক্ষে। বিদ্যুৎ, পানি ব্যবহার করে সরকারী সম্পদ ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। তিনি স্বপরিবার কয়েকবার বিদেশ ভ্রমন করেছেন। তার বড় ভাইয়ের বাসায় সরকারি কলেজিয়েট স্কুলের ৩ টি ফ্যান, একটি পিতলের পাতিল রয়েছে। তিনি চাকুরী দেয়ার নাম করে ২ ভূয়া নিয়োগ পত্র দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। গত ২০১৫ ইং সালের ৩০ নভেম্বর যে ভূয়া নিয়োগ পত্র প্রদান করা হয়েছে ৯ হাজার টাকা বেতনের কথা উল্লখ করা হয়েছে
    ওই নিয়োগ পত্রটি বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্র লিঃ ঢাকা থেকে বাবুলের নামে স্কুলের ঠিকানায় আসে বলে অভিযোগকারী জহির উদ্দিন জানান,
    গত ২০১৫ ইং সালের ৩০ নভেম্বর টাকা প্রাপ্তির রশিদে ২ হাজার, ২ শ ৫০ টাকা গ্রহন করেছেন।

    এ ব্যপারে প্রধান শিক্ষক ড. মোসাঃ নূরজাহান বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে শ্রেণী ক্লাস হয় না সেখানে নাইড গাড পরিবার নিয়ে বসবাস করেন। এটা পারেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে এড়িয়ে যান। তার বাড়ীতে স্কুলের ফ্যান থাকার কথা নয়। তার গ্রামের বাড়ীতে কি কি সম্পদ গড়ে তুলেছেন সেটা আমার জানা নেই।

    নাইড গার্ড মোঃ বাবুল আক্তারের সাথে বলেন, যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আমি শ্রেণী কক্ষে পরিবারসহ বসবাস করি, ব্যাংক লোন নিয়ে সম্পদ গড়ে তুলেছি, ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সুকৌশলে এডিয়ে যান।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • শোক সংবাদ

    শোক সংবাদ

    পাথরঘাটা( বরগুনা) প্রতিনিধিঃ
    বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকনের মেয়ে ও পাথরঘাটা মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ বশির আকনের বড় বোন মোসামাৎ রিজিয়া বেগম (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিছুদিন পূর্বে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।

    বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জানাজা শেষে তার স্বামী মন্টু শরীফের বাড়িতে দাফন করা হয়।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা নিউজের সম্পাদক মোহাম্মদ কাজী রাকিব।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা প্রতিনিধি।।

  • পাথরঘাটা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    পাথরঘাটা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ

    “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।
    পাথরঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প‍্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালি শেষ হয়।
    পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাথরঘাটা ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

    এদিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ।
    বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোখছেদুল আলম। ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিদ্দিকুর রহমান প্রমূখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

    অমল তালুকদার
    পাথরঘাটা,বরগুনা।

  • কেন্দুয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কেন্দুয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
    আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটাপাড়া) আসনের দলীয় মনোনয়ন প্রত্যার্শী
    আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

    তিনি সোমবার,মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন বিকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার পাইকুড়া, রোয়াইবাড়ি, সান্দিকোনা, বলাইশিমুল, আশুজিয়া, নওপাড়াসহ
    বিভিন্ন ইউনিয়নের পৃথক পৃথক স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।

  • সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে- ময়মনসিংহে মেয়র টিটু

    সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে- ময়মনসিংহে মেয়র টিটু

    আরিফ রববানী ময়মনসিংহ।
    সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জয়ী ময়মনসিংহ জেলার ০৮ জন কৃতী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় আট ফুটবল কন্যার বাড়ী জেলার ধোবাউড়া উপজেলায়। তারা হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র।

    বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) বেলা সাড়ে ০৩ টায় নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    সংবর্ধনায় ময়মনসিংহের ৮ কৃতি নারী ফুটবলারদের সিটি করপোরেশনের পক্ষ থেকে উত্তরীয় ও ফুলেল সংবর্ধনায় বরণ করা হয় এবং প্রত্যেককে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা প্রদান করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সংবর্ধনায় নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্যান্য অন্যান্য উপহার গ্রহণ করেন।

