Blog

  • কাটাখালীবাজারে দরজা আটকিয়ে ব-দ্ধঘরে আ-স্তানা গেড়ে কবিরাজির নামে চলছে প্রকা-শ্যে ভ-ণ্ডামি

    কাটাখালীবাজারে দরজা আটকিয়ে ব-দ্ধঘরে আ-স্তানা গেড়ে কবিরাজির নামে চলছে প্রকা-শ্যে ভ-ণ্ডামি

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাটাখালী বাজারে দীর্ঘদিন ধরে দরজা আটকিয়ে বদ্ধ ঘরে আস্তানা গেড়ে আলী হোসেন নামের এক যুবক কবিরাজির নামে প্রকাশ্যে ভন্ডামী করে আসছে।

    দিনে দুপুরে ঘরের দরজা আটকিয়ে ঘরের মধ্যে আস্তানায় নারীদের অবাধ আসা যাওয়া এবং ঝার ফুঁকের চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, আলী হোসেন দোয়ারাবাজার উপজেলার মাল্লারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আফিজ আলীর পুত্র। সে একজন সিএনজি ড্রাইভার। ইতিপূর্বে গত ২০২৪ সালের অক্টোবর মাসে সংবাদ মাধ্যমে খবর ছাপা হলে প্রশাসনের ভয়ে কিছুদিন আত্ম গোপনে থাকলে ও এবার নতুন করে কাটাখালী বাজারে ভাড়াটে ঘরে আস্তানা গেড়েছেন। দিনে দুপুরে ঘরের দরজা আটিকে মমবাতি, আগর বাতি, ধূপ জ্বালিয়ে গদিতে বসে সে নারীদের চিকিৎসার নামে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। এছাড়াও তার বদ্ধ ঘরে ধর্ষণের মতো কান্ড ঘটে গেলে স্থানীয় বাজার বাসীর উপর এর দায় বর্তাবে বলেও ভাবছেন জনগণ। তার এসব কর্মকাণ্ডে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে উঠেপড়ে লেগে যায়।

    সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন,
    আলী হোসেন স্থানীয় কিছু
    বখাটেদের ছত্রছায়ায় বাজারে কবিরাজির নামে ভন্ডামীর আস্তানা গেড়েছে। এতে যুবসমাজ মারাত্মকভাবে বিভ্রান্তিতে পড়েছে।
    আলী হোসেন একজন অবিবাহিত যুবক মহিলাদের সাথে যদি কোন অনৈতিক কাজ হয়ে যায় তাহলে এই এলাকার মানসম্মান নষ্ট হবে তাই বিষয় টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
    স্থানীয় ব্যবসায়ী মাশুক মিয়া ও সোনার আলী বলেন, কবিরাজির নামে দিনেদুপুরে দরজা লাগিয়ে নারীদের আসা যাওয়া কবিরাজির নামে ভণ্ডামি। সে একজন অবিবাহিত যুবক। তার এসব কর্মকান্ডে অতিষ্ঠ স্থানীয়রা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে তার ভন্ডামীর আস্তানা গুড়িয়ে দেওয়ার দাবি জানাই।

    এসব বিষয়ে জানতে চাইলে কথিত কবিরাজ আলী হোসেন জানান, আমি একজন পাগল স্বপ্নের মাধ্যমে নির্দেশনা পেয়েছি। মহিলারা আমার নিকট দোয়া নিতে আসে।
    এখানে ফকিরি সাধনাসহ কবিরাজি করা হয়। অসমাজিক কিছুই হয় না।

  • পাইকগাছার লতায় রাস্তা পাকা করণের দাবীতে এলাকাবাসীর  মানববন্ধন অনুষ্ঠিত

    পাইকগাছার লতায় রাস্তা পাকা করণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী বাজার হইতে উত্তর অভিমুখে চলমান রাস্তা পাকা করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকালে এলাকাবাসীর আয়োজনে কাঠামারী বাজারে জাতীয় নাগরিক পার্টী পাইকগাছা উপজেলার যুগ্ন-সমন্বয়ক মিজবাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমরান সরদার, উপজেলা জাতীয় নাগরিক পার্টীর প্রধান সমন্বয়ক হাফিজ বিন তারিক, পবিত্র সরকার, উত্তম মন্ডল, মোঃ মজিদ গাজী, তরিকুল ইসলাম।

