Blog

  • চট্টগ্রামের বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকার ফুটপাত দখলমুক্ত অভিমানে (চসিক)

    চট্টগ্রামের বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকার ফুটপাত দখলমুক্ত অভিমানে (চসিক)

    মোঃ শহিদুল ইসলাম,
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে চসিকের অভিযান। ছবি-দৈনিক সময়ের কন্ঠ

    ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

    এ সময় রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

    এ ছাড়া জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সড়কে ব্যবসা করায় তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে অপর তিন ব্যক্তিকে ৬ হাজার,ঐ সময় মোট ২১,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সাংবাদিকদের বলেন,জনগণের চলাচলের পথ ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ বিষয়ে সিটি করপোরেশনের অবস্থান জিরো টলারেন্স। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে ও চলবে।

    অভিযানকালে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর হাজী,জিয়াউল হক সুমন, সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম উপস্থিত ছিলেন।

  • মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের  ২১ সদস্যের নতুন কমিটি গঠন

    মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যের নতুন কমিটি গঠন

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা
    হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়।
    সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাবিবুর রহমানকে সভাপতি (দৈনিক আমাদের
    সময়), শাহেদুল আলম শাহেদকে সাধারণ সম্পাদক (দৈনিক সমাচার) ও এন এ মুরাদ’কে
    সাংগঠনিক সম্পাদক (দৈনিক আমাদের নতুন সময়) করে এই কমিটি করা হয়।
    কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি শরিফুল আলম চৌধুরীকে (দৈনিক আজকালের
    খবর), সৈয়দ রাজিব আহম্মেদ (দৈনিক সংবাদ), মমিনুল ইসলাম মোল্লা (সাপ্তাহিক আমোদ),
    যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ (দৈনিক ভোরের সুর্যোদয়), দপ্তর সম্পাদক ফয়জুল
    ইসলাম ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন), অর্থ সম্পাদক জাকির হোসেন (দৈনিক জনতা),
    প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক সাজ্জাদ হোসেন ( দৈনিক স্বাধীন বাংলা)
    ( ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন ভুইয়া (দৈনিক ভোরের সময়), প্রচার সম্পাদক আবুল বাশার (চ্যানেল এস)।
    নির্বাহী সদস্যরা হলেন, নজরুল ইসলাম সরকার (দৈনিক সমাচার), মোহাম্মদ আবু
    ইউসুফ (দৈনিক সংগ্রাম), গৌরাঙ্গ দেবনাথ (দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ), বশির আহাম্মদ
    ডালিম (দৈনিক খবরপত্র), আনোয়ার হোসেন মোল্লা (দৈনিক একুশের বানী), বিল্লাল
    হোসেন (দৈনিক মুক্তখবর), ইকবাল হোসেন (বাংলা ৫২ নিউজ), তানভীর আহাম্মদ ভুইয়া
    (দৈনিক সরেজমিন) ও রনি আহাম্মদ (দৈনিক বাংলাদেশ সমাচার)।
    নবগঠিত এ কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি

  • প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা হিমালয় কন্যা পঞ্চগড়ে

    প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা হিমালয় কন্যা পঞ্চগড়ে

    মো;বাবুল হোসেন পঞ্চগড় :
    ভৌগলিকভাবে হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছরই শীতের আমেজ শুরু হয় একটু আগেই। মৌসুমের বেশির ভাগ সময়ই বিরাজ করে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যান্য জেলার তুলনায় শীতের অনুভুতিও হয় বেশ তীব্র। এ বছরও যেন আগে ভাগেই নামছে এ জেলায় শীত। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।
    দিনের বেলায় বেশ গরম থাকলেও রাত থেকেই শুরু হয় কুয়াশা পড়া। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এই কুয়াশা। রাত ও ভোরের এই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। ঘাস এবং ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু।
    গত এক সপ্তাহ ধরে আবহাওয়ার এমন পরিবর্তন দেখছেন এ এলাকার মানুষ। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বিরাজ করছে। নভেম্বরের মাঝামাঝি থেকে এ জেলায় অনুভুত হবে তীব্র শীত।
    স্থানীয়রা জানান, এখনো তেমন শীত অনুভুত না হলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝড়তে থাকে। বিশেষ করে ধানের শীষে শিশির বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।
    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, এ জেলায় শীত যেমন আগে শুরু হয়, তেমনি বিদায়ও হয় শেষে। এবছরও শীত অনুভুত হওয়া শুরু হয়েছে। এখন থেকে তাপমাত্রাও কমা শুরু হবে এবং তীব্রতা বাড়বে শীতের।

  • সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের সময় বিজিবি ও বিএসএফ কর্তৃক আটক ৪

    সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের সময় বিজিবি ও বিএসএফ কর্তৃক আটক ৪

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জিমনাল এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টার সময় বাংলাদেশি চার জন কে আটক করেন বিজিবি ও বিএসএফ।

