Blog

  • গোদাগাড়ীর ধান ক্ষেত থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

    গোদাগাড়ীর ধান ক্ষেত থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গড়গড়িয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই তরুণী হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে।

    নিহত তরুণীর নাম সাহেরা খাতুন (২০)। তিনি গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। সাহেরার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামে। স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাই সাহেরা বাবার বাড়িতেই থাকতেন। এই বাড়ি থেকেই গত বুধবার নিখোঁজ হয়েছিলেন সাহেরা। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধান ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশে পচন ধরেছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ধান ক্ষেতে এই তরুণীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ দেখতে পান। ধান ক্ষেতের পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল নিহত তরুণীর পোশাক।

    ওসি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই-তিন দিন আগে সাহেরাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারা তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • কেশবপুরে ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ

    কেশবপুরে ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ

    কেশবপুর প্রতিনিধি।

    কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
    ১৫অক্টোবর বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ গুলো বিতরণ করেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ-জামান খান প্রমূখ।
    উপকরণ গুলো মধ্যে আছে বাইসাইকেল, জামা,প্যান্ট,জুতা, ছাতা,লাইট সহ বিভিন্ন উপকরণ।

  • সুজানগরে ইলিশ বহন করায় ২ জনের জরিমানা

    সুজানগরে ইলিশ বহন করায় ২ জনের জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ নিষিদ্ধ সময়ে ইলিশ বহন করায় ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম ও খলিলুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার(১৫ অক্টোবর) সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ওই দুই ব্যক্তিকে এ জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১৯ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, নিষিদ্ধ সময়ে শনিবার ভোরে ইলিশ বহন করে নিয়ে যাওয়ার সময় রেজাউল করিম ও খলিলুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ওই দুইজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড ,অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কে হচ্ছেন জেলা পরিষদের চার নং ওয়ার্ড (সুজানগর উপজেলার)নতুন সদস্য

    কে হচ্ছেন জেলা পরিষদের চার নং ওয়ার্ড (সুজানগর উপজেলার)নতুন সদস্য

    এম এ আলিম রিপনঃ রাত পোহালেই ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কে হচ্ছেন জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের (সুজানগর উপজেলা) নির্বাচিত নতুন সদস্য এ নিয়ে স্থানীয় মানুষদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। নির্বাচনে ৪ নং ওয়ার্ডের(সুজানগর উপজেলা) সাধারণ সদস্য পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের পুত্র এবং বর্তমানে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের আপন ছোট ভাই আহম্মেদ ফররুখ কবির বাবু (টিউওবয়েল) প্রতিক নিয়ে , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রহিম মোল্লার পুত্র রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা) প্রতিক নিয়ে এবং হাটখালী গ্রামের বাসিন্দা ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা(তালা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সুজানগর,বেড়া ও সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আনোয়ারা আহমেদ(ফুটবল ) প্রতিক নিয়ে এবং অপরজন শামসুন্নাহার মুক্তা(টেবিল ঘড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের(সুজানগর উপজেলা) সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থীর মধ্যে একজন কে বিজয়ী করতে স্থানীয় সরকারের সুজানগর উপজেলার ১৪৬ জন নির্বাচিত প্রতিনিধি ভোট দিবেন। এর আগে নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার রাত ১২টার আগ পর্যন্ত সদস্য প্রার্থীরা সুজানগর এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে দিনরাত সময় দেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর জনগণের মাঝে পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগও করে বেড়ান প্রার্থীরা। এবং ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা করেন। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে নির্বাচনী প্রচারণাও চালান তাঁরা । তবে ভোটারের জানান, একজন সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক এবং বিপদে, দূঃসময়ে আমরা যার মাধ্যমে বিভিন্ন ভাবে সহযোগিতা পাবো এমন একজন প্রার্থীকেই ভোট দিবো। এ ব্যাপারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিকট জানতে চাইলে তারা সকলেই পৃথক পৃথকভাবে জানান, নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করাই হবে আমার লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসেবে এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই। সকল প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেন যে, ভোটারেরা ভোট দিয়ে তাকে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। এছাড়া প্রার্থীরা জেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য নির্বাচনী এলাকার সকল ভোটারদের দোয়া ও আশীর্বাদও কামনা করেন। তবে রেজাউল করিম বাচ্চু মোল্লা, ফররুখ কবির বাবু নাকি সেলিম মোর্শেদ রানা কে হচ্ছেন পাবনা জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের নতুন নির্বাচিত সদস্য তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৭ অক্টোবর বেলা ২ টা পর্যন্ত। এদিকে সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে ইতিমধ্যে তাঁরা প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সদস্য পদে এগিয়ে হাতি মার্কা প্রার্থী মোস্তাফিজুরের ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার

    ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সদস্য পদে এগিয়ে হাতি মার্কা প্রার্থী মোস্তাফিজুরের ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সদস্য পদে এগিয়ে রয়েছেন ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৎ,নির্ভীক,ন্যায় নীতিবান ও শিক্ষানুরাগী,মহান নেতা পীরগঞ্জ উপজেলার সুনামধন্য ব্যক্তি।

    জানা যায়,ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলা সদস্য পদে একমাত্র যোগ্য প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের নাম পীরগঞ্জ উপজেলার ভোটার সদস্যদের মুখে মুখে তার নাম শোনা যায়।পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ঘুরে একই সুর শুধু মোস্তাফিজুর।সৎ ও যোগ্য লোক,আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সদস্য পদে মোস্তাফিজুরের কোন বিকল্প নেই। মোস্তাফিজুর কে ভোট দিতে মরিয়া হয়ে উঠেছে ভোটার সদস্যবৃন্দ।

    এবিষয়ে মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি কখনো দালালী,ঘুষ,দূর্নীতি পছন্দ করিনা।আমাকে প্রিয় ভোটার সদস্য ভাইয়েরা ভোট দিয়ে নির্বাচিত করলে সকলের সাথে সুসন্পর্ক বজায় রেখে কাজ করবো।

  • খালেদার আসন খালি রেখে ময়মনসিংহে  বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত

    খালেদার আসন খালি রেখে ময়মনসিংহে বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।
    খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে
    প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ।
    শনিবার দুপুর ২টায় ময়মনসিংহের মাসকান্দা পলিটেকনিক ইনস্টিটিউট শিল্পচার্য জয়নুল আবেদীন
    মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঞ্চে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য একটি চেয়ার ফাঁকা রাখা হয়।

    ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলে নেতৃবৃন্দের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘোষণা দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

    সমাবেশ শুরুর কয়েক মিনিট পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসন গ্রহন করে। এর পাশে একটি আসন খালি রাখা হয় দলের চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্য।এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা, দলীয় পতাকা ও নেতাকর্মীদের ছবি সংবলিত ব্যনার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা।
    সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    সমাবেশকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা থাকলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা, বাধা ছাড়াই শান্তিপুর্ণ পরিবেশে সমাবেশ শেষ হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে সমাবেশস্থল সহ সারা নগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে। এছাড়া সাদা পোশাকধারী ও ডিবি পুলিশ মাঠে ছিল।

    সমাবেশে সভাপতিত্ব করে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম। এছাড়াও সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মামুদ আলম ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

  • ময়মনসিংহে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

    ময়মনসিংহে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা,মহানগর ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    ১৫ অক্টোবর বিকাল তিনটায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর যৌথ উদ্যোগে নগরীর
    রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত৷ সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত মহিলা সম্পাদক মনিবা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, জেলা শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন , জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সভাপতি নাজমুল হক মন্ডল, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ময়মনসিংহকে জেলা আওয়ামী লীগের ঘাটি হিসাবে দাবী করে এই ময়মনসিংহ থেকে বিএনপি কে প্রতিহত করার অভিমত ব্যক্ত করেন। এদিকে একই দিনে নগরীর মাসকান্দা বিএনপি’র সমাবেশ থেকে আগত কিছু বিএনপি কর্মীরা অশালীন শ্লোগানে এসে রেলওয়ে স্টেশনে অপেক্ষারত আওয়ামীলীগের কর্মীদের সাথে আওয়ামীলীগের সমাবেশ থেকে তাদের ধাওয়া করার চেষ্টা করলে আওয়ামী লীগ তাদের প্রতিহত করার চেষ্টা করলে এতে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে, এসময় আওয়ামীলীগ-বিএনপি’র কর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়ায় মহানগর আওয়ামীলীগের ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মাসুম আহত হন। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হন।

  • বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতি জিংলাতলী ইউনিয়ন শাখার নির্বাচিত কমিটির সংবর্ধণা অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জিংলাতলী ইউনিয়ন শাখার নির্বাচিত কমিটির সংবর্ধণা অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে,
    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির সংবধণা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার জিংলাতলী হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জিংলাতলী শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেজারার অধ্যাপক ড.কামাল উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কামরুল হাসান ভুইয়,এ সময় বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ সেলিম ভুইয়া, মোঃ ফয়সাল আহমেদ, গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি সামছুল আলম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভুইঁয়া।

  • ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে প্রান হারালেন ক্ষেতলালের এক যুবক

    ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে প্রান হারালেন ক্ষেতলালের এক যুবক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:

    বন্ধুদের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী
    ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে বিদ্যালয়ের টিনের চালা ধসে প্রান
    হারালেন ক্ষেতলাল পৌর এলকার রামপুরা গ্রামের মৃত খলিলুরের ছেলে খোরশেদ (২৩) নামের
    এক যুবক। এ ঘটনায় ওই গ্রামের আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    শুক্রবার বিকেল ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি
    স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।
    জানাগেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
    পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সঙ্গে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক
    সুমনের ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হয়। ওই প্রীতি ফুটবল খেলার আয়োজন
    করেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম। খেলাটি দেখতে আসে প্রায়
    লক্ষাধীক দর্শক। স্টেডিয়ামের গ্যালারী ছাপিয়ে দর্শকরা খেলা দেখতে অবস্থান নেন
    মাঠের আশপাশের বাসাবাড়ী ছাদ ও স্কুলের ছাদ, টিনের চালা এবং উঁচু গাছের
    মগডালে। এ সময় মাঠের দক্ষিণ পাশে সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
    ভবনের পরিত্যক্ত ঘরের টিনের চালায় বসে শতাধিক দর্শকের সঙ্গে খেলা দেখছিলেন নিহত
    খোরশেদ আলম। হঠাৎ এক সময় ওই বিদ্যালয়ের টিনের চালা ধসে খোরশেদ আলমসহ
    টিনের উপরে থাকা সকলেই গড়িয়ে নিচে পরে। এর মধ্যে খোরশেদ গুরুত্বর আহত হয়।
    কর্তত্বরত পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    এঘটনায় আরো ২০-২৫ জন আহত হয়।
    প্রত্যক্ষদর্শী ছানোয়ার হোসেন জানান, স্টেডিয়ামের পাশে একটি বিদ্যালয় ভবনের
    টিনের চালায় বসে ১০০-১৫০ জনের বেশি দর্শক খেলা দেখছিলেন। খেলা শুরুর কয়েক
    মিনিট পর হঠাৎ দর্শকের চাপে টিনের চালা ভেঙে নিচে পড়ে ২০-২৫ জন আহত হয়।
    তাদের মধ্যে গুরুতর আহতদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
    সেখানে একজন মারা যান। গুরুতর আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন
    রয়েছে।
    ক্ষেতলাল পৌরসভার প্যানেল মেয়র জিল্লুর রহমান জানান, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে
    গিয়ে বিদ্যালয়ের ছাউনি ভেঙে পড়ে আহত খোরশেরদের মৃত্যু হয়েছে। খোরশেদের
    বাবার মৃত্যুর পর তার মা মেরিনা এক মেয়ে দুই ছেলেকে নিয়ে তার স্বামীর বাড়ীতে
    বসবাস করছে। বড় ছেলে মালেশিয়া প্রবাসী। এ ঘটনায় নিহত খোরশেদের আরও দুই
    সহপাঠী শামীম (২১) ও আশরাফুল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছে। তাদের উন্নত
    চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
    ক্ষেতলাল থানা ওসি জাহিদুল হক বলেন, ঘটনাটি পাঁচবিবি থানায় ঘটেছে। খবর
    পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়ে ছিলাম। তাদের কোন অভিযোগ না থাকায় লাশ
    দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • ক্ষেতলালে  জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:

    জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের ক্ষেতলাল থানার আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    (১৫অক্টোবর) শনিবার ক্ষেতলাল থানা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ক্ষেতলাল উপজেলা স্থায়ী দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, ক্ষেতলাল থানা বিএনপি’র আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, ক্ষেতলাল থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুল আলিম, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক প্রভাষক নাফিউল হাদি মিঠু,পৌর যুগ্ম আহবায়ক খুরশিদ আলম চৌধুরী।

    এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচার সরকার। এ স্বৈরাচার সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনাকে আর মানুষ চায় না। আমরা ঝাটা নিয়ে মাঠে থাকবো, তারা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য-সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি’র দেয়া সকল আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তারা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তিসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।