    মানববন্ধনে বক্তারা বলেন বিগত ২০২৩ সালে অনৈতিক কার্মকান্ডের দায়ে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তখন তিনি কাটামারি বাজার থেকে উত্তর দিকের ১কিঃমিঃ ইটের সোলিং এর রাস্তার প্রায় ৮০হাজার ইট তুলে ফেলেন। যার বাজার মূল্য ৮লক্ষাধিক টাকা। ঐ ইটের মধ্যে কিছু ইট নিয়ে তিনি উত্তর কাটামারি মন্দির সংষ্কারের জন্য সেখানে মজুদ রাখেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ তৈরির জন্য ২লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে তৎকালিন স্থানীয় সংসদ সদস্য ১লক্ষ টাকা প্রদান করেন। আর বাকি ১লক্ষ ৩৪ হাজার টাকা ইউনিয়ন পরিষদের টিআর এর বরাদ্দ । কিন্তু পুলকেশ রায় রাস্তা থেকে খুলে নেওয়া ইট দিয়ে খোয়া তৈরি করে স্টেজের কাজে লাগান। তাছাড়া তিনি বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রিজের বিপরীতে অবস্থিত কাটামারি রাস্তা সংষ্কারের জন্য কাবিটার বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আত্নসাৎ করে রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট রাস্তার কাজে লাগান । কাটামারি অমল কৃষ্ণ ঢালীর বাড়ির সামনের কালভার্ট নির্মাণে ননওয়েজ এর বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে সেখানেও রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট ব্যবহার করেন পুলকেশ রায়। এছাড়াও কাটামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তা সংষ্কারে উন্নয়ন সহয়তার বরাদ্দকৃত ৮৭ হাজার টাকা আত্নসাৎ করে সেখানেও ঐ ইট ব্যবহার করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। পরবর্তীতে ৯ জন ইউপি সদস্য পুলকেশ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে তদন্ত পূর্বক দোষী ব্যক্তির শাস্তি ও রাস্তা পাকা করার দাবী জানান

    ইমদাদুল হক

    পাইকগাছা খুলনা

  • অবশেষে উন্মুক্ত হলো আলোচিত পাইকগাছার নাছিরপুরে খাস খাল

    অবশেষে উন্মুক্ত হলো আলোচিত পাইকগাছার নাছিরপুরে খাস খাল

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।

    অবশেষে উন্মুক্ত হলো খুলনার পাইকগাছা উপজেলার বহুল আলোচিত নাছিরপুর খাস খাল। দীর্ঘদিন ধরে কখনো ইজারা নিয়ে আবার কখনো ইজারাবিহীন অবৈধ দখলে রেখে খণ্ড খণ্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন দখলদাররা।

    স্থানীয়রা জানান, এসব জলমহাল থেকে গ্রামের সাধারণ মানুষ যেমন ফসলের জন্য পানি দিতে পারে না, তেমনি প্রয়োজনীয় কাজেও এ পানি ব্যবহার করতে পারতো না। যে কারণে দীর্ঘদিন ধরে গ্রামবাসী জলমহাল উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি সে লক্ষ্যে খুলনা জেলার ১০টি জলমহাল উন্মুক্ত করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন।

    এর আগে, পাইকগাছা উপজেলার নাছিরপুরে খাল দখলকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। অস্ত্রশস্ত্রসহ দখল-পাল্টা দখলের মহড়া চালায় এলাকার প্রভাবশালী মহল। সেখানে মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্র জানায়, নাছিরপুর খালটি ইজারার জন্য একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার দাখিল করা হলেও কোনো পক্ষকে বরাদ্দ দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী, গত এপ্রিলে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। খালটি দখলদারিত্বের পেছনে স্থানীয় প্রভাবশালী শাহাদাত হোসেন ডাবলু ও তার সহযোগীদের নামে অভিযোগ করেন সেখানকার মৎস্যজীবীরা। কয়েক দফা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তারা।