    এসময় মেয়র ইকরামুল হক টিটু তার বক্তব্যে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মারা যাওয়া খেলোয়াড় ময়মনসিংহের সন্তান সাবিনা ইয়াসমিনের পরিবারকে ৫০ হাজার, জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ময়মনসিংহে অবস্থান করা ধুবাউড়ার দলকে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া নারী খেলোয়াড়দের তিনজন কোচকে সম্মানিত করারও ঘোষণা দেন।

    সিটির সর্বস্তরের মানুষ এ সংবর্ধনায় শামিল হয়ে নারী ফুটবলারদের অর্জনের গৌরবে একাত্ম হয়। সংবর্ধনার শেষে নারী ফুটবলারদের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক ‍টিটু জানান, সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আমরা গর্বিত। এ গর্বের অংশীদার ৮ নারী ফুটবলার আমাদের ময়মনসিংহের সন্তান। এ অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের এ নারী ফুবলারদের পাশে আছি।

    তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারনেই এ সাফল্য সম্ভব হয়েছে।

    অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন। তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি তা অব্যাহত থাকবে।

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কলসুন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর  ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার(১৩ অক্টোবর) বিকাল ৩ টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলেচনা সভায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের চার জেলার সাংবাদিকরা উপস্থিত থেকে মিষ্টি মুখ ও কেক কেটে দিনটিকে স্মরনীয় করে রাখেন সংগঠনের নেতৃবৃন্দরা।

    ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক-প্রকাশক, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মহাপরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে ও
    ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর মুখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এইচএম ফারুক। অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও জনতার আদালত.কম এর ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল কাদের চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মি বাংলা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক সুধাংশু কুমার সরকার, কার্যনির্বাহী সদস্য ও কলামিষ্ট হাসনাত জামান সাগর, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান, দৈনিক ভোরের অপেক্ষার সম্পাদক শফিকুল বাশার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর অর্থ-সম্পাদক শরাফত আলী শান্ত, কার্যনির্বাহী সদস্য ও ত্রিশাল রিপোর্টাস প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, দৈনিক আলোকিত ময়মনসিংহের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম, বজ্রশক্তির সরিষাবাড়ীর প্রতিনিধি ভিপি শহিদ, সরিষাবাড়ি উপজেলা শাখা প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, পূর্বধলা উপজেলা প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, পূর্বধলা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, সাংবাদিক মোহসিন, তথ্য প্রতিদিনের সম্পাদক মারুফ হাসান কমল, সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক রোকসানা আক্তার, তাহমিনা হেলেন, সাংবাদিক নজরুল ইসলাম মিন্টু, বাপ্পী দাস, ফয়জুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, শোয়েব আকাশ, তারেকুজ্জমান তারেক, সাবিনা ইয়াসমিন রূপা’সহ প্রমুখ।

    অতিথিবৃন্দ বক্তৃতায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর এই আয়োজন খুবই সমৃদ্ধ এবং চমৎকার। আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে বলেও প্রেসক্লাবের নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।

  • জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি  রওশন এরশাদ এর আহবান।

    জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি রওশন এরশাদ এর আহবান।

    আরিফ রববানী ময়মনসিংহ।
    জাতীয় সংসদেদ বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন- সকল মতবেদ ভূলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন- আগামী ২৬নভেম্বর জাতীয় মহা সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। সে লক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি। বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহের সুন্দর মহলস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মহা সম্মেলন করতে ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ কে আর ইসলাম। অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড এম এ বারী, নুর মোহাম্মদ নুরু,সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী তালুকদার, সহ সাধারণ সম্পাদক লাল মিয়া লাল্টু, মহানগর জাতীয় পার্টির অন্যতম সদস্য-আফজাল হোসেন হারুন, শাহজাহান মিয়া,বিল্লাল হোসেন প্রমুখ। জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির সদস্য কাউসার আহমেদ,পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,জাপা নেত্রী রেখা রাণী, মহিলা ইউপি সদস্য ইসমত আরা,চরনিলক্ষা ইউপি সদস্য রাণী আক্তারসহ জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি-সাধারন সম্পাদক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

    আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার সকল সড়ক ঘুরে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা
    মহিলা আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুমসহ প্রমুখ।