Blog

  • বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার ৪ ইউনিয়নে শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার (১৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন স্বাক্ষরিত
    প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়। সবগুলো কমিটি ৫১ সদস্যের।

    ৪ টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি হলো- ছোটবগী ইউনিয়নে সভাপতি আল-আমীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক রবিউল প্যাদা।
    কড়ইবাড়িয়া ইউনিয়নে সভাপতি রাসেল ওসমান ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার। নিশানবাড়িয়া ইউনিয়নে
    সভাপতি হেলাল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান আকন। সোনাকাটা ইউনিয়নে সভাপতি লিটন হাওলাদার ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি।

    উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন বলেন, যাঁরা এই কমিটিতে স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের কাঁধে এখন একটি গুরুদায়িত্ব—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আবারও জনগণের শক্তিতে ক্ষমতায় নিয়ে আসা এবং দেশনেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আরও সুদৃঢ় করবেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ — ২৪ আগস্ট) শুরু হয়েছে।

    এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ। এ সময়- উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনপিপির নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী- তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, যুবউন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুই জন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

  • নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে  কোরআনের হাফেজ নিখোঁজ মো. ইমরানের সিকদারের(৩০) মরদেহ   একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর ১৮ আগস্ট সোমবার সকাল ৮টার দিকে উপজেলার  কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন  একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন এলাকাবাসী। মৃত মো.ইমরান হোসেন উপজেলার মানপাশা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুচ আলী সিকদারের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে  আসেননি। অনেক খোঁজাখুঁজি করে ওদিন তাকে আর পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ইমরানের লাশ কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তারা আরও জানান,  ইমরান বিগত কয়েক বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক( ১) বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।
    নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পা-লিত

    বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পা-লিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    ব্যাপক ঝাকজমক ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে।

    দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটি”র আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯.৩০টায় প্রশাসন ভবন সংলগ্ন হ্যালীপ্যাডে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ ও বেলুনের সঙ্গে প্লেকার্ড উড়িয়ে আনন্দ র‍্যালীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‍্যালীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন এবং উক্ত র‍্যালী বাকৃবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হ্যালীপ্যাডে এসে শেষ হয় এবং সেখানে গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরবর্তীতে তিনি ঈশা খাঁ হল সংলগ্ন লেকের ভ্রাতৃত্বের বন্ধন ঘাটে মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস খামারের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া সকাল ১০.৩০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “গৌরবের ৬৪ বছরঃ অর্জন ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: জি.এম. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীমের সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির তিনজন সিন্ডিকেট সদস্য প্রফেসর(অব:) ড. মঈনুদ্দীন আহমদ, প্রফেসর ড. মো: বাহানুর রহমান, ডিন ভেটেরিনারি অনুষদ এবং মো: রাকিব উদ্দিন, বাকৃবি ট্রেজারার (অব:)।
    মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, সহকারী প্রফেসর ড. মো: শরীফুল ইসলাম, প্রফেসর ড. মো: মাহমুদুল হাসান শিকদার, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার, বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ও তৎকালীন সরকারের কমিশনের রিপোর্টে ১৯৬১ সনের ১৮ আগস্ট যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তা আজকে নানা চড়াই উৎরাই পেরিয়ে ৬৫তম প্রতিষ্ঠা দিবসে উপনিত হয়েছে এবং এই সুদীর্ঘ যাত্রার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দেশ-বিদেশে প্রশংসিত। বিশ্ববিদ্যালয়ের আজকের এই অবস্থানের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তিনি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন যে, মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন খর্ব না হয় বরং উত্তরোত্তর বৃদ্ধি পায় সেজন্যে আমাদের সকলকেই পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মাধ্যমে কাংখিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের উপর অধিকতর মনোনিবেশের এবং আলোচকদের সুনির্দিষ্ট প্রস্তাবনার বিপরীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। সবশেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর উদযাপন কমিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
    এছাড়াও দিবসটি পালন উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং আবাসিক হলসমূহে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

  • বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অব-মুক্তকরন, বর্ণাঢ্য র‍্যালি ও আ-লোচনা সভা

    বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অব-মুক্তকরন, বর্ণাঢ্য র‍্যালি ও আ-লোচনা সভা

    দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ১৮আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আলোচনা সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচাজ আব্দুল গফুর সহ জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে “মাছ উৎপাদন বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া। তারা আরও বলেন, বীরগঞ্জ উপজেলায় মাছ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

  • বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মে-লন অনুষ্ঠিত

    বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মে-লন অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির হলরুমে ১৮ই আগস্ট সোমবার সকাল ১১ টায় কর্মী সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
    নবনির্বাচিত সভাপতি পল্লী চিকিৎসক মো. এজাজুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক মোঃ আবু সিয়াম।
    বিশেষ অতিথি বীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
    এ সময় সকলের উপস্থিতিতে প্রধান অতিথি পল্লী চিকিৎসক মোঃ এজাজুল ইসলাম রাজু-কে সভাপতি ও পল্লী চিকিৎসক মোঃ সাদেকুল ইসলাম-কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি ঘোসনা করেন।

  • দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নানা আয়োজনে
    এই উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

    র‌্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

    বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছকে দেয়া খাবারের তালিকা থেকে এ ধরনের বিষাক্ত উপাদান বর্জন করতে হবে।

    তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ময়মনসিংহে চাষকৃত মাছকে দেশের পাশাপাশি কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল মৎস্য সপ্তাহকে ঘিরে নয়, মৎস্যসম্পদকে রক্ষায় সারাবছরই পদক্ষেপ থাকতে হবে এবং মাছের জন্য আরও অভয়াশ্রম সৃষ্টিতে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পিতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধ-ন

    সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধ-ন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সুজানগরে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
    নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য দিনব্যাপি এ সকল কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মৎস্য চাষি আনিসুর রহমান খোকন ও ফারুক শেখ।উপস্থাপনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয় ।এবারে সফল পাঙ্গাস মাছ চাষি হিসেবে পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, সফল পোনা মাছ চাষি হিসেবে ফারুক শেখ, সফল তেলাপিয়া চাষী হিসেবে মামুন বিশ্বাস ও সফল পোনা মাছ চাষে সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলে বি-ষধর সাপের দং-শনে ইজিবাইক চালকের মৃ-ত্যু

    নড়াইলে বি-ষধর সাপের দং-শনে ইজিবাইক চালকের মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে
    ইজিবাইক চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মৃত টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে।
    পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের টিপু মুন্সী রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়। কিন্তু ঝাড়ফুঁক করে তিনি সাপের বিষ নামাতে ব্যর্থ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
    চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পীরগঞ্জে জাতীয মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আ-লোচনা সভা

    পীরগঞ্জে জাতীয মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আ-লোচনা সভা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছ দেশ ভরি” এই প্রতিপাদ্য রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয মৎস্য ২০২৫ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচী থাকছে ১৮আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত।
    আলোচনা সভায় খালেদ মোশারফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রভাত সমীর শাহাজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মৎস্য চাষী খলিলুর রহমান ও ফজলুল করিম প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, জুলাই যোদ্ধা আবু সালেহ মোহাম্মদ সিয়াব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, মৎস্য চাষী ও বিভিন্ন পেশার মানুষ।