    স্থানীয়দের কয়েকজন জানান, দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে এরই মধ্যে সেখানে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেও মেলেনি সমাধান।

    এ প্রসঙ্গে স্থানীয় কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও কৃষ্ণ চন্দ্র দাশ জানান, ৬৮ দশমিক ১০ একরের নাছিরপুর খাল উন্মুক্ত রাখার বিষয়টি বাস্তবায়নে বুধবার জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ টিম নাছিরপুর এলাকা পরিদর্শন করেছে।

    স্থানীয়রা জানান, খালের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড করে নেটপাটা দিয়ে মাছ চাষ করায় চলতি বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চলের অন্তত ২০টি গ্রামের অর্ধলাখ মানুষের কৃত্রিম জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আবাদ মৌসুমে খালের পানি বৃদ্ধি পেয়ে লবণ পানি ঢুকে পড়ায় ধান চাষ চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।

    বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ সদস্যদের নিয়ে নাছিরপর খাল অবৈধ দখল মুক্তর সাইনবোর্ড লাগিয়ে দেন। খালের মধ্যে অবৈধ নেটপাটা অপসারণ কাজ শুরু করেন। খালের সাত স্থানে দেওয়া নেটপাটা পর্যায়ক্রমে উন্মুক্ত করে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে।

    নাছিরপুর খাল উন্মুক্ত ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত শত শত মানুষ উল্লাস প্রকাশ করেন। জাল নিয়ে খালে মাছ ধরতে নেমে পড়েন। ইতোপূর্বে বহুবার এ খাল দখল পাল্টা দখল হয়েছে। এ বিষয়ে বহু মামলা-হামলার ঘটনা ঘটেছে।

    এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, যেহেতু জেলা দশটি খাল উন্মুক্ত করার কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে নাছিরপুর খাল অন্যতম। পর্যায়ক্রমে এ খালটি উন্মুক্ত করা হবে জনসাধারণের ব্যবহারের জন্য। তবে এখনো এ বিষয়ে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ শুরু করা হবে।

  • ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে  জুলাই গনঅ-ভ্যুত্থানে শ-হীদ, আহ-তদের  স্বরণে দোয়া মাহফিল

    ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গনঅ-ভ্যুত্থানে শ-হীদ, আহ-তদের স্বরণে দোয়া মাহফিল

    স্টাফ রিপোর্টারঃ
    জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার উদ্যোগে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।

    মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার এর সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে
    বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরীর আহ্বায়ক জনাব ওয়ালীওল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহদি হাসান তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরীর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাজার সাংগঠনিক থানার আমীর ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ মুস্তাকিম, জুলাই আহত জনাব টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় প্রধান অতিথি বলেন এক দল গিয়ে আরেক দল ক্ষমতায় আসবে শুধু এ জন্য এতোগুলা মানুষ জীবন দেয়নি,আহত হয়নি। আগে সকল সংস্কার শেষ করে পরে নির্বাচন হতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে। এমন সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে কেউ ভোট চুরির সাহস করতে না পারে। যদি কেউ করতে আসে তার কালো হাত ভেঙ্গে দিতে হবে।
    প্রোগ্রামের সভাপতি মাওলানা কামরুল বলেন এ দেশে কে বৈষম্য মুক্ত করতে হবে। দেশে যেনো কেউ আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেদিকে দেশের মানুষকে খেয়াল রাখতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের জন্য , আহত জন্য দুয়া মোনাজাত করা হয়।

  • জামায়াত কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়- মাওলানা কামরুল আহসান এমরুল

    জামায়াত কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়- মাওলানা কামরুল আহসান এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ
    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগরীর আমীর ও সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, ‘জামায়াত একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, শিক্ষায় কোনো দুর্নীতি থাকবে না। ইসলাম যে মৌলিক শিক্ষা, তা সমাজে বাস্তবায়ন করে একটি ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে চায়।’

