Blog

  • তেঁতুলিয়ায় বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা সদরের পুরাতন বাজারে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    তেঁতুলিয়া সদর ১৮ বিজিবি কোম্পানি কমান্ডার ল্যান্সনায়েক আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ করিম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্বাস আলী, মোঃ নুর ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারনগণ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সীমান্ত এলাকায় বসবাস করি। তাই সীমান্ত দিয়ে যেন কোন ভারতীয় লোক আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে । ভারতীয় কোনো লোক বাংলাদেশে অনুপ্রবেশ দেখলেই সাথে সাথে বিজিবি কমান্ডার কে সঠিক তথ্যে জানার জন্য আহবান করেন।
    কোম্পানি কমান্ডার ল্যান্সনায়েক আব্দুল মালেক বলেন, আসুন আমরা সবাই মিলে এক সাথে জনসচেতনতামূলক কাজ করি। এতে এলাকায় কোন অনুপ্রবেশকারী ব্যক্তি লুকিয়ে থাকতে পারবে না এবং চোরাকারবারীও হবে না।
    এ সময় গণ্যমান্য ব্যক্তিগণ তাদের বিভিন্ন মত প্রকাশে বক্তব্য তুলে ধরেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুজানগরে বাল্যবিবাহ বন্ধ, কাজির অর্থদন্ড

    সুজানগরে বাল্যবিবাহ বন্ধ, কাজির অর্থদন্ড

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় আরিফ বিল্লাহ নামে এক কাজিকে প াশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম এ আদেশ দেন। অর্থদন্ড প্রাপ্ত আরিফ বিল্লাহ সুজানগর পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের কাজি ও স্থানীয় মথুরাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এদিন দুপুরে পৌরসভার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় অবস্থিত কাজি অফিসে অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর(১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও মোঃ তরিকুল ইসলাম থানার ওসি আব্দুল হাননানকে সাথে নিয়ে ওই কাজি অফিসে যান এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর টের পেয়ে পালিয়ে গেলেও কাজিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কাজিকে প াশ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও মো.তরিকুল ইসলাম জানান, বাল্যবিবাহ নির্মূলে সুজানগর উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ তাই এ অভিযান চলমান থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, ওসি(তদন্ত) মুক্ত রায় চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মতিউর রহমান, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা । আলোচনাসভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়ার মাধ্যমে আগুন নিভানোর বিভিন্ন কলা কৌশল শিখিয়ে দেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭জন অসহায় রোগী পেল আর্থিক সহায়তা

    সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭জন অসহায় রোগী পেল আর্থিক সহায়তা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুজানগর উপজেলার ১৭ জন অসহায় রোগীর মাঝে ৮ লক্ষ ৫০ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার(১৩ অক্টোবর) এ সহায়তা প্রদান করা হয়। সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে এককালীন এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা । এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্যান্সার আক্রান্ত ১৭ জন রোগীর মাঝে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ ছাড়াও এদিন উপজেলার ৩টি বেসরকারি উন্নয়ন সংস্থার মাঝে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বর্তমানে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

    ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • ধামইরহাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

    ধামইরহাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ও তাঁর বিস্তারিত আলোচনায় ভোক্তা অধিকার বাস্তবায়নে করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, মাহফুজুল আলম লাকী, ইসমাইল হোসেন মোস্তাক, ভারপ্রাপ্ত উপজেলা পরিরবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • সুজানগরের নবাগত ইউএনওকে নিজের লেখা কবিতার বই উপহার দিলেন আব্দুস শুকুর

    সুজানগরের নবাগত ইউএনওকে নিজের লেখা কবিতার বই উপহার দিলেন আব্দুস শুকুর

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ ঃ পাবনার সুজানগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামকে নিজের লেখা কাব্যগ্রন্থ (কবিতার বই) উপহার দিলেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর তিনি তার লেখা স্বর্ণালী কাব্য কবিতার বইটি উপহার স্বরুপ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি এবং মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সদরে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সদরে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১২/১০/২০২২ তারিখ বিকেল ০৫.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বাগবাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ফুলকোচা গ্রামস্থ ধৃত আসামী মোঃ রুহুল আমিন @রুবেল এর বসত বাড়ীর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২(দুই) কেজি ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রুহুল আমিন @রুবেল(৩০), পিতা-মোঃ মনিরুজ্জামান শেখ, সাং-ফুলকোচা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রেস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৭৭৭১১২৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬

  • স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু পপি আক্তার

    স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু পপি আক্তার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় সদর হাসপাতালে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ পপি আক্তার স্বামী পুলিশ সদস্য রাজু আহাম্মেদ পিতা আব্দুল গনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে

    দুপুরবেলা বেত্রাঘাত করে এদিকে পুলিশ সদস্য রাজু ঠাকুরগাঁও কর্মরত অসুস্থ থাকায় ছুটিতে বাড়ি আসেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী পপি আক্তার কে বেত্রাঘাত করেন এক পর্যায়ে মাথা ফেটে যায়
    পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন
    এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায় বিশ্বস্ত সূত্রে।

  • মহালছড়ির সফল উদ্যেক্তা ও কৃষক হ্লাশিং মং চৌধুরী ব্রোঞ্জ পদক পান

    মহালছড়ির সফল উদ্যেক্তা ও কৃষক হ্লাশিং মং চৌধুরী ব্রোঞ্জ পদক পান

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়ি উপজেলার পাহাড়ের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সম্মানের সহিত স্নাতকোত্তর সম্পন্নকারী ক্রা এএ্ এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা সফল কৃষক হ্লাশিং মং চৌধুরী।

    তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন বা ব্যবহার ক্যাটাগরিতে কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজের স্বীকৃতি স্বরুপ ব্রোঞ্জপদক পেলেন।

    দেশের কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের জন্য ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অনুষ্ঠান স্থলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীংয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

    ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৪৪ব্যক্তি বা প্রতিষ্ঠানকে” বঙ্গবন্ধু কৃষি” পুরস্কার দেওয়া হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন।

    পুরস্কারের অর্থ ও মানবন্টনে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র, পদক ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্বর্ণপদক প্রাপ্তরা এক লাখ টাকা, রৌপ্যপদক প্রাপ্তরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জপদক প্রাপ্তরা ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন।

    ক্রা এ এ্ এগ্রো ফার্মে দেশি-বিদেশি ৫০০ আমের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণের মধ্যদিয়ে শখের বসে শুরু করেন বাগান। এ শখই মাত্র তিন বছরে তাকে সাফল্য এনে দিয়েছে। খাগড়াছড়িতে প্রচলিত, অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফলদ বাগান সৃষ্টি করে জাতীয় পর্যায়ে পেয়েছেন সফল ফলদ বাগানীর স্বীকৃতি। জাতীয় পর্যায়ে প্রথম হয়ে পাহাড়কে নতুনভাবে পরিচিত করেছেন হ্লাশিং মং চৌধুরী। তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে তিনি এ স্বীকৃতিও লাভ করেন।

    ক্রা এএ্ এগ্রো ফার্মে সকল মৌসুমের সকল ধরনের ফলমূল পাওয়া যায়।
    এমন খুশিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল যোগে উপস্থিত অতিথিদের হাতে পুরস্কার গ্রহণ করায় মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝাসহ সকল নেতৃবৃন্দের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    উল্লেখ্যে যে, মহালছড়ি উপজেলা সদর থেকে ৭ কি.মি দূরে মহালছড়ি-সিন্ধুকছড়ি সড়কের পাশে ধুমনীঘাটের কাটামূড়া নামক এলাকায় ‘তরু-বীথি মিশ্র ফলদ বাগান তৈরি করেন। তিনি যেখানে পানির সংকট মোকাবেলায় মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করছে। সেখানে ফলদ বাগান সৃষ্টি কল্পনা ছাড়া আর কিছুই নয়। সেই অসাধ্যকে সাধন করে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪শ’ ফুট উপরে পাহাড়ের চূড়ায় ড্রাগন চাষ করে আশা জাগিয়েছেন এক প্রান্তিক চাষি। শুধু ড্রাগন চাষই নয়, মহালছড়ির ধুমনীঘাট এলাকায় ৪০ একর টিলা ভূমিতে প্রচলিত, অপ্রচলিত ও বিলুপ্ত প্রায় সব ধরনের ফলদ গাছ সৃষ্টি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।