    পাটগ্রাম উপজেলার জিমনাল এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টার সময় বাংলাদেশি কিশোর সুজন মিয়াকে (১৮) আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। একই উদ্দেশ্যে একই সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশি ৩ জন গরু চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। শনিবার (১৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

    শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মামলা দিয়ে সুজনকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে সুজন মিয়া। অপরদিকে ভারতে আটক বাংলাদেশিদেরকে মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিএসএফ বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র ও আটককৃতদের পরিবার জানায়, শুক্রবার ভোর ৪ টার দিকে।

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল এলাকার সীমান্তের ৮১৮ ও ৮১৯ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে উভয় দেশের (ভারত-বাংলাদেশ) গরু পারাপারকারীরা গরু পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ৬ বিএসএফ ব্যাটালিয়নের ডাঙ্গারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের মেকলিগঞ্জ
    থানার ডাঙ্গারবাড়ি একই সীমান্ত পিলার এলাকা হতে তিন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

    আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমানপুর জিমনাল গ্রামের আহের উদ্দিনের ছেলে আবু তাহের (৫০).ও একই গ্রামের তৈয়ব আলীর ছেলে জাহিদুল ইসলাম মন্টু (৪৯),এবং একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আসাদ আলী (২০),

    পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রাহমান বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ায় বিএসএফ তাঁদেরকে আটক করে নিয়ে গেছে।’

    লালমনিরহাটে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিজিবি মামলা দিয়ে সুজনকে থানায় দিয়েছে। রোববার আদালতে পাঠানো হয়েছে ।

    বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (এডি) ওমর খসরু ভারতীয় বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার না করে বলেন, ‘তাদেরকে আটক করা হয়েছে এমন বিষয়ে ভারতীয় বিএসএফ আমাদেরকে জানায়নি। তাছাড়াও আটককৃত ব্যক্তিদের পরিবারও জানায়নি।’

    হাসমত উল্লাহ।

  • আইটি ট্রেনিং প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর

    আইটি ট্রেনিং প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জে প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা আইটি ট্রেনিং প্রকল্প ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

    গত ১৫ অক্টোবর ২০২২ইং শনিবার পিএফ আইটি ট্রেনিং সেন্টার এন্ড গনগ্রন্থাগার প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা প্রন্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্প ২য় পর্যায় আওতায় ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পার্সন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, পিএফ এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ, সংস্হার চেয়ারম্যান মোছা: মোতাহারা বেগম, টিম প্রশিক্ষক জাহিদ হাসান, আইসিটি প্রভাষক ও মাস্টার ট্রেইনার মহুবার রহমান , পিএফ এর ভলান্টিয়ার রেদোয়ান ইসলাম রনি ও স্বাধীন ইসলাম, রেজওয়ানা জাহান প্রমুখ।

    হাসমত উল্লাহ।।

  • একমাত্র আওয়ামী লীগ দলই অসাম্প্রদায়িক দল-আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

    একমাত্র আওয়ামী লীগ দলই অসাম্প্রদায়িক দল-আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সাথে উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দর শারদীয় দুর্গা পুজা পরবর্তি বিজয়া দশমী পুণঃমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল এগারটায় আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মন্ত্রীর নিজ বাস ভবন চত্তরে বিজয়া পুণঃমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় ১৬৩টি পুজা মন্ডপে মাননীয় প্রধানমমন্ত্রী এবং মন্ত্রীর ব্যক্তিগত অনুদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে পুজা সম্পন্ন হওয়া প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। অন্যান্য বছরের ন্যায় এবছরও বরিশাল বিভাগের মধ্যে ১৬৩টি পুজা মন্ডপে সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হয়েছে আগৈলঝাড়ায়।

    মতবিনিয়কালে প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর উদ্যেশ্যে বলেন, একমাত্র আওয়ামী লীগ দলই অসাম্প্রদায়িক দল। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক এই দলটি শুধু তৈরীই করেননি; দেশের সংবিধানেও ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন। আপনারা অনেক সরকারের শাসনামল দেখেছেন, এর মধ্যে আওয়ামী লীগই হিন্দু ধর্মসহ অন্যান্য সকল সম্প্রদায়ের ধর্ম পালনে স্বাধীনতা প্রদান ও সার্বিক সাহায্য করে আসছে। আওয়ামী লীগ সরকার মন্দির নির্মানের জন্য ৩৪২ কোটি টাকা, এবং ৬৪৫০টি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা স্কুল কার্যক্রম চালু রেখেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা কোন প্রতীকে আপনাদের রায় প্রদান করবেন সেই বিবেচনা আপনাদের উপরই ছেড়ে দিলাম।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সদস্য দুলাল দাসগুপ্ত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, পুজা উদযাপন পরিষদের সদস্য তারক চন্দ্র দে, স্পন মন্ডল, হরেকৃষ্ণ হালদার, নিত্যানন্দ মজুমদার, পুলিন বাড়ৈ, রমনী কান্ত সরকার,তপন বসু, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, পুজা উদযাপন পরিষদের সদস্য নিখিল সমদ্দার, প্রদীপ লাহেড়ী উজ্জল, বিমল বিশ্বাস, আশিষ তপাদার, সুব্রত মন্ডল, রথিন মন্ডলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় বিশ্ব খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    আগৈলঝাড়ায় বিশ্ব খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব খাদ্য দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
    পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা নার্গিস নীলা, উদ্ভিদ সংরন কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কর্মকর্তা খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোতোষ সরকারসহ প্রমুখ।

  • বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন  সেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে মটরসাইকেল শোডাউন

    বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে মটরসাইকেল শোডাউন

    মোঃ নাসির উদ্দিন। বরিশাল

    বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নুতান কমিটি ঘোষনা করা হয়েছে।এ উপলক্ষে আজ সকাল দশ ঘটিকার সময় হাফিজুর রহমান মান্নার সার্বিক তত্বাবধানে সাকোকাঠি স্টান্ড থেকে প্রায় দুইশত মটর সাইকেলে কয়েক শত লোক নিয়ে সরিকল. হোসনাবাদ নলচিরা হয়ে গৌরনদী পৌর মেয়র এবং উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোঃ হারিচুর রহমানের বাস ভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

    এ সময়ে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সভাপতি মোঃ হারুন অর রশীদ আকন।যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সরদার মনিরুজ্জামান মনির.সরিকল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মামুন বেপারী. সরিকল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হিরন হোসেন হিরা এবং যুবলীগ নেতা হুমায়ন খলিফা সহ আওয়ামীলিগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

    এ সময়ে গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান বলেন সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ কে ভালবেসে একসাথে হাত হাত মিলিয়ে শেখ হাসিনা তথা আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করতে হবে।

  • ক্ষেতলালে ৩০ লিটার চোলাই মদ  ও সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

    ক্ষেতলালে ৩০ লিটার চোলাই মদ ও সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ (এক) জন এবং সাজা প্রাপ্ত আসামী ০১ জন মোট ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পুলিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এস,আই (নিঃ) মোঃ মাসুদ রানা, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলাম, কং/৫১৩ মোঃ মানিক রানা, সকলেই ক্ষেতলাল থানা জেলা-জয়পুরহাটগণ অভিযান পরিচালনা করিয়া গত ১৫-১০-২০২২ তারিখ ১৯.১০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ০৩নং মামুদপুর ইউপির অন্তর্গত মহব্বতপুর দিঘীপাড়া হইতে আসামী ১। শ্রী বানু চন্দ্র প্রামানিক (৩৫), পিতা- মৃতঃ বিমল চন্দ্র প্রামানিক, সাং-মহব্বতপুর দিঘীপাড়া, থানা- ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট গ্রেফতার করিয়া সর্বমোট ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুঃ ১২,০০০/- (বার হাজার) টাকা উদ্ধার করেন এবং সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে ১ (এক)জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • পুঠিয়ায় মুরগি খামারীর স্বপ্ন রাতের আঁধারে আগুনে  পুড়ে ছাই

    পুঠিয়ায় মুরগি খামারীর স্বপ্ন রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    পুঠিয়ায় মুরগি খামারী ইসমাইলের স্বপ্ন রাতের আঁধারে পুড়ে ছাই হয়েগেছে। রবিবার (১৬ অক্টোবর) ভোররাত চারটার দিয়ে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের হাড়োগাথি বাজার সংলগ্ন পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন থেকে ইসমলাই হোসেন উক্ত স্থানে পোল্ট্রি ফার্ম করে ব্যবসা করছেন তিনি। রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসমাইলের পোল্ট্রি ফার্মে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ইসমাইল ও তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ইসমাইল ও তার আত্নীয়-স্বজনেরা ছুটে আসে পোল্ট্রি ফর্মে। ততক্ষণে আগুন লেগে যায়া পুৃরো খামারে। এসময় তারা পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। আগুনের ব্যপকতার কারণে পোল্ট্রি ফার্মেটিতে থাকা প্রায় আড়াই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে পোল্ট্রি ফার্মের মালিক ইসমাইল হোসেন বলেন, গতকাল রাত ১টার দিকে ফার্ম থেকে বাড়ি যাই। পরে রাত চারটার দিকে এলাকাবাসীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার পোল্ট্রি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন কি কবো বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার আত্নীয়-স্বজনেরা পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষনে সব পুড়ে ছাই হয়েগেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন জানান, কেউ প্রতিহিংসার বশীভূত হয়ে কেবা কারা আমার ফার্মে আগুন দিতে পারে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পুঠিয়া ফার্য়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ইনচার্জ জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি আগুন নিভানো রয়েছে।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।