    বুধবার দুপুরে তিনি উপজেলার অষ্টধার ইউনিয়নের অষ্টূার কুঠুরা কান্দা মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বিদ্যাগঞ্জ থানা আমীর হায়দার করিম, ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইন সহ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    কামরুল আহসান এমরুল বলেছেন, ‘সবাই আমরা সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। আগামীর দিন কুরআনের দিন, যারা কুরআনের সাথে আছেন, তাদেরকে সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

    এসময় তিনি বলেছেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে দেশের সব মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রের সম্পদের দায়িত্বে যারা থাকে তারা সেসব খেয়ে ফেলে। তবে আমরা ক্ষমতায় গেলে তা হতে দেব না। এসময় চব্বিশের জুলাই বিপ্লবের পর একটি ইনসাফ, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিকশাচালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ছেলে যদি লেখাপড়া করে এগিয়ে যেতে চায়, তাকে সুযোগ করে দেওয়া হবে। পরে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ মোলক রাষ্ট্র গঠনে উপস্থিত সকলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

  • ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ সুপার নাঈমুল হক সহ ময়মনসিংহ রিজিয়নের বৃক্ষরোপণ

    ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ সুপার নাঈমুল হক সহ ময়মনসিংহ রিজিয়নের বৃক্ষরোপণ

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার-

    বাংলাদেশ টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের তত্ত্বাবধানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে সপ্তাহ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। গতকাল ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত গ্রীন অরণ্য রিসোর্ট, ময়মনসিং শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট, সিলভার ক্যাসেল রিসোর্ট, জয়নাল আবেদীন পার্ক, জয়নাল আবেদীন সংগ্রহশালা ও শশীলজ জাদুঘর সহ নেত্রকোনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে।

    টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ব্যক্তিগতভাবে এসব জায়গায় গমন করেন এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপন করেন। তিনি বলেন, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমাদেরকে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। একটি জনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।

  • গাজীপুর অ-পপ্রচারের বিরু-দ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    গাজীপুর অ-পপ্রচারের বিরু-দ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    রাসেল শেখ।
    গাজীপুর প্রতিনিধিঃ
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বাঘের বাজার বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত সদর উপজেলায় দলীয় ও জনসেবামূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আমার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততাকে হেয় করার উদ্দেশ্যে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই অপপ্রচার চালানোর মূল হোতা হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসর শাখাওয়াত হোসেন। সে একজন বিতর্কিত ব্যাক্তি। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, জমি দখল এবং সাধারণ নিরীহ মানুষকে ভয়িভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। সে আমাকে জড়িয়ে পরিকল্পিতভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এলাকায় অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। সদর উপজেলার মাটি ও মানুষের জন্য আমি রাজপথে ছিলাম, আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্র আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক সততা ক্ষুন্ন করতে পারবে না।

    অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বক্তব্য আরো বলেন, যেসব ব্যক্তিকে শাখাওয়াত ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছেন তারা সবাই এলাকার সাধারণ মানুষ, যাদের নিজস্ব বসতবাড়ি ও ব্যবসা রয়েছে। তারা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। বরং শাখাওয়াত হোসেন নিজেই অতীতে এইসব লোকদের উচ্ছেদ করে তাদের জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। শাখাওয়াত হোসেন যে মামলা দায়ের করেছেন সেটিও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এলাকার প্রকৃত মালিকদের হয়রানি করতে আইনের অপব্যবহার করছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব নিরপরাধ ব্যাক্তিদরেকে মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিচার দাবী করছি।

    এসময় তিনি গাজীপুর জেলা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করে বলেন, এই ধরণের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি কখনো কোনো দাঙ্গা, হাঙ্গামা, দখল চেষ্টার সঙ্গে জড়িত ছিলাম না, নেই এবং হবোও না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাঈফুল ইসলাম, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ।
    ####

  • গাজীপুরে গৃহবধূর বিরু-দ্ধে অ-পপ্রচার ও অর্থ আ-দায়ের অ-ভিযোগ

    গাজীপুরে গৃহবধূর বিরু-দ্ধে অ-পপ্রচার ও অর্থ আ-দায়ের অ-ভিযোগ

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক গৃহবধূকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রুমা আক্তার (২০) কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে রুমা আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ মে ইসলামী শরীয়ত অনুযায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩৫) এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তিনি পূর্বে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

    লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ২০ মে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তি তিনটি স্থানীয় দৈনিক—আমাদের সংবাদ, প্রলয় ও বাংলাদেশের আলো-তে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে রুমা আক্তারের ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেন।

    পরবর্তীতে মামলাটি প্রত্যাহারের জন্য রুমা আক্তারের স্বামী সাদ্দাম হোসেন তাকে মোবাইল ফোনে হুমকি দেন। একইভাবে আনোয়ার হোসেন গত ২৭ মে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং মামলা তুলে না নিলে ভয়ভীতি দেখান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও তিনি ভয় দেখিয়ে রুমা আক্তারের কাছ থেকে আগে পাঁচশো পরে বিশ হাজার টাকা আদায় করেছেন।

    রুমা আক্তার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই খাইরুল বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, বাদি মামলা করতে চাইলে ওসি সাহেবের সাথে কথা বলতে পারে।

  • বেতাগীতে ডে-ঙ্গু প্র-তিরোধে মণি ফাউন্ডেশনের  সচেতনামূলক লিফলেট বিতরণ

    বেতাগীতে ডে-ঙ্গু প্র-তিরোধে মণি ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (২ জুলাই) বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।

    নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের ফজলে রাব্বি’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কোয়েল সিকদার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শহীদ মল্লিক, নুরুল ইসলাম মণি ফাউন্ডেশন’র সদস্য রুমন খান, মিনহাজুর রহমান-যুবরাজ ও আবু জাফর স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • মেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহবান

    মেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহবান

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    ১৫ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তাতারা মেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহ্বান জানান সকলকে।

    বুধবার (২ জুলাই) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় এই বৃক্ষমেলার। মেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

    বৃক্ষ রোপনে সকলকে উৎসাহী করতে প্রধান অতিথি বলেন, বৃক্ষ হচ্ছে শস্য ভান্ডার। খাদ্যশস্যের প্রধান উৎস হচ্ছে এই গাছ। গাছ স্বজীবী আমরা পরজীবী। এটি আমাদের অক্সিজেন ও খাবার দিচ্ছে। গাছ লাগানো সওয়াবের কাজ। আপনারা মেলা থেকে অন্তত একটি গাছ কিনবেন। বৃক্ষমেলা প্রকৃতপক্ষে গাছ লাগানোর একটি সামাজিক আন্দোলন, একটি ক্যাম্পেইন। সবাইকে সারাবছর গাছ লাগানোর আহবান জানান প্রধান অতিথি।

    ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যের স্লোগানে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া বিভাগীয় বৃক্ষমেলা আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রায় ৩২টি স্টল স্থান পায়। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জায়গার নির্ধারিত নার্সারি মালিকরা এ স্টলগুলোতে বৃক্ষ নিয়ে আসেন।

    বৃক্ষ ও বৃক্ষমেলার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আমরা মানবজাতি কতোটা নির্বোধ। নির্বিচারে গাছ কাটছি, বন ধ্বংস করছি। যে গাছ কিনা মানবজাতির জন্য খাবার তৈরি করছে। বিপরীতে আমরা কিছু তৈরি করতে পারিনা। ঔষধি গাছগুলো মানুষের ঔষধ তৈরিতে ব্যবহার হচ্ছে। আমরা যে কার্বন ডাই অক্সাইড নির্গত করছি সেটা গাছ শোষণ করে নিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগানোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। বায়ু দূষণ রোধ করার একমাত্র উত্তম উপায় হচ্ছে বেশি করে গাছ লাগানো।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

    এর আগে বৃক্ষমেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে সার্কিট হাউজ চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়।

    আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ও জেলা দপ্তরসমূহের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সাধারণ জনগণ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মেলাতে শিক্ষার্থীসহ প্রচুর দর্শনার্থীর ভিড় দেখা যায়।